চোখ (অপকাব্য)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বিষ্যুদ, ০৭/০৯/২০০৬ - ১০:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


1 চোখের ভেতর বসত করে লক্ষ হাজার রাগচোখের ভেতর সাত সমুদ্দরচোখের নিচে দাগ। 2 চোখের নিচের কালিগুলো অনেক আগের মরচে পড়া কেউ বা ভাবেন শখের বশে বেখেয়ালে সৃষ্টি করা। 3 অনেক কিছু দেখছি কিন্তু চোখ দিয়ে চোখ যায় না দেখা তাই বলে আর হচ্ছে নাকো রূপ-চর্চার কাব্য শেখা। 4 কেউ কেউ হঠাৎ চমকে উঠে- কালি কেন চোখের নিচে ? সত্যি কথা শুনেও ভাবে বলছি আমি নিছক মিছে! 5 ভাবছি এবার থাকবো জেগে চোখ দুটোকে ঘুম পাড়িয়ে কালো চোখের স্বপ্নগুলোধরতে হবে হাত বাড়িয়ে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।