ছবি ব্লগ -৬: নিজের প্রিয় কিছু ছবি

মরুদ্যান এর ছবি
লিখেছেন মরুদ্যান [অতিথি] (তারিখ: সোম, ০৬/০৪/২০১৫ - ৪:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

জীবন চলছে, ভাল ভাবে চলছে না খারাপ ভাবে চলছে তার বিচার করিনা। যেমন চলছে চলুক, যা হবে দেখা যাবে টাইপ একটা ব্যাপার এসে গেছে। এ্যামবিশনের খ্যাতা বালিশ পুড়িয়ে সেটার ছাই গাঙের পানিতে ভাসায় দিয়ে মোটামুটি নির্ভার আছি। টুকটাক বই পড়ি, আর অবসরে একটা গেম খেলি, মাঝে মাঝে কিছু ছবি তুলি। ২ মাসের মধ্যেই জীবনে আরেকটা বিরাট পরিবর্তন আসবে, ব্যাপক টেনশনের ব্যাপার স্যাপার, তাই সুযোগ পেলেই ঘুমিয়ে নিচ্ছি বেশি করে। ঘুমালে আমার টেনশন কমে, তাই ঘুমই ভরসা। ধর্ম নিয়ে বাড়াবাড়িতে খুবই ক্লান্ত, তাই তর্কও করিনা আজকাল। যাই হোক, বসে বসে নিজের ফ্লিকার ঘাঁটাঘাঁটি করছিলাম, ভাবলাম নিজের প্রিয় কিছু ছবি শেয়ার করি।


ডিএসএলআর কিনার পরপর, বসে বসে ভাবি কিসের ছবি তুলা যায়। এক রাতে বেডরুমে ঘর অন্ধকার করে এই ল্যাম্পটা জ্বালিয়ে দেখি বেশ সুন্দর প্যাটার্ন দেখা যাচ্ছে। "পাইসি এবার, আমারে ঠেকায় কে" জাতীয় ফুর্তিতে মন ফাল দিয়ে উঠেছিল মনে আছে।
---

এই প্রথম কনসার্টে ছবি তুলা। নিজের ১৮-৫৫ ছাড়া কিছু ছিলনা, তাই ধার করে একটা ১৮-১৩৫ নিয়ে গেলাম। এক্সটার্নাল ফ্ল্যাশ ও নাই। আলোর স্বল্পতায় যে কয়টা হাতে গোণা ভাল ছবি পেয়েছি, তার মধ্যে যখন এটা দেখলাম, নিজেই বাহ্ বলে উঠেছিলাম। হা হা।
----

যমুনা ব্রিজের এই একটাই ছবি আমি তুলেছি জীবনে। ঘুরতে গিয়েছিলাম যমুনা রিসোর্টে, আমি বউ আর দুই বন্ধু। একজন অলরেডি ভাল ফটোগ্রাফার, সে দেখি অনেক কারিকুরি করে, আমি দেখে দেখে শিখি। ওইদিনকার তোলা আমার একমাত্র জাতের ছবি।
----

বর্ষাকাল, এইদিন সকাল থেকেই মন ব্যাপক আর্দ্র ছিল। রোমান্টিসিজমের ঠেলায় আইপডে সমানে ভিজা ভিজা গান শুনছিলাম সকাল থেকে। শ্রীকান্তের "বধূয়া আমার চোখে জল এনেছে" রিপিট মোডে ছিল। হাঁটতে হাঁটতে বারান্দায় এসে দেখি খুব মেঘ করেছে। বধূয়ার কথা ভাবতে ভাবতেই এটা তুলে ফেললাম।
---

কাতার মেরিন ফেস্টিভাল। ভরসা আবার সেই কিট লেন্স ১৮-৫৫। একুরিয়ামে দেখি নিমো ঘুরাঘুরি করে, কিন্তু যতই চেষ্টা করি মচমচা ছবি তো আসেনা, সব ঝাপসা। ক্যামেরাতেও আই এস ও রেঞ্জ খুব বেশি উপরে যায়না। অনেক সাধ‌্য সাধনার ফল এই ছবি, ২৫ টার মত ছবি তুলেছিলাম। ঘাড় ব্যাথা হয়ে গিয়েছিল নিচু হয়ে একুরিয়ামের দিকে ঝুঁকে থাকতে থাকতে।
---

সুক ওয়াকিফ, দোহাতে স্বর্ণের বাজার। বাঙালি নারীদের খুবই পছন্দের জায়গা। বউ ঢুকে ঢুকে জিনিসের দরদাম করছে, আর আমি বাইরে ইতং বিতং করছি। বেশির ভাগ পছন্দসই জিনিসের দাম অনেক বেশি, আমি গরিব মানুষ, ঐদিন কিছু কিনে দিতে পারিনাই। তাই ছবি তুলে খেয়ে দেয়ে চলে আসছি।
---

এ বাচ্চা আমাদের দুইজনেরই অতি প্রিয়। এমন জেদি বাচ্চা আমি কোনদিন দেখিনাই, আশা করি দেখতেও হবেনা। এইদিন কোন একটা কারণে দুষ্টামির কারণে বকা খেয়ে তার জেদ উঠেছে, কিছুতেই কান্না থামেনা। ওর মা বিরক্ত হয়ে রুম থেকে বের করে দিয়ে বলেছে বাইরের রুমে গিয়ে বসে থাকতে। বাসাটা ছিল ডুপ্লেক্স, তো সে সিঁড়ির গোড়ায় বসে বসে কাঁদছিল। কিছুক্ষণ পর গিয়ে দেখি ক্লান্ত হয়ে পাপোষের উপরে ঘুম। পুরাই সাউন্ড স্লিপ। উঠলে আবার কাঁদবে তাই ওকে উঠানোও হয়নাই।
---

জানিনা ঠিক কি কারণে প্রিয়। তবে ছবির কম্পোজিশন টা ভাল লাগে।
---

দোহা ওয়েস্ট বে স্কাইলাইন। প্রায়ই রাতে চলে যেতাম কর্নিশে, সাগরের পাড়ে পা দুলিয়ে বসে আড্ডা দিতাম সবাই মিলে, সাথে গরম গরম চা। দূর থেকে আলো ঝলমলে ওয়েস্ট বে দেখা যেত। আরো দেখা যেত পানির মাঝে একটু একটু দুলতে থাকা 'ঢাও' গুলো।(আরবদের নিজেদের ডিজাইনের বড় নৌকা)। সবগুলার মাঝি বাংলাদেশি। রাতে নৌকা ভাড়া করে সাগরে ঘুরেও বেড়িয়েছি, আধা ঘন্টার জন্য ৫০ রিয়াল। সেই সময় গুলা মিস করি এখন অনেক।
---

আরব আমিরাতের আল আইনে তোলা। জায়গার নাম "গ্রীন মুবাজ্জারাহ"। মরুভূমি আর পাথরে ভরা পাহাড়ের মাঝে একটুকরো সবুজ। এখানে একটা প্রকৃতি সৃষ্ট উষ্ণ পানির ঝর্ণা (হট ওয়াটার স্প্রিং) আছে যেখানে অনেক মানুষ গোসল করতে আসে। সময় ছিলনা তাই নামিনি, শুধু গোসলের জায়গা ঘুরে দেখে এসেছি, চমৎকার একটা পুল ছিল যেখানে সরাসরি ঐ গরম পানি চলে যায়। এক বাঙালি ভাইয়ের সাথেও দেখা হল যিনি ঐদিন ওখানে দেখাশুনার কাজে নিয়োজিত ছিলেন।
---

বুর্জ খলিফা! অসাধারণ। আবার যেতে চাই। নিচ থেকে দেখলে মনে হয় বেয়ে উঠলেই সেই দৈত‌্যদের দেশে চলে যাওয়া যাবে। রাতের বেলায় উপরে উঠার সুযোগ হয়েছিল, চমৎকার কিছু ছবিও ‌তুলেছিলাম উপর থেকে পুরো শহরের, কিন্তু হায় সেই ছবিগুলো হারিয়ে গেছে! এই ছবিটা একটু বড় করে দেখলে ভাল লাগে। সময় থাকলে ফ্লিকারে জুম করে দেখার অনুরোধ রইল।
---

নেলসন বে, নিউ সাউথ ওয়েলস। প্রিয় বন্ধুর কোলে তার একমাত্র কন্যা। পিছনে সোনালি সূর্যাস্ত। চমৎকার একটা দিন ছিল। যদি বেঁচে থাকি, যখন বুড়ো হব, এই দিন গুলোর স্মৃতি আনমনা করে দেবে।
---

স্টকটন, নিউক্যাসল। পাখি গুলা দেখতে অনেক সুন্দর হলেও গলার আওয়াজ বড়ই কর্কশ। একটু খেয়াল করলে একটা মজার ব্যাপার দেখা যাবে যে প্রতিটা খাম্বায় একটা করে পাখি বসে আছে। এই খাম্বায় একসঙ্গে এই দুইজন বসতে এসেছিল, নিচের জন এক সেকেন্ডের জন্য আগে জায়গার দখল পেয়ে যায়। অন্যজন বসতে না পেরে ক্যা ক্যা করে তখন কি বলেছিল কে জানে!

----------
আজ এটুকুই। অনেক ছবি পড়ে আছে হার্ড ড্রাইভে, প্রসেসও করিনা, আপলোড ও না। বালি ভ্রমণ নিয়ে একটা কিছু দেয়ার ইচ্ছা আছে। দোয়াপ্রার্থী।


মন্তব্য

তাহসিন রেজা এর ছবি

ছবিগুলি চমৎকার।
সবচে ভালো লেগেছে আইয়ুব বাচ্চু, মেঘলা আকাশ, মাথা ভর্তি চুলওয়ালা জেদি লেখা -গুড়- হয়েছে বাচ্চাটা , আর নিউ সাউথ ওয়েলস এর বাবার কোলে তার একমাত্র কন্যা।

অনেক শুভকামনা, মরুদ্যান ভাইয়া। হাসি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

মরুদ্যান এর ছবি

লন এক কিলো আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক হাততালি পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

‌আমার ক্যামেরা নাই ক্যান? মন খারাপ আপনাদের প্রিয় জেদি বাচ্চাটার ছবি তো আমারও প্রিয় হয়ে গেল। আর শেষ ছবির বসতে না পারা পাখিটার ক্যা ক্যা কথার মানে আমি জানি-ওদের ‘খাম্বা চুরি বা খাম্বা সিটিং’ খেলা ছিল, ওই পাখিটা হেরে গিয়ে অন্য পাখিটার প্রতারণামূলক আচরণের জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছিল আর খাঁটি দেশি গালি দিচ্ছিল চাল্লু

দেবদ্যুতি

মরুদ্যান এর ছবি

হৈব আপনারও হৈব, ধৈর্য্য ধৈর্য্য।

পাখিগো দেশি গালি কিরাম? এট্টু ধারণা দেন।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

পক্ষীগো দেশি গালি নাই-মনুষ্যগো দেশি গালিই পক্ষীগো গালি-খালি ভাষাটা হইল গিয়া ‘পক্ষীভাষা’ হাসি

দেবদ্যুতি

মরুদ্যান এর ছবি

হে হে

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ময়ুখ কিরীটি এর ছবি

প্রথম দু'টো ছাড়া সবগুলো স্থিরচিত্রই অস্থির লেগেছে......নিখুঁত আর ঝকঝকে হাসি

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আহা বাচ্চু ভাইরে ভাল লাগেনাই? মন খারাপ

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

বন্দনা এর ছবি

ছবির মতই সুন্দর।

মরুদ্যান এর ছবি

কেডা? আমি না বাচ্চু বাই? খাইছে

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

মাছের ছবিটা সেই লাগলো !!!
কিরো

মরুদ্যান এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

‌ছবিব্লগ একটা উপসমের মতো কাজ করে মাঝে মাঝে।

ছবি সাথে লেখা, দুইই ভালো লাগলো।

স্বয়ম

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মেঘলা মানুষ এর ছবি

অনেক আগে, আমাকে এই আইয়ুব বাচ্চুর ছবিটা দেখিয়েছিলে সাথে কনসার্টের বাকি ছবিগুলো। সেদিনই বুঝতে পেরেছিলাম এই ছেলের হাতে 'শট' আছে দেঁতো হাসি

আর সিডনি হারবারের ছবিগুলোও তো চরম হয়েছিলো, সেগুলো নেই কেন এখানে? আগে দিয়েছিলে?

গুরু গুরু হাততালি

মরুদ্যান এর ছবি

হ "আতসবাজি নিয়া ক্যামেরাবাজি" পোস্টে আছে। তাই আবার দিলাম না।

মিলার ডিসকো বান্দরের একটাও ভাল ছবি নাই, হেই দু:খে এখনও মন কান্দে। ওঁয়া ওঁয়া

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মেঘলা মানুষ এর ছবি

ডিসকো বান্দর আমার অন্যতম প্রিয় একটা গান।
ওই পোস্টেের কথা মনেই ছিল না। (পাশেই তো লিস্টি আছে, চোখে মনে হয় কম দেখি খাইছে )

মরুদ্যান এর ছবি

ব্যাপার না। সবসময় সব কিছু মনে থাকবে এমন কোন কথা নাই। খালি বন্ধু রে মনে রাইখো। হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মরুদ্যান এর ছবি

আর মিলার স্টেজ পারফরমেন্স জুস। চাল্লু

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ইয়াসির আরাফাত এর ছবি

জটিলস্য জটিল, সবগুলাই।

বাচ্চার ছবিটা দেইখা মায়া লাগলো, ক্যাম্নে ঘুমাইতাসে, আহা!
মাছের ছবিটা বেশি ভালো। ইফেক্ট দিসো নাকি কোনও?
ইয়ে, খলিফারে আরও সিধা, সেন্টারড করা যায় না?

মরুদ্যান এর ছবি

সিধা করা যায়, লাইট রুমের নতুন ভার্শনে ফিচারটা আছে মনে হয়। ২০১২ তে ছিল না খাইছে । আমি আবার ফটোশপ পারিনা।

নিমোর চারপাশে অবশ্যই ইফেক্ট আছে (ইফেক্টের নাম ভুইলা গেসি)। ক্যাম্রা থিকা এই জিনিস সরাসরি আসব?? অ্যাঁ

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মেঘলা মানুষ এর ছবি

ক্যাম্রা থিকা এই জিনিস সরাসরি আসতে পারে, কম শাটার স্পিডে ছবি তোলার সময় জুম ইন করতে থাকলে এরকম একটা ইফেক্ট পাওয়া সম্ভব। তাতে অবশ্য ভালো ছবি পাওয়ার সম্ভাবনা অনেক কম, কাজটা শুনেই অনেক কঠিন মনে হয়েছিল আর নিজে কোনদিন চেষ্টাও করি নাই। তার চেয়ে পরে প্রসেসের সময় করাটাই আরামের হবার কথা।
এখানে: http://digital-photography-school.com/using-the-zoom-effect/

মরুদ্যান এর ছবি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তিথীডোর এর ছবি

৮ নং ছবিটা অসম্ভব সুন্দর!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মরুদ্যান এর ছবি

আপনার কেন ভাল লেগেছে সেটা যদি বলতেন!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তিথীডোর এর ছবি

সেপিয়া টোন, মেলাঙ্কলিক কম্পোজিশন এই দুটো মিলিয়ে পছন্দ হয়েছে। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মরুদ্যান এর ছবি

চলুক

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মাসুদ সজীব এর ছবি

প্রতিটি ছবির পেছনের গল্পই ছবিগুলো সাধারণ থেকে মনে গেঁথে যাওয়ার পর্যায়ে নিয়ে গেলো। রাগ করে ঘুমিয়ে পড়া ছবিটা অনন্য আর আল আইনে তোলা ছবিটা যেন শুধু ছবি নয়, চিত্রকল্পের মতো নির্সগীয় হয়েছে। সবমিলিয়ে এই ঘোর লাগা সময়ে ভিন্ন একটা আমেজের জন্যে পোষ্টে পাঁচতারা। হাসি

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

মরুদ্যান এর ছবি

খাইসে!! এই লন এক টন আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমৎকার ছবি। মাছের ছবিটা ক্যামনে তুলছেন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মরুদ্যান এর ছবি

ছবিটা নরমাল। পোস্ট প্রসেসে এক্টা ইফেক্ট দিসি যেটা সেন্টার থেকে চারদিকে এরকম বানায় দেয়। পিকাসা ব্যবহার করসি।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

প্রৌঢ় ভাবনা এর ছবি

বাহ্, সুন্দর সব ছবি! হাসি

মরুদ্যান এর ছবি

অনেক ধন্যবাদ প্রৌঢ় ভাই।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

জিপসি এর ছবি

নেলসন বে-র ছবিটা এতটা ভাল লেগেছে যে অনেকদিন পর লগইন করে আপনাকে সাধুবাদ জানাতে ইচ্ছে হল।

------------------------------------------------------------------------------
জিপসিরা ঘর বাঁধে না,
ভালবাসে নীল আকাশ

মরুদ্যান এর ছবি

হাসি চলুক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

এক লহমা এর ছবি

হাততালি
মাছের আর বুর্জের ছবি দুটি ছাড়া আর সব ছবিই ভালো লেগেছে।
(মাছের ছবির ঐ প্রসেসিংআর বুর্জের ছবির কম্পোজিশান-টা পছন্দ হয়নি।)

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মরুদ্যান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সুলতানা সাদিয়া এর ছবি

বাচ্চাটির জন্য বুকের ভেতরটা কেমন করছে, ইচ্ছে হচ্ছে ছুটে যেয়ে কোলে নেই।
সুন্দর সব ছবি।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

মরুদ্যান এর ছবি

এই পিচ্চি এখন বড়। ইশকুলে যায়। আর সারাদিন পাকা পাকা কথা বলে।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।