সচলের ফেসবুক গ্রুপ থেকে জানা যাচ্ছে এবার ডিসেম্বরে প্রবাসী সচলেরা ঢাকা কাঁপাবেন।
ইফতেখার চৌধুরী, অমিত, অমিত আহমেদ, সৌরভ এবং রাগিব ইতিমধ্যে ডিসেম্বরে তাঁদের ঢাকাগমন নিশ্চিত করেছেন। ইশতিয়াক রউফ ও হাসিব ইচ্ছুক, তবে এখনো নিশ্চিত করেননি। আরো অনেকেই তাঁদের ডিসেম্বরে ঢাকা যাবার ইচ্ছের কথা আমাকে জানিয়েছেন।
সে সুযোগে আমি চাইছি ঢাকায় একটি সচল সমাবেশের আয়োজন করতে। এটা ঈদের আগে করে ফেললে মনে হয় ভাল হয়, যেহেতু ঈদে অনেকেই হয়তো গ্রামের বাড়ি যাবেন, অথবা আত্মীয়দর্শনে ব্যস্ত হয়ে পড়বেন। তবে ঈদের পরেও জানুয়ারী/ফেব্রুয়ারীতেও দ্বিতীয় আরেকটি "সচল সমাবেশ" করা যায়।
আমি দিন-সময়-স্থান প্রস্তাব করছি - ডিসেম্বর ১৫, শনিবার, বিকাল পাঁচটা, চারুকলার ছাদে।
আগে থেকেই দিনটি জানিয়ে রাখলাম যেন ওই দিনটি আপনারা আমাদের জন্য খালি রাখতে পারেন। তবু যদি কারো কোনো আপত্তি থাকে তবে অন্যদিন প্রস্তাব করুন কমেন্টের ঘরে। যাঁরা আসতে চান তাঁরাও দয়া করে কমেন্টের ঘরে সেটি জানিয়ে দিন।
ইতিমধ্যে ফেসবুকে একটি ইভেন্ট তৈরী করা হয়েছে। দয়া করে নিজ দায়িত্বে ইভেন্টটি নিজের ক্যালেন্ডারে জুড়ে নিন, বন্ধুদেরকেও আমন্ত্রণ জানান।
আমি দেশে নামবো ডিসেম্বরের চার তারিখ, ভোররাত্রে। আমি ব্যক্তিগত ভাবে সবার সাথেই দেখা করতে চাই। যাঁরা আমার যোগাযোগ করতে ইচ্ছুক তাঁরা দয়া করে ইমেইলে (aumit.ahmed@gmail.com) অথবা প্রাইভেট মেসেজে আমাকে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিন। অথবা আপনার ইচ্ছের কথা ইমেইল অ্যাড্রেস সহ জানিয়ে দিন। সেক্ষেত্রে আমি দেশে গিয়েই আমার মোবাইল নাম্বারটি আপনাকে ইমেইল করে দেব। দেশে থাকার ইচ্ছে বইমেলা পর্যন্ত, মার্চের তিন তারিখে আমি টরান্টোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বো।
দুঃখজনক ভাবে ঈদটা অস্ট্রেলিয়াতে কাটাতে হতে পারে। এখনো দিন তারিখ ঠিক হয়নি, তবে সম্ভবত ২০ ডিসেম্বরে আমি ক্যানবেরার উদ্দেশ্যে উড়াল দেব। ক্যানবেরা-সিডনিতে এক হপ্তা থেকে ২৭ ডিসেম্বরে যাব মালয়শিয়া। কুয়ালালাম পুরে থাকবো পুরো তিনদিন, ৩০ ডিসেম্বরে আবার ঢাকায় ফেরত আসবো।
অস্ট্রেলিয়া (সিডনি-ক্যানবেরা) ও মালয়শিয়া (কুয়ালালাম পুর) প্রবাসী ব্লগাররাও আমাকে ইমেইল/প্রাইভেট মেসেজ করলে বাধিত থাকবো।
সবশেষে, জানুয়ারীতে আমার কলকাতা-দিল্লি যাবার কথা। এটা এখনো নিশ্চিত হইনি, হলে আরেকটা পোস্টের মাধ্যমে সেটা জানাবো। সচলেরা যাঁরা কলকাতা দর্শনে আগ্রহী তাঁরা মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন - চলুন একসাথে কলকাতা কাঁপিয়ে আসি!
মন্তব্য
প্লীজ ৭ তারিখ না![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
আমার পরীক্ষা শেষ ৮ তারিখ। মাত্র একদিনের জন্য মিস করলে আমি আফসোসে মারা যাবো![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
৮ তারিখে সমস্যা আছে? ওই দিনও তো ছুটির দিন তাইনা?
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
খুবই ঝামেলার মাঝে আছি গত কিছুদিন ধরে ... জানিনা আরও কতদিন চলবে এমন, তাও থাকার চেষ্টা করব ... ভাল্লাগবে সবার সাথে দেখা হইলে ...
যারা যেতে পারছি না, তাদের শুভেচ্ছা থাকবে। সচল আড্ডা শুভ হোক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সমাবেশের তারিখ ডিসেম্বরের ১৫ তারিখ (শনিবার) মোটামুটি ফাইনাল করা হলো।
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
১৫ ডিসেম্বরই থাক। আমাকে মনে রাখবেন প্লিজ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আপনি দেখি নেক্সট দুমাসে অর্ধেক দুনিয়া ঘুরে ফেলবেন!
অস্ট্রেলিয়া এলে মেলবোর্ণ ঘুরে যান। ঈদের অগ্রিম দাওয়াত রইলো।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বলেন কি! আপনি না গেলে তো কলকাতা যাবার প্ল্যানটাই ভেস্তে যেতে পারে!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
জানুয়ারী-ফেব্রুয়ারীতে আরেকটা হবে ব্যাপার না।
আপনি পূর্ণ চেষ্টা করেন। আপনি না আসলে মজা কমে যাবে।
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
এখানে দু'টো ব্যাপার বলে নেয়া দরকার।
১) এটা সম্পূর্ণ ভাবে আমার ব্যক্তিগত উদ্যোগ। তাই এটাকে "সচল সমাবেশ" বলা ঠিক হলো কিনা বুঝতে পারছি না। সচলের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তাঁদের আপত্তি থাকলে এটাকে "সচল সমাবেশ" না বলে "সচলপাঠক সমাবেশ" বলা যায়।
২) ব্যক্তিগত ভাবে আমি সমাবেশে শুধু সচল-লেখকদের নয় সেই সাথে পাঠক, অতিথি লেখক ও অন্যান্য যাঁরা আমাদের সাথে সাথে ছিলেন-আছেন, তাঁদেরকেও চাচ্ছি।
ধন্যবাদ।
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
"সচল সমাবেশ" ঠিকাছে। সচলায়তনের সদস্যরাইতো সচল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সচল সমাবেশে যোগদান প্রসঙ্গে:
সেথা কে না যেতে চায়
তবু যাওয়া তো না যায়
মন চলে যায়...
(পরবাসে প্রকৃতিপ্রেমিকের সাময়িক নির্বাসন থেকে)
হুমম! (দীর্ঘশ্বাস)
সব ভেস্তে গেছে।
ডিসেম্বরের ২১এ টিকেট কাটা ছিলো। নানান ঝামেলায় (চাকুরি শিকার(!), পড়াশোনা) ভেস্তে গেছে সব।
আমি বাদ। বাদ।
ভেউ ভেউ।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
খুব খারাপ সৌরভ![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
জায়গা বলেন কেউ? পিৎসা হাট কেমন হয়?
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আমি দেখেছি অনেক মেয়েই পার্কে স্বচ্ছন্দবোধ করেন না। অনেকের বাবা-মা'ও পার্ক শুনলে আঁতকে ওঠেন। ওদের জন্য এটা আমাদের একটা আত্মত্যাগ বলা যায়! অপশন হিসেবে বসুন্ধরা সিটিও মন্দ নয়।
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
চারুকলার ছাদে কেমন হয়?
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
১৫ তারিখ আছি...যদিও থিসিস বা ডিজাইনের প্রেজেন্টেশন থাকার একটা চান্স আছে...বুয়েট মাঠে হইলে আমার জন্য ভালো হয়![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
বুয়েট মাঠ হবে না, ভিড় বেশি। আরে একলাফে চলে আসবেন চারুকলা কত আর দূর? আর চারুকলার পাশে পাবলিক লাইব্রেরী আছে, চারুকলায় ভিড় হলে লাইব্রেরীর সিড়িতে আড্ডা জমবে। একটু দূরেই কলা ভবন, টিএসসি। নাহ চারুকলাই ফাইনাল!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আকাশ পরিমাণ ইচ্ছা + চার আনা পরিমাণ সামর্থ্য = প্রথম সচল সমাবেশে অনুপস্থিতি।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
আমার যাওয়া হচ্ছে না এই ডিসেম্বরে। আফসোস থেকে গেল একটা।
আয় হায়, এমনে হয়?![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
এদিকে আরিফ ভাই ফেসবুকে বলেন "may be coming"
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আছি।
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
আহারে! আমার তো ডিসেম্বরে দেশে যাওয়ার পাক্কা সম্ভাবনা আছিল গতকাল পর্যন্তও! আজকে জানলাম এপ্রিলের আগে আমি ফিল্ড ওয়ার্কে খরচ করার ফান্ড পাইতেছি না!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
আপনাদের আড্ডা সফল হোক।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
বিমানগুলোতে পিক সিজন শুরু হয় ডিসেম্বরের চার তারিখ থেকে, থাকে ফেব্রুয়ারীর প্রথম পর্যন্ত। এক বাংলাদেশ বিমানে কম পেতে পারেন, ৬০০ পাউন্ডে হয়ে যাওয়ার কথা। তবে নিশ্চিত নই।
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
মশহুর ডিরেক্টরের আবার পয়সার অভাব হয় নাকি ?
__________________________
suspended animation...
বিয়ের খরচ এখন অনেক বেশি। সোনার ভরি ২৩/২৪ হাজার।
যারা এখনও বিয়ে করে নাই, তাদের পালিয়ে বিয়ে ছাড়া উপায় দেখি না।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
খাইছে!
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
বদ্দার কিছু প্ল্যান করা ছিল মনে হয় ?
বদ্দা মনে হয় টোপ দিছেন। এখন টোপ মাছ খাবে নাকি মাছ টোপ খাবে সেটাই প্রশ্ন!![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
পালাতে তো আপত্তি নাই। ধার কর্য করে নাহয় তাও ভরি খানেক সোনার ব্যবস্থা করা যাবে। কিন্তু পোড়া কপালে পাত্রী কই?
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
যৌতুকবিরোধী আইনের আওতায় পাত্রীরা এখন সোনার হরিণ। শ্বশুরের টাকায় যে গয়না ম্যানেজ করা যেত, এখন সে পথও বন্ধ! আইদার বাপের টাকায় বিয়ে, অর বয়স পার করে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
টোপ ফ্যালান, মাছের বাজারে। এইটাই একমাত্র পথ।
হায় হায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ঢাকায় থেকেও যারা না আসার চেষ্টা করবেন, তাদের ঐ সন্ধ্যায় উপস্থিত সবার জন্য ঈদের মার্কেটিং করে দিতে হবে।
_________________________
suspended animation...
এটা একটা ভাল প্রস্তাব।
আমরা বৈদেশ থেকে আসবো, পরে কবে আসা হবে না হবে, সেটা ভেবেও তো ঢাকাবাসীর দলে দলে অংশগ্রহন করার কথা। নাকি বৈদেশ থাকি বলে আমাদের বেইল নাই?
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
হা... হা... হা...
