‘সচলায়তন অণুগল্প সংকলন বৈশাখ ১৪১৫’ নিয়ে আমার প্রস্তাবনায় অনেকেই মন্তব্যের ঘরে সায় জানিছেন। ব্যক্তিগত যোগাযোগেও কিছু ঘাঘু ব্লগারের সমর্থন পেয়েছি। সবার সম্মিলিত উৎসাহে মনে হলো এই কাজে হাত দেয়া যায়। আপনাদের সবার সহযোগিতা নিয়ে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) একটি পূর্ণাঙ্গ ই-বই হিসেবে (পিডিএফ এবং বe) ‘সচলায়তন অণুগল্প সংকলন ’ প্রকাশিত হবে।
প্রকাশক
অমিত আহমেদ
সম্পাদনা পরিষদ
আনোয়ার সাদাত শিমুল
কনফুসিয়াস
অমিত আহমেদ
প্রচ্ছদ
অরূপ কামাল
• কারা লেখা পাঠাতে পারবেন?
- সকল সম্মানিত সচলসদস্য এবং সম্মানিত অতিথি লেখক (যাঁদের কমপক্ষে একটি লেখা সচলায়তনে প্রকাশিত হয়েছে)
• সবার লেখাই কি ছাপানো হবে?
- চেষ্টা করা হবে প্রতিটি গল্পই ছাপানোর জন্য। তবে এ বিষয়ে সম্পাদনা পরিষদ ও প্রকাশকের মতামতই চুড়ান্ত হিসেবে গন্য হবে।
• অণুগল্পের আকার কেমন হবে?
- ৫০০ শব্দের মধ্যে।
• অনুবাদ গ্রহনযোগ্য কি?
- অবশ্যই!
• একজন একাধিক গল্প পাঠাতে পারবেন কি?
- সর্বোচ্চ দু’টি গল্প পাঠাতে পারবেন।
• লেখা পাঠানোর শেষ তারিখ কবে?
- ৭ এপ্রিল ২০০৮। প্রকাশক হিসেবে আমি খুব একটা সহৃদয় নই তাই এই তারিখের পরে পাওয়া লেখা যত ভালোই হোক না কেন বিবেচনায় রাখা হবে না।
• সংকলনে মোট ক’টি গল্প থাকবে?
- কমপক্ষে ১২ টি গল্প না পেলে সংকলন প্রকাশিত হবে না, এর বেশি যত হয় ততই ভালো।
সবাইকে নিন্মোক্ত যে কোনো একটি ঠিকানায় লেখা পাঠাতে অনুরোধ করছি:
• (আনোয়ার সাদাত শিমুল)
• (অমিত আহমেদ)
লেখা পাঠানোর সময় যা খেয়াল রাখতে হবে:
• পূর্ব প্রকাশিত লেখা (প্রিন্ট কিংবা অন্তর্জাল) বিবেচনা করা হবে না।
• বিবেচিত লেখা বই প্রকাশের আগে অন্য কোথাও দেয়া যাবে না।
• আপনার আসল নাম ও ব্লগ-নিক উল্লেখ করুন (আসল নাম জানাতে আপত্তি থাকলে তা উল্লেখ করুন)।
• আপনার প্রকাশিতব্য ইমেইল (ইমেইল প্রকাশে আপত্তি থাকলে তা জানিয়ে দিন)।
• আপনার বর্তমান অবস্থান (শহর, দেশ)।
• লেখা ইউনিকোডে হলে ভালো হয় (তবে বিজয়ে সমস্যা নেই)।
ঘোষণাটা একটু কাঠখোট্টা হয়ে গেল বলে মাফ চাই। আর চাই সবার সহযোগিতা। এছাড়া এ পরিকল্পনা আলোর মুখ দেখবে না তা আমার দিব্যি জানা আছে। আরেকটা ব্যাপার, অণুগল্প সংকলনের জন্য সবাই মিলে একটা দূর্দান্ত নাম বের করুন তো। পরিবর্তনশীল অবশ্য এরই মধ্যে সন্ন্যাসী’দার কপিরাইট ভঙ্গ করে প্রস্তাব করেছেন ‘ছোট্ট গোল রুটি’। তবে আমি চাইছি আরো নাম প্রস্তাবিত হোক।
ধন্যবাদান্তে,
অমিত আহমেদ
মন্তব্য
-
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনার লেখা রেডি তো?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আবার লিখবো হয়তো কোন দিন
ওকে। সময় কিন্তু রানিং।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আণবিক
আপনার লেখার অপেক্ষায় আছি।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আমি বোধহয় মাইর খেয়ে গেলাম
আমার নামে বেশি কথা বলার বদনাম যেমন আছে
ঠিক তেমনি আছে বেশি লেখার বদনাম
সেটা বেশি বেশি পরিমাণ লেখা
এবং লেখাকে বেশি বেশি শব্দ দিয়ে একেবারে শব্দের গার্ভেজ বানিয়ে ফেলা
দুটোরই বদনাম আছে আমার
তবে জিনিসটা খুবই ভালো
অংশগ্রহণ করতে না পারলেও যাদের লেখা ওখানে থাকবে তাদের এবং উদ্যোগ যারা নিয়েছেন তাদের আগাম অভিনন্দন
লীলেন ভাইয়ের নয়া গল্প... একটা জিনিসই হবে বটে।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
চমৎকার উদ্যোগ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
পাঠান পাঠান!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
দারুন উদ্যোগ...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
ব্রাদার, খালি কথায় চিড়া ভেজে না জানেন তো?
