বলিতে সাধ হইল-২

আয়েশা আখতার এর ছবি
লিখেছেন আয়েশা আখতার (তারিখ: রবি, ২২/০৭/২০০৭ - ৬:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রচারেই প্রসার-আর রাজনীতির ক্ষেত্রে এর কোন বিকল্প নাই। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কথাই বলিতেছি- ইদানিং বিটিভি ছাড়াও অন্যান্য টিভি চ্যানেলগুলিতে হয়ত অনেকেই লক্ষ করিয়াছেন, সেনাবাহিনীর কর্মকাণ্ড লইয়া হায়দার সাহেব দারুন্ একখান সঙ্গীত পরিবেশন করিতেছেন,সেনাবাহিনী কীরূপে নিজের জীবন বিপন্ন করিয়া দেশকে ভয়ানক সব দুর্যোগের হাত হইতে রক্ষা করিয়া চলিয়াছে, ইহাই তাহার সারকথা। অপরদিকে দুর্নীতিদমন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ হইয়া বাংলা চলচ্চিত্রের নাদুসনুদুস নায়ক নয়িকাগণও বয়ান করিতেছেন তাহাদের বীরোচিত অভিযানের কথা। সেই সঙ্গে যুক্ত হইয়াছে আমাদের নতুন প্রজন্ম, ক্লোজ আপ ওয়ানের তারকারা -'এখনই সময় নতুন কিছু করার';যেন এই স্বর্ণক্ষণ চলিয়া গেলে আমাদের আর ভাল কিছু করিবার সুযোগ থাকিবে না। এইসব প্রচার করিয়া সরকার কী বুঝাইতে চাহিতেছে সচেতন মাত্রই বুঝিতে পারিতেছে। এখন ভয় হইল এইরূপ প্রচারে আমজনতার বিভ্রান্ত হইবার যথেষ্ট সুযোগ রহিয়াছে। ইহা জনগণের আবেগকে লইয়া একরকম ব্ল্যাকমেইল করিবারই সামিল। জনগণকে যেন ইহাই বোঝানোর চেষ্টা যে, আমাদের বিকল্প কেহ নাই।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

ঠিকইতো। তেনাদের বিকল্প জাঝা আর কে দেবে? কার আর দেয়ার ক্ষমতা আছে?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এইসব একটা গণভোটের প্রস্তুতি।
বর্তমান সরকারকে জাতীয় সরকার ঘোষণা দিয়া আড়াল থেকে সামরিক শাসন চালানোর ষড়যন্ত্র।
কোনো সাহসী সাংবাদিক ভাই বা বোন আছেন যে ফখরুদ্দীন সাহেবরে একটা ছোট প্রশ্ন করবেন: সরকারের সিদ্ধান্তগুলো কি আপনারা উপদেষ্টারা নেন না এটা ক্যান্টনমেন্টের বিশেষ জায়গা থেকে আসে।
আমরা শুনতে চাই তিনি কি বলেন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নজমুল আলবাব এর ছবি

তিনি সাম্প্রতিক গুরুত্বপূর্ন দুটি সিদ্ধান্তের ব্যপারে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। আর কোন প্রশ্ন বিগ সি?

হাসিব এর ছবি

কোনদুইটা ?


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

মুহম্মদ জুবায়ের এর ছবি

তাহারা অন্ধ, বধির ও বোধশূন্য। প্রশ্ন করাই সার, উত্তর মেলে না!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুমন চৌধুরী এর ছবি

পড়লাম।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

ছোট একটি আর্জি অধমের। টাইটেলটা বলিতে হইলো সাধ করিয়া দিতে পারেন। রাখলেও চলে না রাখলেও ক্ষতি নেই। লেখা পড়িয়া প্রীত হইয়াছি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।