নতুন টিপু সুলতান

আসিফ দিপঙ্কর এর ছবি
লিখেছেন আসিফ দিপঙ্কর (তারিখ: বিষ্যুদ, ০১/১১/২০০৭ - ১০:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto
২০০১-এর সাংবাদিক টিপুর কথা মনে আছে নিশ্চই? তখন কত লেখা লেখি হল, কিন্তু আজকের টিপু আকাশের কথা আপনারা কেউ জানেন কি? জানবেন কি করে ? সমস্ত পত্র পত্রিকা যখন মুখে তালা দিয়েছে, তখন RAB-এর হাতে নিরযাতিত এই সাংবাদিকের পাশে দাড়ানোর কেউ নেই। আপনারা কি একটু দু মিনিট সময় নিয়ে একটা email পাঠাবেন?

বিস্তারিত দেখুন এই খানে


মন্তব্য

অমিত এর ছবি

শেয়ার করার জন্য ধন্যবাদ।
__________________________
suspended animation...

বিপ্লব রহমান এর ছবি

সত্যিই খুব দু:খজনক। ।

...শুনতে পাই, এখন দেশজুড়ে ফরম পূরণ করিয়ে স্থানীয় সাংবাদিকদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য করা হচ্ছে। ...হায় রে গণমাধ্যম! হায় রে অবাধ তথ্য প্রবাহ আর জবাবদিহিতার গালভরা সরকারি বুলি!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আরিফ জেবতিক এর ছবি

প্রিয় আসিফ,
শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে আকাশকে টিপু সুলতানের সাথে তুলনা করাটা ভালো লাগে নি ।টিপুর টিপুর জায়গায় আছেন,আকাশ আছেন তার নিজস্ব উচ্চতায় ।

দৃষ্টিপাতের পুরো লেখাটি যদি অনুবাদ করে এখানে ওখানে ছড়িয়ে দেন,সেটাও অনেক বেশি করা হবে ।

মেইল করছি এখুনি ।
কিন্তু মেইল করতে করতে ক্লান্ত ।
রাজার ফিরতি ডাক আর ছোট্ট অমলের কাছে পৌছাচ্ছে না ।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ আসিফ।

বাংলাদেশে মিডিয়ার বর্তমান ভূমিকা নিয়ে মিডিয়ার কর্মীরাই প্রচন্ড অসন্তুষ্ট। নেতৃত্বের সংকটে আছে তারাও। আছে নিরাপত্তাহীন। আকাশ বা তাসনিম খলিল তার প্রমাণ। তবে এবারের এই অদ্ভুতুড়ে সময়ের অভিজ্ঞতা থেকে আগামীতে আমাদের শিশু-মিডিয়া আগাম প্রস্তুতি নেয়ার শিক্ষা নেবে - এটা অনুমান ও আশা করা যায়।

তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা যে রাজনৈতিক দলগুলোর ও গণতন্ত্রের ব্যর্থতার নির্দেশক তা দলগুলো আগে বুঝে নি। একইভাবে ড়্যাবের প্রতিষ্ঠার উদ্দেশ্য বর্ণনার মধ্যেই রয়েছে বিচার ব্যবস্থার প্রতি অবিশ্বাস ও অনাস্থা। বিচার ব্যবস্থা দোষীদের সময়মত বিচার করে শাস্তি দিতে ব্যর্থ হচ্ছে, এই অজুহাতে রাষ্ট্র বিনাবিচারে গুলি করে মানুষ মারছে তালিকা করে; এটা যে কত বড় বর্বরতা তা বাংলাদেশের ক্ষমতার দখলে থাকা গোষ্ঠী বুঝতে নারাজ। জনগণ ‌তার চির সুবিধার 'চাচা আপন প্রাণ বাঁচা‌' মন্ত্র জপে জপে দিন গুজরান করে যাচ্ছে।

বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ শুরু করেছে। এখন বিচার বিভাগের জন্য অবমাননাকর ড়্যাব সম্পর্কে তাদের নির্দেশনা নিয়ে এগিয়ে আসতে বিচার বিভাগকে কি বলা যায়? তাদের স্বাধীনতার দৌড়, ক্ষমতা, দেশপ্রেম ও মনোবৃত্তির একটা যাচাইও হতো।
অন্তত: তাদের চেহারার কালি-ঝুলি মুছতে তারা উদ্যোগী হলেও হতে পারে। ভেবে দেখবেন।
----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হাসান মোরশেদ এর ছবি

মেইল করছি এখুনি ।
শোমচৌর সাথে তীব্র সহমত ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুভ জন্মদিন ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।