ঢাকা থেকে ১৩: আনলাকি থার্টিনে "শেষ"

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: মঙ্গল, ১১/০৮/২০০৯ - ১২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দিন শেষ।

আর ঠিক পাঁচ ঘন্টা পরে আমার বিমান উড়ে যাবে। বাসা থেকে বিদায় নিতে হবে তার দুই ঘন্টা আগেই।

এখন শেষ বেলায় বসে হিসেব কষি - দিনগুলো আমার কেমন গেলো?
হিসেব মেলাতে পারি না।

ইদানিং বাংলাদেশে এসেই আমি চট করে মানিয়ে নিতে পারি না। একটু সময় লাগে - দেশের ভাও বুঝতে; মানুষের ভাও বুঝতে। দেশে বাবা-মা-আত্মীয় আর ছোটবেলার ক'জন বন্ধু ছাড়া কাছের কেউ নেই। ব্লগ, বিশেষ করে সচলায়তন সেই শূন্যস্থান পূরণ করেছে। এখন দেশে আসলে অনেকের সাথেই দেখা হয়, কথা হয়। একদম না দেখা কাউকে চেনা বন্ধুর মতো পিঠে চাপড় দেয়া যায়। হাত থেকে কেড়ে নিয়ে সিগারেটে টান দেয়া যায়। আমার হিসেব তাই ভালো লাগা, কিংবা মন্দ লাগার কথা বলে না। বরং বলে, "সময় বড় কম হয়ে গেলো!"

ঠিক যখন সবার সাথে মিলে যাচ্ছি, ঠিক যখন দেশের ভাও বুঝে নিয়েছি, ঠিক তখনই ঘড়ির কাঁটা বললো, "যা বেটা তুই ফেরত যা!"

আমি তাই ফেরত যাবো। সবাই জিজ্ঞেস করে একেবারে বাংলাদেশে ফিরে আসবো কিনা? এর উত্তর আমি জানি না। মাঝে মাঝে মনে হয়, "কেনো আসবো?" আবার কখনো মনে হয় "আসবো না মানে? অবশ্যই আসবো।" হয়তো এই দো'টানার মধ্যেই ঘুরে ফিরে এক জীবন শেষ হয়ে যাবে।

আজ বিদায়ী আড্ডা ছিলো। অনেকের সাথে যাবার বেলায় জমজমাট আড্ডাতে দেখা হলো। আবার খুব ইচ্ছে থাকা সত্বেও অনেকের সাথে আর দেখা হলো না; সামনা-সামনি কথা হলো না। তাঁদের কাছে আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থি।

গতবার বিদায় নেবার সময় যা লিখেছিলাম তাই। এই বিদায় বেলা আমার জীবনে পৌনঃপুনিক দশমিক হয়ে বার বার ফিরে আসে।

তাই আর কিছু না বলি। বরং যাই!

© অমিত আহমেদ


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সময় একটা পাগলা হাওয়া!

হাসান মোরশেদ এর ছবি

দেশে যাবার সময় এখন এই প্রশ্ন মনে জেগে উঠে- 'যাচ্ছি' নাকি ফিরে আসছি আসলে?
ফিরে আসার তীব্রতায় যাওয়ার উচ্ছ্বাসটুকু ম্লান হয়ে যায়। স্বদেশ, পরদেশ-দুটোই শেষ পর্যন্ত প্রহেলিকা হয়ে থেকে যায়।

যাওয়া অথবা ফিরে আসা-নিরাপদ হোক অমিত।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

নিরাপদে পৌঁছান এবং কাজ শেষে ঘরের ছেলে ঘরে ফিরে আসুন।
শুভকামনা ।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

এই সিরিজটা মিস করবো ...

ভালোয় ভালোয় ফিরে আসেন ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

এই বিদায় বেলা আমার জীবনে পৌনঃপুনিক দশমিক হয়ে বার বার ফিরে আসে

শুভকামনা হাসি

---------------------
আমার ফ্লিকার

অমিত এর ছবি

সেটাই

প্রকৃতিপ্রেমিক এর ছবি

একসময় এভাবেই সময় শেষ হয়ে যায়...

এনকিদু এর ছবি

দুনিয়া ছোট হয়ে গেছে ভাই । এইসব "আসিলাম নাকি যাইলাম" মার্কা কথার আর কোন বেইল নাই । এখন "দৌড়ের উপর আছি" বলাই বেশি যুক্তিসঙ্গত মনে হয় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অমিত আহমেদ এর ছবি

দুনিয়া ছোটো পকেটে পর্যাপ্ত পয়সা থাকলে। না থাকলে যেই কে সেই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

রণদীপম বসু এর ছবি

ভালো থাকবেন অমিত। আমি খুবই দুঃখিত যে দু'দুটো আড্ডাতে উপস্থিত থাকতে পারি নি। আড্ডাবাজ আমি চাইলেই থাকতে পারি না, অনেক দুষ্ট-সময়-ক্ষতে আটকা পড়ে যেতেই হয়। অদৃষ্টবাদী না হয়েও কথার কথা হিসেবে তাই বলতেই হয়, সবই অদৃষ্ট !

