এক
ব্যাংকক বিমানবন্দরের বাইরে এসেই একটি সিগারেট ধরিয়ে ফেলি। ঢাকা থেকে ব্যাংকক যে খুব দূর তা নয়, মোটে কয়েক ঘন্টার ধাক্কা। এরপরেও “সিগারেট টানা যাবে না” সমন জারি হলেই আমার কেনো জানি বারে বারে কেবল সুট্টার কথাই মনে হয়।
ঢাকা থেকে বইমেলা শেষে টরন্টো ফিরে যাচ্ছি থাই এয়ারওয়েজে। ঢাকা-ব্যাংকক-লন্ডন-টরন্টো রুট। মাঝে থাইল্যান্ডে আট ঘন্টার বিরতি। লাগেজ সব সরাসরি টরন্টো চলে যাবে।
বইমেলাতেই শিমুল, দুর্দান্ত লেখক আনোয়ার সাদাত শিমুলের সাথে প্রথম সামনা-সামনি দেখা। লেখা পড়ে যেমন ভেবেছিলাম, ঠিক তেমনই শান্ত-শিষ্ট অমায়িক ভদ্রলোক। আমরা একসাথে একই কলেজে ছিলাম। তবে অন্য গ্রুপ বলে পরিচয় হয় নাই। ঢাকা-টরন্টো যাত্রাপথে ব্যাংককে আট ঘন্টার জন্য থামবো শুনেই শিমুল প্রস্তাব দিলো, “স্পট ভিসা নিয়ে বাইরে চলে এসো। একসাথে ঘোরা যাবে, আড্ডা দেয়া যাবে।” আমি রাজি না হওয়ার কোনো কারণ দেখি নাই।
যাই হোক, সিগারেটে কয়েকটা টান দিছি কি দেই নাই, দেখি ক্যাঁয়াচ করে আমার পাশে একটি গাড়ি এসে দাঁড়ালো। ছোট্ট গাড়ি। কটকটা হলুদ রঙ। জানালায় ফুল তোলা পর্দা দেয়া। চালক আবার ফাঙ্কি আছে। পিচ্ছিল সিল্কের রঙ্গিলা হাওয়াই শার্ট আর হাফপেন্ট পরা। চোখে মার্কারি সানগ্লাস। একহাত স্টিয়ারিং হুইলে আরেক হাত জানালায়। পাশে কাপ হোল্ডারে আবার চাইনিজ হিজিবিজি লেখা কি একটি সবুজ বোতল-পানীয়। আমাকে দেখেই তার হাসি একদম কর্ণে গিয়ে ঠেকে। আমি কিছু বলি না দেখে সে খুব উৎসাহ নিয়ে বলে, “আরে মুখ পানে চায়া রইলা ক্যান? উঠো, উঠো গাড়িতে উঠো!”
ঢাকায় দেখা শিমুলের সাথে ব্যাংককের শিমুলের রূপান্তরের কারিশমার (পোষাক-ভাষা দু’টোতেই) থেকেও আমি ওর সময়জ্ঞান দেখে মুগ্ধ হই। ওকে আসতে বলেছিলাম আরো দেড় ঘন্টা আগে। প্লেন আধ ঘন্টা লেট। এরপর স্পট ভিসা, ইমিগ্রেশনের হ্যাঁপায় এক ঘন্টা চলে গেছে। এইসব বিবেচনা করে শিমুল দেখি একদম কাঁটায় কাঁটায় চলে এসেছে!
আমি খুব উত্তেজনা নিয়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করি। শিমুল বলে, “দরজায় একটু সমস্যা আছে। হাত ভিত্রে নিয়া এপাশ থাইকা খুলতে হইবো।”
আমি এক লাফে গাড়িতে চড়ে বসি।
গাড়িতে উঠতে না উঠতেই শিমুলের ঝাড়ি। ঝাঁঝালো গলায় বলে, “সিগারেট নিয়া গাড়িতে উঠলা যে? কি? সমস্যা কি?”
আমি আমতা আমতা করে বলি, “না, মানে অনেকক্ষণ টানি নাই তো!”
“ফেলো! এক্ষণ ফেলো কইলাম!”
শিমুলের তেড়িয়া ভাব দেখে আমি আর কথা বাড়াই না। জানালা দিয়ে সিগারেট ছুঁড়ে ফেলি।
এরপরেও শিমুল বেড়ালের মতো ফুঁসে ওঠে। ড্রাইভিং সিট থেকে লাফিয়ে লাফিয়ে আমার দিকে উঠে আসতে চায়। ওর রাগের কারণ ধরতে না পেরে আমি আমশি হয়ে যাই।
“সিগারেট বাইরে ফেললা ক্যানো?”
“জ্বী?” ভয় পেলেই আমার কেমন জানি আপনি-আজ্ঞে চলে আসে।
“জানলা দিয়া সিগারেট ছুঁড়ে ফেললা? এইটা কি মস্করা পাইছো?”
“আজ্ঞে?”
“এইটা কি ঢাকা পাইছো? না টরন্টো? যেখানে সেখানে সিগারেট ফেলবা?”
“তাইলে কোথায় ফেলবো?”
এই প্রশ্ন পেয়ে শিমুল কেমন দমে যায়। আশে পাশে তাকিয়ে কি যেনো খোঁজার চেষ্টা করে। এরপর বেজার মুখে গাড়ি স্টার্ট দেয়। বলে, “খাওয়া দাওয়া করছো?”
আমার কেমন যেনো অভিমান হয়। নতুন একটি দেশে আসছি। কাউকে চিনি না এইখানে এই এক শিমুল ছাড়া। আর শিমুল কিনা আমাকে শুরুতেই এমন ঝাড়ি দিলো! মনে হয় বিমানবন্দরে থাকলেই পারতাম।
শিমুল আবার জিজ্ঞাস করে, “খাইছো কিছু? বিরানী খাইবা নাকি?”
বিরিয়ানী শুনে আমার মনটা কেমন লোলুপ হয়ে ওঠে। এরপরেও আমি জবাব দেই না। অভিমান নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি।
(চল্লেও চলতে পারে... হিমু ভাই স্টাইলে ঝুলায় রাখালাম)
© অমিত আহমেদ
মন্তব্য
সে যে ঢাকায় এসে মেডিক্যাল টেস্টের আগে এক মাস অপেক্ষা করছে, এইটার পেছনের কারণ টারণ আবার বইল না কিন্তু।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
রাম রাম রাম!
এসব কি মুখে বলা যায়?
(লিখলে কি সমস্যা আছে?)
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ই....
কেমনে কই কওতো... মোল্লা লীলেনরে জিগাইতে পার। লেখা সংক্রান্ত মাসলা সে ভাল জানবে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
দেখি তাইলে।
উনার দোয়া না পাইলে তো এমনিতেই লেখা শুরু করা ঠিক না।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
যত্র যত্র আমার নাম আর গুডুইল অপব্যাহার রোধে একটা কপিরাইট আইন বানানো দরকার
সচলে সব আছে কিন্তু কোনো উকিলের নাম গন্ধও পেলাম না
কারো জানা থাকলে একটু আওয়াজ দিয়েন
০২
আর শিমুল বাংলাদেশে বিয়ের শেরওয়ানি বানাতে দিয়ে হঠাৎ করে সাগরের দিকে দৌড় লাগালো কেন কেউ জানেন?
লীলেন ভাই, আর কেউ জানলেও আমি কিন্তু জানি না।
জানতে চাই।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
সজ্জ্বন ভদ্রলোকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র পেতিবাদ জানাই।
জার্মান-কানাডা-জাপান ভায়রা-ভাই পরিষদ এর পক্ষ থেকে বিবৃতি
(স্বাক্ষর অস্পষ্ট)
আবার লিখবো হয়তো কোন দিন
সজ্জ্বন ভদ্রলোকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র পেতিবাদ জানাই।
জার্মান-কানাডা-জাপান ভায়রা-ভাই পরিষদ এর পক্ষ থেকে বিবৃতি
(স্বাক্ষর অস্পষ্ট)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চালানো উচিত ।
নিবিড়
লেখাটা শুরু হইলো? নাকি শেষ!
চলুক।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
শুরু হইলো... শুরু।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
এইডা কী হইল? মানুম না এই অবিচার। এত তাড়াতাড়ি শ্যাষ ক্যান?
কাহিনী মাত্র শুরু হইছে- আর লেখক মিয়া শেষ কইরা দিল। পাঠকের মন নিয়ে এই ছিনিমিনি খেলার তেব্র পেরতিবাদ জানাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আরে লিখতেছি তো। কাল-পরশু পাবা পুরাটা।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
উচিত হয়নি এভাবে শেষ করাটা। যতো বড়ই হোক এক পোস্টেই শেষ করতে হবে। এটাইপের লেখা ধারাবাহিকে জমে না।
শিমুল ভাই ব্যাংককেও ছিল? একবার শুনি জাপান, আরেকবার বাংলাদেশ, আবার ক্যানাডা, আবার ব্যাংকক...
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এইবার শিমুলরে ঝাড়ির উপর রাখো,কানাডায়
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কাহিনী শুরু হইতে না হইতেই শেষ! তবে আসলেই যদি হিমু ভাইয়ের স্টাইলে পরের পর্ব আসে, তাইলে কবে যে আসবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে! লেখাটা মজার হইছে।
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
শিমুলরে ঢাকায় দেখলাম গুডিগুডি বয়। সেই শিমুল আবার ঝাড়ি মারতে পারে নাকি ! উঁহু , বিশ্বাস লয় না।
একটা ভালো গুডি বয়ের নামে একটা বিশেষ সময়ে আইসা এইসব অপবাদ ছড়ানোর পিছনেও বিশেষ দুরভিসন্ধির গন্ধ পাইতেছি। তয় লেখাটা একবারে শেষ করা উচিৎ ছিলো। পইড়া কেবল ভালা লাগা শুরু হইছিল।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জার্মান-কানাডা-জাপান ভায়রা-ভাই পরিষদের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। প্রতিবাদে সামিল হউন। বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, অপপ্রচারকারীদের কালো কি-বোর্ড ভেঙে দাও, গুড়িয়ে দাও।
আবার লিখবো হয়তো কোন দিন
- স্যার কানে কানে কই, আমার কী-বোর্ডও তো কালো, তাইলে কি আমিও এই মিছিলে শামিল হমু নাকি টেকনিক্যালী দূরে থাকুম?
আবার দূরেই থাকি ক্যামনে? জার্মান-কানাডা-জাপান ভায়রা-ভাই পরিষদের ব্যাপার তো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
রোজদার এর সামনে এরকম কলা ঝুলিয়ে রাখার মানেটা কি?
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
সবখানেই দেখি খালি মিস্টার হাইড! শিমুল তো জান্তাম খুবই ভদ্র পুলা। অমিত কি সায়েন্স ফিকশন লিখতাসে নাকি?
কাহিনী সামনে বাড়াও। ব্যাঙ্কক তো শুনসি জায়গা ভালো না।
হাঁটুপানির জলদস্যু
কাহিনী ঠিক বুঝতে পারতেছি না। তাড়াতাড়ি খোলাসা করেন।
ব্যাপক মজার আভাস পাচ্ছি।
পরের পর্বের অপেক্ষায়...
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না এক কে করি দুই৷
- তিন সদস্য বিশিষ্ট মজলিশে শুরার অন্যতম মওলানাকে হালাল নাসারা পোষাক পিন্দায়া গল্পে হাজির করার জন্য তেব্র নেন্দা অব্যহত আছে।
- (স্বাক্ষর অস্পষ্ট)
আহ্বায়ক,
মজলিশে শুরা
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বোঝা যাইতেছে লেখক শিমুলের উপর বিরাট প্রতিশোধ নেবে, এক্কেরে ফিল্মী ইস্টাইলে। তাই আগেভাগে কারন গুলা জানায়ে রাস্তা কিলিয়ার করতেছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অমিত চলুক বলতে চাচ্ছি কিন্তু সাহস পাচ্ছি না, শিমূল না আবার মাইন্ড খায়। তো শিমূল কোথায়, ওর কোন রেসপন্স নেই কেনো?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
মাইন্ড খাইলে ওর খবরই আছে।
দোস্তে-দোস্তে আবার কিসের মাইন্ড।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
এই কোন শিমুলের কথা বলছেন ভাইজান!!! বইমেলায়তো আমিও ছিলাম, শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট শিমুলতো শুধু আমার কাছ থেকে চকলেট চেয়ে নিলো... আপনি যা বিবরণ দিলেন তাতে মনে হয় গাড়ীতে আরো কেউ ছিলো....একটু ঝাইরা কাশেন তো...।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আহারে হুট করেই যেন শেষ হয়ে গেল !
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
দিচ্ছেন তো অমিত ভাই ???
বিরিয়ানী খাওয়ার ডিটেইলসটা একটু যত্ন নিয়া লেইখেন কিন্তু, আমার আবার বিরিয়ানীর নাম শুনলেই কান খাড়া হয়ে যায়। প্রিয় খাবার কিনা তাই !
--------------------------------------------------------
লেখা জাম্পেশ হইছে অমিত ভাই। তাড়াতাড়ি পরবর্তী পর্ব না লিখলে খবরাছে!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
শিমুলের সঙ্গে আমারও পরিচয় হয়েছিল ঢাকায়, তাকে এই বেশে আমিও তো চিন্তা করতে পারছি না...
পরের কিস্তি খুব দ্রুত দ্যান, নইলে এই রমজানের মাসেই মুখ খিস্তি করব বলে দিচ্ছি...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
৫ ঘন্টা কি ট্রাফিক জামেই কাটলো..............
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
মাথায় খয়েরী রঙের যে হ্যাটটা ছিলো, তা লেখকের বর্ণনায় বাদ পড়েছে।
সিগারেট নিয়া শিমুলের হম্বিতম্বির তীব্র প্রতিবাদ জানাই।
জার্মান-কানাডা-জাপান ভায়রা-ভাই পরিষদ এর পক্ষ থেকে বিবৃতি
(স্বাক্ষর অস্পষ্ট)
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
"পিচ্ছিল সিল্কের রঙ্গিলা হাওয়াই শার্ট আর হাফপেন্ট পরা। চোখে মার্কারি সানগ্লাস। "
শিমুল পান চিবাইতেছিলোনা?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আপনে যে কোনো কামের না, তা বুঝছেন? সেই সুরতের শিমূলের একটা ফটো এইখানে লটকাইতে পারলে না বুঝতাম বিষয়ডা...
আর বিরিয়ানী কি এখনো খাইতেছেন? পরেরটুক কই?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হায়!
উইকএন্ডে অমিত এই কোন বোমা ফাটাইলো!!!
সবই কহে দিলে সখা?
হাহা।
চলুক...
উদ্ধৃতি
পিচ্ছিল সিল্কের রঙ্গিলা হাওয়াই শার্ট আর হাফপেন্ট পরা।
-শিমুলের লুঙ্গি নাই দেইখ্যাই মনে কয় হাফপ্যান্ট...
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
নতুন মন্তব্য করুন