লেখা কই?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
পোস্টটি স্টিকি করার প্রস্তাব করছি।
৭ তারিখ পর্যন্ত স্টিকি করে রাখলে মন্দ হয় না।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আমি অতিথি লেখক হয়ে দুটি লেখা দিয়েছি- এখনও সচল হয়নি। আমি লেখা পাঠাতে পারব?
নায়েফ
পাঠিয়ে দিন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ধুসর গোধূলি, সৌরভ, ইশতিয়াক রউফ, অছ্যুৎ বলাই, রায়হান আবীর... দ্রুত লেখা পাঠিয়ে দিন।
লীলেন ভাই, নো হাঙ্কিপাঙ্কি। অণুগল্প পাঠিয়ে দিন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আমার ভাই #১ সমস্যা নাম বানাতে না পারা। আমি কিছু লিখলে হিরোর নাম অমিত, ভিলেনের নাম আহমেদ! এই শর্তে আছেন তো মাথা ঝাঁকায় দেখি!
নাম নিয়ে আমারও একই ঝামেলা। সময়মতো খুঁজে পাই না। দেখা যায় একই গল্পে তিনজনের নাম নয়ন দিয়ে বসে থাকি
পরে খুঁজে পাই না কোনটা কোন নয়ন
অমিত এবং আহমেদ নাম দুটো এখন থেকে কাজে লাগানো যাবে
ভাই আমাকে মাফ করা যায় না?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
পাওয়া গেছে
অমিত এবং আহমেদ এর জ্বালায় অতিষ্ট হয়ে শেষ পর্যন্ত নওরীন মেয়েটাকে চাকরি ছাড়তে হলো
৫০০ শব্দের মধ্যে এই কাহিনীটা লেখা যাবে না?
বুঝছি। মাফ পাওয়ার আশা আর নাই।
দেন, গল্প পাঠায় দেন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
নাম বানানোতে শিমুল এক নম্বর।
যা ইচ্ছে লিখে দেন
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
কোন শিমুলের কথা কইলেন ভাইজান?
তয় আয়োজন বড়ই মচতকার !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
চমত্কার আইডিয়া। পাঠিয়ে দিব একটা। ছাপা হোক না হোক অংশগ্রহন তো করতে হবে।
ধন্যবাদ
অপেক্ষায় রইলাম।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
বাহ্ সুন্দর আয়োজন তো!! অনেক ভালো ভালো গল্প পড়া যাবে।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
লেখা দিচ্ছেন তো?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
কোন প্লট মাথায় আসছেনা।৫০০ শব্দে গল্প লিখা খুব কঠিন হবে নিশ্চই।চেষ্টা করছি ভাই।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
ব্যাপারটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে ISBN কোড নেবার ইচ্ছা ছিলো। জানা গেল একসাথে কমপক্ষে ১০টা কোড কিনতে হয়। দাম পড়ে ২০০ মার্কিন ডলার। তাই এ চিন্তা আপাদত বাদ।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
বাংলাদেশ থেকে আইএসবিএন নিলে অসুবিধা কী?
আহমেদুর রশীদ এক্ষেত্রে এক্সপার্ট
সে জোগাড় করে দিতে পারবে
তাহলে তো খুবই ভালো হয়।
আপনি কি জিটকে আসেন নাকি?
আপনার পরামর্শ ছাড়া এ কাজ করাটা বেশ কঠিন হয়ে যাবে। আরো একটা আলাপ ছিলো।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
সব সময়ই বলি ছোটগল্প আমার খুব প্রিয়। এবং সেরকমই ভীষন প্রিয় অণুগল্প। আমি তুমুল উৎসাহে অপেক্ষায় আছি এই ই-বুকটি পড়ার জন্য। এবং কড়া সম্পাদকের আওতায় বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই আশা করছি।
তো এবারের পহেলা বৈশাখ মানে অণুগল্প উৎসব!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
হে হে! তিথি! এতো সহজ নয় আপু।
চটজলদি লেখাটা আমাকে ইমেইল করে দেন দেখি।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
খুব ভালো। ছোট গল্প আমারো খুব প্রিয়। looking forward to it.
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমু, তোমার জন্যও একই সবক - লেখা পাঠাও আমার ঠিকানায়
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
অমিত, তোমার এই পোস্ট আগেই দেখেছি এবং সযতনে ভেগে গিয়েছি। কারণ আমাকে দিয়ে আর যাই হোক গল্প লেখা হবেনা। কোনদিনই কাউকে গল্প শোনাতে পারিনি। এমনকি মেয়েকে শোনাতে গেলেও আমার গল্প "একটা দেশে ছিল একটা রাজা। তার ছিল একটা মেয়ে। মেয়েটির নাম কি ছিলো জানো? অহনা...." এর মধ্যেই সীমাবদ্ধ। গল্প লিখা তো অনেক কঠিন বিষয়। তবে ছোটগল্প পড়তে খুবই ভাল লাগে।
মাথায় যদি কিছু আসে তাহলে তোমার ডেডলাইনের মধ্যেই কিছু একটা লিখে পাঠায়ে দিবনে। আর নাহলে বুঝবা গল্প লেখা হয় নাই।
শতভাগ... আই রিপিট, শতভাগ চেষ্টা করবেন কথা দিলেই আমি খুশি। কারণ আপনি শতকরা পঁচিশ ভাগ চেষ্টা করলেও যে লেখা সময়ের আগে চলে আসবে তা আমি জানি।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
জ্বী ভাই, চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। গল্গের ভাব আনার চেষ্টা করছি। টেনে হিঁচড়ে আনতে হচ্ছে এ-ই যা।
আমার মন্তব্য প্রকৃতিপ্রেমিক দার অনুরূপ।
তবে বাংলা নববর্ষটি একটি চমৎকার ছোটগল্পের বই পড়ে শুরু করা যাবে, এটিও তো কম আনন্দের নয়।
আপনাদের সর্বাত্নক সাফল্য কামনা করি।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আমি পাঠক হতে চাই..
লেখক হতে সমস্যা কি?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
তাইলে পর্বোকে?
সব্বাইকে দিয়ে সবকিছু হয়না... সো আমি পাঠক...
আছেন ক্যারম?
হমম । আচ্ছা।
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
যাক দেখা মিললো তবে আপনার
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
সেইরকম আইডিয়া...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
তোমার দায়িত্ব মনে আছে তো?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
অক্ষরে অক্ষরে মনে আছে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আরে সাব্বাশ
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
টেস্ট, ওয়ানডে'র পর যেমন টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট..
"অণু গল্প" ও কি বাংলা গল্পে ওরকম নতুন কোন ধারা সংযোজনের চেষ্টা ?
ধারাটা মনে হয় খুব একটা নতুন নয়।
ভোরের কাগজ সেই ১৯৯৮ (কিংবা ৯৯) সালেই সাপ্লিমেন্ট অবসর এর অণুগল্প সংখ্যা প্রকাশ করেছিলো।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
গদ্যকে বড়ো ভয় আমার! চেষ্টা করছি নির্দিষ্ট শব্দসংখ্যার মধ্যেই গল্প লিখতে। তবে গল্পটা অণু না পরমাণু বিচারের ভার সম্পাদকমণ্ডলীর।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ধন্যবাদ জলিল ভাই।
জলদি পাঠান।
সচলায়তন অণুগল্প সংকলন বৈশাখ ১৪১৫’ এর নাম
"কেবল অণু-নয়" হলে কেমন হয়?
সবার কি মতামত?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ভাল লাগছেনা। মুখে লাগতে হবে এমন নাম চাই। সিম্পল নামই আমার ভাল লাগে, যেমন, অনুগল্প। (বানানটা ন দিয়ে। যা্চাই করা হয়নি)
আমি একজন অতিথি লেখক।
আমি কি লেখা পাঠাতে পারব?
এ বিষয়ে পোস্টেই নির্দেশনা আছে।
আপনার কমপক্ষে একটা লেখাও যদি সচলে আসে থাকে তবে পারবেন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
গল্প আমি মোটেই লেখতে পারি না। একদম শূন্য। তবে ২ টা প্রশ্ন আছে।
১) সম্প্রতি জীবনে প্রথমবারের মত একটা গল্পের প্ল্যান আসছে মাথায় কিন্তু সেটা একটু সায়েন্স ফিকশন টাইপের। চলবে ?
২) আমার লেখায় কত শব্দ আছে, এটা কিভাবে বুঝবো ? মাইক্রোসফটের ওয়ার্ড কাউন্টের সাহায্য নিয়ে ? আর ৫০-১০০ এই ওইদিক হলে আপত্তি আছে ?
----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
উত্তর ১) দৌড়াবে!
উত্তর ২) ১০/২০ শব্দ বেশি হলে সমস্যা নেই। এর বেশি হলে ফরম্যাটিং এর বারোটা বাজবে। ইতিমধ্যে কিছু গল্প পেয়েছি, কাজ শুরু হয়ে গেছে। এম্বেডেড ওয়ার্ড কাউন্টেই কাজ হবে।
তাড়াতাড়ি পাঠান!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
এতোসব চমৎকার আইডিয়া এরা পায় কোথায়?
বাংলা নববর্ষে সেরা উপহার হবে। আপনাদেরকে সাধুবাদ।
(বিপ্লব)
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
আপনার লেখা কিন্তু পাইনি এখনো।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ইস্ লগডইন অবস্থায় এই পোস্টে ঢুকে পড়ছি খেয়ালই তো করি নাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
এই তো ধরা খাইলেন।
এবার আর ছাড়ান নাই।
লেখা পাঠান এক্ষুনি।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
হায় হায়! আপনাদের এখনো -বিপ্লব- দেইনি বুঝি? এখন দিলাম। (বিপ্লব)
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
জীবনে একটাই গল্প লিখলাম (অনুবাদ করলাম)। কিন্তু সেইটা সচলে দিয়া দিস। ঐটা নিশ্চই দেয়া যাবেনা...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
নাহ... নতুন লেখা লাগবে।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
খুব ভালো উদ্যোগ। আমরা গরীব মানুষ (হাতের লেখা বেশি ভালো না)-লেখা টেখা না দিতে পারলেও পড়তে-টড়তে পারব তো? বলছিলাম -ইন্টারনেটে আর কি!
কালবেলা
দিয়েছি
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
দারুন আইডিয়া! অসাধারণ একটা সংকলন হবে মনে হচ্ছে। পড়ার জন্য তর সইতেছে না আর!
অতন্দ্র প্রহরী
জোস...
বইয়ের নাম "বিন্দু বিন্দু জল" হলে কেমন হয়??
---------------------------------
বাঁইচ্যা আছি
আপডেট
১) প্রচ্ছদের কাজ শেষ
২) ফরম্যাটিং এর কাজ শুরু হয়ে গেছে
৩) কিছু তুখোড় লেখা ইতিমধ্যে জমা পড়েছে
৪) সংকলনের নাম "সচলায়তন অণুগল্প সংকলন বৈশাখ ১৪১৫"-ই থাকবে, আলাদা কোনো নাম দেয়া হবে না বলে ঠিক হয়েছে।
৫) ISBN পাওয়া যাবে বলে মনে হচ্ছে (কৃতজ্ঞতা আহমেদুর রশীদ, মাহবুব লীলেন), এতে বইটা আন্তর্জাতিক ভাবে তালিকাভুক্ত হয়ে যাবে।
--- লেখা যাঁরা পাঠাননি, এক্ষুনি পাঠিয়ে দিন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
(পোস্টটিতে অনেক দেরিতে মন্তব্য করছি বলে দুঃখিত)
আপডেটের ১, ২, ৩ ও ৫ এর জন্য সংশ্লিষ্টদের সবাইকে ধন্যবাদ। কিন্তু ৪ নিয়ে একটু কথা আছে। বলতে চাই যে 'সচলায়তন অণুগল্প সংকলন' একটি উপ-শিরোনাম হিসেবে কভারে থাকুক। আর 'বৈশাখ ১৪১৫' কভারে লেখা জরুরি নয়। ওটা ভিতরে থাকলেই ভালো হবে। কিন্তু মূল শিরোনাম একটা থাকা দরকার। এখনই হাল না-ছেড়ে দিলে সবাই মিলে হয়ত কোনো নাম বের করা সম্ভব। না-পেলে এমনকি প্রস্তাবিত 'ছোট্ট গোল রুটি'ও হতে পারে। আমার পছন্দ হয় এটা।
প্রসঙ্গত বলি, অণুগল্প চর্চার ইতিহাস বাংলাভাষায়ও খুব অল্পদিনের নয়। বনফুল (১৮৯৯-১৯৭৯)-এর বিস্তর গল্প এই ধারার। তাঁর সবচেয়ে বিখ্যাত গল্প 'নিমগাছ'ও কিন্তু একটা অনুগল্পই। তখন এসবকে অণুগল্প বলা হয় নি। তাঁর গল্পগুলো আয়তনে ছোট কিন্তু উপন্যাসের ব্যাপ্তি ওর মধ্যে পুরে দেয়া আছে-- ইত্যাদি বলা হতো। তাঁর একটা গল্পের নাম 'সংক্ষেপে উপন্যাস'। এটা অবশ্য আয়তনে একটু বড়ো-- দেড় পৃষ্ঠা।
খোঁজ নিয়ে দেখা গেল, অণুগল্পকে অন্য বিভিন্ন নামে ডাকার রেওয়াজও আছে। যেমন মোহাম্মদ রফিক একে বলেন 'উপমাগল্প', চৌধুরী জহুরুল হক বলেন 'চোঙাগল্প', হুমায়ুন মালিক বলেন 'কাব্যগল্প', জাহেদ মোতালেব বলেন 'বিচ্ছুগল্প', আমি বলি 'পুঁচকেগল্প'।
যাই হোক, এ যাবৎ যেসব নাম প্রস্তাব হিসেবে এসেছে, সেগুলো একখানে জড়ো করে দেখা যায়--
১. ছোট্ট গোল রুটি
২. আণবিক
৩. কেবল অণু-নয়
৪. অনুগল্প (ভুল বানানে)
৫. বিন্দু বিন্দু জল
৬. সম্ভবত সুলতানা পারভীন শিমুল একটা নাম প্রস্তাব করেছিলেন, এখন নেই। এখান থেকেই একটা পছন্দ করা যায়। পছন্দের সুবিধার্থে এখানে আরো কিছু অপশন দেয়া থাকল।
১. নুড়িগুচ্ছ
২. চূর্ণছবি
৩. বারুদ
৪. বারুদশালা
৫. অ্যাটমবোম
৬. ব্যস্ত মানুষের গল্প
৭. উপন্যাসগুচ্ছ
৮. পুঁচকে
৯. ছোটকথা
১০. ছোট কিন্তু বড়ো
আপনারা ব্যাপারটির ওপর জোর দিলে আরো নাম প্রস্তাব হিসেবে আসতে পারে।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
তথ্য গুলো কাজে লাগবে।
অনেক ধন্যবাদ মুজিব ভাই।
- শিরোনাম আর উপশিরোনাম নিয়ে আপনার প্রস্তাবনা আমার মনে ধরেছে। তবে তাই হোক। আর আপনার "বারুদশলা", "ব্যস্ত মানুষের গল্প" নাম দু'টিও দারুন! "পুঁচকে" নামটাও ভালো কিন্তু সাথে আরো কিছু লাগালে কেমন হয়? যেমন "পুঁচকে গল্পের দল"।
আরো নাম আসুক। আর প্রস্তাবিত নাম গুলো নিয়ে আপনাদের সবার মতামত চাই।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
অণুগল্প নামটায় আমার খুব একটা সায় নেই। "অণু" শব্দটি শুনলে যে-আকারটি ভেসে ওঠে অন্তত আমার মনে, ৫০০ শব্দের গল্প সেই তুলনায় অনেক বড়ো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমার কাছে কিন্তু মন্দ লাগে না। আর "অণুগল্প" টার্মটাই মনে হয় সবচে' প্রচলিত।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
প্রচলিত হলেই তো হবে না, লক্ষ্যভেদীও হতে হবে।
পুঁচকেগল্প নামটি আমার বেশ মনে ধরলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
টার্ম হিসেবে ভাল্লাগলো না। একটা হালকা ভাব আছে, অণুগল্প তো কোনো হালকা বিষয় নয়।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ছোট্ট গল্প - আমার প্রস্তাব।
সাদামাটা বটে, তবে হালকা নিশ্চয়ই নয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভাল উদ্যোগ। আমিত আর শিমুল সবাইকে শুভেচ্ছা। সবার লেখা পড়ার অপেক্ষায় থাকব।
_____________________________
টুইটার
নাম নিয়ে মগজমন্থন চলছে দারুণ। আমি একটা যোগ করি, মিহিগল্প।
তবে মনে হচ্ছে বিন্দুগল্পও বলা যেতে পারে। একটি ঘাসের শীষের ওপর একটি শিশির বিন্দু-র সাথে লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, দু'টো থিমই বেশ খাপ খায়।
হাঁটুপানির জলদস্যু
সবাই নাম দিতেছে, আমি আর বাদ থাকি কেন??
