একটা গল্প বলি।
এক রাখাল বালক প্রতিদিন তার ভেড়া চরাতে জঙ্গলে নিয়ে যায়। সেখানের পরিবেশ বিপদজনক, কিন্তু রাখালের সতর্ক দৃষ্টির কারনে কোন হিংস্য জন্তু তেমন সুবিধা করতে পারে না।
একদিন এভাবে জঙ্গলে ঘুরতে ঘুরতে রাখাল এক ওক গাছ পেয়ে গেল। এত সুন্দর ওক গাছ রাখাল আগে আর দেখেনি। তার উপর গাছে বিশাল বিশাল ফল ফলে আছে। এত বড় ওক ফলও রাখাল আগে দেখেনি। রাখাল ভাবে রসালো ফলগুলো ভেড়াকে কিছু পেড়ে দেয়া যাক। সে তার গায়ের আলখাল্লাটা মাটিতে বিছিয়ে গাছে উঠে পড়ে। আলখাল্লা মাটিতে বেছানোর কারন ফলগুলো যেন সেখানেই পড়ে - ঘাসে হারিয়ে কিংবা কাদায় মাখামাখি হয়ে না যায়।
গাছে উঠে রাখাল ঝাঁকিয়ে ফল আলখাল্লার উপর ফেলতে থাকে আর ভেড়া মহানন্দে সেগুলো চিবুতে থাকে। গাছ থেকে নেমে গরীব রাখাল দেখে ভেড়া সর্বনাশ করেছে। ফল খাবার আনন্দে রাখালের একমাত্র আলখাল্লাটা যে ক্ষুরের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্যই করেনি।
ছেঁড়া আলখাল্লা হাতে নিয়ে রাখাল বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। বলে, "হায়রে বন্ধু, সবার আলখাল্লা বানানোর জন্য তুমি তোমার গায়ের রোম ঠিকই দিয়ে দাও। অথচ যে তোমার জন্য এতটা খাটলো তার আলখাল্লার দিকে একটু নজর দাও না!"
গল্পটা বলেছিলেন ঈশপ নামের এক ক্রীতদাস, সেই খ্রীষ্টপূর্ব ছ'শো বছর আগে প্রাচীন গ্রীসে। কিন্তু আজও সে গল্প আওড়াতে একটুও অচেনা মনে হলো না।
মন্তব্য
আরে ব্যাপার নাহ। পোলাটা তো অনেক করল (এবং আরও করবে), গরমে এখন একটু চিল পিল নিচ্ছে আর কি। অচিরেই দেখবা একটা জাঝা দিসে।(আহারে, শিশু কবি জারীরকে খুবই মিস করি, ওর অনেক দেওয়ার ছিল।)
তয়, লেখাটা জোস হইসে।
_______ ____________________
suspended animation...
পুরা রেটিং দিলাম।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
সেই রকম লেখা একটা!
ওরে আমিও প্রায়ই রাখাল বালক বলি, তবে সেটা ঈশপের অন্য আরেকটা গল্প ।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
অমিত আহমেদের পিঠ চুলকাইলাম। ৫
দুই অমিত আমাকে কঠিন বিপদে ফেলল!
পানপাত্র হাতে দেখা হবে কোন দিন..
আমাকে খবর দিতে ভুলবেন না। পানপাত্র ভরার জিনিস বগলতলায় নিয়ে হাজির হয়ে যাবো।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
মিথস্ক্রিয়ার কাজটা দেখে মুগ্ধ হইসি।
সুপাঠ্য কবিতার মুগ্ধতা!
অরুপদার জন্যে এক পেয়ালা "জাপানী সাকে"।
ভালো থাকুন।
আবার লিখবো হয়তো কোন দিন
আমি বাদ?
সাকে খাবার বড় সাধ ছিল।
জেমস বন্ডের প্রিয়, সে বলে, "...I like sake, especially when it's served at the correct temperature, 98.4F."
তোমার সুরে সুরে সুর মেলাতে
অমিত(সাব্বির) ভাই, কথা প্রসঙ্গে, ঈশপ এর ছবি বোধহয় আসছেনা। মানে, কেউ দেখতে পারছেনা।
আবার লিখবো হয়তো কোন দিন
তাই নাকি!
আমি তো ঠিকই দেখতে পাচ্ছি আমার মেশিনে!
IE আর Firefox দুই ব্রাউজারেই টেস্ট করলাম।
তোমার সুরে সুরে সুর মেলাতে
ভাল লেখা। কথাগুলো মনে ধরেছে।
পানপাত্র হইলে আমিও আছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
থাক না সে রাখাল হয়ে।মাতব্বর হয়ে কাজ নাই।
নম্বর চাপা খাওয়ালাম।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
হ
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
একটু দেরিতে হলেও কথা রেখেছিস।
-------------------------অরূপ'কে আগের মত করে ফিরে আসার জন্য বিনীত অনুরোধ করছি।
শুধু সচলায়তনের উন্নয়নের কাজ করলেই হবে না, নতুন লেখা চাই, সব সময় যন অনলাইনে দেখা যায়, আর কি?
অরূপ, আমি তো আর ভাল লিখতে পারি না তাই অমিত আহমেদ কেই অনুরোধ (ওর নিজের ও অনেক ইচ্ছা ছিল) করেছিলাম তোমার নিয়ে একটা লেখার জন্য।
আশা করছি খুব তাড়াতারিই দেখা হবে এইখানে।
তোমার সুরে সুরে সুর মেলাতে
এত পরে খবর পাইলাম।
যাক এই মুহুর্তে দেখাচ্ছে ৫ জন সদস্য আর ৫৪ জন অতিথি। ঠিক কি?
আগের বাড়িতে ১ জন লগড ইন, ৮ জন ভিজিটর।
হা. হা. হা.
অন্যরকম হাসি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ওরে বাপরে ৮৬জন অতিথি!
সম্মানিত অতিথিগন পোষ্ট পড়তে পারছেন তো?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অরূপ ভাইকে অনেক অনেক মিস করতেছি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অরূপরে মিস করি
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন