রসনা জিজ্ঞাসা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বিষ্যুদ, ০১/০৩/২০০৭ - ৬:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:


[রং=33399]গুলশানে নতুন একটা দোকান
কী যেন নাম - ঐ যে
বুড়ো দাদুর ছবি, লাল সাইনবোর্ড -
রাইট, মনে পড়েছে -
কেএফসি।
ঝলমলে মানুষগুলো ওখানে
ফ্রাইড চিকেনের সাথে স্ট্র-তে
চুমুক দিয়ে কী যেন খায় -
ধ্যুত, বিয়ার না-
ওটা পেপসি।
[/রং]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।