গত সপ্তাহ পুরোটাই মারাত্মক ঝামেলা গেছে। ঝামেলার সাথে সাথে মজাও হয়েছে প্রচুর। শিলার বিয়ে হয়ে গেল রোমেলের সাথে। রোমেল ব্যাংকএশিয়ায় জয়েন করেছে, প্রোবেশনারী পিরিয়ড শেষ করে পার্মানেন্ট হয়েই মাথায় পাগড়ি। শিলাকেও অনেকটা শান্ত মনে হলো, আগের সেই অস্থিরতা নেই। রোমেলের সাথে পরিচয় হবার পর পাল্টে গেছে অনেক কিছু। গায়ে হলুদ, বিয়ে বৌভাত মিলিয়ে মোটামুটি ফেসটিভ-উইক গেলো। বেলা ভেবেছিল এই সপ্তায় সরণের অন্তত: দুটো মেইল জমা হবে। ইয়াহু-জিমেইল চেক করে দেখে কোন নতুন মেইল নেই। খানিকটা মন খারাপ হয়। সরণের মেইল না পেয়ে মন খারাপ করার কোন কারণ বেলা খুঁজে পায় না, মনে হয় এ এক নিছক ছেলেমানুষী। ইন্টারনেট এন্টিটির কাছে অহেতুক প্রত্যাশা। এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখা যায় - সরণ জিমেইলে অনলাইন। বেলা নক করে না। একটু পর সরণ নিজেই নক করে
সরণ: হাই
বেলা: নাই
সরণ: হ্যালো
বেলা: গেলো
সরণ: মানে
বেলা: জানে
সরণ: হাই বেলা
বেলা: কোথায় গেলা
সরণ: মানে?
বেলা: জানে
সরণ: এসব কি?
বেলা: যেসব ছি:!
সরণ: মহা জ্বালা দেখছি
বেলা: মহা জ্বালা শিখছি
সরণ: হা হা
বেলা: হি হি
সরণ:?
বেলা: ??
সরণ:???
বেলা: ????
সরণ:!
বেলা: !!
সরণ: মন খারাপ?
বেলা: কালো সাপ
সরণ: বুঝলাম না
বেলা: লিখলাম না
সরণ: আর ইউ ম্যাড
বেলা: ভেরী ভেরী ব্যাড
সরণ: আই অ্যাম স্যাড
বেলা: ইউ আর ড্যাড
সরণ: কার?
বেলা: যার তার?
সরণ: যার কার?
বেলা: তার তার।
সরণ: আপনার মাথার তার ছেড়া
বেলা: আপনি একটা সাদা ভেড়া
সরণ: অনেক হলো, এবার থামেন
বেলা: থামেন? ক্যান ক্যান?
সরণ: হাই আর ইউ বেলা
বেলা: কেমন এই খেলা?
সরণ: ওকে আপনি খেলেন, আমি যাই।
বেলা: হিহ হি: হি হি হি হি:
সরণ: হাসির কী হলো?
বেলা: হি হি হি হি:
সরণ: আপনি বেলা?
বেলা: সন্দেহ হয় নাকি?
সরণ: এতোক্ষণ এরকম করলেন কেন?
বেলা: মজা করলাম
সরণ: মজা শেষ হয়েছে?
বেলা: না হয়নি।
সরণ: আপনি আসলেই বেলা?
বেলা: হুম, তো কে?
সরণ: আমি ভাবছিলাম - অন্য কেউ আপনার পাসওয়ার্ড হ্যাক করে আমার সাথে মজা করছে।
বেলা: হি হি হি
সরণ: আসলেই
বেলা: আমার পাসওয়ার্ড আর কেউ জানে না
সরণ: ওকে
বেলা: কেমন আছেন?
সরণ: আমি ভালো, আপনার খবর কি?
বেলা: খুব টায়ার্ড। শীলার বিয়ে হয়ে গেল গতকাল, আজ বৌভাত ছিল।
সরণ: শীলা কে?
বেলা: আপনি ভুলে গেছেন? আমার ফ্রেন্ড---
সরণ: ওহ, মনে পড়েছে। বাংলা সিনেমার ফ্যান।
বেলা: হুমম
সরণ: আপনার বিয়ে কবে?
বেলা: আমাকে কে বিয়ে করবে?
সরণ: কেন?
বেলা: জানি না।
সরণ: ওকে
বেলা: আপনার বিয়ে কবে?
সরণ: আগামী কয়েক বছরের মধ্যে
বেলা: কাকে বিয়ে করবেন?
