[রং=33399]গুলশানে নতুন একটা দোকান কী যেন নাম - ঐ যে বুড়ো দাদুর ছবি, লাল সাইনবোর্ড - রাইট, মনে পড়েছে - কেএফসি। ঝলমলে মানুষগুলো ওখানে ফ্রাইড চিকেনের সাথে স্ট্র-তে চুমুক দিয়ে কী যেন খায় - ধ্যুত, বিয়ার না- ওটা পেপসি।[/রং]
মন্তব্য
নতুন মন্তব্য করুন