এই দাস্য-জীবন নিজের ইচ্ছেয় চলে না যে...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নকিয়া এর ছবি

যাইসনা খাইছে

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ব্যাপর্না বস, আগরা একসাথে হইলে চিনচিয়ান পর্বতমালাতেও বাংলাদেশ নিঞা আসবো খাইছে

প্লেইনে জানালার কাচ লাগায় রাইখেন, আর হাত বাইরে দিয়েন না। সর্দি লাগবো নাইলে।

পান্থ রহমান রেজা এর ছবি

প্লেনেঅপরিচিতের দেওয়া কোনো খাবার খাইয়েন না!
আর পাশের সিটে কি পামেলা অ্যান্ডারসন বইছে? তাইলে তারে একটু ভালো কইরা দ্বীনি দাওয়াত দিয়েন! দেঁতো হাসি

ভালোয় ভালোয় পৌছান।
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

সাইফুল আকবর খান এর ছবি

ভালো থাকবেন অমিত।
আপনার নামজাত-নির্দিষ্ট প্রত্যাশায় না থাকলেও আমন্ত্রণ আমারও জুটেছিল আপনার সম্মানে বিদায়ী আড্ডায় যাবার। কিন্তু, অন্য ভারি ব্যস্ততার জন্য যোগ দিতে পেরে উঠিনি।
নিরাপদে পৌঁছে থাকবেন- এই আশাই করি। আর অনেক শুভকামনা, সবসময়ের আর সবকিছুর জন্যই। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

নিরন্তর শুভকামনা হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দৃশা এর ছবি

১৩ টা পোস্ট একসাথে পড়লাম, বেশ লাগলো।
যাত্রা শুভ হউক অমিত।

দৃশা

তীরন্দাজ এর ছবি

সামনের জানুয়ারীতে দেশে গিয়ে ফেব্রুয়ারীতে ফিরে আসবো। সেই ফেরার কথা ভাবলে এখনই মন খারাপ হয় আমার! একেবারে দেশে ফিরে যাবারও উপায় নেই। শিকড় গড়ে গিয়েছে দেশের বাইরে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নানান ব্যক্তিগত ভেজালে অমিতের সঙ্গে এবার ঠিকমতো আড্ডাইতে পারলাম না। মনে তাই দুঃখ রয়ে গেলো। তবে কালকের আড্ডাটা মজাই হইছে...
দুটো ছবি দিতে চাইছিলাম গতকালের আড্ডার... কিন্তু ছবি বক্সে ক্লিক করলে কী কী যেন বলে... লিঙ্ক দিলাম... ফেইসবুকে গিয়ে দেখে আসেন... কী আর করা... মন খারাপ
http://www.facebook.com/photo.php?pid=3633403&l=0a254aea93&id=546876210

http://www.facebook.com/photo.php?pid=3633405&l=b8efa6188a&id=546876210
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দুষ্ট বালিকা এর ছবি

নিরাপদে পৌছান... আপনার সাথে দেখা হইলোনা...দুঃখু কইরা আর কি হবে... মন খারাপ

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ফিরোজ জামান চৌধুরী এর ছবি

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...

ভালো থাকবেন অমিত।

ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।

সুহান রিজওয়ান এর ছবি

পান্থ ভাই আমার কুশ্চেন কইরা দিসেন...দেঁতো হাসি
ভালো থাকেন অমিত ভাই।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

অতন্দ্র প্রহরী এর ছবি

আবার দেখা হবে হাসি

শান্ত [অতিথি] এর ছবি

চলে গেলেন!!!!

এই সিরিজের কি হবে? শেষ তাহলে। খুব মিস করবো।

ফকির লালন এর ছবি

আহা, মন খারাপ হয়ে গ্যালো।

ধরেন যদি দুমাস ধরে দিন গুনি দেশে যাবার ফ্লাইটের তো থাকি মাত্র তিন সপ্তাহ আর এসে জাবর কাটি আরো তিন মাস। যতটা সময় থাকি তার অর্ধেক যায় অহেতুক অনেক
সামাজিকতায়। ফেরত আইসা আফসোস!!

পুরো ব্যাপারটাই খুব আদ্র।

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

নিরাপদে পৌছান অমিত। ভালো থাইকেন!

ধুসর গোধূলি এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

বড়ই মন খারাপ করা লেখা দিলেন ভাইজান মন খারাপ

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অমিত আহমেদ এর ছবি

মজা হলো, আমি এখনো ঢাকায়।
ফ্লাইট ক্যান্সেল হয়েছিলো।
পরে বিস্তারিত বলছি।
এখন আবার এয়ারপোর্টে যাবো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

পেন্সিলে আঁকা পরী এর ছবি

শেষ দেড়/দু'দিন নিয়ে "ঢাকা থেকে- ১৪, শেষ হইয়াও হইলো না শেষ" একটা লেখা আসা উচিত না? খাইছে

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

অমিত আহমেদ এর ছবি
নকিয়া এর ছবি

কিরে কয় কাইল্কা গেছে!

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। মজা পেলাম, অমিত ভাই। বিস্তারিত জানায়েন পরে। আশা করি, এইবার আপনার পাশের সীটে সুন্দরী কোনো ললনা (অথবা কোনো 'দুষ্টু আন্টি') বসবে দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।