মহাসমারোহে শুরু হলো সচলটিভি, এবারের বিশেষ আয়োজন - - -

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: রবি, ১৪/১০/২০০৭ - ৯:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফ্রিকোয়েন্সি লাইসেন্স পাওয়া নিয়ে খানিকটা জটিলতা ছিলো, সেটা কাটানো গেছে শেষ মুহুর্তে। তবে কুশীলবদের ফ্রি পাওয়া যাচ্ছিলো না। গত রাতে "ফেলে আসা ছেলেবেলা" ই-বুক আপলোডের পর সবাই হামলে পড়েছে। তবে একটু আগে নিশ্চিত করা গেছে, সবাই আজ রাতের মধ্যে ছেলেবেলা রোমন্থন শেষ করে জেগে উঠবেন, এবং আগামীকাল মহাসমারোহে সম্প্রচার শুরু করছে - সচলটিভি ব্লগভেট লিমিটেড।
ঈদ ও পূজা উপলক্ষে জমজমাট সব আয়োজন নিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সম্প্রচার করবে সচলটিভি। আসুন এক নজরে দেখে নিই সচলটিভির উদ্বোধনী আয়োজন।

সকাল:
৮-০০: পবিত্র ধর্মগ্রন্থ পাঠ
পাঠ করবেন: সংসারে এক সন্ন্যাসী , অদৃশ্য ভগবান, সাধক শঙ্কু, সোমনাথ, জ্বিনের বাদশা।

৮-১০: সচল থাকুন, সচল দেখুন
সচলায়তনের প্রেক্ষাপট নিয়ে কথিকা পাঠ।
উপস্থাপনায় : এস এম মাহবুব মুর্শেদ এবং মৌটুসী

৮-২০: দেশের গানের অনুষ্ঠান - জাগো সচলবাসী জাগো
পরিবেশনায়: দৃশা, গীতিকবি, টুটুল,

৮-৪০: বাংলার উৎসব ও পরিবেশ প্রভাব
গ্রন্থনা ও উপস্থাপনায়: প্রকৃতিপ্রেমিক
আলোচনায়: বিপ্রতীপ

৯-০০: সচল সংবাদ
পাঠ করবেন: থার্ড আই, বিপ্লব রহমান
প্রযোজনায়: অণৃণ্য

৯-২০: টক শো: উৎসবের সেকাল-একাল
উপস্থাপক: উৎস
মূল আলোচক: শোহেইল মতাহির চৌধুরী, হাসান মোরশেদ, ফারুক ওয়াসিফ

৯-৪৫: সচলঞ্চ: লোক সংগীতের অনুষ্ঠান
উপস্থাপনায়: নজমুল আলবাব
পরিবেশনায় : সেলিনা তুলি, মেঘ।

১০-০০: রান্নাবান্না বিষয়ক অনুষ্ঠান : সচল কিচেন
উপস্থাপনায়: সুমন চৌধুরী
বিষয়: মাত্র ৫ মিনিটে ল্যাটকা সেমাই, ল্যাটকা পায়েশ, ল্যাটকা সন্দেশ
সহায়তায়: আয়েশা আখতার

১০-২০: খেলাধুলা পর্যালোচনা : সচল গ্যালারী
গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় : অমি রহমান পিয়াল
অনফিল্ড রিপোর্টার: অচ্ছুৎ বলাই
প্রযোজনায়: আপন তারিক

১০-৩৫: ছোটোদের অনুষ্ঠান: সবজান্তার আসর
উপস্থাপনায়: সবজান্তা

১১-০০: ছড়ায় ছড়ায় সচল বেলা
গ্রন্থনা, উপস্থাপনা, পরিচালনা: লুৎফর রহমান রিটন
প্রযোজনা: মাশীদ

১১-৩০: উৎসবে এপার ওপার
পরিচালনায়: কারুবাসনা
উপস্থাপনায়: শ্যাজা, দিগন্ত, সুবিনয় মুস্তফী
প্রযোজনায়: শশাংক বরণ রায়

১১-৫০: কার্টুন আঁকাবুকি : আয় তোর মুন্ডুটা দেখি
পরিবেশনা ও পরিচালনায় : সুজন চৌধুরী

দুপুর:
১২-০০: উৎসবে মধ্যবিত্তবোধ এবং পুঁজিবাদ
গবেষণায়: ভাষ্কর
উপস্থাপনায়: ইশতিয়াক জিকো
আলোচনায়: সুমন রহমান
প্রযোজনায়: ইমরুল হাসান

১২-২০: ম্যাজিক শো
ম্যাজিশিয়ান: জ্বিনের বাদশা
প্রযোজনায়: অতিথি লেখক

১২-৩০: খন্ড নাটক : তাহারা গন্দম খাইলো
রচনা ও নাট্যরূপ: অমিত আহমেদ
অভিনয়ে: কনফুসিয়াস ও নিঘাত তিথি
নির্দেশনায়: চামেলী হাতে মানুষ
প্রযোজনায়: তারেক রহিম

০১-০০: সাহিত্যে উৎসব এবং জীবন প্রভাব
উপস্থাপনায়: রাসেল, অপালা
আলোচনায়: মাসুদা ভাট্টি, শমিত, পুরুজিত, মুহম্মদ জুবায়ের, কন্থৌজম সুরঞ্জিত, মাহবুব লীলেন, তিমুর
প্রযোজনায়: সবুজ বাঘ

১-৩০: সচল ফ্যাক্ট জানুন, ফ্যাক্ট জানান
আয়োজনে: হার্ভি কাম্পেট

০১-৪০: কবিতার আসর: জনস্রোতে কবিতা
আলোচনায়: শেখ জলিল, জিফরান খালেদ, রানা মেহের, মাহবুবুল হক, নজরুল ইসলাম
কবিতা পাঠে: ঝরাপাতা, মৃন্ময় আহমেদ, মাশা, আরশাদ রহমান, অনিকেত, কর্ণজয়, এরশাদ আলমগীর, মধুশ্রী

০২-০০: মননে একাত্তর
উপস্থাপনায়: এস্কিমো
পরিকল্পনায়: আহমেদ রাহিদ অমিত
আলোচনায়: এম. এম. আর. জালাল
প্রযোজনায়: অচেনা

০২-১৫: বটু মিয়ার বৈঠকখানা
অল ইন অল: বটু মিয়া

০২-৩০: পূর্ণ দৈর্ঘ্য সচল ছবি : অমীমাংসিত
কাহিনী : দ্রোহী
সংলাপ: মুহম্মদ জুবায়ের
চিত্রনাট্য: আরিফ জেবতিক
পরিচালনায়: অলৌকিক হাসান
শ্রেষ্ঠাংশে: অরূপ, মাশীদ, ধুসর গোধুলী, হিমু, কিংকর্তব্যবিমুঢ়, মুশফিকা মুমু, ইশতিয়াক রউফ, নব্য এবং অতিথি লেখক

বিকেল:
০৪-০০: ফান ফ্যাশন শো: সচলে হাসানরা হাসান
গ্রন্থনায়: হাসিব
অংশগ্রহণে: হাসান, ফারুক হাসান, ধ্রুব হাসান, অলৌকিক হাসান, মু নুরুল হাসান, হাসান মোরশেদ, রাগিব হাসান, ইমরুল হাসান, মেহদী হাসান খান।
প্রযোজনায়: ৩০ নং কয়েৎটুলী

০৪-১৫: মুখফোঁড়ের ১৫ মিনিট
আদমচরিত
মুখফোঁড়ের একক পরিবেশনা

০৪-৩০: বিজ্ঞানে উৎসব
উপস্থাপনায়: অভিজিৎ, বন্যা
আলোচনায়: ফরিদ আহমেদ, অপবাক, দীক্ষক দ্রাবিঢ়, দিগন্ত

০৪-৪৫: আড্ডার আসর: চা'য়ের কাপে ঝড়
উপস্থাপনায়: আড্ডাবাজ
অংশগ্রহণে: দূর্বাশা তাপস, সুশান্ত, অয়ন, কেমিকেল আলী, আবু আহসান, আসিফ দীপঙ্কর, অর্ক, জলদস্যু, এহেসান লেলিন, আশিক আহমেদ, যুথচারী

সন্ধ্যা:
০৫-০০: লাইন ছাড়া চলে রেল গাড়ী (১৮+)
লাল মিয়ার বিশেষ পরিবেশনা

৫-১৫: টেলিফিল্ম: বালকের বিষন্নতা বিকিকিনি
রচনা: মাসকাওয়াথ আহসান
পরিচালনায়: তীরন্দাজ
অভিনয়ে: সৌরভ
প্রযোজনা: রাহা

০৫-৪৫: সীমানা পেরিয়ে বাংলা প্রযুক্তি
উপস্থাপনায়: এস এম মাহবুব মুর্শেদ, শামীম
আলোচনায়: রাগিব হাসান, রিজওয়ান, অপর্ণা
প্রযোজনায়: মেহদী হাসান খান

০৬-০০: সচল স্পট লাইভ
বিভিন্ন দেশ থেকে উৎসব রিপোর্টিং সরাসরি।
স্টুডিও হোস্ট: আসাদুজ্জামান রুমন
সমন্বয়ে: দর্শক, ইফতেখার চৌধুরী, অর্ক, উদ্ভ্রান্ত
রিপোর্টার: যখন যাকে লাইভ পাওয়া যাবে।

০৭-০০: সচল ক্যাচাল
বিষয়: বিয়ে - পরকীয়া - শালী - ললনাজট এবং প্রবাসে দৈবের বশ
পরিকল্পনা: অচ্ছুৎ বলাই
মূল সঞ্চালক: হিমু
অংশগ্রহণে: অরূপ, ধুসর গোধুলী, হাসিব, কনফুসিয়াস, অনিকেত, ইরতেজা, কেমিকেল আলী

০৭-৪৫: তার এক তারেক সমগ্র
উপস্থাপনা: কনফুসিয়াস (নুরুল হাসান তারেক)
পরিবেশনায়: তারেক, আপন তারিক, তারেক রহিম

রাত
০৮-০০: ম্যাগাজিন অনুষ্ঠান: সচল সমাবেশ
গ্রন্থনা: হাসান মোরশেদ
গবেষণা: শোহেইল মতাহির চৌধুরী, মুহম্মদ জুবায়ের
উপস্থাপনায়: আরিফ জেবতিক, অর্না জেবতিক, অমি রহমান পিয়াল
অংশগ্রহণে: সকল সচল
প্রযোজনায়: অচ্ছুৎ বলাই

১১-৫৯: সমাপ্তি ঘোষণা

সৌজন্যে:
আনোয়ার সাদাত শিমুল


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সবাইকে সমবেত ও সংশ্লিষ্ট করার চেষ্টা করা হয়েছে। কেউ বাদ গেলে আওয়াজ দিয়েন, আনন্দ সহকারে যুক্ত করা হবে।

বিপ্লব রহমান এর ছবি

০৭-০০: সচল ক্যাচাল
বিষয়: বিয়ে - পরকীয়া - শালী - ললনাজট এবং প্রবাসে দৈবের বশ
পরিকল্পনা: অচ্ছুৎ বলাই
মূল সঞ্চালক: হিমু
অংশগ্রহণে: অরূপ, ধুসর গোধুলী, হাসিব, কনফুসিয়াস, অনিকেত, ইরতেজা, কেমিকেল আলী

হুমম্ । এক্স রেটেড অনুষ্ঠান মনে হচ্ছে! এটাকে রাত ১২ টার পর নেওয়া যায় না? চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

:} ওটা লাল মিয়ার টাইম স্লট!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা হা ...... হাহ হাহ হাহ.... কঠিন, জটীল... সারাদিনই সচলটিভির সামনে বসে থাকার মত সব অনুষ্ঠান!

