২০টুয়েনটি বিশ্বকাপে বাংলাদেশ

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: শুক্র, ১৪/০৯/২০০৭ - ১০:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

বাংলাদেশের খেলার হাইলাইটস ও অন্যান্য ভিডিও আমি এখানে আপলোড করবো বলে ঠিক করেছি। আপাদত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের হাইলাইটস আপলোড করা হয়েছে।

আপনারা আগ্রহী হলে ডাউনলোড করতে পারেন। ভিডিও গুলো দেখার জন্য ভিএলসি প্লেয়ারের প্রয়োজন পড়বে।

কারও কাছে খেলার কোন ভিডিওর লিংক, কিংবা লাইভস্ট্রিমিং এর খবর থাকলে দয়া করে এ পোস্টের কমেন্টে রেখে যাবেন।

ধন্যবাদ!
চল বাংলাদেশ!


মন্তব্য

অমিত এর ছবি

অনেক ধন্যবাদ
______ ____________________
suspended animation...

অমিত আহমেদ এর ছবি

উইজডেন ক্রিকেটারের ডেপুটি এডিটর এডউইন ক্রেইগ বলছেন বাংলাদেশ সেমি ফাইনালে যাবে। পড়ুন এখানে তাঁর রিপোর্টটি।


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

আপন এর ছবি

ক্রিকইনফোতে এডউইন ক্রেইগের লেখাটি পড়েছি!
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে...

নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...

অছ্যুৎ বলাই এর ছবি

অনেক ধন্যবাদ।
নিচে কয়েকটি লিংক দেই।

১। বলিমিউজিক টিভিইউ

২। ওদের আরো চ্যানেল (চ্যানেল ১, ২, ৩ পর্যন্ত আছে)

৩।ক্রিকেট দেশী (চ্যানেল ১, ২, ৩ পর্যন্ত আছে)

৪। ক্রিকেট৩নেট

৫। ওদের বিকল্প চ্যানেল (প্লে৩ ও আছে)

৬। ক্রিক৪ইউ

৭। মাইপিটুপি (এখানে প্রতিদিন আপডেট করা হয়।)

আমি নিজে ১ নম্বর এবং ৭-এর ইএসপিএন লিংক থেকে খেলা দেখেছি। বাকিগুলা টেস্ট করা হয় নাই।

এভাবে লিংক দেয়া কপিরাইট মামলা খাওয়ার চান্স থাকলে মডারেটরগণ মন্তব্য এডিট করতে পারেন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমিত আহমেদ এর ছবি

বলাই দা'কে অসংখ্য ধন্যবাদ।
লিংক দিলে কপিরাইট এ্যাবিউস করা হয় না। আমাদের সার্ভারে আপলোড না করলেই হলো।


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

ইশতিয়াক রউফ এর ছবি

ধন্যবাদ। এই রকম পোস্টগুলোকে সর্ট করার কোন উপায় ভাবা যায়? বই করলে মানায় না। ওদিকে প্রিয় পোস্ট জাতীয় কিছু করলেও নাহক দেখায়। কেউ কিছু ভেবে পেলে জানাবেন, প্লিজ। ততক্ষণ লিংক আর স্মৃতির উপর দিয়েই চালাই।

অমিত আহমেদ এর ছবি

বাংলাদেশ-সাউথ আফ্রিকা
গ্রুপ ম্যাচ [হাইলাইটস]


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।