আমিও একটা দিলাম:
ছোট ছোট ছোটগল্প
আমি সমর্থন দিলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অল্প-গল্প কেমন হয় ?
- খেকশিয়াল
পিচ্চি গল্প
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কী যন্ত্রনা , নাম মনে আসছে না । তবে এখন পর্যন্ত পাওয়া নামের মাঝে হিমুর নামগুলোকে একটু এগিয়ে রাখছি পছন্দের ক্ষেত্রে ।
"সচলায়তন অণুগল্প সংকলন বৈশাখ ১৪১৫" নামটি অপছন্দের তালিকায় শীর্ষে রাখছি । এই নামটি পাড়া মহল্লার সাময়িকীর মতো মনে হচ্ছে ।
অনুগল্প অনেকটা হাউয়াই মিঠাইর মতো ; খেতে কষ্ট নেই ,মুখে দিলেই অনায়াসে গলে যায় , কিন্তু স্বাদ লেগে থাকে অনেক্ষন ।
এই থিমটাকে নামের মাঝে ধরতে চাচ্ছি , কিন্তু পারছি না ।
"ঊণ-গল্প" - অইলে ক্যামুন অয়?
গুড়াগল্প
-
কৈলাশ
জোস হয় !
- খেকশিয়াল
পুস্তক খানার নাম এক বাক্স অল্প-গল্প রাখলে কেমন হয়?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
এক বাক্স ঠিক আছে। তবে অল্প-গল্প এ-ক্ষেত্রে যথাশব্দ নয় বলেই আমার ধারণা।
আমার কিন্তু ছোট ছোট ছোটগল্প খুব মনে ধরেছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
লেখা কিন্তু এখনো পাঠান নাই কইলাম!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
এই শেষ দিন নয় আরও দিন আছে...
৭ তারিখ পর্যন্ত
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নাম এর মাঝে 'গল্প' শব্দ টা
না রাখলে ভালো হয়।
এক কাজ করুন।
সব বাদ দিয়ে শুধু 'ছোট্ট'রাখে দিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
অনেকদিন পরে এই পোস্টটাতে আবার ঢুকে দেখি গল্প বাদ দিয়ে বইয়ের নাম নিয়ে টানাটানি চলছে এখানে
প্রস্তাবিত নামের ক্ষেত্রে এই পোস্টের কমেন্টগুলো না পড়েই আমার একটা আপত্তি জানিয়েছিলাম অমিতকে। সেটা মুজিব মেহদী এবং আরিফ জেবতিকএর বক্তব্যের কাছাকাছি
তার সঙ্গে বাড়তি একটা বিষয় যোগ করছি:
গল্পের আকার নিয়ে নাম ভাবার বোধহয় বেশি দরকার নেই। কারণ অণুগল্প-কণাগল্প এগুলো এখনও গল্পের বিশেষ কোনো বৈশিষ্ট্য ধারণ করে না (যেমনটা ছোটগল্প করে)
বরং নামের ক্ষেত্রে ভার্চুয়াল লেখালেখির বিষয়টা ভাবা যেতে পারে
সেটা অনেক মিনিংফুল হবে
যদি তাই হয় তাহলে বইয়ের নামগুলো হতে পারে উড়োগল্প বা এই ধরনের কোনো কিছু
গল্পের আকার বেঁধে দেয়া হয়েছে বলেই আকারের ব্যাপারটা রাখতে চাচ্ছি।
উড়োগল্প মন্দ নয়।
জনগন, নামের ব্যাপারটা ফোকাস করলে ভালো হয় না?
বইয়ের নামটা কি হবে?
আর জনগন, লেখা পাঠান।
লেখা না পাঠায় শুধু নাম/টার্ম নাম নিয়া তর্কাইলে কইলাম ফায়দা নাই।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
" কয় ফোটা গল্প "
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
নামডা অশ্লীশ !
----------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ছোট ছোট ছোট / মিহিগল্প ভালো লেগেছে।
মুজিব মেহদী'র এই নামগুলোর আগে ছোট ছোট কথাটি জোড়া দিয়েও ভালো একটা নাম বের করা সম্ভব। উদাহরণঃ
ছোট ছোট অ্যাটমবোমা, ছোট ছোট বারুদগল্প কিংবা ছোট ছোট বারুদশলা ও হতে পারে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বারুদশলা আমারও ভালো লেগেছে। ছোট বলার দরকার নাই, কারণ বারুদশলা নিজেই ছোট, কিন্তু আগুন জ্বালাবার ক্ষমতা সেই ছোট্ট বারুদশলারও আছে।
ধরেন বিশটা গল্প ছাপানো হলো, সেক্ষেত্রে ম্যাচবাক্সে বিশটি নিরিহ বারুদশলা, ম্যাচবাক্সে বিশটি বারুদশলা, বিশটি বারুদশলা ধরনের নাম দেয়া যায়। আমার কিন্তু বেশ পছন্দ হচ্ছে।
মতামত?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
- দারুণ।
দেখেন কোথাও দেয়াশলাই কথাটা সেঁটে দেয়া যায় কিনা।
ছোট্ট দেয়াশলাই ও বিশটি বারুদকাঠি/শলা
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই ধরনের পারমুটেশন কম্বিনেশনে নাম দিলে মন্দ হয় না। বাসায় গিয়েই দেয়াশলাই এর আভিধানীক অর্থটা দেখতে হবে।
দেয়াশলাই = বারুদশলা ... নাকি
দেয়াশলাই = ম্যাচবাক্স?
আমি অনেক জায়গায় পড়েছি দেয়াশলাই বাক্স। এটা কি ভুল ব্যবহার? অভিধান দেখে নতুন কম্বিনেশন জানাচ্ছি।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
এ দেখি আগুন নিয়ে খেলা !
আমি একটা দিলাম, "উড়োখই'...
নন্দিনী
উড়োখই নামটা বেশ।
হাঁটুপানির জলদস্যু
'উড়োখই' নামে ক্লাসিক একটা বই আছে বাংলা সাহিত্যে, বিমল করের আত্মজীবনীমূলক উপন্যাস।
=============
"আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে"
ওহ ! এই জন্য নামটা লেখার পর কেমন কেমন যেন লাগছিল ! কোথায় যেন শুনেছি আগে বা এইরকম কিছু, কিন্তু মনে করতে পারছিলাম না
নন্দিনী
ভাই/বোন সকল,
৭ তারিখের মধ্যেই লেখা দিতে হবে কিন্তু। একটু খেয়াল রাখেন প্লীজ। নাম/টাম নিয়ে ৭ তারিখের পরেও চিন্তা করা যাবে।
বিঃদ্রঃ পরিবর্তনশীল, তোমার লেখা কই? জলদি লেখা পাঠাও মিয়া! (আরও কি জানি দায়িত্ব ছিলো তোমার? আমাকে তোমার জিটক আইডি সহ মেইল দাও তো একখান।)
ওয়েবসাইট
| ফেসবুক | ইমেইল
বস।.।.।.
আজকের মধ্যে লেখা পৌঁছে যাবে।
তবে গল্প না পড়ে দেখলেও চলবে।
কারণ পড়ে মেজাজ গরম হয়ে যাওয়ার চান্স ১১০%
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমার মনে হচ্ছে নামটা এবার জায়গামতো পৌঁছে গেছে। এটার পক্ষে মন খুলে ভোট দিচ্ছি। তবে 'দেয়াশলাই' নয়, হবে 'দিয়াশলাই' (সূত্র : বাংলা একাডেমী বানান অভিধান)। সবমিলিয়ে নামটা দাঁড়াচ্ছে-- ছোট্ট দিয়াশলাই ও বিশটি বারুদকাঠি। তবে 'বিশটি' শব্দটা আপেক্ষিক। যতটি গল্প যুক্ত হবে সংখ্যাটি হবে তত।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
এক খানি সমস্যাবোধ করতাসি , একটা লেখা লিখসিলাম, msword এর word count এ দেখায় ৫৪০ এর মত শব্দ, এইখানে কথা আছে, msword এ বাংলার দাড়ি, কমা, কোলন সবকিছুরেই word count এ word দেখায়, অইগুলা বাদ দিলে আমার আমার লেখাটা হয় ৫২০ শব্দের, কি করতাম? , অমিত আহমেদ , আনোয়ার সাদাত শিমুল, আপনারা গ্রীন সিগন্যাল দিলে পাঠায়া দিমু ।
- খেকশিয়াল
- সাথে উপঢৌকণ কতো দিবেন শিয়ালপন্ডিত?
তাইলে ধরাধরির একটা ব্যবস্থা করতাম! আমার আবার জানাশোনা আছে উপরের লেভেলে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হুরো মিয়া, আমি পড়সি শব্দবিপদে আপনে আসেন পাব্লিশিং লইয়া, আগে তো শব্দসমস্যা দূর হোক, তখন হেগো পছন্দ হইলে হেরা ছাপবো,
আর উপঢৌকণ মানে?? :@ ... ঘ্যাক !! ( কুক্কুট সন্দেহে ধু-গো এর স্কন্ধে কামুড় ! )
- খেকশিয়াল
১০/২০ শব্দ বেশিতে সমস্যা নেই
পাঠিয়ে দেন
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
৫০০ শব্দে লেখা আমার জন্য বেশ কঠিন ব্যাপার! চেষ্টা করে দেখব।
প্রয়াশ সফল হোক।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
লেখা তৈরী করছি। সাত তারিখের আগেই পাঠাবো।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
জট্টিল
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
সংকলনের নাম তাহলে "একটি দিয়াশলাই ও ২০টি বারুদশলা" হোক নাকি? কি মতামত সবার?
