ছাদের কার্ণিশে কাক - ১৮

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: সোম, ২৮/০৫/২০০৭ - ৭:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

হ্যালো,
কেমন আছেন? কী করছেন? আমার মন-মেজাজ দুটোই খারাপ। বাসায় উটকো ঝামেলা শুরু হয়েছে। আমার অনার্স শেষ হয়ে এলো। আব্বু-আম্মু আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কোথাকার কোন এক আর্মী অফিসারের সাথে নাকি বিয়ে। বলেন তো, এটা কোন কথা? জানি না চিনি না, এমন মানুষকে কীভাবে বিয়ে করি? একদম ভালো লাগছে না---
< বেলা >
-----------------

বেলা:
ওয়াও!
দারুণ খবর!!
কনগ্র্যাট।
অনেকদিন বিয়ের দাওয়াত খাওয়া হয় না।
আপনার বিয়েতে খুব মজা করে খাবো।
নেক্সট উইকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত শার্প করিয়ে আসবো!
হা হা হা।
আপনি লাকি গার্ল!
এখন সম্ভবত: বিয়ের বাজারে আর্মীদের জয়জয়কার।
একসময় ছিল - ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ব্যবসায়ীর সুদিন।
এখন আর্মী অফিসারদের।
ওস্তাদের (মানে আপনার হবু হাব্বির) নাম কী?
ডিটেইল জানিয়ে মেইল করবেন।
বিয়ের কার্ড পাঠানো লাগবে না। আমি এখনি দাওয়াত পেয়ে গেলাম।
শুভকামনায়,
- সরণ
-------------

হাই,
আপনার মেইল পেয়ে ইচ্ছে করছিল কম্পিউটারটা ধরে আছাড় মারি। আমি আছি মহাঝামেলায়, আর উনি দাঁতে শান দিচ্ছেন! কীসের দাওয়াত? আপনার কোন দাওয়াত নেই। আপনার ওস্তাদের নাম - সাফকাত। মেজর সাফকাত। পরশু বাসায় এসেছিল। অনিচ্ছা সত্ত্বেও কথা বলতে হলো। ভীষণ বিরক্তি লাগে। সরণ, খুব সরাসরি বলি - আমি যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কী বলবেন?
< বেলা >
-------------

বেলা:
আপনার এসব ছেলেমানুষী এখনো গেলো না!
আমার এক স্কুল ফ্রেন্ড ছিল, নাম সাফকাত, এখন বিড়ি বিক্রি করে। মানে একটা টোব্যাকো কোম্পানীর সেলস ম্যানেজার।
আপনার শেষ প্রশ্নটা খুব জটিল।
আমার জন্য নয়, জটিল আপনার জন্য। আপনার ভবিষ্যতের জন্য।
মেজর সাফকাতের সাথে আপনার পরিণয়ে শুভকামনা।
বিয়েতে দেখা হবে।
তারিখটা জানাবেন প্লিজ।
মেইল করবেন।
- সরণ
-------------

হাই,
আমি মোটেই ছেলেমানুষী করছি না। আপনাকে আগে বিভিন্ন সময়ে মেইলে-চ্যাটে এ প্রশ্ন করেছিলাম, আপনি এড়িয়ে গেছেন। আমি জানতে চাচ্ছি আপনি হ্যাঁ বলবেন নাকি না বলবেন। এখনো সময় আছে।
< বেলা >
-------------

বেলা:
আপনার মেইল কিংবা চ্যাটের কথাগুলো আমি ধরতে পেরেছিলাম।
একটা পর্যায়ে মানুষ ফ্যাসিনেশনে থাকে।
বয়সের কারণে অনেক সময় মোহকে বাস্তব মনে হয়।
আপনি এখনো মোহের বয়সে আছেন।
আমি আপনাকে আন্ডারএস্টিমেট করছি, অমন ভাববেন না, প্লিজ!
আপনি জানেন - আমাদের সমাজ কাঠামোয় ছেলেদের ভূমিকা অনেক বেশী।
আমি এখনো ঐ পর্যায়ে যেতে পারিনি।
সাফকাত ব্রাদার কেমন আছেন?
শুভেচ্ছা!
- সরণ
---------

হাই,
আপনি কী তাহলে সময় চাইছেন? কয়দিন অপেক্ষা করতে হবে বলেন? আমি করবো। আব্বু - আম্মু আমার কথা একদম ফেলে দিবে না। আপনি বলুন, কতোদিন অপেক্ষা করতে হবে। এক বছর? দুই বছর?
< বেলা >
---------

বেলা:
আপনি আমার কাছে সময় চেয়েছেন। সময়টা আমি একটু অন্যভাবে আপনাকে দিই। এক সপ্তাহ! স্রেফ এক সপ্তাহ। এক সপ্তাহ, আপনি সাফকাত সাহেবের সাথে রেগুলার কথা বলে দেখুন, জানার চেষ্টা করুন। তারপর সাফকাতের ব্যাপারে ডিসিশন নেন। ফিল ফ্রি টু শেয়ার উইথ মী।
- সরণ
-------------

হ্যালো,
সরণ, আমি সাফকাতের আগে আপনাকে ভাবতে চাচ্ছি। এই এক সপ্তাহ কী আপনি নিজেও একটু ভেবে দেখবেন প্লিজ!
< বেলা >
------------

বেলা:
ওকে! আপনাকে আমি দু'সপ্তার সময় দিচ্ছি।
মেজর সাফকাতকে যদি আপনার ভালো না লাগে, তবে আমি অন্যভাবে চিন্তা করার কথা ভাববো।
- সরণ

(চলবে...)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।