আমার এক বন্ধুর গবেষণার জন্য কলকাতাবাসিনী-বাঙলাভাষিণী-প্রবাসিনী ছাত্রী দরকার। এলোমেলো হয়ে গেলো তো? আমারও একই অবস্থা হয়েছিলো। তাই সুবিধের জন্য নিচে পয়েন্ট করে তুলে দিচ্ছি। সবগুলো যদি আপনার বন্ধু/বন্ধুদের সাথে মিলে যায় তবে আপনার বন্ধু/বন্ধুরা আমার বন্ধুর গবেষণায় সাহায্য করতে পারবে:
আপনার বন্ধু/বন্ধুদেরকে আগে থেকেই এসব জানিয়ে দিয়ে অনুমতি নিয়ে নিন। এরপর তাদের সাথে যোগাযোগের মাধ্যম ও উপায় ইমেইল কিংবা পিএম করে করে আমাকে জানিয়ে দিন।
অগ্রীম ধন্যবাদ সবাইকে!
আমার ইমেইল:
মন্তব্য
নাহ সাহায্য করতে পারলাম না। পরিচিত এক দাদা আছে, দিদি নাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অরকুট আর ফেইসবুকে মেসেজ ছেড়ে দাওনা। বিশেষ করে অরকুটের ইন্ডিয়ান কমিউনিটি অনেক বড়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এ কথা সুভদ্রাকে আগেই বলেছি। ও চেষ্টা করছে।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ইউকেতে এই ব্যপারে আপনাকে হেল্প করতে পারি। তবে আপনার এই আবেদন পত্রটি যদি ইংরেজীতে আমাকে ইমেইল করেন তাহলে কয়েকজনকে পাঠিয়ে দেখতে পারি। যদি তাদের ইচ্ছে থাকে হয়তো নিজেরাই যোগাযোগ করবে।
সময়ের ব্যপারটা উল্লেখ করলে ভালো হবে।
--------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
থ্যাংকু। ওকে বলছি ইংরেজি আবেদনপত্র লিখে পাঠাতে।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
গুরুচন্ডালী'র ভাটিয়ালী'তে গিয়ে জাষ্ট একটা আওয়াজ দেন। ওখানে যারা লেখেন প্রায় সকলেই প্রবাসী ভারতীয়। আর ওরা যে কোন ব্যপারে সহায়তা করতেও প্রস্তুত থাকেন যে কোন সময়ে। ভাটিয়ালীর লিংক দিয়ে দিলাম। ওদের অনেকেই সচলায়তন পড়েন, গন্দমসূত্রে অমিত আহমেদ একটি পরিচিত নাম।
কি হয় না হয় জানাইয়েন।
http://www.guruchandali.com/?portletId=4&porletPage=1
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
সুভদ্রাকে বলেছি ভাটিয়ালীতে পোস্টাতে। ব্যাপারটি কি বা কেনো তা ওই ভালো বোঝাতে পারবে। ধন্যবাদ
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আমাকে নয় কেন ? অনেককে জানি,
ইমেইল করুন
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আমি সুভদ্রাকে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
সুরভি
আঠারবাকি নদী (যে নদী খুলনার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া
রুপসা নদীর শাখা) র তীর ঘেষে এক গাঁয়ে থাকত সুমতি,সুচিত্রা, সুশীলা , অনেকদিন হল ভারতে চলে গেছে ৎ ঠিক ঠিকানা জানিনা ৎসুভদ্রাকে বলেন না আকাশের ঠিকানায় চিঠি
দিতে,খোঁজ পেলে আমাকেও জানাবে ৎ
সুরভি
নতুন মন্তব্য করুন