কেমিকেল আলী এর ছবি

আমি শুধু বাদের দলেই থাকি!!!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খাইছে
আপনার রাশি মনে হয় খারাপ যাচ্ছে। জ্বীনের বাদশা কিংবা অদৃশ্য ভগবানের সাথে দেখা করেন।

সৌরভ এর ছবি

চা য়ের কাপে ঝড় তুলতেছেন তো আপনি।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অসম্ভব, প্রিয় মানুষ কেমিকেল আলী মোটেও বাদ পড়েননি। চায়ের কাপে তিনি আড্ডায় মগ্ন।

বিলাই অ্যালার্জি এর ছবি

হুই মিয়া, আন্নে কী পাইসেন?
সন্ধ্যা পাঁচটায় লাল মিয়া রে দিয়া ১৮+ ?
নাউজুবিল্লা। ম্যাঁও

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঐ সময় পোলাপাইন খেলতে বাইরে থাকে, তাই (বেড়াল)

কেমিকেল আলী এর ছবি

তাই তো!!!!!!!!
চা খাইতে চাখতে চাখতে ভুইলা গেছি সব!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনাকে শালী বিষয়ক আলোচনা, সচল ক্যাচালেও যুক্ত করা হলো। ধন্যবাদ হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

সিনেমায় আমার পার্টটা কি একটু কিলিয়ার করেন ... নায়ক না বানান অ্যাটলিস্ট নায়কের দোস্তের পার্ট (সাথে একটা হাফ নায়িকা) কিন্তু দেয়া লাগব ... হাঁইটা যাওয়া জনতা বা পইড়া থাকা লাশ বানাইলে কইলাম পরিচালক-কাহিনীকার সবার খবর আছে দেঁতো হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

উত্তম প্রস্তাব!

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

না আমি পোলাপান মানুষ আমি স্যাক্রিফাইস করুম না মন খারাপ ... আমার নায়িকা লাগবো দেঁতো হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ইয়ে মানে নায়িকা কারে দিবেন একটু যদি কইতেন চোখ টিপি

দ্রোহী এর ছবি

কিংকর্তব্যবিমুঢ়

সিনেমায় আপনার পার্ট ছিল পুলিশ ইন্সপেকটরের। মারামারির শেষ দৃশ্যে এসে আপনি বলেছিলেন, "ঢিঁচিউ... আইন নিজের হাতে তুলে নিবেন না।"
----বিশ্বাস না হলে মুল কাহিনী পড়ে দেখতে পারেন।


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি তো ভাই মহানাস্তিক। তার ওপরে, ঘুম থেকে উঠি বেলা দুটোয়।
আর আমারেই কিনা দিলেন সকাল আটটায় ধর্মগ্রন্থ পাঠের দায়িত্ব! দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এটা আপনি পারবেন, আপনিই। হ্যাঁ আপনিই! @ সংসারে এক সন্ন্যাসী

সৌরভ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
এতোদিনে স্বপ্নপূরণ হৈলো।

কিন্তু, শিমুল, কোথায় জানি ভুল হইসে।
একটা প্রোগ্রাম বাদ গেছে।
কয়টায় প্রচার হবে ঠিক ছিলো না। কিন্তু প্রোগ্রাম তো তৈরি।
এইটারে কী করবেন?


অরম্য মঞ্চ নাটিকা: শ্যালিকা সমাচার
(সরাসরি মঞ্চায়ন)
অভিনয়ে: আনোয়ার সাদাত শিমুল, দ্রোহী, আসাদুজ্জামান রুমন, হিমু, শম্পা (নবাগতা), মলি (নবাগতা), অনামিকা একজন, র‌্যাব ক্যাপ্টেন মডন(নবাগত)
পরিচালনা: নজমুল আলবাব, ডাঙ্কে চৌধুরি

বি.দ্র:
১. এই অনুষ্ঠানে একজন নবাগতা নাম প্রকাশে অনিচ্ছুক অভিনয় করবেন, যাকে ফাকরুল ভাই টিপ উপহার দিতে চেয়েছিলেন।
২. এই অনুষ্ঠানে সামান্য ধংসাত্মক কর্মকাণ্ডের সম্ভাবনা রয়েছে, তাই সার্বক্ষণিক মেডিক্যাল টিম রেডি রাখা হয়েছে।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝা।
এইটা অনির্ধারিত অনুষ্ঠান হিসেবে থাকলো। নইলে কুরবানীর ঈদে প্যাকেজ নাটক হয়ে যাবে (বেড়াল)

দ্রোহী এর ছবি

বুঝলাম না! শম্পা, মলি ও নাম প্রকাশে অনিচ্ছুক আমার যত শ্যালিকাদের এই দুরবস্থা কেন?


কি মাঝি? ডরাইলা?

দুর্বাশা তাপস এর ছবি

ওখন থিকা আর সব চ্যানেল বন্ধ। খালি সচল টিভিই দেখমু দেঁতো হাসি

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

সবজান্তা এর ছবি

আমারে গেদা বাচচাগো লগে ফালাইলো কেন :@
------------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনুষ্ঠানের নামই তো - সবজান্তার আসর।
আপনি ছাড়া পারবে কে?

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমি টিভি-ই দেখি না, আর এখন আমি দেখি টিভি অনুষ্ঠানে! আরো বিপদ, আমি আছি সব রামগরুড়ের ছানা মার্কা অনুষ্ঠানে। শিমুলের ষড়যন্ত্র! আমি কিন্তু অতো গোমড়ামুখো না। পাশের ইমোটিকন দেখে বুঝে নিতে হবে। দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জুবায়ের ভাই, সিনেমার সংলাপ রচনা খুব ভালো হয়েছে। থ্যাংকস হাসি

মুহম্মদ জুবায়ের এর ছবি

এস্তাদের মার মনে হচ্ছে। কিছু না করেই ধন্যবাদ! চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

দ্রোহী এর ছবি

নাহ্, আসলেই আপনার সংলাপ রচনা ভাল হয়েছে। আমার কাহিনীর এত সুন্দর সংলাপ আপনাকে ছাড়া সম্ভব ছিল না।


কি মাঝি? ডরাইলা?

অভিজিৎ এর ছবি

ঈদের দিন নিরস বিজ্ঞান-অনুষ্ঠান পাব্লিকে খাইত না। হেইয়া বাদ দিয়া দ্যান। বদলে 'ঝাকানাকা নৃত্য' অন্ত্ররভুক্ত করনের আবেদন করতাছি। পরিবেশনায় হিমু বা দ্রোহী হতে পারে। নাইলে ধাঁধার আসরও করা যায়। পরিবেশনায় জ্বিনের বাদশা।
==============================
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

সুজন চৌধুরী এর ছবি

হাহ হাহ হাহ আমিতো ঘাব্ড়ায় গেছিলাম।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দেঁতো হাসি

কনফুসিয়াস এর ছবি

শিমুল,
সচল টিভির রিসেপশনিস্ট এর নামটা তো দিলেন না।
এটিয়েন বাংলার মতন তাহারো কি দুর্ঘটনাবশত মিসেস শিমুল হইয়া যাইবার চান্স আছে? চোখ টিপি
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধুরো ভাই! এইটা পাবলিকলি কইলেন ক্যান? এখন আরো লোকজন নজর দিবে মন খারাপ
বাই দ্য ওয়ে, মিসেস রহমানের গান কিন্তু আমার খুব প্রিয়, ভিডিও গুলা, যেমন - নাচে নাচে নাচে মন নাচেরে দেঁতো হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আবার জিগস ...

অমিত আহমেদ এর ছবি

দেন, আপলোড দেন।


ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এক সময় এটিএন দেখতাম। মিসেস রহমানের বিজ্ঞাপনের জ্বালায় অনেক গান মুখস্ত হয়ে গিয়েছিল।

লাল মিয়া এর ছবি

ওরেররে...........


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাততালি

আরিফ জেবতিক এর ছবি

হাসি

হিমু এর ছবি

আমি পোস্ট মডার্নিজম জানি না, আমি টারজানাকে চাই :'( ...


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কোথায় পাবো তা(রজানা)রে!
আপনার অনুষ্ঠানে ধুসর বাগড়া দিলো - - -

আশিক আহমেদ এর ছবি

এবার টিভি দেখবোনা ভেবেছিলাম, কিন্তু নিজের অনুষ্ঠান বাদ দেই কি করে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মৌটুসীও আছে! হো হো হো

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জোস হইছে!!! গড়াগড়ি দিয়া হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

থ্যাংকু! সচল পরিবারের সদস্যকে ভুলি কিভাবে?

দ্রোহী এর ছবি

শিমুল

আপনে পুরা কোপাইয়া দিলেন। তবে একটা কথা - রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ম্যাগাজিন অনুষ্ঠান???????? ঘাবড়াইয়া গেলাম পুরা!


কি মাঝি? ডরাইলা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঐটা গালা শো। ৪ ঘন্টা চলবে। সবার অংশগ্রহণ। খানাপিনাও হবে হাসি

হাসান মোরশেদ এর ছবি

দেখো দেখি কান্ড! হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দেঁতো হাসি

অমিত আহমেদ এর ছবি

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
খাপে খাপে লেগে গেছে একেকটা প্রোগ্রাম... শিমুলকে জাঝা!


ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অমিত, নাটকটা চমৎকার হয়েছে। সবাই প্রশংসা করছে। গ্রেট!

ধুসর গোধূলি এর ছবি

- ক্যাচাল প্রোগ্রামে হিমুরে সঞ্চালক দিলেন ক্যা? এই প্রোগ্রাম আমি করুম না। ওই আমারে কোন কথাই কইতে দিবো না, বেবাক কাইটা ফেলবো। পাবলিক দেখবো আমি বোবা, মাঝখানে ওই ফাও মাঠে গোইল দিবো।
আর লগে পিছে, একটা সুন্দরী দেইখা এসিট্যান্ট দেওন যায় না? চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

সৌরভ এর ছবি

শম্পা কে দিয়ে কাজ হবে, গোধুলি সাহেব?
আপাতত, ও কয়েকদিনের জন্যে রাজি হয়েছে অস্থায়ী ভিত্তিতে সচল হতে। হাসি


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হিমু ভাই টারাজানার খোঁজে আছে। এই চান্সে আপনি পাইলট হয়ে যান। আর ক্যাচাল লাগাতে না পারলে অনুষ্ঠানের নামকরণই ব্যর্থ! গো অন!

ইশতিয়াক রউফ এর ছবি

দুর্দান্ত।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুকরিয়া।

আড্ডাবাজ এর ছবি

দুর্দান্ত তো বটেই। তবে চলছে কোন চ্যানেলে? অপেক্ষায় আছি..।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আড্ডা'দা: আপনি এখনো সিগনাল পাননি? ওকে টিভির এন্টেনা - হরাইজন্টালে - - - - আর ভার্টিক্যালি - - - - -। পেয়ে যাবেন।

আছহাবুল ইয়ামিন এর ছবি

কঠিন মজা পাইলাম দেঁতো হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সব অতিথি লেখকের ভূমিকায় আপনি। আর কেউ না। ধন্যবাদ।

বিপ্রতীপ এর ছবি

আনন্দমেলা কই??? গড়াগড়ি দিয়া হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সচল সমাবেশই আনন্দমেলা। ৪ ঘন্টার আয়োজন! হাসি

??? এর ছবি

দুপুর:
১২-০০: উৎসবে মধ্যবিত্তবোধ এবং পুঁজিবাদ
গবেষণায়: ভাষ্কর
উপস্থাপনায়: ইশতিয়াক জিকো
আলোচনায়: সুমন রহমান
প্রযোজনায়: ইমরুল হাসান

বাহ্ ! বেশ পলিটিক্যাল প্রোগ্রামিং!! বেশ বেশ!!!

..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

(বেড়াল) রাজনীতি?

জ্বিনের বাদশা এর ছবি

সর্বনাশ!!
ধর্মগ্রন্থ পাঠ করাইয়া তারপর আবার যাদু দেখাইতে বলে!
মানুষের কাজকারবারে আজকাল জ্বীনদেরইতো গা ছমছম করার কথা !
চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনার তো অনেক কিছু বাকী, কিচেন টিপস, ধাঁধার আসর, জ্বিনের গল্প! নেক্সট টাইম।

দিগন্ত এর ছবি

বাঃ খাসা হয়েছে শিডিউল, তবে পূর্ণ একটি কবিতা-পাঠের অনুষ্ঠান পেলাম না মনে হয়। ওটা দরকার ...


