প্রিয় সচলায়তন সদস্য এবং পাঠক,
ঢাকায় অনুষ্ঠিতব্য প্রথম সচল সমাবেশ নিয়ে আমার আগের পোস্ট ও ফেসবুকে আমরা আলোচনা করেছি। সে আলোচনা সাপেক্ষে সমাবেশের দিন, সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে।
দিন: ১৫ ডিসেম্বর ২০০৭, শনিবার
স্থান: চারুকলা ইন্সটিটিউটের ছাদ, শাহবাগ
সময়: বিকাল ৫ টা
সবাইকেই আবারো আমন্ত্রণ জানাচ্ছি, আপনার উপস্থিতি একান্ত ভাবে কাম্য। এ বিষয়ে সম্ভবত আর পোস্ট হবে না, তাই দিনটি এক্ষুনি আপনার ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। আরেকটি বিষয়ও এখানে জানিয়ে রাখা সমীচীন মনে করছি, এ সমাবেশটি চেনা ব্লগারদের সাথে পরিচিত হবার লোভে একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগ।
আমার সাথে যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বারটি রেস্ট্রিক্ট কোডের মাঝে দিয়ে দিলাম। সমাবেশের পরপরই নাম্বারটি মুছে দেয়া হবে।
ধন্যবাদান্তে,
অমিত আহমেদ
মন্তব্য
লন্ডন থেকে যেতে চাইলে কি মডুরা টিকিটের ব্যবস্থা করবে নাকি অমিত ভাই??
একটু উত্তেজিত মনে হচ্ছে আপনাকে ........
---------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আমি সদাউত্তেজিত এ অভিযোগ আপনি বিভিন্ন সূত্র থেকে পাবেন। টিকেটের সব ব্যবস্থা আমি করতে রাজী। দামটা শুধু আপনাকে দিতে হবে। আছে নাকি প্ল্যান আগামী ২/৩ মাসে ঢাকা আসার?
ঢাকা-টরান্টো, টরান্টো-ঢাকা করতে গিয়ে লন্ডনে প্রায়ই আমি ১ দিন থেকে যাই। একা একা পিকেডিলি সার্কাসে সময় কাটাই, এই গলি সেই গলি, মন্দ লাগে না। গেলবার নটিংহিল কার্নিভালেও সেরম মজা পেয়েছি। এখন থেকে গেলে আপনাদের নাম্বার ঘোরাতে হবে।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
লন্ডন -ঢাকা ; ঢাকা - লন্ডন যবার পথে তো আর ভাই টরান্ট পড়েনা যে এই গলি সেই গলিতে গিয়া .............শো দেখবো!!
যদি কানাডিয়ান এয়ার কোন নতুন ফ্লাইট চালু করে তবে হয়তো টরেন্ট যাইতে পারি তখন না হয় আপনার সাথে গলি কিংবা রাজ পথে হাটা যাবে। তাছাড়া গত সপ্তাহে ঢাকা থেকে আসলাম। আর জানুয়ারীতে যাবার একটা ক্ষীণ সম্ভাবনা আছে।
-------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আপনে নেক্সট টাইম এই তল্লাটে আসলে ডেফিনিটলি আগে ভাগে জানায় আইসেন। আমার কাজ পিকাডিলি সার্কাস থেকে পাক্কা এক মিনিট হাঁটা পথ। এট লিস্ট পিকা. সার্কাস মোড়ের বার্গার কিং-এ নিয়া একটা whopper তো খাওয়াইতে পারুম!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আমি নাই
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
(
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খেলুম না!
শুভ কামনা ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমার মনে হয় এখানে একমাত্র আমিই ঢাকার বস্তিবাসী
আমি আছি সম্ভবত
(ফকিরের লক্ষ্মী পায়ে' এই থিউরি মেনে নিয়ে দৌড়ের উপরে থাকি তো?)
আশা করি যেতে পারবো
আমিও আছি। বস্তিবাসীর সংখ্যা আরো বাড়বে।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
স্টিকি করলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
যথার্থ সিদ্ধান্ত। সচল কর্তৃপক্ষকে ধন্যবাদ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
মুর্শেদ ভাই সমাবেশের তো এখনো ৬ দিন বাকি। এই ৬ দিন একটা পোস্ট স্টিকি হয়ে থাকাটা রাখাটা মনে হয় একটু দৃষ্টিকটু। এখন সরিয়ে ফেলে সমাবেশের ১/২ দিন আগে স্টিকি করলে সম্ভবত ভাল হয়?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
সমাবেশের ঠিক আগে, ছোট দু -- এক লাইনের ঘোষণা দিলেও তো হয়, না কী?...
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লব'দা, এই দায়িত্ব আপনার উপর অর্পিত হলো
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ঠিকাছে স্টিকি ছুটাইলাম। বিপ্লব ভাই একটা রিমাইন্ডার পোস্ট দিয়েন ১/২ দিন আগে। বিপ্লব ভাই কনফার্ম না করলে দায়িত্ব পড়বে অমিতের উপর। অথবা এই পোস্টটাকেই আবার স্টিকি করে দিবো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ওক্কে বস! যথাজ্ঞা।।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
শুভকামনা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সমাবেশগুলা মিস করতাছি........
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আছি তো আমিও।
আমি আসতে পারবো?
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
কেন পারবেন না! অবশ্যই পারবেন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আরেকটা তথ্য --৫টায় এখন বিকাল হয় না, সন্ধা হয়।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
দেখা হবে .... আসছি তো অবশ্যই।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
চিটাগাং যাচ্ছি পরশু। সচলাবেশ মিস করতে যাচ্ছি খুব সম্ভবতঃ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ইস আমি যদি থাকতাম।
___________________
প্রিয়ক
ঢাকায় থাকলে চলে আসেন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
খুব ঝামেলায় না পড়লে অবশ্যই আসবো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
জাগো বাহে
আইলা এখন হয় নাই??... আমিতো ভাবলাম সবার লগে সবার কোলাকোলি চুলাচুলি সব শেষ।
দৃশা
এখনো জানি না।।
আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
শুভকামনা রইলো। আড্ডা সফল হোক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- হ, আড্ডা সফল-সচল হোক।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন