ডারউইন দিবস
অভিজিৎ রায়
গতকাল ডারউইন দিবসকে সামনে রেখে নীচের এই লেখাটা লিখেছিলাম। এর মধ্যে শিক্ষানবিসের র্যালীতে অংশগ্রহনের সৌজন্যে প্রাপ্ত কিছু ছবি রেখেছি এখানে।
১২ ই ফেব্রুয়ারী। ডারউইন দিবস। কিন্তু এ বছরের ডারউইন দিবস আগের অন্য বছরগুলোর তুলনায় অনেক ব্যতিক্রমী। এ বছরের ১২ই ডিসেম্বর ডারউইনের জন্মের দ্বিশতবার্ষিকী আর তার বিখ্যাত গ্রন্থ ‘প্রজাতির উদ্ভব’ বা 'অরিজিন অব স্পিশিজ'-এর প্রকাশের দেড়শত বছর। ঘটনাক্রমে দিনটা আরো একটা কারনেও ব্যতক্রমী। কাকতালীয় হলেও সত্য, ডারউইন যে বছরের যে দিনটিতে জন্মেছিলেন, সেই বছরের (১৮০৯) একই দিনে জন্মেছিলেন আরেক প্রতিভাধর মানুষ - আব্রাহাম লিঙ্কন। দুজনের কাজের ক্ষেত্র ছিলো ভিন্ন - একজন খুব নিবিড় গবেষক এবং নিভৃতচারী প্রকৃতিবিদ, আর আরেকজন মহাপ্রতাপশালী রাজনীতিবিদ। কাজ-কর্মে মিল না থাকলেও একটি বিষয়ে কিন্তু তাদের মিল লক্ষ্যনীয়। লিঙ্কন শারিরীক দাসত্ব প্রথা থেকে আমাদের মুক্তি দিয়েছিলেন, আর ডারউইন আমাদের দিয়েছিলেন চিন্তার দাসত্ব থেকে মুক্তি।
বাংলাদেশের অনেকেই ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইস ডে' বা ভালবাসা দিবসের সাথে পরিচিত, কিন্তু তার দু'দিন আগের ডারউইন দিবসের সাথে একদমই নয়। তাই বাঙালী পাঠকদের জন্য ডারউইন দিবসের ইতিহাসটা একটু তুলে ধরা প্রয়োজন মনে করছি। বিজ্ঞান এবং যুক্তিবাদের সম্মানে প্রতি বছরের ফেব্রুয়ারী মাসের ১২ তারিখে বিবর্তনবাদী জীববিজ্ঞানী চার্ল ডারউইনের জন্মবার্ষিকীতে বিশ্বজনীনভাবেই ডারউইন দিবস (Darwin Day) পালিত হয়। ক্যালিফোর্নিয়ার প্যালো এল্টোর মানবতাবাদী সম্প্রদায় ১৯৯৫ সালে প্রথম ডারউইন ডে পালন করা শুরু করে এবং এর পর থেকে এটি প্রতি বছর উদযাপিত হতে থাকে বিরামহীনভাবে। বিখ্যাত সংশয়বাদী জীববিজ্ঞানী প্রফেসর মাসিমো পিগলিউসি নিজে উদ্যোগ নিয়ে ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অব টেনেসিতে ডারউইন দিবস অনুষ্ঠানের আয়োজন করেন, যা বছর বছর ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। আজ ডারউইন দিবস উৎসবের অনুষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.darwinday.org. আগ্রহীরা অনুষ্ঠানের আয়োজকদের সাথে সংহতি প্রকাশের জন্য এখানে নিবন্ধিকৃত হতে পারেন। এ ছাড়াও ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় সহ অনেকেই সারাদিনব্যাপী উৎসব পালন করছে। ন্যাচারাল জিওগ্রাফিক এবং সায়েন্টিফিক আমেরিকানের মত স্বনামধন্য পত্রিকা প্রকাশ করেছে ডারউইন দিবস উপলক্ষে তাদের বিশেষ সংখ্যা। সেই তুলনায় বাংলাদেশের পত্র-পত্রিকায় এই দিনটি নিয়ে উচ্ছ্বাস কিন্তু একদমই কম।
আসলে কিছুদিন আগেও ডারউইন-ডে নিয়ে খোদ্ পশ্চিমা বিশ্বেই তেমন কোন মাথা ব্যথা ছিলো না, বেচারা ডারউইনকে নিয়ে এতো এতো ঘটা করে একটি বিশেষ দিনে টানা-হ্যাঁচরা করারও প্রয়োজন ছিলো না বোধ হয় কারো। কিন্তু এ কয় বছরে সারা পৃথিবীতে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। অত্যন্ত ধূর্ত নব্য এক ধর্মবাদী আন্দোলন বিজ্ঞানের মুখোশ পরে খোদ বিবর্তনকেই বিজ্ঞানের এলাকা থেকে হটিয়ে দিতে ময়দানে নেমেছে আজ। বিজ্ঞানের বাঘছাল গায়ে জড়ানো মূলতঃ আমেরিকার এই বকধার্মিকেরা আবার নিজেদের তত্ত্বের এক গালভরা নামও খুঁজে পেয়েছে - ‘ইন্টিলিজেন্ট ডিজাইন’ বা আই.ডি। আসলে বাইবেল বা কোরানের ছয়দিনে বিশ্বসৃষ্টি আর নূহের প্লাবনের কেচ্ছা-কাহিনী গিলিয়ে আর বোধ হয় আর জনসাধারণকে ধর্মমুখী করে রাখা যাচ্ছিলো না; জন উইটকম্ব, হেনরী মরিস, ডুয়েন গিশ কিংবা হাল আমলের মরিস বুকাইলি আর হারুন ইয়াহিয়ারা যতই ধর্মগ্রন্থগুলোর আলোকে সৃষ্টিতত্ত্বকে ব্যাখ্যা করতে যতই প্রয়াসী হোন না কেন, অধিকাংশ বিজ্ঞানীদের কাছে সেগুলো সত্তুর বা আশির দশকেই ‘বর্জ্য পন্য’ হিসেবে পরিত্যক্ত হয়েছিলো। শুধু তো বৈজ্ঞানিক মহলেই নয়, রাজনৈতিক মঞ্চেও সৃষ্টিতত্ত্ব হটে গিয়েছিলো যখন আমেরিকার সুপ্রিম কোর্ট ১৯৮৭ সালে এক ঐতিহাসিক রায়ে এই ধরনের ঐশ্বরিক সৃষ্টিতত্ত্বকে ‘বৈজ্ঞানিক নয়’ বরং ‘রিলিজিয়াস ডগমা’ হিসেবে চহ্নিত করে দিলেন। কিন্তু ধর্মবাদীরা এতো সহজে হাল ছাড়বেন কেন! বিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার জন্য মুলতঃ তখন থেকেই তাদের প্রয়োজন হয়ে পড়েছিলো আরেকটু ‘সফিসটিকেটেড’ তত্ত্বের। আর সে প্লাটফর্মটি গড়বার জন্যই যেন আজ মাঠে নেমে পড়েছেন ফিলিপ জনসন, মাইকেল বিহে আর উইলিয়াম ডেম্বস্কি আর তাদের সাঙ্গপাঙ্গরা। তাদের সঙ্গায়িত আই.ডি নামধারী এই ‘সফিসটিকেটেড’ বিটকেলে তত্ত্বের তেতো আর ঝাঁঝালো গন্ধে বিবর্তনবাদী জীববিজ্ঞানী তো বটেই, যুক্তিবাদী সচেতন সকল মহলকেই অবশেষে নড়ে চড়ে বসতে হয়েছে, নতুন করে আরেকবার খুঁজে নিতে হয়েছে উনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠপ্রতিভাধর এক মনীষীকে, নাম চার্লস রবার্ট ডারউইন (১৮০৯-১৮৮২)। বলা যায় এই অন্তর্মুখী চরিত্রের নিপাট ভাল মানুষটিই বাঁচিয়ে দিয়েছেন আমাদের মস্তিষ্কের কোষে কোষে রূপকথা-মিছেকথা গুলো পুরে রাখবার হাত থেকে; নতুন করে তাকাতে সাহায্য করেছে আমাদের চিরচেনা এ জগতের দিকে- শতাব্দী প্রাচীন কেচ্ছা-কাহিনী দিয়ে নয় বরং বৈজ্ঞানিক আর যুক্তিবাদী দৃষ্টি দিয়ে। রিচার্ড ডকিন্স তো প্রায়শঃই বলেন, ডারউইনের বিবর্তনবাদ রঙ্গমঞ্চে আসার আগে কারো পক্ষেই বোধ হয় পরিপূর্ণভাবে সৃষ্টি তত্ত্বকে অস্বীকার করে সত্যিকারের যুক্তিবাদী হওয়া সম্ভব ছিলো না!
এক নজরে ডারউইন ও তার বিবর্তন তত্ত্ব |
আসলে পৃথিবীতে খুব কম বৈজ্ঞানিক ধারণাই কিন্তু জনসাধারণের মানসপটে স্থায়ীভাবে বিপ্লব ঘটাতে পেরেছে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্ব এমনি বিপ্লবী তত্ত্ব, তেমনি জীববিজ্ঞানের ক্ষেত্রে ডারউইন আর রাসেল ওয়ালেস প্রস্তাবিত বিবর্তনতত্ত্ব। এই তত্ত্বই আমাদের শিখিয়েছে যে, কোন প্রজাতিই চিরন্তন বা স্থির নয়, বরং আদিম এক কোষী প্রাণী থেকে শুরু করে এক প্রজাতি থেকে পরিবর্তিত হতে হতে আরেক প্রজাতির সৃষ্টি হয়েছে, আর পৃথিবীর সব প্রাণীই আসলে কোটি কোটি বছর ধরে তাদের পুর্বপুরুষ থেকে বিবর্তিত হতে হতে এখানে এসে পৌঁছেছে। ডারউইন শুধু এ ধরনের একটি বিপ্লবাত্মক ধারণা প্রস্তাব করেই ক্ষান্ত হননি, বিবর্তনের এই প্রক্রিয়াটি (প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে) কিভাবে কাজ করে তার পদ্ধতিও বর্ণনা করেছেন সবিস্তারে, প্রথমবারের মত ১৮৫৯ সালে ‘প্রজাতির উদ্ভব’ বা ‘অরিজিন অব স্পিশিজ’ বইয়ে। খুব অবাক হতে হয় এই ভেবে, যে সময়টাতে সৃষ্টি রহস্যের সমাধান করতে গিয়ে প্রায় সকল বিজ্ঞানী আর দার্শনিকই সবে ধন নীল-মনি ওই বাইবেলের জেনেসিস অধ্যায়ে মুখ থুবরে পড়ে ছিলেন আর বাইবেলীয় গণনায় ভেবে নিয়েছিলেন পৃথিবীর বয়স সর্বসাকুল্যে মাত্র ৬০০০ বছর আর মানুষ হচ্ছে বিধাতার এক ‘বিশেষ সৃষ্টি’, সে সময়টাতে জন্ম নিয়েও ডারউইনের মাথা থেকে এমনি একটি যুগান্তকারী ধারণা বেরিয়ে এসেছিলো যা শুধু বৈজ্ঞানিক অগ্রগতিকেই তরান্নিত করেনি, সেই সাথে চাবুক হেনেছিলো আমাদের ঘারে সিন্দাবাদের ভুতের মত সওয়ার হওয়া সমস্ত ধর্মীয় সংস্কারের বুকে। দার্শনিক ডেনিয়েল ডেনেট বিবর্তনতত্ত্বকে ‘ইউনিভার্সাল এসিড’ বা রাজাম্ল হিসেবে চহ্নিত করেছেন। ইউনিভার্সাল এসিড যেমন তার বিধ্বংসী ক্ষমতায় সকল পদার্থকে পুড়িয়ে-গলিয়ে ছারখার করে দিতে পারে, তেমনি ডারউইনের বিবর্তনবাদী তত্ত্ব সমস্ত প্রথাগত ধর্মীয় ধ্যান ধারণা আর কুসংস্কারকে একেবারে দুর করে দিতে পারে। ‘ডারউইনের বুলডগ’ বলে কথিত বিজ্ঞানী টি এইচ হাক্সলি ডারউইনের ‘প্রজাতির উদ্ভব’ বইটিকে নিউটনের ‘প্রিন্সিপিয়ার’ পর জ্ঞান আহরণের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ‘মহাস্ত্র’ হিসেবে বর্ণনা করেছিলেন; আবার সেই সাথে আবার দুঃখও করেছিলেন এই ভেবে - ‘এতোই নির্বোধ আমি যে এত সহজ ব্যাপারটা আগে আমার মাথায় আসেনি।’ বিজ্ঞানী আর্নেস্ট মায়ার বলেছেন, ‘ডারউইনিয়ীয় বিপ্লব যে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ধারণা - এটি যে কারো পক্ষে খন্ডন করা কঠিনই হবে।’ জীববিজ্ঞানী স্টিফেন জে গুল্ড মনে করতেন তাবৎ পশ্চিমা বিশ্বের আধা ডজন বাছা বাছা তত্ত্বের মধ্যে ডারউইনের তত্ত্ব থাকবে শীর্ষস্থানে। আর অধ্যাপক রিচার্ড ডকিন্স তো মনেই করেন যে, শুধু পৃথিবী নয় সমগ্র মহাবিশ্বে কোথাও প্রাণের বিকাশ ঘটলে তা হয়ত ডারউইনীয় পদ্ধতিতেই ঘটবে, কারণ ডারউইনীয় বিবর্তন সম্ভবতঃ একটি ‘সার্বজনীন সত্য’। সমগ্র মহাবিশ্বের প্রেক্ষাপটে ‘সার্বজনীন সত্য’ কিনা তা এখনো প্রমাণিত না হলেও স্বীকার করে নিতেই হবে পৃথিবীতে প্রাণের উদ্ভব আর এর নান্দনিক বিকাশকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ডারউইনের বিবর্তন তত্ত্বের চেয়ে ভাল কোন তত্ত্ব এ মুহূর্তে আমাদের হাতে নেই। বিখ্যাত জীববিজ্ঞানী এবং আধুনিক বিবর্তনবাদের অন্যতম প্রতিষ্ঠাতা থিওডসিয়াস ডাবঝানস্কি বলেছেন যে, ' ডারুইনীয় বিবর্তনের আলোকে না দেখতে পারলে জীববিজ্ঞানের কোন কিছুরই অর্থ হয় না।'। দার্শনিক ডেনিয়েল ডেনেট এজন্যই বোধ হয় বলেছিলেন, ‘আমাকে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধারণাটির জন্য কাউকে পুরষ্কৃত করতে বলা হয়, আমি নিউটন, আইনস্টাইনদের কথা মনে রেখেও নির্দ্বিধায় ডারউইনকেই বেছে নেব।’ কাজেই ডারউইন দিবস আমাদের জন্য ডারউইনের দীর্ঘ শশ্রুমন্ডিত মুখচ্ছবির কোন স্তব নয়, বরং তাঁর যুগান্তকারী আবিস্কারের যথাযথ স্বীকৃতি, তাঁর বৈজ্ঞানিক অবদানের প্রতি নির্মোহ আর বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
সারা বিশ্বজুড়ে বহু জীববিজ্ঞানী, প্রকৃতিবিদ, বিজ্ঞানী, দার্শনিক ছাড়াও বহু প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক এবং মানবতাবাদী সংগঠন মহাসমারোহে ডারউইন দিবস পালন করছে এবারো। এই ধারার সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও দিনটিকে পরিচিত করার প্রয়াস নেয়ার উদ্যোগ জরুরী। অনেক পাঠকেরই মনে আছে ২০০৬ সালে মুক্তমনার পক্ষ থেকে প্রথম বারের মত যখন ডারউইন দিবসের আয়োজন করা হয়েছিলো, প্রকাশ করা হয়েছিলো ডারউইন ডে উপলক্ষে বিশেষ পৃষ্ঠা, তা বাংলাদেশ সহ সারা বিশ্বের মননশীল মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। বাংলাদেশের চারটি দৈনিক ও মাসিক পত্রিকা আমাদের লেখা দিয়ে ডারউইন ডে কে ফিচার করে লেখা প্রকাশ করে। জামার্ন রেডিও বাংলা থেকে আমাদের সাক্ষাৎকার ধারণ করা হয়। ইনটারনেশনাল ডারউইন ডে উদযাপন কমিটির প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে আমরা চিঠি পাই, যেখানে তারা আমাদের তৈরি ডারউইন-ডে পেইজটিকে একটি ‘টেম্পলেট’ হিসেবে গ্রহণ করতে চেয়েছেন। এগুলো আমাদের শুধু নয়, মুক্তমনার সকল আনুরাগী পাঠক-পাঠিকাদের জন্য এক বিরাট গৌরবের ব্যাপার। আমরা আশা করছি এ বছরের (২০০৯) ডারউইন দিবসের উদ্যোগ অতীতের সকল প্রাপ্তিকে ছাড়িয়ে যাবে। ডারউইন দিবস উপলক্ষ্য বাংলাদেশেও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিজ্ঞান চেতনা পরিষদ বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং ওয়ার্কশপ শুরু করেছে করছে। শিক্ষা আন্দোলন মঞ্চ এবং মুক্তমনার ব্যানারে র্যালীর আয়োজন করা হয়েছে। এর নেতৃত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং লেখক ড. অজয় রায়। এছাড়া পেশাদার বিজ্ঞান-বক্তা আসিফের উদ্যোগেও ডিসকাশন প্রজেক্টের অনুষ্ঠান হচ্ছে। এগুলোর আয়োজন ঘোর অমানিষার মধ্যেও আমাদের আশা জাগায়।
আমরা এবারের ডারউইন দিবসকে সামনে রেখে আমি আর বন্যা মুখোমুখি হয়েছিলাম ড. ম আখতারুজ্জামানের সাথে। তিনি বাংলাদেশে বিবর্তনবিদ্যার উপর হাতেগোনা মুষ্টিমেয় বিশেষজ্ঞদের একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন, কাজ করেছেন বিভাগীয় চ্যায়ারম্যান হিসেবেও। নিজ উদ্যোগে এক্সময় চালু করেছিলেন বিবর্তনবিদ্যার কোর্স। বিবর্তন তত্ত্ব পড়াতে গিয়ে তার নানা অম্ল-মধুর অভিজ্ঞতার কথা উঠে এসেছে তার 'My Struggle to Teach Evolution in Bangladesh' নামক প্রবন্ধে। প্রফেসর আখতারুজ্জামানের সাথে আমাদের আলোচনায় উঠে এসেছে নানা আকর্ষনীয় তথ্য -
(১)
(২)
(৩)
আয়োজনে, আহ্বানে, আপ্যায়নে, অভিনবত্বে সব মিলিয়ে ডারউইন ডে আমাদের জন্য যেন এক ‘আবির্ভাব’। এ আবির্ভাব যেন ধর্মান্ধতা, কুসংস্কার আর গোঁড়ামীর বিরুদ্ধে এক পুষ্পিত, মুকুলিত সেক্যুলার উৎসবের- যে উৎসব আকাশের কল্পিত রথের ঘোড়া থেকে মুখ সরিয়ে আমাদের নিয়ে আসে বাস্তব জগতে, নিয়ে আসে মাটির কাছাকাছি, আর পরিচয় করিয়ে দেয় ভুলে যাওয়া মাটির অকৃত্রিম সেঁদো গন্ধের সাথে।
ডারউইন দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই।
অভিজিৎ রায়
১২ ফেব্রুয়ারী, ২০০৯
মন্তব্য
অভিজিৎ দা, খুব ভাল লাগল।
বিশেষ করে ভাল লেগেছিল মুক্ত-মনায় আপনার 'প্রত্যুত্তর' খানি। আমার মনে হয় এইখানে যদি এইটা দেন, এখানে সবাই উপকৃত হবে খুব। অনেক কিছু পরিষ্কার হয়েছে আপনার ঐ লেখাটা পড়ে।
ধন্যবাদ অনিকেত। আপনার লেখাটাও অনবদ্য। দুর্ভাগ্যক্রমে আমি যে ইউনিকোডের ফাইলটা পেছিলাম তাতে অনেক শব্দ ঠিক মত আসেনি। পিডিএফটাই রাখতে হল।
কিশোরকেকে দেওয়া আমার উত্তরটার লিঙ্ক আমি এখানেই দিলাম - 'এক বিবর্তনবিরোধীর প্রত্যুত্তরে' কিশর যেহেতু তার মূল লেখাটি এখানে পাঠাননি, আমি এটা আলাদাভাবে পোস্ট করতে চাচ্ছি না। অনেকে এধরনের কাজে বিরক্ত হন। একবার লাইসেঙ্কোকে নিয়ে একটা লেখা উত্তর সচলায়তনে দিয়েছিলাম। সচলায়তনের তর্তা কর্তার একজনের ঠিক মনঃপুত হয়নি । আসলে আমার আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ, কিংবা ভাবেন 'সবাই উপকৃত হবে' - অনেকেই আবার সেভাবে ভাবেন না। অনেকের কাছেই ডারউইন দিবসের চেয়ে ভ্যালেন্টাইন্স ডে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক যেমনি আপনি লিখেছেন সিএনএন এর কাছে ডারউইনের চেয়ে লিঙ্কন অনেকবেশী গুরুত্বের। সেলুকাসের বাচ্চার আসলে অনেক কিছুতেই অবাক হতে হবে।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
এবারের ডারউইন দিবস পালন অতীতের সব রেকর্ডকেই ছাড়িয়ে যাচ্ছে, সন্দেহ নেই। ড়্যালি ও সেনিমারে অংশ নিয়ে খুব ভাল লেগেছে। তবে সেমিনারে এক বক্তা বললেন,
"পৃথিবীর সব বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতেই ডারউইন দিবস উপলক্ষ্যে সেমিনার হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এগুলো আয়োজনের ব্যবস্থা করছে। এমনকি ভারতেরও ৩০ টির বেশী বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে সেমিনার হচ্ছে। অথচ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার হওয়া সত্ত্বেও এর আয়োজক হচ্ছে বিজ্ঞান চেতনা পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এতে কোন অংশগ্রহণ নেই।"
সেদিনের প্রত্যাশা আছি, যেদিন পাঠ্যপুস্তকে আবার বিবর্তনবাদ যোগ করা হবে এবং বিশ্ববিদ্যালয়গুলো নিজ উদ্যোগে বিবর্তন জনপ্রিয়করণের কাজ করবে। ড়্যালিতে প্রায় সব প্ল্যাকার্ডই ছিল পাঠ্যপুস্তক থেকে জৈব বিবর্তনবাদ বাদ দেয়ার প্রতিবাদ জানিয়ে।
ড়্যালিও অনেক লম্বা হয়েছিল। এত বড় হবে সেটা প্রথমে বুঝিনি। কারণ, ৩ টার সময় শুরু হওয়ার কথা থাকলেও সে সময় গিয়ে দেখি হাতে গোনা কয়েকজন আছে। কিন্তু আধ ঘণ্টার মধ্যেই রাস্তা ভরে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন ছাত্র সংঘটন বোধহয় এক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিশাল ড়্যালি এসে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়েছিল। পড়ে এখান থেকে মূল ড়্যালি বের হয়। ডারউইনীয় শ্লোগান শুনেও খুব ভাল লেগেছে। বাংলাদেশের মানুষ রাজনীতি ছাড়াও অন্য কিছুর জন্য শ্লোগান দিতে শিখছে। ভবিষ্যৎ উজ্জ্বল।
— বিদ্যাকল্পদ্রুম
নতুন মন্তব্য করুন