সরণ: একটা মেয়েকে
বেলা: মেয়েটা কে?
সরণ: জানি না
বেলা: কেমন মেয়ে পছন্দ করেন?
সরণ: কঠিন প্রশ্ন
বেলা: ফর্সা না কালো?
সরণ: ফর্শা। একটু শ্যামলা হলে সমস্যা নেই।
বেলা: লম্বা না খাটো?
সরণ: স্ট্যান্ডার্ড।
বেলা: মোটা না চিকন?
সরণ: মিডিয়াম
বেলা: পড়ালেখা?
সরণ: গ্র্যাজুয়েট
বেলা: কোন স্পেসিফিক এরিয়ার মেয়ে ?
সরণ: নাহ, তেমন কিছু না
বেলা: মেয়ের ফ্যামিলির টাকা পয়সা কেমন থাকতে হবে
সরণ: খুব বড়লোক দরকার নেই, মোটামুটি স্বচ্ছল হলেই হবে
বেলা: কেমন স্বচ্ছল?
সরণ: এটা পারস্পরিক সামাজিক গ্রহণযোগ্যতার বিষয়।
বেলা: ওকে
সরণ: হাতে অমন মেয়ে আছে নাকি?
বেলা: আছে, বিয়ে করবেন?
সরণ: সব মিলে গেছে?
বেলা: হ্যাঁ সব মিলে গেছে।
সরণ: গ্রেট!!! মেয়ের নাম কী?
বেলা: শুনবেন?
সরণ: হ্যাঁ বলেন।
বেলা: এক্ষুণি?
সরণ: হুমম, কুইক বলেন
বেলা: বেলা
সরণ: মানে?
বেলা: হমম, বেলা
সরণ: আপনি ???
বেলা: কেনো? কোন সমস্যা?
সরণ: আপনাকে তো বিয়ে করা যাবে না!
বেলা: কেনো?
সরণ: জানি না
বেলা: সমস্যা কী?
সরণ: আমি জানি না
বেলা: আপনি কী কোন কারণে আমার উপর বিরক্ত?
সরণ: না
বেলা: তবে আমাকে বিয়ে করতে সমস্যা কী?
সরণ: অনলাইনে অদেখা মানুষ নিয়ে এরকম ফ্যান্টাসী মানায় না
বেলা: হি হি হি হি
সরণ: হাসছেন কেনো?
বেলা: হিহি হিহি হিহ
সরণ: কী হলো?
বেলা: আমি আসলে বেলা না
সরণ: মানে?
বেলা: আপনার সাথে মজা করলাম
সরণ: আপনি কে?
বেলা: আমি বেলার বান্ধবী শীলা
সরণ: মানে?
বেলা: হুমম, আমি বেলার বাসায়। ইন্টারনেটে লগইন করে দেখলাম জিমেইল ওপেন, আপনি আছেন, তাই মজা করলাম।
সরণ: ওকে বাই।
বেলা: আই অ্যাম স্যরি
সরণ: ওকে
বেলা: প্লিজ বেলাকে কিছু বলবেন না, ও রাগ করবে
সরণ: বাই
বেলা: আপনি কী রাগ করলেন
সরণ: গুড নাইট।
সরণ লগ আউট করার পর বেলার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কেন জানি হু হু করা কান্না নেমে আসে গলায়। বেলার কোন আচরণ কী খারাপ ছিল যে সরণ ওভাবে সরাসরি না বলে দিলো! ভাগ্যিস চালাকী করে শীলা পরিচয় দিয়ে সিচুয়েশন ট্যাকল দেয়া গেছে! তবুও নিজেকে খুব ছোট মনে হয়। রাত প্রায় দেড়টা বাজে। রূমের লাইট নিভিয়ে জানালা দিয়ে নিচে তাকায় বেলা। স্ট্রীট লাইটের আলোয় কয়েকটি কুকুর কী যেন খুঁজে বেড়াচ্ছে। পাশ দিয়ে টুংটাং বেল বাজিয়ে ক্লান্ত শরীরে রিক্সা ঘরে ফিরছে। দূরে একটি বিল্ডিংয়ে লাইট জ্বলছে এখনো, সম্ভবত: ইকবাল সেন্টার অথবা এবিসি টাওয়ার। বেলার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। কানের কাছে কে যেন বারবার বলে চলেছে - 'অনলাইনে অদেখা মানুষ নিয়ে এরকম ফ্যান্টাসী মানায় না'।
আসলেই?
(চলবে...)
মন্তব্য
নতুন মন্তব্য করুন