এবার তোর মরা গাঙে বান এসেছে

অমিত আহমেদ এর ছবি
লিখেছেন অমিত আহমেদ (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ৭:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

গীতিকার ও সুরকার: রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পী: স্বগতলক্ষী দাশগুপ্ত

এবার তোর মরা গাঙে বান এসেছে, "জয় মা" ব'লে ভাসা তরী।।

ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে, ভাই, ডাক দে আজি -
তোরা সবাই মিলে বৈঠা নে রে, খুলে ফেল্ সব দড়াদড়ি।।

দিনে দিনে বাড়ল দেনা, ও ভাই, করলি নে কেউ বেচা কেনা -
হাতে নাই রে কড়া কড়ি।

ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন ক'রে -
ওরে, দে খুলে দে, পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি।।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।