বেলা:
আপনার দুটো মেইল পেলাম।
আপনার কী কোন কারণে মন খারাপ? আমার কেন জানি অমনটা মনে হলো।
একা একা কেন লাগবে?
আপনার ফ্রেন্ডরা কেমন আছে?
ওদের সাথে সময় কাটান। ভালো লাগবে।
আমাদের এ শহরে - ঘুরার জায়গা আর কতই বা আছে?
বন্ধুদের সাথে আড্ডাটাই আসল।
কীভাবে কীভাবে সময় কেটে যায়।
আমার এখন সময় কাটানোটাই বিরক্তিকর।
বেকার জীবন। চাকরির চেষ্টা করে যাচ্ছি। কবে হবে জানি না।
"কবিতা পড়ার প্রহর এসেছে" আমার খুব প্রিয় একটি গান। গানটি কে লিখেছে জানেন? কাওসার আহমেদ চৌধুরী, ঐ যে প্রথম আলোর ছুটির দিনে ম্যাগাজিনে সপ্তাহের রাশিফল লিখে। আরেকটি মজার ব্যাপার শেয়ার করি। হুমায়ুন আজাদ স্যারের একটা ইন্টারভিউ পড়ছিলাম, উনি বলেছেন - বাংলা ভাষায় এখনো পর্যন্ত যত গান লেখা হয়েছে, তার মধ্যে মাত্র তিনটি গান, আসলেই গান হয়ে উঠেছে। তিনটির একটি হলো - "কবিতা পড়ার প্রহর এসেছে"।
আর কী খবর? সেমিস্টার শেষ হবে কবে? ব্রেকে কী করবেন? তার আগে ফাইনালের প্রিপারেশন কেমন? এইসব মন খারাপ বাদ দিয়ে সিরিয়াসলি পড়েন। জব মার্কেট এখন খুব কম্পিটিটিভ। ভালো থাকবেন।
- সরণ
---------------------------------------------------------
হ্যালো,
কেমন আছেন? বেকার জীবন নিয়ে ভাববেন না, ভালো কিছু একটা হয়ে যাবেই, কাল অথবা পরশু, একটু সময় লাগবে এটুকুই অপেক্ষা। আচ্ছা সরণ, আপনি কী আমার উপর কোন কারণে বিরক্ত? আমার মেইলের কথাগুলো কী আপনাকে খুব সমস্যায় ফেলে দিয়েছে? ওরকম কিছু হলে সরাসরি বলবেন। আমি সরাসরি কথা বলতে ও শুনতে পছন্দ করি। আমার আগের মেইলে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। একটারও উত্তর দেননি। আপনার চোখ এড়িয়ে গেলো, নাকি এভয়েড করে গেলেন জানি না। কখনো মন চাইলে জবাব দিতে পারেন।
এবার আমি আপনাকে প্রশ্নের লিস্ট পাঠাচ্ছি। আপনি পরীক্ষার মতো করে জবাব দিবেন।
১) আপনার আগের মেইলে দেখলাম, আপনি "হুমায়ুন আজাদ স্যার" লিখেছেন। আপনি কী উনার ডিরেক্ট স্টুডেন্ট?
২) হুমায়ুন আজাদের মতে ‘গান হয়ে উঠা’ বাকী গান দুটো কী কী?
৩) আপনি রাশিফল বিশ্বাস করেন? (ছুটির দিনের রাশিফলের সাথে আমার প্রায়ই মিলে যায়!)
আজ আর জ্বালাবো না। মেইল করবেন, সাথে প্রশ্নগুলোর জবাব দিবেন আশা করি - - -।
স্টে ওয়েল! লোল!!!
< বেলা >
---------------------------------------------------------
ম্যাডাম:
সর্বনাশ! ছাত্র বানিয়ে এক্কেবারে পরীক্ষায় বসিয়ে দিলেন!
৩টা প্রশ্নের মোট নম্বর কতো?
