প্রিয় সচল সকল,
একটু পরেই আমাদের "সচলায়তন সংকলন দ্বিতীয় খন্ড" আর জুবায়ের ভাই এর বই "‘সিকি-আধুলি গদ্যগুলি" বইয়ের মোড়ক উন্মোচন হবে। অয়ন ইতিমধ্যেই ওর মোবাইলের মাধ্যমে মেলা থেকে লাইভ ভিডিও স্ট্রিমিং শুরু করে দিয়েছে।
যদি স্ট্রিমিং বন্ধ হয়ে যায়/থাকে তাহলে বুঝবেন বিশ্রাম চলছে। সেক্ষেত্রে এমনবেডেড প্লেয়ারের উপরের তালিকা থেকে একটু আগে ধারণ করা ভিডিওগুলো ক্লিক করে দেখতে পারেন।
অয়নকে অতি উত্তম জাঝা!
মন্তব্য
সব প্রস্তুতি নিয়েও শেষ মুহুর্তে "মা " হঠাৎ করে অসুস্থ হওয়ায় আজ আর যাওয়া হচ্ছে না
----------------------------------
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
অনেককেই দেখতে পাচ্ছি, মনে হয় ক্যাপ পড়া রণদীপম'দা, চশমা পড়া টুটুল ভাই, মৃদুলের নাম নিচ্ছেন কেউ। বহুদূর থেকে সবাইকে শুভেচ্ছা।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
সবচে ভালো দেখা গেলো দেলগীরকে
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শেষে বিরতির ডায়ালগটা কে দিলো?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ডায়লগটা নজু ভাই দিয়েছে। অমিতকে ধন্যবাদ পোষ্টটার জন্য।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সব সচলকে অভিনন্দন, বিশেষ করে অয়নকে।
আগের ভিডিওগুলি দেখলাম। ছবি আটকে গেলেও কথা ক্লিয়ার। কাজেই উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
আরো ভিডিও আসিতেছে। ইউটিউবে আপলোড করা হবে সম্ভবত।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আমি একদিন ঘটনাচক্রে কুইক.কম ব্যবহার করেছিলাম। সেটার স্ট্রিমিং ভালো ছিল।
অয়ন এটা ব্যবহার করে দেখতে পারেন।
www.qik.com
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
অয়নের ভিডিও-টুকরোগুলো কাটাকুটি/জোড়া লাগিয়ে ৫ মিনিটের সুন্দর একটা ভিডিও কে বানাতে পারবে?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ফোন করেছিলাম [একটা টেলিসাক্ষাৎকার হবার কথা ছিলো, অনিবার্য কারণবশত বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত ...] নজু ভাইকে। জানা গেলো, অনুষ্ঠান অতি চমৎকার হয়েছে। নজরুল মঞ্চের নামকরণের সার্থকতা নজরুল ভাই প্রমাণ করেছেন। মোড়ক উন্মোচন পর্ব নির্বিঘ্নে জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সময়গুলো খুব বেশি থাকতে ইচ্ছা করে ঢাকায়। দূরে বসে চুপচাপ চায়ের কাপে দুঃখ চুবিয়ে মারলাম।
হাঁটুপানির জলদস্যু
আরে আমি বেকুবের মত ঘুমাইছি ফোনটা বন্ধ কইরা। এখন হাত কামড়াইতে ইচ্ছা করতেছে। স্যরি!
(
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সচলায়তন সংকলনে কার কার লেখা এবং কী কী লেখা ছাপা হয়েছে, সেই লিস্ট চাই এখন।
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
সে কী! আপনি এখনো বই কিনেন নাই?!
হাঁটুপানির জলদস্যু
আমি তো আজকে যেতেই পারি নাই! (বেজারমুখ)
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!
