আমাদের সচলায়তন!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: রবি, ০৩/০৬/২০০৭ - ৬:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:
"কাজ কী তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার কাঁধেই নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার জলে-স্থলে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো।" কবি সিকানদার আবু জাফরের কবিতা দিয়ে শুরু করলাম। অচলায়তন ভেঙে মুক্ত হোক চিন্তার জগত। গর্ব করে বলি - আমাদের সচলায়তন!

মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
স্বাগতম
ভাস্কর এর ছবি
স্বাগতম

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
ধন্যবাদ!
আরিফ জেবতিক এর ছবি
স্বাগতম।
সুমন চৌধুরী এর ছবি
এইবার শুরু করো নতুন সিরিজ।
admin এর ছবি
কি সৌভাগ্য! স্বাগতম!
আড্ডাবাজ এর ছবি
শুভেচ্ছা স্বাগতম। সচল হোক কীবোর্ড।
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
ভালো-মন্দ মিশিয়ে কালারফুল সাদাকালো অবস্থা।
হাসান মোরশেদ এর ছবি
শিমুল, 'পরবাসে পাকমন' এ জোবায়ের ভাইয়ের কোনো ফিরতি মন্তব্য কি পেয়েছো? -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
না মোরশেদ ভাই। কোনো ফিরতি মন্তব্য পাইনি। জুবায়ের ভাই কী বলতে চাইলেন ঠিক বুঝিনি। ৪ তারিখের পর থেকে আমি পোস্ট দেয়া বন্ধ করে দিয়েছি। নিজের পোস্টেও কমেন্ট করছি না।
নজমুল আলবাব এর ছবি
করেন কী তাইলে? ওইখানেও লিখেননা, এইখানেও নাই.. ..................... ভুল সময়ের মর্মাহত বাউল
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
'পিডা খাইয়া তক্তা হওয়ার ভয়ে ঘাপটি মেরে আছি'। :-) (আসলেই ডরাইছিলাম)। ভীষণ হতাশা ভর করছে প্রতিদিন। ব্লগিং ভালো লাগছে না। নেক্সট পোস্টে আপনাকে নিয়ে কিছু লিখবো।
নজমুল আলবাব এর ছবি
কি কয়? আমারে নিয়া... আইজ আবার কমেসন্ট দিছি ওইখানে। দেইখেন। পুরা আউলা কাম কাজ করব সামহ্যোয়ারে!!! !!!!!!!!!!!!!!!!! ভুল সময়ের মর্মাহত বাউল
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
সামহ্য়্যার নিজের সর্বনাশ নিজে করলো। এখনো মায়া লাগে, ১১ মাস ওখানে সময় কাটিয়েছি। নোটিশবোর্ড নামক কিছু অপদার্থ সবকিছু শেষ করে দিলো। সমস্যা নাই, ইয়াহুর চ্যাটরুমগুলায় যা হয়, এখন ওখানে তা হবে। আমি যাবো মাঝে মাঝে - জারীর-মুন-বিন্দু আমি'র কবিতা পড়বো।
নজমুল আলবাব এর ছবি
আসলেই খারাপ লাগে। এই সাইট পেয়ে ভুলে যাওয়া লেখা লেখির অভ্যাসটা ফিরে পেয়েছিলাম। ........................... ভুল সময়ের মর্মাহত বাউল
নিঘাত তিথি এর ছবি
ইয়াল্লাহ শিমুল, আপনাকে তো পেছন থেকে কনফুর মত বদখত লাগছে! ----------- তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
নিঘাত তিথি: আপনি এরকম বেশরীয়তি কথা বললেন কেনো? 'ইয়াল্লাহ শিমুল'; এইটা ক্যামনে কইলেন? ইয়াল্লাহ'র পরে বলতে হবে - 'ইয়া গাফুরুর রাহীম'। তওবা তওবা। আপনাকে তওবা করাতে হবে। দেশে মহিলা মুত্তাকীন কেমন আছে জানি না। কনফুরে বলবো - ক্যাঙ্গারুর দেশে ভালো ভালো আশেকানে মুত্তাকিনী আছে, তা-ও বাংলা বলে বাংলা লেখে। আপনারে ঠিক মতো তওবা পড়ায়ে দেবেনি।
আরিফ জেবতিক এর ছবি
তিথি,নিজের চেহারাখান মনিটরে দেখছেন?একদম কার্টুন!!
নিঘাত তিথি এর ছবি
ঠিক, মনিটরে তো কার্টুনের মতই লাগে কিন্তুক আয়নায় দেখি অন্য রকম :-) ------- তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

আরিফ জেবতিক এর ছবি
আয়না পাল্টান,আয়নার দোষ আছে।মনিটরে বিশ্বাস রাখুন,মনিটর বেশি বিজ্ঞান সম্মত।
ধুসর গোধূলি এর ছবি
আয়নায় সবসময় উল্টা জিনিষ দেখায় নিঘাতাফা। ;) _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
নিঘাত তিথি এর ছবি
খেলুম না। অরূপ'দাআআআআআ...প্রোফাইল পিক বদলানোর সিস্টেম করেন শিগগির! --------- তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ধুসর গোধূলি এর ছবি
শিমুলের ফটুকটা না থুক্কু শার্টটা নিয়া কইযানি লেখছিলাম, এখন আর খুঁইজা পাইনা। বয়স হইছে মনে হয়, খালি ভুইলা যাই ইডানিং সবকিছু। _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
ঐটাই বললাম ঐ পোস্টে। আপনেরা য়্যুরোপের মানুষরা এরকমই - - -।
শেখ জলিল এর ছবি

সুন্দর পোস্ট। মনে পড়ে গেলো- জনতার সংগ্রাম চলবেই, চলবেই..

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।