আচ্ছা উত্তর দিই:
১) জ্বী না, আমি আজাদ স্যারের ডিরেক্ট স্টুডেন্ট না। আসলে আমি কমার্স ফ্যাকাল্টির ছাত্র। সো হোয়াট? তাই বলে হুমায়ুন আজাদকে সম্মান করে স্যার ডাকতে পারবো না? আমাদের দেশে উনার মতো ট্যালেন্ট আর কবেই বা আসবে? দূর্ভাগ্য, আমরা উনাকে হারালাম! কী হারালাম তা বুঝতে আরো অনেক সময় লাগবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একই রকমভাবে - আব্দুল্লাহ আবু সায়ীদকে সায়ীদ স্যার, মুহম্মদ জাফর ইকবালকে জাফর ইকবাল স্যারই বলি। এঁরা হলেন আমাদের বাতিঘর। স্যার বলে সম্মানটুকু অন্তত: জানাতে পারি, কী বলেন?
২) স্যরি, বাকি গান দুটির কথা মনে পড়ছে না। চিটাগাং থেকে প্রকাশিত একটা ম্যাগাজিনে ঐ ইন্টারভিউ পড়েছিলাম। ইন্টারভিউ নিয়েছিলেন শরিফা বুলবুল। ঐ সাক্ষাৎকারগুলো সংকলন করে পরে সম্ভবত: বই রের হয়েছিল।
৩) আমি রাশিফল বিশ্বাস করি না। তবে স্বীকার করি - চুপিসারে পড়ে নিই, কী কী লেখা আছে। ছুটির দিনে নিওমারোলজি ব্যবহার করে। বলেই দেয় - ১০% মিলবে। এখন আপনি সারা সপ্তাহে শত শত ঘটনায় ঐ দু'চার লাইন মিলিয়ে ফেললে তো সমস্যা!
আপনার ৩টা প্রশ্নের জবাব দিলাম। পাশ করবো? ৩৩ পাবো? একটু দয়া দেখাইয়েন ম্যাডাম, ফেইল করলে আম্মু বাসা থেকে বের করে দিবে, আব্বু পিটাবে। ওঁয়া ওয়াঁ - - -
- সরণ
---------------------------------------------------------
হ্যালো!
আপনি দেখছি যথেষ্ঠ ফাজিল আছেন। হি হি:। আপনি তেত্রিশ না, আপনি ৪৯ পেলেন। সেকেন্ড ডিভিশন নম্বর। জিপিএ হিসেবে ডি প্লাস। কম পেলেন, কারণ - আপনি আমার প্রশ্নের জবাব দিয়েই ভেগেছেন। মেইল কই?
সরণ, আপনি কী আমাকে যখন সময় পান তখনি অনেক বড় বড় মেইল করতে পারবেন?
আমি জানি না আপনার কাছে কেন এটা চাচ্ছি। আসলেই জানি না, আপনার মেইল পেতে, মেইল পড়তে ইচ্ছে করে ইদানিং। আমি জানি না কেন এমন হচ্ছে।
< বেলা >
---------------------------------------------------------
সরণ, আপনি কী আমাকে যখন সময় পান তখনি অনেক বড় বড় মেইল করতে পারবেন?
আমি জানি না আপনার কাছে কেন এটা চাচ্ছি। < বেলা >
---------------------------------------------------------
সরণ, আপনি কী আমাকে যখন সময় পান তখনি অনেক বড় বড় মেইল করতে পারবেন?
আমি জানি না আপনার কাছে কেন এটা চাচ্ছি। < বেলা >
---------------------------------------------------------
সরণ, আপনি কী আমাকে যখন সময় পান তখনি অনেক বড় বড় মেইল করতে পারবেন?
আমি জানি না আপনার কাছে কেন এটা চাচ্ছি। < বেলা >
(চলবে...)
মন্তব্য
নতুন মন্তব্য করুন