ঠিকাছে অমিত... আসবো ইনশাল্লাহ
আর ফোনাইলে... ০১৭১৩০৪৫৪৯১
___________________________
"LOVE ME... IF YOU CAN"
আমি আশা করবো কযমো বা ঐজাতীয় জায়গার বদলে টিএসসি বা কোন উন্মুক্ত জায়গায় এযাবতকালের সর্ববৃহত 'ব্লগার মিট' সচলের ব্লগারদের উদ্যোগেই হোক ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হাসিব ভাই থাকবেন তো ?
_________________________
suspended animation...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমরা যারা আমেরিকায় আটকা, তারা কোথাও মিলতে পারি না?
হায়!
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ছুটির দিন ছাড়া কি সমস্যা হবে? এই যেমন ধরা যাক ১৯ ডিসেম্বর বুধবার?
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
জানুয়ারীর শেষে বাংলাদেশ যাচ্ছি। কারো সাথে দেখা হলে ভাল লাগবে।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
জানুয়ারী-ফেব্রুয়ারী সমাবেশ হতেই থাকবে।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
কাজেই নো চিন্তা ডু ফুর্তি!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
বাচ্চা লোগ, তালিয়া বাজাও !![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আপডেট
ফেসবুক, সচলায়তন ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে যাঁরা আসবেন নিশ্চিত করেছেন তাঁদের নাম নিচে লিখে দিচ্ছি। আসবেন না এমন কারো নাম চলে আসলে, কিংবা আসবেন এমন কারো নাম বাদ গেলে সেটি দয়া করে জানিয়ে দিন।
• সবজান্তা
• কিংকর্তব্যবিমূঢ়
• বিপ্লব রহমান
• আরিফ জেবতিক
• বিপ্রতীপ
• অমিত আহমেদ
• দুর্বাশা তাপস
• অমিত
• হাসিব
• মুজিব মেহেদী
• নজমুল আলবাব (চেষ্টা করবেন)
• ভাস্কর
• মুনতাসীর হাসান
• অমি রহমান পিয়াল
আরো কয়েকজন ব্যক্তিগত ভাবে নিশ্চিত করেছেন, কিন্তু এখনই সবাইকে জানাতে চাচ্ছেন না। আড্ডা জমবে ভালই মনে হচ্ছে! তবে আমাদের সচল সদস্যাদের কিন্তু দেখা মেলেনি!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আহারে কপাল !!!!!
কি মাঝি? ডরাইলা?
অমিতের কপালে কঠিন মাইর আছে!
জন্মের আড়ি!!!
আমি মাত্র দেশ ছাড়লাম আর এখন সব প্ল্যান!
কথা নাই কারো সাথে।
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
সামনের সামারে ইউরোপ যাবার প্ল্যান আছে বিবাগিনী। সমাবেশ হবে সেখানেও![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
দু:খের বিষয় এবার যাওয়া হচ্ছে না ।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমাকে আরো কয়েকজন নিশ্চিত করেছেন।
প্রিলিমিনারি ভাবে আমি আশা করছিলাম ৮/১০ জন ঢাকাবাসী সচল উপস্থিত থাকবেন, যেহেতু বেশিরভাগ ব্লগারই দেশের বাইরে। তবে আড্ডাবাজের সংখ্যা ইতিমধ্যে ২০ ছাড়িয়ে গেছে।
তবে আশা করছি যাঁরা আসবেন বলছেন তাঁরা শেষ মুহুর্তে মত পরিবর্তন করবেন না। তাহলে তুনফান বান মারা হবে। কসম!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
জটিলস্য!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আমার বাড়ি নেমন্তন্ন রইলো।
৯১,৩য় তলা,আজিজ মার্কেট,শাহবাগ
ফোন:৯৬৭৫৫১০, ০১৭১৬৫২৫৯৩৯
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
নামলাম ঢাকায়।
বিস্তারিত আসিতেছে।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
জলদি নামাও, ম্যান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিস্তারিত কবে আসিবেক?
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিস্তারিত নাই ক্যান?
___________________________
"LOVE ME... IF YOU CAN"
নতুন মন্তব্য করুন