বলিতে সাধ হইল -১

আয়েশা আখতার এর ছবি
লিখেছেন আয়েশা আখতার (তারিখ: মঙ্গল, ১৭/০৭/২০০৭ - ৭:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ত্যাগেই যে পরম সুখ, বাঙালি প্রৌঢ় হইতে যুবা ,কিশোর সকলেই রাস্তার ধারে, দেয়ালের পাশে কিংবা গাছের পাশে এমনি অনেক স্থানে ইহার প্রমাণ রাখিয়া চলিতেছে অনবরত। রাস্তায় চলিতে চলিতে কিংবা বাসের জানালা হইতে অবলোকন করিলে সকলে দেখিতে পাইবেন কী উৎসাহে সকলে এই ত্যাগের কর্মযজ্ঞ চালাইতেছে,কর্ম সারিলে পরে
তৃপ্তরি সঙ্গে ফিরিয়া যাইতেছে। কিন্তু এই ত্যাগে উহারা সুখী হইলেও পথচারীর নাসারন্ধ্র সর্বদাই বিদ্রোহ করিয়া উঠে এবং কখনও কখনও বমনেরও উদ্রেক হয়। কিন্তু কিইবা করিবার আছে ত্যাগের এই উপদ্রব সহ্য করিয়াই যে পথিককে পথ চলিতে হইবে!


মন্তব্য

সবুজ বাঘ এর ছবি

হ। কারণ জাগায় জাগায় এত টয়লেটো নাই আর পকটের ট্যাকা ভাইঙ্গা হাগামুতার মতো গাধামিউ আর নাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যাহা বলিতে সাধ হয়, বলিয়া ফেলেন।
স্বাগতম।

সচলায়তন এর ছবি

দ্রুত, বিষয়ের গভীরে না গিয়ে ছোট ছোট পোস্ট ফ্লাডিং প্যার্টানের সাথে মেলে। হয়ত একারনেই আপনার লেখাতে আপত্তি জানিয়েছেন একজন সচল। আমরা আপাতত তেমন আপত্তিকর কিছু দেখছিনা। তবু এ ব্যাপারে আপনার সহযোগীতা কামনা করছি। ধন্যবাদ।

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

অমিত এর ছবি

মনে হয় পরপর কিছু পোস্ট হলে সেটা ফ্লাডিং বলা যেতে পারে, বিষয়ের গভীর ব্যাপারটা আপেক্ষিক। তবে যে সচল এই পোস্টটাকে এবং এর পরেরটাকেও "ফালতু হিসাবে চিহ্ণিত" করেছে তার উচিত খোলাখুলি এখানে মন্তব্য আকারে তার মতামতটা জানানো।
______ ____________________
suspended animation...

অমিত এর ছবি

"ফালতু হিসাবে চিহ্নিত" ট্যাগটা সচলায়তনে দেখা আমার প্রথম অশ্লীল কথা। এটা যদি খালি ১ জনের আপত্তিতেই হয়ে থাকে তাহলে আমার মনে হয় এটাতে কিছুটা সংশোধন আনা যেতে পারে। মিনিমাম ৫ জন আপত্তি জানালে তবে এরকম একটা ট্যাগ বসানো হবে।
______ ____________________
suspended animation...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যিনি চিহ্নিত করেছেন তার বক্তব্য চাই, দিতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

কতৃপক্ষ বুঝতে পারেন না কে চিহ্নিত করেছে?

অমিতের সাথে একমত। কমপক্ষে ৪/৫ জন চিহ্নিত না করলে ফালতু ট্যাগ লাগানো ঠিক হবে না।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

অছ্যুৎ বলাই এর ছবি

আমার কাছে তো পোস্ট ভালোই লাগলো। এটার আবার কোনো আধ্যাত্মিক মাজেজাও হয়তো করা যায়।

রেগুলার লিখে যান। আরো প্রাণবন্ত হোক পোস্ট।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ইশতিয়াক রউফ এর ছবি

আমারো ভালই লেগেছে লেখা। অণু-পোস্টই আমাকে টানে বেশি। এই ব্যাপারে খুব একটা টেনে বলারও কিছু নেই। আমি ভাবছিলাম, বাঙ্গালির যদি বিয়ার খাওয়ার পূর্ণ স্বাধীনতা থাকতো, তাহলে কী অবস্থা হত!

ফ্লাডিঙ্গের উদ্দেশ্যে কেউ কিছু লিখলে সেটা বোঝার মত বোধ আছে মডুদের। আমার মনে হয়নি এটা ফ্লাডিঙ্গের জন্য করা পোস্ট। যদি দুই-একটির বেশি পোস্ট হয়েই যায়, সেগুলো ভাল পোস্ট হলে মডুরা একটা রেখে বাকিগুলো ব্লগে সরিয়ে দিলেই পারেন। সাথে লেখক/লেখিকাকে একটা মেসেজ দিলেই চলে।

লেখিকাকে আরো লিখতে অনুরোধ জানাচ্ছি। সাধুভাষায় সমাজধর্মী লেখা পড়ে ভালই লাগছে।

সুমন চৌধুরী এর ছবি

কবিতা ছাড়া অন্যকিছু এক প্যারায় লিখলে মাইনসে ছাড়বো না দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মনে হয় আগের ভয়টা এখনও কাটে নাই মানুষের!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ঝরাপাতা এর ছবি

আমার লেখাটা ভালো লেগেছে। আরো লিখুন। স্বাগতম।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।