আপডেট
১) বলেছিলাম ছাপানোর মতো ১২টি গল্প না পেলে সংকলন প্রকাশিত হবে না। সুখবর সংকলনে প্রকাশের মতো ১২টি গল্প আমরা পেয়ে গেছি। তাই পহেলা বৈশাখেই বই বেরুচ্ছ।
২) আর মাত্র চারদিন বাকি আছে (লেখা পাঠানোর শেষ দিন ৭ এপ্রিল)। সবাইকে আবার অনুরোধ করছি, এর আগেই আপনার লেখাটি পাঠিয়ে দিন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
২০ সংখ্যাটা রিলেটিভ।
২৫ টা গল্প পেলে সেটা হয়ে যাবে ২৫, ১৫ টা পেলে ১৫
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
দিয়াশলাইটিতে আমি কি একটা বারুদশলাকা রাখতে পারি?
কি মাঝি? ডরাইলা?
আবার জিগস।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
"কিছু"র পক্ষে মত দিলাম। সংখ্যা দিলে কেমন যেন শোনায়।
৫০০ শব্দের ভেতরে আঁটানোটা বেশ কষ্টের কাজ ,,, বাপ্ রে ,,,
এত ভালো ভালো নাম এসেছে ,,,
আমি ভাবছিলাম, এই অণুগল্পের সবচেয়ে বড় সুবিধা, কাজের ফাঁকে ঠুস করে একটু সময় চুরি করে একটা পড়ে ফেলা যাবে ,,, কিন্তু এটাকে নামে কিভাবে প্রকাশ করা যায়?
"চুরি করে পড়া বই" /"এসো চুরি করে পড়ি"/ "চোরাই গল্প" /"শুধু ফাঁকিবাজদের জন্য"/ "ফাঁকিবাজি গল্প"(লেখক/পাঠক দুই অর্থেই) ,,,, নাহ, নিজেরই ভাল লাগছেনা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
matchbox 20 নামে একটা ব্যান্ড ছিল, মনে পড়ে গেলো, ওভাবে নাম রাখতে গেলে, দিয়াশলাই ২০, দিয়াশলাই ২৫ কিন্তু দারুণ লাগে ।
- খেকশিয়াল
সেরম কিছু গল্প পেয়েছি।
সচল, অতিথি লেখক দুই জায়গা থেকেই।
আমি বিশাল এক্সাইটেড।
আর তিন দিন আছে, আরও ভালো লেখা পাবো নিশ্চই।
শুধু লেখা পাঠানো সময় একটু কষ্ট করে "লেখা পাঠানোর সময় যা খেয়াল রাখতে হবে" অংশটা পড়তে হবে।
আর শব্দ সংখ্যা ৫০০। ১০/২০টা শব্দ বেশি হলে সমস্যা নেই।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
প্রস্তাব মন্দ না।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ম্যচ বাক্সে কি জায়গা আছে...আমার কাছে একটা বারুদ শলা ছিলো??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
পাঠায় দেন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আর ২২ ঘন্টা সময় আছে। দয়া করে এর মধ্যে আপনার লেখাটি পাঠিয়ে দিন।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
লেখা পাঠানোর সময় প্রায় শেষের দিকে।
যাঁরা পাঠাননি, দ্রুত পাঠিয়ে দিন, এক্ষুণি।
সম্পাদকীয় পরিষদ মহা আনন্দে হাতে পাওয়া লেখাগুলো পড়তে শুরু করেছে। এবং এটুকু বলে রাখি, অসাধারণ কিছু অণুগল্প আমরা পেয়েছি। আশা করছি - দারুণ একটি ই-বুক আমরা সচলায়তনে পেতে যাচ্ছি।
পাঁচশ শব্দে গল্প লিখা এত কঠিন,আগে জানা ছিল না।
--------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
সংকলনটি কি বের হয়েছে? এ নিয়ে কোনো লেখা বা নোটিশ দেখছি না। গতদিন নেটে ছিলাম না বলে এ ব্যাপারে অন্ধকারে আছি। কেউ কি কিছু জানাবেন?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ...ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন