আমার আর সাদকামালীর সম্পাদনায় 'স্বতন্ত্র ভাবনা' বইটি আজ বইমেলায় বেরিয়ে গেছে । আমি বইটি নিয়ে এখানে বেশি কিছু বলতে চাই না। আমার আগের একটি পোস্টে এ নিয়ে কিছু মিছু লিখেছিলাম। সচলায়তনের কেউ যদি বইটির খোঁজ করেন, তবে বাংলা একাডেমীর অঙ্কুর স্টলটিতে চলে যেতে পারেন।
অঙ্কুর প্রকাশনী হতে প্রকাশিত 'স্বতন্ত্র ভাবনা' সঙ্কলনটির জন্য লিখেছেন ড.হুমায়ুন আজাদ, ড. অজয় রায়, ড. সনৎ কুমার সাহা, বশির আল হেলাল, ড. কবীর চৌধুরী, হাসান আজিজুল হক, ড.গোলাম মুরশিদ, ড. আনিসুজ্জামান, ড. শহিদুল ইসলাম, ড. মীজান রহমান, ড. অভিজিৎ রায়, জাহেদ আহমদ, ড. প্রদীপ দেব, বন্যা আহমেদ, হাসান মাহমুদ (ফতেমোল্লা), হাসান-আল আবদুল্লাহ, অনন্ত বিজয়, জাহিদ রাসেল, অপার্থিব জামান, এবং অর্ণব দত্তের মত লেখক এবং চিন্তাবিদেরা। এছাড়াও এ বইটিতে সংযুক্ত হয়েছে কাজী আব্দুল ওদুদ, বেগম রোকেয়া, আরজ আলী মাতুব্বর এবং ড. আহমদ শরীফের একটি করে প্রবন্ধ। সে সাথে পাঠকেরা বোনাস হিসেবে পাচ্ছেন পাকিস্তানী মুক্তচিন্তক এবং পদার্থবিজ্ঞানী ড.পারভেজ আমির আলী হুডবয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী এবং দার্শনিক অধ্যাপক রিচার্ড ডকিন্স এবং অধ্যাপক ভিক্টর স্টেঙ্গরের একটি করে প্রবন্ধের অনুবাদ। স্বতন্ত্র ভাবনা : প্রকাশক
|
যদি কোন সহৃদয় পাঠক বইটি কখনো পড়ে তার সুচিন্তিত মতামত কিংবা প্রতিক্রিয়া জানান তবে বাধিত হব। বিদেশ বিভুই থেকে বই বের করলে যা হয় তাই হল - বইটা বইমেলার 'হট টাইমে' বেরুলো না; নিজের বইয়ের কভারটি পর্যন্ত নিজের চোখে দেখা হল না, বইটা সংগ্রহ করে পড়া তো বহু পরের কথা। কি আর করা! সবই কপালের ফের!!
মন্তব্য
কপালের ফের!! নইলে কি আর প্রকাশকের আজ এমন ব্যবহার !!
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হ, তারপরো ফাটা কপাইল্যার শান্তি এই খানে যে, ঢাকায় নুরুজ্জামান মানিকের মত একজন ছিল আমাদের। তা না হইলে এই বই এ বই মেলায় আর বাইর হইত না।
আপনি এবং অনন্ত বইটা প্রকাশের ব্যাপারে যা করেছেন, তা উল্লেখ না করলে নিজেকে অকৃতজ্ঞ ভাবতাম।
প্রকাশক আবার আজকে আপনের সাথে নতুন কিছু করল নাকি?
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
অবশ্যই সংগ্রহ করবো বইটি। পড়ার পর মন্তব্য করার ইচ্ছা রইল।
------------------------------
মুহাম্মদ
'কপালের ফের' বলেও তাহলে কিছু একটা আছে দেখছি। অভিজিতের মতো বিজ্ঞান লেখক যখন বলেন, তখন তো ভাবতে হয়।
....................................
...ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
সেই কবে পান্ডুলিপি প্রকাশকের কাছে জমা দিয়েছিলাম- নিজেরই মনে নাই। আজ দেখলাম তাড়াহুরা করে পোস্ট দিতে গিয়ে হাসান আজিজুল হক, ড. সনৎ কুমার সাহা, বশির আল হেলাল, ড. কবীর চৌধুরী সহ কয়েক জন লেখকের নাম বাদ পড়েছিল। অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। এখন সংযুক্ত করে ঠিক করে দিলাম। বইয়ের কভার পেইজ-এর স্ক্যান্ড কপিটাও হাতে আসল কিছুক্ষন আগে। ঐটাও পোস্টটাতে দিয়ে দিলাম।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
অভিনন্দন!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন