'বিজ্ঞান ও ধর্ম: সংঘাত নাকি সমন্বয়?' - একটি ই-বুক প্রস্তাবনা

অভিজিৎ এর ছবি
লিখেছেন অভিজিৎ (তারিখ: বিষ্যুদ, ৩১/০৭/২০০৮ - ৬:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto
ধর্ম এবং বিজ্ঞানের আদপেই কি কোন সমন্বয় হওয়া সম্ভব, নাকি এদের মধ্যে সতত বিরাজ করছে এক নিরন্তর সংঘাত? এ প্রশ্ন অনেক পুরোন। বিগত কয়েক বছরে বিজ্ঞান এবং ধর্মকে সমন্বয় করার বিভিন্ন প্রচেষ্টা এবং কৌশল লক্ষ্য করা গেছে বিভিন্ন পত্র-পত্রিকা সহ বাংলাদেশের অনেক মিডিয়ায়। শুধু সমন্বয়ের প্রচেষ্টাই নয় – সেই সাথে খুব কৌশলে বিজ্ঞানের নামে অপবিজ্ঞানও ছড়ানো হয়েছে, এমন কি বিভিন্ন ধর্মগ্রন্থের প্রাচীন আয়াত আর শ্লোকের সাথে সমন্বিত করার চেষ্টা করা হয়েছে আধুনিক বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারকে- মহাবিস্ফোরণ তত্ত্ব, ডি.এন.এ, আপেক্ষিকতা, কৃষ্ণগহ্বর কিংবা কাল-প্রসারণ ইত্যাদি। কখনো বা চাঁদে আজান শুনে নীল আর্মস্ট্রং-এর মুসলিম হয়ে যাওয়ার কাহিনীও মিডিয়ায় জোরে সোরে প্রচার করা হয়েছে। কিন্তু, সত্যই কি প্রাচীণ ধর্মগ্রন্থগুলোতে আধুনিক বিজ্ঞানের এমনতর নিদর্শন রয়েছে? সত্যই নীল আর্মস্ট্রং চাঁদে নেমে আজান শুনেছিলেন? সত্যই কি স্রষ্টা প্রকৃতিতে তার অস্তিত্বের বিবিধ আলামত রেখে গিয়েছেন? সত্যই কি বিজ্ঞান ঈশ্বরকে শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে? এ বইটিতে নির্মোহ এবং নিরপেক্ষভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এবং বৈজ্ঞানিক বাস্তবতাকে তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে।

সংকলনটি পড়তে ক্লিক করুন এখানে -

(এই লিঙ্কটি দেখবার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার এবং এক্রোব্যাট রীডার প্রয়োজন হবে)।

এই সংকলনটির জন্য সচলায়তনের বেশ ক'জন লেখক তাদের লেখা দিয়েছেন। আমার মনে হয় সচলায়তনের পক্ষ থেকে এটিকে ইবুক হিসেবে রেখে দিলে এখানকার পাঠক-পাঠিকা এবং সর্বোপরি সচলায়তনের অনুরাগীরা হয়ত উপকৃত হবেন। সচলায়তনে বিবিধ সাহিত্য, কবিতা এবং অনুগল্প নিয়ে ইতোমধ্যেই চমৎকার কিছু ই-বুক তৈরি করা হয়েছে। বিজ্ঞান এবং দর্শনের অনুরাগী পাঠকেরা হয়ত এই প্রস্তাবিত ইবুক থেকে বাড়তি উপযোগ পেতে পারেন। সচলায়তনের মডারেটরটা বিষয়টি ভেবে দেখতে পারেন।

আর- যারা শত ব্যস্ততার মধ্যেও সংকলনটির জন্য লেখা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সঙ্কলনটি এমনিতে কেমন লাগলো এ বিষয়ে মতামত পেলে ভাল লাগবে।


মন্তব্য

স্বাধীন এর ছবি

বা! ভাল উদ্যোগ। মুক্তমনার কাছে আমরা কৃতজ্ঞ হয়ে গেলাম। এই বইকে কি হার্ডকপি হিসেবে বের করা যায় না? অবশ্য বাংলাদেশে প্রকাশের ১ সপ্তাহের মধ্যে নিষিদ্ধ হয়ে যাবার ভয় আছে। কিন্তু তারপরও অনেক মানুষের হাতে পৌছানো দরকার। নিষিদ্ধ হলেই বরং বইটার একটা জনপ্রিয়তা হয়ে যাবে। অনেকে বইটা পড়তে চাইবে। মন্তব্য করবে। সত্যি, সত্যি বাংলাদেশে একটা হৈ চৈ পড়ে যাবে।
* সমস্ত বইটাই একটা পিডিএফ ফাইল হিসেবে দিলে ভাল হত।
* ধর্মানুভুতি এবং ধর্মের অসহিষ্ণুতা : অভিজিৎ রায় এবং ঈশ্বর ও ধর্ম- একজন অজ্ঞেয়বাদী পদার্থবিদের চোখে : অজয় রায় এই দুটো লেখায় লিংক নেই।

অভিজিৎ এর ছবি

হার্ড কপি হিসেবে বের করার ব্যাপারে ধৈর্য ধরুন। সবুরে মেওয়া ফলবে নিশ্চয়!

'ধর্মানুভুতি এবং ধর্মের অসহিষ্ণুতা' এবং 'ঈশ্বর ও ধর্ম- একজন অজ্ঞেয়বাদী পদার্থবিদের চোখে' এখনো কম্পলিট আকারে পাওয়া যায়নি। গেলেই লিঙ্কায়িত হইবেক!



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

নুরুজ্জামান মানিক এর ছবি

এই সংকলনটির জন্য সচলায়তনের বেশ ক'জন লেখক তাদের লেখা দিয়েছেন। আমার মনে হয় সচলায়তনের পক্ষ থেকে এটিকে ইবুক হিসেবে রেখে দিলে এখানকার পাঠক-পাঠিকা এবং সর্বোপরি সচলায়তনের অনুরাগীরা হয়ত উপকৃত হবেন। সচলায়তনে বিবিধ সাহিত্য, কবিতা এবং অনুগল্প নিয়ে ইতোমধ্যেই চমৎকার কিছু ই-বুক তৈরি করা হয়েছে। বিজ্ঞান এবং দর্শনের অনুরাগী পাঠকেরা হয়ত এই প্রস্তাবিত ইবুক থেকে বাড়তি উপযোগ পেতে পারেন। সচলায়তনের মডারেটরটা বিষয়টি ভেবে দেখতে পারেন।

অভির প্রস্তাব সমর্থন করে মডুদের বিষয়টি ভেবে দেখতে অনুরোধ করছি ।

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

Bangla এর ছবি

I support this book.

অনিশ্চিত () এর ছবি

অভিজিৎদা,

এই ধরনের বই-ই খুঁজছিলাম। লিংক ধরে ধরে না পড়ে কীভাবে পুরো বইটা একসাথে পাবো জানাবেন?

আমি প্রবীর ঘোষ ও তাঁর সহকর্মীদের লেখা এ সম্পর্কিত বই পড়েছি। কিন্তু আপনাদের লিস্টটা দেখে মনে হলো- আমি যা চাচ্ছিলাম তার অনেককিছুই এখানে আছে। ফলে পড়ার খুব আগ্রহ বোধ করছি। জানাবেন প্লিজ- কীভাবে বইটির সফটকপি পাবো।

অনিশ্চিত

অভিজিৎ এর ছবি

হ্যা প্রবীর ঘোষ আমাদের অনেকেরই অনুপ্রেরণা ছিলেন স্কুল-কলেজের দিনগুলোতে। তার অলৌকিক নয় লৌকিক পাঁচটি খন্ড তো গোগ্রাসে গিলেছি একটা সময়। বাংলাদেশ ছেড়েছি অনেকদিন হল, এখন আর ভাল বাংলা যুক্তি নির্ভর বই দেখি না এদিকে। নিউইয়র্কের বাংলা বই মেলায় গিছিলাম - সেখানে গল্প আর উপন্যাস ছাড়া আর কিছু নেই। আর অন্য দুটো স্টলে ধর্মীয় বই।

যাকগে, আপাততঃ আপনি পিডিএফ গুলো ডাউনলোড করে পড়তে পারেন। কোন সমস্যা হলে বা বাড়তি কিছু চাইলে আমাকে ই-মেইল করতে পারেন এই এড্রেসে -



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

সুবিনয় মুস্তফী এর ছবি

ভাল উদ্যোগ। দু-তিনটে লেখা পড়লাম। তবে মনে হলো যে বইয়ের শিরোনামে যে প্রশ্নটা করা হয়েছে, সেটা কিছুটা হলেও rhetorical। কারন অধিকাংশ লেখকই মতাদর্শিক দিক থেকে একদিকের পক্ষে, অন্যদিকের বিপক্ষে। প্রবন্ধের টাইটেলগুলোও সেই একই ইঙ্গিত বহন করে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অভিজিৎ এর ছবি

ধন্যবাদ আপনার ফীডব্যাকের জন্য। আসলে, সম্পাদক হিসেবে আমার অবদান এখানে সামান্যই। প্রবন্ধ চেয়ে আবেদনের পর যা যা লেখা পেয়েছি, তার মধ্য থেকেই যাচাই বাছাই করে সংকলনের কাজ করতে হয়েছে। শিরোনামগুলোও লেখকদেরই দেওয়া।

লেখাগুলো থেকে যদি একটি বিশেষ অভিমত কিংবা মতাদর্শ বেড়িয়ে আসে, তো সেটাই এই বইয়ের বক্তব্য। এটা ঠিক, পত্রিকার ঈদ সংখ্যাগুলোর মত নানা কিসিমের আর নানা মতের বারোয়ারী প্রবন্ধের সংকলন করবার জন্য হয়ত সংকলনটি করা হয়নি। আমার মনে হয় প্রতিটি বইয়ের একটি থীম বা উদ্দেশ্য থাকে, কিংবা থাকা উচিৎ। সেই নিরিখে বইটিকে বিচারের আহবান রইলো।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

রায়হান আবীর এর ছবি

সম্পূর্ণ বইটা পিডিএফ আকারে দেওয়া যায় না?

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

কনফুসিয়াস এর ছবি

বইয়ের বিষয় নির্বাচন চমৎকার। ভাবছি লিংক থেকে লেখাগুলো নামিয়ে ফেলবো এক এক করে।
ই-বুক প্রসংগে যদ্দুর জানি, সচলায়তনের নিজেদের প্রকল্পের বইগুলো সাধারণত এখানে আর্কাইভ করে রাখা হয়। সচল লেখকেরা সচলায়তনের বাইরেও নানা কর্মকান্ডে জড়িত, এর আগেও বেশ কয়েকটি ই-বুক রাখার প্রস্তাব এসেছে, সবগুলো রাখা খানিকটা মুশকিলই হবে মনে হয়।
তবু দেখা যাক, মডুরা কি ভাবেন।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অভিজিৎদার চমৎকার, এলিগেন্ট এবং ফলপ্রসু এই উদ্যোগের জন্য অশেষ ধন্যবাদ। সচলায়তন বইটা ধারন করে সমৃদ্ধ হবে সন্দেহ নেই।

তবে সচলায়তনকে বাইরে প্রকাশিত লেখার আর্কাইভ করা যাবে কিনা সেটা নিয়ে আমাদের মধ্যে তুমুল আলোচনা হয়েছে। আমরা প্রাথমিক ভাবে সচলায়তনে প্রকাশিত নয় এমন লেখার ই-বুক সচলায়তনে প্রকাশ করব না - আপাততঃ এইটাই ঠিক করা হয়েছে। ব্যতিক্রম যে হবে না বা করা যাবে না তা না। তবে এরজন্য আরেকটু আলোচনার প্রয়েজন রয়েছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অভিজিৎ এর ছবি

এস এম মাহবুব মুর্শেদকে ধন্যবাদ দিচ্ছি তার বক্তব্য জানানোর জন্য।
আসলে সঙ্কলনটিকে সচলায়তনের একেবারে বাইরের কিছু বলে ভাবিনি আমি। এতে দিগন্ত সরকার, শোহেইল মতাহির চৌধুরী,
বন্যা, স্নিগ্ধা, তানবীরা, শিক্ষানবিস, পুরুজিত সাহা, দীক্ষক দ্রাবিড়, নুরুজ্জামান মানিক , রণদীপম বসু , নন্দিনী সহ অনেকেই লেখা দিয়েছেন। এদের অনেকেই সচলায়তনে ভীষণভাবে সক্রিয়। সেজন্যই বলা। অন্য কিছু নায়। আর এ ব্যাপারে আপনাদের মতামতই চূড়ান্ত বলে মেনে নিচ্ছি।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

অভিজিৎ এর ছবি

বইয়ের বিষয় নির্বাচন চমৎকার। ভাবছি লিংক থেকে লেখাগুলো নামিয়ে ফেলবো এক এক করে।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। লেখাগুলো ডাউনলোড করতে যদি অসুবিধা বোধ করেন কিংবা কোন লিঙ্ক যদি কাজ না করে, তবে জানাবেন প্লিজ।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