মিস করলাম... আফসোস হচ্ছে খুব। অভিনন্দন সবাইকে।
এখন দেখো। সব তো আছে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
দেখলাম।
সকলকে অভিনন্দন!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
- হ।
অনুষ্ঠানে ছিলাম, তবে পেছনের সারিতে [কেউ অবশ্য গরীবরে খেয়াল করে নাই ]
বেশ ভালো হইছে অনুষ্ঠান। অনেক মজা হইছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নজরুল মঞ্চ চর দখলের মত দেখল করে অনুষ্ঠান ভালই করা হৈছে । অবশ্য ভুদাই পাবলিকরে খেদাইতে ভালই বেগ পাইতে হৈছে ।
বল্গাররা অধিকাংশই আজকে সচলায়তন সংকলন কিনেছেন । মুজবী মেহদী শুরু করেন আরেক কেচ্ছা । ব্লগারদের সবাইরে ধরে ধরে অটোগ্রাফ নেয়া শুরু করেন । এরপর অন্য ব্লগাররাও এই পথ অবলম্বন করেন । অটোগ্রাফ দিতে দিতে হাতের অবস্থা শ্যাষ । এত অটোগ্রাফ দেওয়া হৈছে যে বই বাইর করেও হয়ত অনেকে এরকম অটোগ্রাফ দিতে পারেন না :)।
অয়ন ভাই বহুত কষ্ট করে ভিডিওধারণ করেছেন । যতবার দেখেছি ততবারই ওনার হাতে ক্যামেরা দেখেছি । শেষে আমি কইলাম আপনেরে তো ভাই টাকা-পয়সা দেয়া দরকার এইটার জন্য ।
......................................................
পতিত হাওয়া
অয়ন এবং বিশালদেহী শাহেনশাহ্ কে উত্তম জাঝা...
ঢাকাস্থ কেউ একজন টেকি (যাদের নেটস্পিড বেশি) এইটার পুরাটা ডাউনলোড করে রাখেন... একটা জম্পেশ বস্তু পয়দা করা যাবে...
________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সবজান্তারে ধরেন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমার ভিডু নাই, মাইন্ড খাইলাম
...........................
Every Picture Tells a Story
আমি ভিডিও দেখি নাই... তবে মনে হচ্ছে এটা আগের ভিডিও। মানে আপনি আসার আগে যা করা হয়েছিলো। আমরা তখন আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আপনি থাকবেন কিভাবে?
পরের, মানে মূল অনুষ্ঠানের ভিডিও কই?
ঐ অয়ন? ঐ অমিত?
____________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ! কারে কেমনে কী দেখলেন আপনারা তাই তো বুঝতে পারতেছি না...!
যাক্, দেখছেন যখন কইলেন, তাইলে নিশ্চয়ই দেখছেন। তয় আমি যে মোড়ক উন্মোচনের পেছনে দাঁড়াইয়া কিছু দূর সামনে একাডেমীর অনুষ্ঠানস্থলে শুরু হয়ে যাওয়া চেয়ার বাইড়াবাইড়ি দেখতেছিলাম, সেইটা কি বুঝতে পারছেন আপনারা ? পারেন নাই। কারণ কেউ নিশ্চয়ই এটা ভাবতে পারছেন না যে বাংলা একাডেমীর মাসব্যাপি চলমান বিশাল অনুষ্ঠানে হঠাৎ করে চেয়ার বাইড়াবাইড়ি শুরু হবে। কিন্তু সত্যিই তাই ঘটেছিল। উন্মোচন অনুষ্ঠানে আমি কেবল নজর রাখছিলাম গ্যাঞ্জাম লেগে যাওয়া মানুষের দৌড়াদৌড়ির ঢলটা কখন এসে আমাদের অনুষ্ঠানে ধাক্কা মারে।
[আর এই দিকেও ধোলাইপর্ব শুরুর আগেই কী করে কোন্ দিকে কিভাবে দৌড় লাগানো যাবে সেটাও ভাবতেছিলাম বৈ কি ! হা হা হা !!]
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হ মনে আছে, আমি আপনার পাশেই ছিলাম । আর অবাকও হইছিলাম ভালই ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আরে...
অনেক কিছু ঘটে গেছে দেখি...
শাব্বাস ।
দেশে যেতে পারিনা দেখে মন্টা খ্রাপ। কেউ ভিডিও তুলে দিলে দেখতাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
"সচলায়তন সংকলন: ২য় খন্ড" আর "‘সিকি-আধুলি গদ্যগুলি"-র মোড়ক উন্মোচন চোখ এড়ায়নি বাংলা ভিশন ক্যামেরাম্যানের। ইউটিউবে ভিডিও দেখুন। টেনে ৮:১০ মিনিট থেকে দেখতে পারেন।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
অয়ন আমারে পচায় টচায় নাইতো? খবর আছে কইলাম!
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আরে নাহ। কই পঁচাইলো। ছেলে ভালো আছে
ইউটিউবটা দেখেন।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
কী তাম্শা!
হায় রে! আমি সত্যি লাইভও দেখতে পারলাম্না, অনলাইনেও না। দুষ্খ!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন