অনেক ভেবেও তাকে খুঁজে পাচ্ছি না
যাকে বলা যায় ‘আজ কি দু’টো স্লিপিং পিল খেতে পারি?’
আমার অজুহাতের অভাব নেই
অভাব ঐ মুখের একটি শব্দ ‘না’
মুহূর্তেই রাজ্যের ঘুম নেমে আসবে চোখে
একাদশী চাঁদ কাবুলি পরা রাতটাকে-
আর আমার চোখের চৌকাঠে দাঁড় করিয়ে রাখবে না
কিন্তু অনেক ভেবেও তাকে খুঁজে পাচ্ছি না
কোথায় খুঁজিনি তাকে?
তন্ন তন্ন করে ড্রয়ারে, পাশ বালিশে, কার্পেটের ভাঁজে
সিলিংয়ের কোণায়, ডাস্টবিনে, সবখানে
সে নেই, আছে হাজারে হাজার স্লিপিং পিল
আর কাবুলি পড়া এক কালো রাত্রি
যে ঠোঁটের কোণায় হাসি লুকিয়ে ক্রমাগত বলে
-আব তেরা কিয়া হোগারে কালিয়া-
মন্তব্য
শেষের লাইন পড়ে হাসি পাচ্ছে কিন্তু হাসা ঠিক হবে কিনা বুঝতে পারছিনা। কবিতা তো, বলা যায়না কবি আবার কী মনে করে লিখেছেন
হাসলে ক্ষতি নাই, কবি নিজেও হাসছে!!!
আমি অতিথি তোমার দেশে.....
আমি অতিথি তোমার দেশে.....
-আব তেরা কিয়া হোগারে কালিয়া-
ভালোই।
এটাই ভাবতেছি....
আমি অতিথি তোমার দেশে.....
আমি অতিথি তোমার দেশে.....
এটাই ভাবতেছি....
আমি অতিথি তোমার দেশে.....
আমি অতিথি তোমার দেশে.....
বেশ ভালো লাগলো রাসেল। সত্যিই।
"বোলে তো"- অসাধারণ!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ধন্যবাদ সাইফুল ভাই। আসলে লেখার সাথে আমরা বেশ ক'দিন ধরে বিরোধ চলছিলো। আশা করছি নিয়মিত হতে পারবো!!
আমি অতিথি তোমার দেশে.....
আমি অতিথি তোমার দেশে.....
বিরোধ মিটায়া ফেলাই ভালো। সালাম দিয়া আবার কথা শুরু করলেই ঝামেলা শেষ হয়ে যায়।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ভালো লাগলো... তবে শেষ লাইনটা ছাড়া... মনে হলো একটু হালকা হয়ে গেলো... আগেরটুক ভালো লাগছে বেশি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কাবুলি পড়া রাত তো...একটু হালকা কথা বলবেই....তবু, ভালোরেঘেছে জেনে ভালোলাগলো!!!
আমি অতিথি তোমার দেশে.....
আমি অতিথি তোমার দেশে.....
নতুন মন্তব্য করুন