রণদীপম বসু এর ছবি

নিঃসন্দেহে চমৎকার একটি উদ্যোগ। এতোগুলো মুক্তচিন্তাসম্পন্ন লেখাকে সংকলিত করে মুক্তমনা অভিজিৎ রায় দারূণ কাজটি করলেন। অভিনন্দন জানাচ্ছি।
আর সচলায়তন একজন সচলের সৃজনশীল উদ্যোগ হিসেবে তা আর্কাইভে স্থায়ী করে রাখতে পারে কি না, ভেবে দেখতে পারে। সভ্যতা মানেই তো জ্ঞান, বুদ্ধি, ভাব আর অভিজ্ঞতার বিনিময়।
মানিকভাইর প্রস্তাবে সহমত পোষণ করছি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

অভিজিৎ দা,
এই লিঙ্কটি দেখুন

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অভিজিৎ এর ছবি

ধন্যবাদ আপনাকে নিজ থেকেই অন্য ব্লগে বইটি সম্বন্ধে জানানোর জন্য। প্রতিক্রিয়াগুলোও পড়লাম।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

শিক্ষানবিস এর ছবি

বইয়ের সবগুলো লেখা পড়ার ইচ্ছা আছে।

অভিজিৎ এর ছবি

বইটা ইবুক আকারে মুক্তমনায় যাবার পর বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ভাল ফীড ব্যাক পাচ্ছি। ভাবছি এখানে মাঝে মধ্যেই আপডেট করব।

auto
১) এই টিউবে ড. বিপ্লব পাল বইটির উপরে ৬ পর্বের একটি দীর্ঘ রিভিউ করেছেন। যাদের হাতে অফুরন্ত সময় তারা চোখ বুলাতে পারেন। রিভিউটি মুক্তমনার এই লিঙ্ক থেকে যাওয়া যাবে, অথবা সরাসরি ইউটিউবে গিয়েও দেখা যায়।

২) সালমান সুলতান সরাসরি এই বইটি নিয়ে না হলেও, এই ধরনের বইয়ের প্রভাব নিয়ে একটি ব্যতিক্রমধর্মী লেখা লিখেছেন "হারামজাদা তোর হাতে এ কি বই?"।

আরো বেশ কিছু ফোরাম এবং ওয়েব সাইটে এ নিয়ে লেখা হয়েছে, ধীরে ধীরে সেগুলো আপডেট করব ভাবছি।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

অভিজিৎ এর ছবি

আমি বলেছিলাম ইবুক সংক্রান্ত কোন আপডেট থাকলে এখানে জানিয়ে যাব। এ সংক্রান্ত ছোট একটি আপডেট আছে।

ড. বিপ্লব পালের রিভিউ-এর পরিপ্রেক্ষিতে 'বিজ্ঞান ও ধর্ম, সংঘাত নাকি সমন্বয়' এ ইবুকে পঞ্চম অধ্যায়ে দুটো প্রবন্ধ যুক্ত করা হয়েছে। তিনি অনুযোগ করেছিলেন যে, নৈতিকতা যে ঈশ্বর প্রদত্ত কোন স্বর্গীয় বিষয় নয় তা পঞ্চম অধ্যায়ে পরিস্কার করা হলেও, কিভাবে বিবর্তনের ক্রমধারায় নৈতিকতা আর মূল্যবোধের জন্ম আর বিকাশ হয়েছে তা উঠে আসেনি। এর ফলশ্রুতিতে অপার্থিব এবং দিগন্তের দুটো প্রবন্ধকে অন্তর্ভুক্ত করা হল। বিবর্তনের মাধ্যমে কিভাবে কালের পরিক্রমায় নৈতিকতার উদ্ভব হতে পারে তা স্পষ্ট করেছেন অপার্থিব তার 'বিবর্তনের দৃষ্টিতে নৈতিকতার উদ্ভব' প্রবন্ধে। দিগন্ত সরকার ডকিন্স বর্ণিত 'সেলফিশ জিন' তত্ত্বের আলোকে মানব সমাজে বিদ্যমান সহযোগিতা ও আত্মত্যাগকে বর্ণনা করেছেন তার 'স্বার্থপর জিন' -এর আলোকে সহযোগিতা এবং আত্মত্যাগ প্রবন্ধে। এছাড়া, ড অজয় রায়ের বিজ্ঞানের ধর্ম ও ঈশ্বর প্রসঙ্গ প্রবন্ধটি প্রথম অধ্যায়ে লিঙ্কায়িত করা হয়েছে।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।