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'জনস্রোতে কবিতা'য় ৮জন কবি কবিতা পাঠ করার কথা। মিস করলেন!

অছ্যুৎ বলাই এর ছবি

জটিলস!!!

নিরীহ বলাইকে ক্যাচালে ঢুকায়া নারী কেলেঙ্কারীতে জড়ানোর তিব্র প্রতিবাদ করছি!! তবে পরিকল্পনায় একটু কাটছাট করে "শালীগণ প্রথমেই পরিকল্পনাকারীকর্তৃক অ্যাপ্রুভড হইতে হইবে" জাতীয় ক্যাচাল ঢুকায়া দিতে পারি। চোখ টিপি

খেলাধুলায় অনফিলড রিপোর্টার হিসেবে থাকতে চাই। সাথে 'প্যারোডি এবং মুখভেংচি'র জন্য টাইমস্লট বরাদ্দের আকুল আবেদন জানাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সচল ক্যাচালের সবাই বিব্রত বোধ করছেন। এটা ভাবনার বিষয়। নাকি লোক দেখানো? হাসি
বলাই'দা, আপনাকে অনফিল্ড রিপোর্টার হিসেবে যোগ করা হলো। প্যারোডি-মুখভেংচি আগামী পর্বে। সেই পর্যন্ত অপেক্ষা করুন প্লিজ!

অছ্যুৎ বলাই এর ছবি

লোক না দেখানো। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঠিকাছে! হাসি

নিঘাত তিথি এর ছবি

গন্ধম কি? কবে আমি খাইলাম? ইয়ে, মানে...

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

নাট্যকারকে ধরেন।

সুবিনয় মুস্তফী এর ছবি

খেলুম না! আমারে খাওনের প্রোগ্রামে - থুক্কু রান্নার অনুষ্ঠানে - ট্র্যান্সফার দেন। মায়ের রান্না হাতের নাগালে না থাকলেও সচলের শেফ-এর ফ্রি খাওয়াই বা খারাপ কি!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

নজমুল আলবাব এর ছবি

বাহ... দারুন। খাসা হইছে হাসি আমি আছি চোখ টিপি

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বদ্দার রান্না আসলেই ভালো @ সুবিনয় মুস্তফী

আলবাব ভাই: আপনার প্রোগ্রামটা আসলেই ভালো হয়েছে। তুলি ভাবীর গানও!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মননে একাত্তর না হৈয়া একাত্তরে ঈদ হৈতে পারে। একাত্তর সালে ঈদের অভিজ্ঞতাও কেউ কেউ কইতে পারে।
বালকের বিষণ্নতা বিকিনি (থুক্কু বিকিকিনি)তে শুধু সৌরভ অভিনয় করবো ? নায়িকা ভিলেন কেউ নাই ? নায়িকা ছাড়া জমতোনা।
একটা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ টাইপ থাকতে পারতো...
আর এখনকার ঈদ কিন্তু ব্যান্ডানুষ্ঠান ছাড়া চলেনা।

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'একাত্তরে ঈদ'! ওয়াও! দূর্দান্ত হতো! ধন্যবাদ।
বিষন্নতার লাইসেন্স সৌরভ কিনে নেয়ার চেষ্টা করছে। একা একা পিঁয়াজ খায়, আর ব্লগে নোনতা লেখা দেয়। সেজন্য ঐ টেলিফিল্ম সৌরভের একক অভিনয়। হাসি
অনেক ধন্যবাদ!!!

সৌরভ এর ছবি

আরে, এইটাতো খেয়াল করি নাই।
আমার নায়িকা কৈ?
আমি খেলবোনা।


আবার লিখবো হয়তো কোন দিন

তারেক এর ছবি

খাইছে! তারেক সমগ্রতে আমার ডাবল অ্যাক্টিং নাকি?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

মজাক! হো হো হো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।