বাহিনী দরকার কাদের জন্যে, কাদের জন্যে?
স্বার্থ দূর্গ রক্ষা করা হবে জন অরন্যে।
আহা ... কাদের স্বার্থ কাদের দুর্গ, জন অরন্যে?
যাদের হাতে সব কলকাঠি ধরা তাদের জন্যে।
সীমান্তে যদি হানা দিতে চায় বিদেশী শক্তি
বাঁচাতে হবে দেশ, দেশের ইজ্জত, স্বদেশ ভক্তি।
আহা... কাদের ইজ্জত, কাদের দেশ আহা কাদের দুর্গ?
যাদের হাতে সব কলকাঠি ধরা এবং খড়্গ।
বলে মালিত ভান্ডার, লুটিত গন্ডার, কাদের ভান্ডার
যারা সৈন্য সেজে যাবে জান দিতে, বলে – “হাই কমান্ডার”।
নিজের এলাকায় যদি কারোর পায় ক্ষিদে ও তেষ্টা
যদি কিছু লোক ভীষণ রেগে গিয়ে চ্যাঁচায় শেষটা
যদি তারা দেয় ভীষণ নাড়া ধরে ভিত্তি-প্রাসাদের -
যদি তারা চায় হিসেব বুঝে নিতে রাজা ও প্রজাদের।
যদি তারা বলে এবার খেতে দাও, দু হাতে কাজ দাও -
যদি তারা বলে লুটের যুগ শেষ, কৈফিয়ত দাও।
এহেন চ্যাঁচামেচি দেখা দিলে হবে ভীষণ বিভ্রাট
ভীষণ অসুবিধে হবে তাদের যারা আছেন সম্রাট।
ওপরওয়ালাদের স্বার্থ রাখতেই বাহিনী দরকার
শোষিতদের ভিট করে দিয়ে বাঁচে শোষক সরকার।
শোষক স্বার্থ রক্ষা পায় সেনাবাহিনী থাকলে
প্রতিবাদীর দাবী স্তব্ধ করা যায় সৈন্য থাকলে।
সুমনের এই গানটাকে পুঁজি করে একটা লেখা লিখেছিলাম - "বাহিনী দরকার কাদের জন্যে?"। সচলায়্তনের পাঠক-পাঠিকারা পড়ে মতামত দিলে বাধিত হতাম। ২১ শে আগাস্টের ঘটনার পর পরই লেখা। তাই আবেগের আতিশয্য থাকতে পারে। কিন্তু মূল পয়েন্ট থেকে আমি সরছি না। আমাদের জন্য কোন আর্মির প্রয়োজন নেই। শুধু জিয়া বা এরশাদই নয়, খালেদ মোশারফ, কর্ণেল তাহের, মঞ্জুর, নাসিম, ফারুক, রশীদ, মহিউদ্দিন বন্দুক উঁচিয়ে বে-আইনীভাবে ক্ষমতা দখল করতে চেয়েছে বিভিন্ন সময়; অথচ মুখে বলে এসেছে তারা নাকি জনগনের সেবক। তা সেবকই বটে। জনসেবার নামে তারা বংগবন্ধুকে হত্যা করেছে, হত্যা করেছে শিশু রাসেলকে, পাহাড়ী জনগণের উপরে নির্বিচারে অত্যাচার চালিয়েছে, কল্পণা চাকমাদের ধর্ষণ করেছে নয়ত অপহরণ করেছে, ছাত্র নির্যাতন করেছে, চোলেশ রিছিলদের গুম করেছে, সাংবাদিক পিটিয়েছে, মহিলাদের হেন্সথা করেছে, আল বদরদের মত রাতের আঁধারে ড. আনোয়ার হোসেন আর হারুণ হারুন অর রশীদকে ক্যাম্পে উঠিয়ে নিয়ে গেছে, নির্যাতন করেছে। এমন পরোপকারী জনন্সেবক বাহিনী আমাদের না থাকলেও চলবে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়েই আর্মি একটি “এন্টি পিপল ইন্সটিটিউশন’। তাদের একমাত্র কাজই হচ্ছে সরকারের ধামাধরা হয়ে জনগণকে ঠ্যাঙ্গানো, প্যাদানো, হত্যা, খুন, ধর্ষন আর নয়ত অন্য দেশে গিয়ে যুদ্ধ লাগানো।
পুরোটা পড়ুন এখানেঃ
http://www.mukto-mona.com/Articles/avijit/bahini_dorkar240807.htm
===================
মন্তব্য
দারুন ভাবে সহমত ।
আগাচৌ মাসকয়েক আগে তার এক লেখায় আশাবাদী মন্তব্য করেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে জাতির প্রত্যাশা অনেক কারন এই সেনাবাহিনী নাকি অনেকটা পিপলস আর্মি,যেহেতু মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনীর জন্ম ।
তার এই আশাবাদ খুবই ফালতু । বাংলাদেশ রাষ্ট্রে দুটো সফল গনবিপ্লব হয়েছে । '৭১ এবং '৯০ । একটাতে প্রতিপক্ষ ছিলো বিদেশী সেনাবাহিনী আরেকটাতে দেশীয় । বাংলাদেশ রাষ্ট্রের প্রতিটি অপকর্মের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেনাবাহিনী জড়িত ছিলো, আছে ।
(গানের লিংকটা দেয়া যাবে?)
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান মোর্শেদ, ওটা সুমনের একটা অপ্রকাশিত গানের লাইন। ক্যাসেটে সিডিতে বেরোয়নি বোধ হয়। অন লাইনেও পাওয়ার কথা না। গানের লাইন গুলো পুরোটাই কৈশোরের স্মৃতি থেকে লেখা।
মতামতের জন্য অনেক ধন্যবাদ।
==========================
পিটিশন- অবিলম্বে শিক্ষকদের মুক্তি দিন
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
অভিজিৎদা,
ওই লেখাটা এখানে প্রকাশ করুননা। আমার মত বেশীরভাগ পাঠক লিংক ক্লিক করে হয়ত আর যাবেনা ওখানে।
পোস্টের জন্য ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন