বাদুড়নীতি

আয়েশা আখতার এর ছবি
লিখেছেন আয়েশা আখতার (তারিখ: মঙ্গল, ১৭/০৭/২০০৭ - ৭:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের দেশে রাজনীতি মানেই যে বাদুড়নীতি এটা বার বার আমাদের রাজনীতিবিদেরা প্রমাণ করছেন। বাদুড়ের খাদ্য গ্রহণ আর বর্জন যেমন একই অঙ্গ দ্বারা ঘটে তেমনি তাঁরাও প্রিয় নেতার শুধু নয় সুধিামত যে কারো একই মুখে প্রশংসা ও কুৎসা রটনা করেন। ইদানিং এই নীতিহীন বাদুড়েরা একটু বেশিই মনে হয় তড়পাচ্ছে। বর্তমান জনগণের বন্ধু তত্ত্বাবধায়ক সরকারের কাছেও এদের গুরুত্ব সবচেয়ে বেশি। এই সব বাদুড়দের নিধন না হলে দেশ হয়ত একদিন অন্ধকারে হারিয়ে যাবে।


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি
অছ্যুৎ বলাই এর ছবি

বাঁদুড় আর মানুষ দুইটাই স্তন্যপায়ী। মিল তো থাকবেই।

সচলে স্বাগতম। আন্তরিকতার সহিত।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তারেক এর ছবি

ভালই বলছেন। স্বাগতম আপনাকে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটাও সেরম।

ঝরাপাতা এর ছবি

সবই হাইড্রা।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কেমিকেল আলী এর ছবি

ভালই বলেছেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।