যারা আমার মতন বেকুব প্রজাতির প্রানী - হিমু প্রদত্ত মাগজিক vs. শারীরিক হাইপারবলিক কার্ভ যাদের ফিট করে না একেবারেই - না চেহারায় - না আক্কেলে - তাদের অনেকেই হয়ত বিগত শতকের বিশের দশকে 'শিখা গোষ্ঠি'র কথা মনে করে এখনো তৃপ্ত হয়ে ওঠেন অকারণেই। ১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু খ্যাপাটে তরুন - আবুল হুসেন, কাজী আবদুল ওদুদ, কাজী আনোয়ারুল কাদির, কাজী মোতাহার হোসেন, মোতাহার হোসেন চৌধুরী, আবদুল কাদির, আবুল ফজল আরো কয়ডা তার ছেড়া ফাজিল পোলাপাইন মিল্লা- ঢাকা শহরে 'বুদ্ধির মুক্তি আন্দোলন' গড়ে তুলেছিলেন। তাদের বার্ষিক মুখপত্র 'শিখা' প্রকাশিত হয় ১৯২৭ সালে। 'শিখা'র মাত্র পাঁচটি সংখ্যা প্রকাশিত হতে পেরেছিলো। কিন্তু স্বল্পকালীন আত্মপ্রকাশের মধ্যে দিয়েই 'শিখা' নামটি অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছিল সাহিত্য সমাজে। এই পত্রিকাটি সে সময় হয়ে উঠেছিল পূর্ববাংলার শাস্ত্র, প্রথা, আনুগত্য আর অন্ধকার ভেদ করা এক উজ্জ্বল আলোক বর্তিকা, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল চিন্তার নবজাগরণ। যাদের শ্লোগান ছিল -
জ্ঞান যেখানে সীমাবদ্ধ
যুক্তি যেখানে আরষ্ট
মুক্তি সেখানে অসম্ভব।
এই 'ক্ষণজন্মা' শিখাগোষ্ঠির কথা স্মরণ করে, কিংবা বলা যায় একই ধরনের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে আমরাও গতবছর ঢাকা থেকে বের করি 'মুক্তান্বেষা' নামের একটি পত্রিকা -অনেকটা শখের বশেই। ভেবেছিলাম - এই ঘোর আকালের দিনে জনা দুই বিরল প্রজাতীর প্রানীও যদি আমাদের ম্যাগাজিনটা হাতায় দ্যাখে ধন্য হয়ে যাই। কিন্তু আমাদের অবাক করে দিয়ে ২০০৭ সালের জুলাই মাসে মুক্তান্বেষার প্রথম বর্ষ, প্রথম সংখ্যা প্রকাশিত হওয়ার কয়েক দিনের মধ্যেই এর প্রথম সংস্করণ নিঃশেষিত হয়ে যায় । তার পর এ বছরের জানুয়ারী মাসে বেরোয় ২য় সংখ্যা। সেটিও বেশ ভালই পাঠকপ্রিয়তা পায়। এমাসে পত্রিকাটির তৃতীয় সংখ্যা বেরিয়েছে। সচলায়তনে ব্লগ করেন - এমন বেশ ক'জন ব্লগার বিভিন্ন সংখ্যায় তাদের লেখা দিয়েছেন। এ সংখ্যাটিতেও আমি বিপ্লব রহমানের (তার নামের বানানটি দুর্ভাগ্যজনকভাবে ভুল ছাপা হয়েছে - এজন্য ক্ষমাপ্রার্থী) একটি লেখা দেখছি কল্পণা চাকমাকে নিয়ে। আনোয়ার সাদাত শিমুলেরও একটি ছোটগল্প ছিলো বোধ হয় প্রথম সংখ্যায়। দীক্ষক দ্রাবিড়ের আগের সংখ্যার একটি লেখা নিয়ে বিতর্কের রেশ যে এখনো চলছে এবারকারের সম্পাদকীয় পড়লেই বোঝা যায়।
না 'শিখা গোষ্ঠি' আমরা হতে পারি নি, সে যোগ্যতা আমাদের নেই। কিন্তু আবদুল ওদুদ, কাজী আনোয়ারুল কাদির, কাজী মোতাহার হোসেনদের দেদীপ্যমান শিখা যে আলোর নির্যাস ছড়িয়েছিল একসময় চারপাশে - সেই আলোর মশালটুকু বহন করার দায়িত্ব তো নিতে হবে কাউকে না কাউকে, তাই না?
আমি নিজে পত্রিকাটির সাথে সেভাবে সরাসরি জড়িত নই, বিদেশ বিভুইয়ে পড়ে থেকে তা সম্ভবও নয় বোধ হয়। তারপরও ঢাকার সাহসী সহযোদ্ধারা আমাদের যে এই প্রায় অসম্ভব প্রজেক্টকে সফল করে তুলেছেন, সেটাই আমার পরম পাওয়া। বাংলাদেশের যা দিনকাল - এধরণের পত্রিকা ধারাবাহিকভাবে বের করে যাওয়া কতটা ঝঞ্ঝাময় - তা শুভানুধ্যায়ীরা কল্পণা করতে পারেন নিশ্চয়। তারপরও পত্রিকাটি যদি কারো ভালোলাগে, কিংবা মনোযোগ আকর্ষন করে সেইটাই হবে এ মুহূর্তে আমাদের সার্থকতা। এক্ষেত্রে পাঠকদের মতামত কামনা করছি, তা সে ফুল চন্দন কিংবা ইস্টক নিক্ষেপ - যাই হোক না কেন!
কার তাতে কী, কার তাতে কী
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি ...।
ম্যাগাজিনিটি অনলাইনে পড়তে ক্লিক করুন এখানে -
(এই লিঙ্কটি দেখবার জন্য এক্রোব্যাট রীডার প্রয়োজন হবে; যদি ফন্ট ঠিকমত দেখা না যায়, তবে সুতনী ফন্ট ডাউনলোড(১ |২ | ৩ | ৪ )
করে ইন্সটল নিন)।
আর যারা হার্ডকপি চান - আজিজ সুপার মার্কেটে খোঁজ লাগাতে পারেন।
মন্তব্য
লেখাটা আসলে আগেই দিতে চেয়েছিলাম। কিন্তু জুবায়ের ভাইয়ের মৃত্যু সব কিছু এলোমেলো করে দিলো একেবারেই। ব্লগের পরিস্থিতি একটু ঠিক হচ্ছে মনে হয়। সেই ভরসাতেই নামিয়ে দিলাম এ যাত্রা।
নুরুজ্জামান মানিক আমাকে ইমেইল করেছিলেন - পিডিএফ ফাইলটি খুলতে তার অসুবিধা হচ্ছে। ফাইল নাকি 'ড্যামেজড অর করাপ্টেড' বলছে। অন্যরাও কি তাই দেখছেন?
এক্ষেত্রে একটি সমাধান হল উপরের লেখায় দুই জায়গায় যে দুটো লিঙ্ক দেওয়া হয়েছে -দুটোই ট্রাই করুন। তারপরও- ফাইল 'ড্যামেজড অর করাপ্টেড' ম্যাসেজ় আসিলে উহার ম্যাসেজ বক্সের 'OK' বাটনে ক্লিক করুন, তারপর ইন্টারনেট ব্রাউজার রিফ্রেশ করুন (ভিউ মেনু---> রিফ্রেশ)। ফাইল ঠিকমত খুলিবার কথা।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
আমার ডাউনলোড ঠিক মত হয়েছে, কিন্তু ফন্ট দেখাচ্ছে না ঠিকমত, মানে বাংলাই দেখাচ্ছে না। রিকমেন্ডেড ফন্ট আছে নাকি কিছু ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
SutonnyMJ, KongshoMJ আর BhrahmaputraMJ ফন্ট লাগবে মনে হয়। গুগলে সার্চ দিলে পাওয়া যাবে তিনটাই।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
সবজান্তা,
এখানে একটা জিপ ফাইলের লিঙ্ক দিলাম। ডাউনলোড করে আনজিপ করতে হবে। তারপর ফন্টগুলো ইন্সটল করে ফেলুন।
জিপ ফাইলও কাজ না করলে একে একে নিচের এই কয়েকটা ফন্ট ডাউনলোড করে দেখতে পারেনঃ
সুতনী (১ |২ | ৩ | ৪ )
দেখুন লেখাগুলো ঠিকমত আসে কিনা এবারে।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
কোনো সমস্যা হয়নি। ডাউনলোড করে পড়তে শুরু করে দিয়েছি ইতিমধ্যে। এই প্রকল্পের সাথে জড়িত সবাইকে শুভেচ্ছা। খুব জরুরি একটি কাজ করছেন আপনারা, খুব জরুরি।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
অভি, ভাল্লাগতেসে না কিসু - তার মধ্যে এটা একটা ভালো খবর দিলা ......
হুমম... ভাল্লাগতেসেনার ওষুধ আমার কাছে নাই। একটা লেখা দিতে পারি নাদিয়ার। পইড়া দেখো।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
ফন্টে একটু সমস্যা হচ্ছে, তার কারণ মনে হয়, পুরনো বিজয় ব্যবহার। কিন্তু লেখাগুলো ভালো মনে হচ্ছে। এখনো পড়া হয় নাই, একটু দেখেটেখে যা মনে হচ্ছে বললাম। আপনাদের উদ্যোগ অব্যাহত থাকুক। শুভ কামনা।
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
হ্যা তাই হবে বোধহয়। এই ছাপাওয়ালারা এখনো সেই আদ্যিকালের বিজয়েই পড়ে আছে।
আমি নিজে কখনো বিজয় ব্যবহার করিনি। এখন এই সুতনী ফন্টে লেখা পিডি এফ পাইয়া নাজেহাল এক্কেরে! না পারি ফেলতে, না পারি গিলতে!
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
আমি আজীজ থেকেই সংগ্রহ করে নেবো... তারপর পড়বো...
ধন্যবাদ শেয়ার করার জন্য...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আচ্ছা আজীজ থেইক্যা সংগ্রহ করণই ভালা হইবো মনে হয়। পইড়া ফীডব্যাক দিয়েন।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
আমিও ভাবছি আজিজ থেকেই সংগ্রহ করবো।
তবে কৌতূহল হিসেবে এর আগেও যতবারই ওপেন করতে গেছি ৮৫পৃষ্ঠার সফ্ট কপি ওপেন হলেও প্রথম পেইজেই আটকে থাকে। স্ক্রল করলেই কম্পিউটারসহ হ্যাং করে যায়।
প্রযুক্তিকানা মানুষ, এসব কাহিনী বুঝি না অভিজিৎ দা ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনি এক কাজ করেন ... ফাইলাটা ওপেন করে ইন্টারনেট এক্সপ্লোরারের ফাইল মেনুতে গিয়ে সেভ করে নেন আপনার পিসি তে। ডাউনলোডের পর ফাইলটা ওপেন করে পড়তে অসুবিধা হবার কথা নয়। আর আজীজে ঢু মারলে তো হার্ড কপি পাচ্ছেনই।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
ইস্টকেও আপত্তি নাই! মাথায় হেলমেট আছে তো?
নিলাম দুইটাই। দেখি কি কি আছে! তবে পিডিএফ লিঙ্ক-এর জন্য ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
হাঃ হাঃ ...সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে আর কি ভয়!
কেমন লাগলো ম্যাগাজিনটা জানাবেন!
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
নতুন মন্তব্য করুন