পড়ন্ত বিকেলের চিঠি, নীল পাখির জন্য

মরুদ্যান এর ছবি
লিখেছেন মরুদ্যান [অতিথি] (তারিখ: রবি, ২৪/০৮/২০১৪ - ৪:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমাকে তো দেখিনি কোনদিন।

কথাটা মনে হয় পুরোপুরি সত‌্যি হলনা। একটা ঝাপসা ক্রপ করা ছবি ছিল তোমার আমার কাছে। আমার কাছে তোমার একমাত্র স্মৃতি। ছবিটা নেই এখন, হারিয়ে ফেলেছি, ইচ্ছে করেই মনে হয়। ঠিক মনেও পড়েনা আজ কি করেছিলাম ছবিটা নিয়ে। ছবিটা হারিয়ে ফেলে কি কষ্ট পেয়েছিলাম? মনের জোরটা মনে হয় তখন বেশি ছিল অনেক, বয়স কম ছিল তো। ভেবেছিলাম মাত্র তো পথ চলা শুরু, আরো তো অনেক দূর যাওয়া বাকি। আজ অনেকটা দূর চলে এসেছি, কিন্তু হিসাব মেলাতে গেলেই শুধু দীর্ঘশ্বাস। জীবনে অনেক ভুল করেছি, আহা যদি একটা সুযোগ পেতাম ঠিকঠাক করার! সবগুলো না, কয়েকটা।

তোমাকে ভালবাসতাম, অনেক। যোগাযোগ টা খুব কম কম হত এই জন্যই মনে হয় তীব্রতা টা অনেক বেশি ছিল। অনেক দিন পর পর যখন তোমাকে পেতাম ১০/২০/৩০ মিনিট কথা বলার জন্য কি যে ভাল লাগত! এখনও সেই উত্তেজনা, সেই খুশির তীব্রতা টা নিজের ভিতরে অনুভব করতে পারি। তোমার তো মনে থাকার কথা, তুমি মাঝে মাঝে কথা বলতে আর আমি টাইপ করতাম এপাশ থেকে। মাইক ছিল না আমার। তোমার গলা শুনলেই বুকের ভিতরে গুড়গুড় করত, অদ্ভুত সেই অনুভূতি! আর সবচেয়ে ভাল লাগত যখন তুমি বলতে "তুমি অনেক জংলি হয়েছ।"

বড় বড় ইমেইল গুলা কি এখনও আছে নাকি তোমার কাছে? আমার কাছে আছে। মাঝে মাঝে বের করে পড়তে ভাল লাগে। তখনকার নিজেকে খুঁজে পাই। কি করতাম, কি খেতাম, কি গান শুনতাম সবকিছুর ছোটখাট বর্ণনা। তুমি আমাকে অনেক পুরনো পুরনো গান পাঠাতে মনে আছে? আমাদের গানের রুচি যদিও পুরোপুরি মিলত না, কিন্তু গান গুলো আমি একবার করে হলেও শুনেছি।

তোমাকে আমি বুঝিনি, আমার ব্যর্থতা। ভেবেছিলাম তুমি হয়তো বেশি কষ্ট পাবেনা, তাই নিজের কষ্ট হলেও কঠিন সিদ্ধান্ত টা নিতে হয়েছিল। অনেক কেঁদেছিলাম মনে আছে। কিন্তু তোমার কান্না আমি দেখতে পাইনি, দেখলে সিদ্ধান্তটা আমি নিতে পারতাম না। অনেক বছর পরে যখন জানতে পারলাম আমার জন্য কতটা কষ্ট তুমি পেয়েছিলে, নিজেকে ক্ষমা করতে পারিনি। মনে হ্য়না কোনদিন পারব। কেউ কেউ বলে যা হয় ভালর জন্য হয়। আসলেই কি?

কিছু কিছু ভালবাসা কখনো মরে না, মনের ভিতরে ছোট্ট একটা কুঠরিতে সে বাস করে, ঘুমায়। ঘুমন্ত সেই ভালবাসাকে মাঝে মাঝে উঁকি দিয়ে দেখি, এত নিষ্পাপ, এত স্নিগ্ধ!

আমাদের এক সাথে কফি খাওয়ার কথা ছিল, ঝরঝরে বৃষ্টির দিনে, একটা ছোট্ট ক্যাফেতে, জানালার ধারে। এই জীবনে আর হবে কিনা জানিনা, কিছু জিনিস মনে হয় না পাওয়াই ভাল। স্বপ্নটা বেঁচে থাকুক, বাস্তব যদি স্বপ্নের মত এত সুন্দর না হয়?

ইতি
আমি


মন্তব্য

আব্দুল গাফফার রনি এর ছবি

ভালোবাসা কারে কয় সিরিজের ৩ নম্বর পর্বটা তো আপনিই লিখে ফেললেন, অ্যাঁ আমি কী লিখুম?
তবে আমারা কিন্তু মেইল চালাচালি করতাম না, কাগজে লেখা চিঠি খাইছে

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

মরুদ্যান এর ছবি

আমার লেখায় চম্পাও নাই, নাম না জানা গাছও নাই। এটা কেমনে আপনার ৩ নম্বর পর্ব হবে? হাসি

সামনের পর্বে একখানা চিঠির কপি চাই।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

আব্দুল গাফফার রনি এর ছবি

নারে ভাই, সেসব কবে কালের গর্ভে অতীত হয়ে গেছে।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

"তুমি অনেক জংলি হয়েছ।" বাহ! কেমন যেন পুরানো দিনের আমেজ পেলাম। ইমেইল যুগের ছেলে-মেয়েরা এভাবে বলে নাকি! দারুণ তো!!

তোমাকে তো দেখিনি কোনদিন।- প্রথম লাইনটাই টেনে নিয়ে গেলো। যদিও পরের দিকে এসে কেন যেন একটু লয় কেটে গেছে মনে হলো। কিন্তু সে যাই হোক, লেখার আবেগ ঢেকে দিয়েছে সব ছোটখাট দুর্বলতা।

লেখা চলুক।

____________________________

মরুদ্যান এর ছবি

পয়লা সমস্যা, ভারি কথা সুন্দর করে লিখতে পারিনা। মন খারাপ গুণী লেখক হইলে সুন্দর ২-৩ খানা কবিতা টবিতা দিয়ে মনের ভাবটা আরো ভালো ফুটায় তুলতে পারতাম।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

দীনহিন এর ছবি

ভালোই লেগেছে, মরুদ্যান। তবে কিনা, প্রত্যাশাটা একটু বেশীই ছিল।

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- কোন একদিন লিখে ফেলব ফাটাফাটি একটা কিছু লইজ্জা লাগে

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ইয়াসির আরাফাত এর ছবি

চলুক

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- খোমাখাতায় তারবার্তা দেইখেন।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ইয়াসির আরাফাত এর ছবি

তারবার্তা দেখতে পাচ্ছি না। যদি ভুল ঠিকানায় পাঠিয়ে না থাকো তাহলে আজকেই চোখের ডাক্তার দেখাতে হবে অ্যাঁ

মেঘলা মানুষ এর ছবি

লেখা লেখা -গুড়- হয়েছে হয়েছে।
এটা পড়ে মনে হল, চিঠি লেখা হয় না অনেকদিন।

শুভেচ্ছা হাসি

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আমারে একটা চিঠি লিখ খাইছে

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

এক লহমা এর ছবি

"বাস্তব যদি স্বপ্নের মত এত সুন্দর না হয়" - না হয় না-ই হ'ল! প্রণয় কি আর শুধুই সুন্দর পথ ধরে চলবে? অনেক এবড়ো খেবড়ো পথে আছাড় খেতে খেতে তার পথ চলা। অকূল দরিয়ার ভেলা সে! তাই না সে এত মধুর, এত রোমান্টিক! অতএব হে কবি (মানে এ লেখাটা ত কবিতাই হৈছে! হাসি ) বিরহের পর এবার একটা মিলনের কবিতা হয়ে যাক!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- এটারে কবিতা বললেন? খাইছে

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

আয়নামতি এর ছবি

বাহ্! এমন লেখা পড়তে ভালুই লাগে কিন্তু!! হাসি

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আচ্ছা

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

বাস্তব কবিতার মতে হবেনা এইটা নিশ্চিত। বেডরুমে পাংগাস মাছের কেজি নিয়ে আলোচনা শুরু হলে পেরেম খাটের নিচে পলায়ন করা ছাড়া আর কী করবে? এই জন্যেই উত্তম হইলো একখানা প্রেম করে ছ্যাকা খাইবেন আর কিছুদিন পরে আরেকখানা প্রেম করবেন। একসময় দেখবেন ছ্যাকা আর ছ্যাকাই মনে হইবোনা, রিলিফ রিলিফ লাগবে। চোখ টিপি তবে "১০০% লাভ" এর সোয়াদ পাইতেই থাকবেন । শয়তানী হাসি

লেখা নিয়া কি কমু কন, দুনিয়ার সবার গল্পই মনে হয় একরকম। তবে চিঠি, মেইল, ফেসবুক প্রোফাইল বা ড্রপবক্সের ছবি কোনটাই দেখার আগ্রহ থাকেনা আমার। এমনেই ম্যালা কষ্টে আছি, শখের কষ্ট দরকার নাই । ইয়ে, মানে...

---------------------
আশফাক(অধম)

মরুদ্যান এর ছবি

হুমম চিন্তিত

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মাসুদ সজীব এর ছবি

রুদ্রর সেই কবিতার চরণ দুটো চিরসত্য হয়ে আছে বাঙালির ভালোবাসা কিংভা প্রেমের গল্পে হাসি

ভালোবাসা মিলনে মলিন হয়, বিরহে উ্জ্জ্বল

আপনার লেখায় সেই উজ্জ্বলতাই পেলাম, সাথে নিজের ঝাপসা হয়ে যাওয়া কিছু স্মৃতি।

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মন মাঝি এর ছবি

চলুক

****************************************

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তাহসিন রেজা এর ছবি

লেখা ভালো লাগল। লেখা -গুড়- হয়েছে

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- পড়ার জন্য।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অভিমন্যু . এর ছবি

আমার কাছে সবসময় মনে হয় চিঠির কোন বিকল্প নাই এমনকি এসএমএস বা ইমেইল চিঠির ভিন্ন সংস্করণ হলেও।
নিজের চিঠি লিখার দিনগুলির কথা মনে পরে গেল।

________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

মরুদ্যান এর ছবি

আসলেই বিকল্প নাই।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সামস এর ছবি

মিষ্টি একটা লেখা। পৃথিবীতে অসম্ভব অনেক কিছুই ঘটে। বৃষ্টিভেজা বিকেলে একসাথে বসে কফি খাওয়ার স্বপ্নটাও একদিন ঠিক হয়ে যেতে পারে কিন্তু। এই আমি তার প্রমান। খাইছে

মরুদ্যান এর ছবি

লইজ্জা লাগে পড়ার জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

প্রৌঢ় ভাবনা এর ছবি

আহা, কেমন যেন একটা ভাললাগা মনটাকে ছুঁয়ে গেল! লেখা চলুক।

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- চলুক আমিও চাই।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

বন্দনা এর ছবি

কিছু জিনিস মনে হয় না পাওয়াই ভাল।

চলুক
আপনার চিঠি খুবি টাচি।

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

দুষ্ট বালিকা এর ছবি

আহেম! তোমার হইসে কি? চিন্তিত

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মরুদ্যান এর ছবি

দেঁতো হাসি কিছু না তো!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সত্যপীর এর ছবি

স্পাইডারম্যান নিয়া একটা গল্প দিছিলেন না ওইরকম আরেকটা দেন।

..................................................................
#Banshibir.

মরুদ্যান এর ছবি

চ্যাষ্টা করুম! দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

নীল পাখির ভালবাসার জন্য আমার শ্রদ্ধা রইল।
___________________________
সরীসৃপ

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।