আজ শিমুল... লেখক আনোয়ার সাদাত শিমুলের জন্মদিন

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: সোম, ১৯/০১/২০০৯ - ৫:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoশিমুলকে চিনতাম লেখার মাধ্যমে। সামহোয়্যারে ওর লেখা পড়তাম। পরে সচলায়তনে। কারো লেখা পড়লে আমার মনে মনে লেখকের একটা ছবি আঁকা হয়ে যায়। আমি যেনো শিমুলকে স্পষ্ট দেখতে পাই – মাঝবয়সী লম্বা চওড়া ফ্যামিলি ম্যান। আমি খুব সম্মানের সাথে ওকে “শিমুল ভাই” সম্বোধন করতে থাকি। শিমুলও মজা পায়। ও মন্তব্য করতে থাকে “অমিত ভাই” সম্বোধনে।

সেই ভুল ভাঙে অল্পদিনেই। জানা যায় আমরা একই সময়ে একই কলেজে পড়েছি। কোনো কারণে আগে কখনোই পরিচয় হয় নাই।

পাতায়া, টরন্টোর সীমানাকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের দেখা হয়ে যায় ঢাকায়। একুশে বইমেলায়। শান্ত-শিষ্ট নিপাট ভদ্র-ছেলে। আমাদের আড্ডা জমে ওঠে – ব্লগপরিমন্ডল, ব্লগার, লেখালেখি, লেখাপড়া থেকে শুরু করে সেই কলেজ-জীবনের স্মৃতি পর্যন্ত। পারস্পরিক সম্মানবোধ আমাদের আগে থেকেই ছিলো, তখন শুরু হয় বন্ধুত্ব। আমাদের সেই আড্ডা চলতেই থাকে, জিটক কিংবা ফোনে।

এর মাঝে ঘড়ির কাঁটা ঘুরে শিমুল চলে এলো টরন্টোতে। আমাদের শুকনো জিটক আড্ডা রূপান্তরিত হয়ে গেলো বারবেকিউ দুপুর, কফি বিকেল, বিরিয়ানি সন্ধ্যা কিংবা সিনেমা রাত্তিরে।

আমি সব সময় বড়াই করে বলি, আমার বন্ধুভাগ্য ভালো। কতটা যে ভালো তার প্রমান হলো এই শিমুল – শক্তিমান লেখক, দুর্দান্ত মানুষ, অসাধারণ বন্ধু – আনোয়ার সাদাত শিমুলের বন্ধুত্ব।

আজ সেই শিমুলের জন্মদিন।

হ্যাপি বাড্ডে ম্যান… শুভ জন্মদিন!

© অমিত আহমেদ

ব্যবহৃত ছবি: আমার কুটিরে আড্ডার ফাঁকে শিমুল।


মন্তব্য

হিমু এর ছবি

জন্মদিনে সব্যসাচী লেখক শিমুলকে জানাই শুক্না কাঁথার তোড়া তোড়া শুভেচ্ছা।


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝাকুল্লাহ খায়রান। শুকনা কাঁথার একটা ইমোটিকন চাই। সচলদের জন্মদিনে গায়ে জড়িয়ে দেয়া হবে চোখ টিপি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লেখা দিয়েই যায় চেনা। শুভ জন্মদিন ছোটভাই।
ছোটভাই কেন বললাম সেটা অমিত জানে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক ধন্যবাদ বড়ো ভাই।

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন শিমুল!

রেনেট এর ছবি

শুভ জন্মদিন, শক্তিমান লেখক!
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ভূঁতের বাচ্চা এর ছবি

আহারে অমিত ভাই এত সুন্দর মানুষটার আধখানা ছবি দিলেন ক্যান ?

এই শুভক্ষণে শিমুল ভাইকে অফুরান শুভেচ্ছা ও শুভকামনা আমার পক্ষ হতে।

------------------------------------

--------------------------------------------------------

বিপ্রতীপ এর ছবি

শিমুল ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

থার্ড আই এর ছবি

একে তো গুনি লেখিয়ের জন্মদিন তার উপর অমিত হাসানের কলমে জন্মদিনের বার্তা , একেবারে সোনায় সোহাগা।
ছেলে শান্ত হলেও চকলেট পেলে ছেড়ে দেয়না, সেই প্রমান মিলেছে গত বই মেলাতে।
প্রিয় লেখকের জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আগে ধন্যবাদ জানাই। তারপরে বলি-
আপনি একটা লোকরে ভাই। বই মেলায় ২ স্টিক চকলেট নিলেন, ২৫ জনের ভাগে আধ টুকরা করেও মিললো না। আমার কাঁধে ব্যাগ ছিলো বলে আমার কাছে রাখতে দিয়েছিলেন। ঐখানেও পিটপিট করে নজর রাখলেন, আহা! লন্ডনের চকলেট...। এখন জন্ডিস জার্নালিজমে আমার উপর দোষ চাপাচ্ছেন। রোজ হাশরের মাঠেও আপনি ঐ ২ স্টিক চকলেটের দুক্ক বুলবেন না ;(

সৌরভ এর ছবি

আমার স্যার।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপ্নিও আমার্স্যার।

দ্রোহী এর ছবি

সৌরভের "স্যার", আমাদের হুজুরে পাক ওলামায়ে হাক্কানী কলিজায় ধাক্কানি "মাওলানা শিমুলের" জন্মদিন আজ।

অতি প্রিয় মানুষ সুলেখক শিমুলকে জন্মদিনে কী উপহার দেয়া যায়? ধুগো'কে দেবার জন্য যে শালীটাকে আলাদা করে বেছে রেখে ছিলাম সেটা না হয় শিমুলকে দেয়া যাক।

কী শিমুল? উপহার পছন্দ হয়?

অমিত আহমেদ এর ছবি

বস পোস্টের জন্য আমাকে কিছু দিবেন না?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সৌরভ এর ছবি

ইয়ে মানে, আম্রা কিছু পাবো না?


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- এই যে লাইগ্যা গেলো কাইজ্যা। মেম্বর যে একটা 'টোপ' ফেলাইছে এইটাই পুলাপান বুঝলোনা! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দ্রোহী মহোদয়,
আপনার দেয়া উপহারখানা দুবাহু বাড়িয়ে বুকে জড়িয়ে নিলাম চোখ টিপি

নিঝুম মজুমদার এর ছবি

প্রিয় মানুষ এবং অত্যন্ত প্রিয় লেখক ।

শুভ জন্মদিন ভাই। মঙ্গল হোক । ভালো হোক ।

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন বাঙলা সাহিত্যের উদীয়মান নক্ষত্র।

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন শিমুল ভাই

মাহবুব লীলেন এর ছবি

শুভজন্মদিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন প্রিয় লেখক, প্রিয় মানুষ শিমুল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আহমেদুর রশীদ এর ছবি

শিমুলকে পলাশ শুভেচ্ছা...

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

ইশতিয়াক রউফ এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।

সবজান্তা এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা নীলুফার যখন মারা গেল-র মতো শক্তিশালী গল্পের লেখক, একজন চমৎকার মানুষ আনোয়ার সাদাত শিমুলকে।

আমার মাথার চুলের সমান সংখ্যক বছর বেঁচে থাকুন (যদিও টাইফয়েডের পর থেকে টাঁক প্রায় আসন্ন), আর আরামসে বিরিয়ানি খান চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধন্যবাদ, সবজান্তা।
কোথায় পড়েছিলাম - "দীর্ঘ নয়, তীব্র জীবন চাই"

আবু রেজা এর ছবি

শুভেচ্ছা!!!
---------------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

আরিফ জেবতিক এর ছবি

হুজুরপাকের জন্মদিন
ঘরে ঘরে মিলাদ দিন ।
....আশেকানে শিমুলবাদী , দেওয়ানবাগ , ঢাকা ।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন প্রিয় শিমুল।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কল্পনা আক্তার এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

মৃদুল আহমেদ এর ছবি

শুবো জন্মদিন! চোখ টিপি
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন শিমুল ভাই।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

হ্যাপি বাড্ডে! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুবিনয় মুস্তফী এর ছবি

শুভ জন্মদিন!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সাইফুল আকবর খান এর ছবি

শুভ জন্মদিন শিমুল ভাই।
অনেক অনেক শুভেচ্ছা।
বন্ধুভাগ্য আপনারও ভালো।
হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অছ্যুৎ বলাই এর ছবি

আমার কাছে শিমুল লেখক হিসেবে যা, মানুষ হিসেবে তার ৭ গুণ!
জন্মদিন শুভ হোক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- শুরুতে ছিলো প্রজাপতির খামারের মালিক। তারপর একদিন আর্চিস পেরিয়ে দেখা দিলো নতূন রূপে। পাকমন পেয়ারের পর ফ্লপ হয়ে গেলো ফোর্থ আম্পায়ার। এরই মাঝে একদিন শুনলাম, নীলুফার যখন মারা গেলো- গরুর খোঁজে (নাকি জনৈক সুমাইয়া'র খোঁজে) সে ফেসবুকে। এরই মাঝে ঠান্ডামান্ডা ধুসর গোধূলিকে পঁচানী! জিটকে তাড়া- '... ভাই মাইন্ড করলেন! বড় ভাইদের সঙ্গে এতোটুকু দুষ্টামী না করতে পারলে ক্যামনে!' কখনো ফোনে কথা, জিটক ছাপিয়ে। অসম্ভব রকম ভালোলাগার একজন মানুষ, লেখক তো বটেই।

মাইন্ড করলেও বলা যায় না শিমুল। ঝামেলা আছে। তখন আবার বলবা, 'তাইলে ভাই আরেকটু খোঁচাই'। হাসি

ঠিক করে রেখেছিলাম তোমার জন্মদিনের 'উইশিং পোস্টটা' ধুসর গোধূলি-ই লিখবে। কিন্তু অমিত মিয়া'র জন্য হয়ে উঠলো না। যাকগে, তুমি যেহেতু আরও অনেক বড় হবা, আর আরও অনেক অনেক দিন বেঁচে থাকবা- সুযোগটা একবার না একবার তো আসবেই আমার হাতে। মুহাহাহাহা দেঁতো হাসি

অনেক গুলো শিমুল ফুলের পারিজাত শুভেচ্ছা প্রিয় মানুষ, তোমাকে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ব্লগ জীবনে আপনার সাথেই প্রথম মেইল যোগাযোগ। তারপর কতো দীর্ঘ পথ। বৈরি স্রোতে সমবেত খেয়ায় সচলায়তন। তবে আজ এই দিনে আমাকে সম্বোধনের বদলটিই অন্যতম সেরা উপহার ধরি। চিরায়ত প্রিয়, ধুসর গোধুলী। থ্যাঙ্কু।

দৃশা এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল শিমুল।
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

জ্বিনের বাদশা এর ছবি

আমার অতিশয় প্রিয় ভ্রাতঃটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ...
শিমুলের দুহাত (নাকি কীবোর্ড;) ) নানান গল্পের প্লটে ভরে উঠুক ....
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সুমন চৌধুরী এর ছবি

একসাথে এতো কথা ভিড় করে যে শেষমেষ কাল রাতে আর উইশ করাই হলো না। চুপপাপ শিমুল মিয়ার পুরানা লেখাগুলি পড়লাম। সকালে উঠে মনে হলো সবকিছু আসলে বিশেষনে প্রকাশ করা যায় না।

শুভ জন্মদিন শিমুল!



অজ্ঞাতবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বদ্দার এই কমেন্ট পড়ে আমি অন্য কোথাও লুকানোর পথ খুঁজছিলাম। কেবল প্রিয় মানুষ বদ্দাই, বোধ হয়, এমন করে শুভেচ্ছা জানাতে পারেন...।

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন প্রিয় গদ্যলেখক।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মুজিব মেহদী এর ছবি

শুভ জন্মদিন।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

s-s এর ছবি

happy birthday

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

tuli এর ছবি

শুভ জন্মদিন শিমূল.

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন

নজমুল আলবাব এর ছবি

শিমুল আমার প্রিয় লেখক।
শিমুল আমার প্রিয় বন্ধু।
শিমুল আমার প্রিয় ছোটভাই।
শিমুল আমার প্রিয় মৌলানা।
শুভ জন্মদিন শিমুল।

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রিয় বড়ো ভাই..., শ্রদ্ধেয় আলবাব ভাই।

জুয়েল বিন জহির এর ছবি

শুভ জন্মদিন!!!

জিফরান খালেদ এর ছবি

সবাই একটা কথা তো বলতে ভুইলা গেলগা... ভাইজান, বয়স হইতেসে এই দুঃখ যদি হয়া থাকে, লন আফিম মিশানো তেহারী খাই চলেন, এপার ওপার থেইকা... তারপর ঘুম... লন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলেন ভাই। বাস নম্বর কতো?

তানবীরা এর ছবি

আমিও এতো মুন্সীয়ানা লেখা পড়ে শিমূলকে বড়কেউই ভেবেছিলাম প্রথমে। শিমূলের শুভজন্মদিনে রইলো হাজারো শুভকামনা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুশফিকা মুমু এর ছবি

আপনিও ক্যাপরিকর্ন দেখা যায় হাসি শুভ শুভ জন্মদিন হাসি অনেক অনেক বিরিয়ানি খান।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

শামীম এর ছবি

এই দিনে খালি রাজপুত্রদের আব্বাই জন্মে নাই। শিমুলের মত হৃদয়গ্রাহী লেখকও জন্মে .... ....।

একই দিনে জন্মাইছিলাম ... তাই এখন মনে হচ্ছে; প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার পাশাপাশি অমন দূর্দান্ত লিখিয়ে হওয়ার সম্ভাবিলিটি আছে।

শুভ জন্মদিন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রণদীপম বসু এর ছবি

আরে ! আজ কি শামীম ভাই'রও জন্মদিন !
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা শামীম ভাই। আপনার ইচ্ছা পূর্ণতা পাক। আমার মতো কম্পুকানাদের হাত ঘুরে সর্বব্যাপ্ত হয়ে উঠুক আপনার প্রিয় লিনাক্স অপারেটিং সিস্টেমও....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা। আরও আছে - মাইকেল মধুসূদন, আশ্বিনীকুমার দত্ত...। লিস্ট ছিলো আগের ডায়েরিতে। এখন তো, আপনার নামটাই আগে মনে পড়বে শামীম ভাই। ধন্যবাদ।

ফারুক হাসান এর ছবি

শুভ জন্মদিন প্রিয় গল্পকার!

তারেক এর ছবি

প্রিয় শিমুল ভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ কাটুক সবসবময় হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার অন্যতম প্রিয় ব্লগার, অন্যতম প্রিয় উপন্যাস ছাদের কার্ণিশে কাক-এর লেখককে জানাই জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা। আরো শক্তিশালী হোক আপনার লেখনী, জয় করেন আরো অনেক ললনার হৃদয়, গুটি/বদনা চালাচালি করে জিতে নিন জা-কা-জা সমিতির সভাপতির পদ! চোখ টিপি

কী উপহার দেই আপনাকে বলেন... নেন, এক প্লেট বিরিয়ানি খান...

সেই কাক তাড়ানোর গল্প আজ পর্যন্ত শোনা হলো না। না বললেন আপনি, না ধূগো চাচা। জন্মদিন উপলক্ষে একটু ঝেড়ে কাশেন না! হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনি লোকটা খুব-ভালো। প্রচার-প্রসার, ললনা, জা-কা-জা, বিরিয়ানী সব মিলিয়ে বিশাল মোনাজাত হলো, ভাই। থ্যাঙ্ক্যু,থ্যাঙ্ক্যু,থ্যাঙ্ক্যু।

রণদীপম বসু এর ছবি

আজকের দিনটা ছিলো বলেই তো একজন শিমুলকে আমরা পেয়েছি ! নইলে কী হতো !
হা হা শিমুল, জন্মদিনে অ..নে..ক শুভেচ্ছা....

আর আমার পরবর্তী ভিশন সার্থক করতে ইয়োগাময় হয়ে উঠুক আগামী শিমুলের জীবন...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন

...........................
Every Picture Tells a Story

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন শিমুল ভাই ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

স্পর্শ এর ছবি

শুভেচ্ছা শিমুল ভাই।
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দময়ন্তী এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শিমুল ৷
খুব ভাল থাকুন৷ মস্তিতে থাকুন৷

আরেহ! আপনাকে শুভেচ্ছা জানাতে গিয়ে খেয়াল করলাম আমার আর এখানে আতিথ্য নাই৷ হাসি
তো, তালে আপনারে জন্মদিনে একবাটি ছানার পায়েস দিয়ে যাই ৷
----------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপনার পূর্ণ সচলত্বে অভিনন্দন। সচল থাকুন, সচল রাখুন। ধন্যবাদ।

ঝরাপাতা এর ছবি

শুভ জন্মদিন প্রিয় লেখক।


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

শুভ জন্মদিন প্রিয় লেখক ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

জাহিদ হোসেন এর ছবি

জন্মদিন শুভ হোক।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন, শিমুল ভাই

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন প্রিয় লেখক। আপনার বাংলা লিংকের নম্বর টাইপ লেখাগুলান বড়ই ভালা পাই। অমিত ভাইয়ের সাথে সুখে শান্তিতে দিন কাটুক এই কামনায় চোখ টিপি

=============================

অমিত এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা চোখ টিপি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সচলায়তন-অন্তপ্রাণ সচল শিমুল (পুং), আপনাকে জন্মদিনের একরাশ শুভেচ্ছা। সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। এবং নিয়মিত লিখতে থাকুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভেচ্ছা !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সবিনয় কৃতজ্ঞতা, ধন্যবাদ -

অনিকেত, রেনেট, ভূঁতের বাচ্চা (টক্স), বিপ্রতীপ, নিঝুম, পান্থ, আকতার ভাই, লীলেন ভাই, মুর্শেদ ভাই, টুটুল ভাই, ইশতিয়াক, আবু রেজা, আরিফ ভাই, ষষ্ঠ পান্ডব, এনকিদু, কল্পনা আকতার, মৃদূল ভাই, খেকশিয়াল, কীর্তিনাশা, সুবিনয় ভাই, সাইফুল আকবর খান, প্রিয় মানুষ অচ্ছ্যুৎ বলাই, দৃশা, ভ্রাতঃ জ্বিনের বাদশা, প্রিয় জলিল ভাই, মুজিব ভাই, s-s, তুলিরেখা, অনিন্দিতা, জুয়েল বিন জহির, তানবীরা, মুমু, ফাহা, প্রিয় তারেক রহিম, রণদীপম বসু (আর-বি ইয়োগার স্রষ্টা), মুস্তাফিজ ভাই, নিবিড়, স্পর্শ, ঝরাপাতা, কিংকং, জাহিদ হোসেন, স্বপ্নাহত, রায়হান আবীর, রাগিব ভাই, অমিত ভাই, সংসারে এক সন্ন্যাসী, এবং নুরুজ্জামান মানিক।

এবং অমিত আহমেদ।
আমার এই বন্ধুটিকে যতো দেখি তত মুগ্ধ হই, ঈর্ষান্বিত হই। সব মিলিয়ে দূর্দান্ত একজন মানুষ। অমিতকে ধন্যবাদ/কৃতজ্ঞতা জানাতে গিয়েও কীবোর্ডে আঙুল চালাতে পারছি না। ভালো থাকো, বন্ধু...।

স্নিগ্ধা এর ছবি

একটু দেরী হয়ে গেলো, কিন্তু শুভেচ্ছাতে ঘাটতি নেই -

শুভ জন্মদিন!!

গৌতম এর ছবি

দেরি হলেও জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকবেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ছেলে শিমুলকে, মেয়ে শিমুলের পক্ষ থেকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুমন সুপান্থ এর ছবি

অনেক দেরী হয়ে গেলো শিমুল !! জন্মদিন তো শুভ-ই হয়েছে আশা করি । এই জন্ম ও পুর্ণতা পাক ...কর্মে,কৃতিতে...
শুভকামনা ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক ধন্যবাদ - স্নিগ্ধা, গৌতম, সু-পা শিমুল এবং সুপান্থ'দা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যাহ্... দেরি হয়ে গেলো...
তবু শুভেচ্ছা... ভালো থাইকেন আর ভালো লেইখেন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রানা মেহের এর ছবি

আগামী জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা শিমুল তুলা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার সৌভাগ্য যে এরকম একজন মানুষের সাথে সরাসরি সাক্ষাত হয়েছে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমার কী অপরাধ, পিপি'দা!
কেনো এমন বকুনি!
আপনার মতো ভীষণ ঠান্ডা মাথার, অমায়িক মানুষটার গল্প করে বেড়াচ্ছি ফোনে চ্যাটে গত দু'দিন - বাসায়, বন্ধুদের কাছে; সে কী আমি আপনাকে বলেছি? হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।