খুউব খিয়াল কইরা

অয়ন এর ছবি
লিখেছেন অয়ন (তারিখ: বিষ্যুদ, ০৮/০১/২০০৯ - ২:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


উপরের চার্টটা খেয়াল করেন। লন্ডন স্টক এক্সচেন্জের জিসিএম নামের প্রায় অপরিচিত একটা কোম্পানীর স্টক প্রাইস ২৯শে ডিসেম্বরের পর হঠাত করে কোন এক অজানা কারণে বাড়তে শুরু করে। ২৯ তারিখে ৭৫.৩৬২, ৩০ তারিখে ১০০, ৩১ তারিখে ১৫২.১৭৪, ২ তারিখে এক লাফে ৪৬০.৮৭। ফুটসি ১০০ ইনডেক্স দেখেই বোঝা যায় মার্কেটের অবস্থা পুরাপুরি শান্ত। এই বিশেষ কোম্পানীর এই অদ্ভূত লাফ দেয়ার কারণ কি? একটা ছোট তথ্য দেই শুধু:

***এই জিসিএম(গ্লোবাল কোল ম্যানেজমেন্ট পিএলসি) কোম্পানীর পূর্ব নাম এশিয়া এনার্জী পিএলসি***

২৯ তারিখ বাংলাদেশে কিছু একটা হইছিলো। কোন সম্পর্ক পান?


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

কস কী মমিন ।
কেমন যেন গন্ধ পাই নাকে ।

সুবিনয় মুস্তফী এর ছবি

খেলা আবার শুরু হইলো মনে হয়। এর কাছাকাছি রিলেটেড বিষয় নিয়ে আজকে একটা ইমেইল পাইলাম। টাইম পাইলে উঠায় দিমু।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

জ্বিনের বাদশা এর ছবি

আরেকটু ভেঙেচুরে বলুন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সবজান্তা এর ছবি

আম্বালীগ যদি তেরিবেরি করে এইসব নিয়া , ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরায়া দেওয়া হবে।


অলমিতি বিস্তারেণ

সুমন চৌধুরী এর ছবি

খিয়াল কর্তাছি



অজ্ঞাতবাস

হাসিব এর ছবি

ঘটনা সেইরকম হৈতে পারে আবার নাও হৈতে পারে । ফিনান্সে জানুয়ারি ইফেক্ট নামে একটা বস্তু আছে । প্রতিবছরের শুরুতে স্টকমার্কেট চাঙা থাকে কোন এক কারনে । হৈতে পারে জানুয়ারি ইফেক্টটা দুইদিন আগে শুরু হৈছে ঐ কোম্পানির ক্ষেত্রে ।

দ্রোহী এর ছবি

কস কী মমিন!

পেন্সিলে আঁকা পরী এর ছবি

হুমম......। :-|

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

বকলম [অতিথি] এর ছবি

বিভিন্ন কারনে এটা হতে পারে।

যদি বিনিয়োগকারীরা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এশিয়া এনার্জীর ব্যবসা ভাল হবে (কারণ, কেউ তাদের সাথে লাইন করে ফেলেছে) , তাহলে এটা হতে পারে। সেক্ষেত্রে, এটা সম্ভবত insider trading।

আবার এটা জনসমর্থনহীন (un-mandated) একটি সরকারের ( Caretaker ) প্রতি অনাস্থার একটা নিদর্শনও (সিদ্ধান্তহীনতার কারণে ) হতে পারে। শেয়ারের দাম উঠানামা করে perceived potential এর সাথে সাথে। অন্যদিকে, পুরো ব্যাপারটা হতে পারে নিছক speculation।

একই ধরণের আরেকটা উদাহরণ ঃ নতুন সরকার শপথ নেয়ার আগেই জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। তার মানে এই না যে, আওয়ামী লীগের সাথে ব্যবসায়ীদের কথা হয়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের কথাবার্তা এবং চালচলনের reaction হচ্ছে এটা।

তবে হাঁ, আশংকা একেবারে উড়িয়ে দেয়া যায় না। আমরা সবাই একদিনে ভাল হয়ে যাব ভাবাটা বোকামি। চলুন চোখ-কান খোলা রাখি। হাজার হোক, ঘর পোড়া গরু বলে কথা!

পুনঃশ্চ - উপরের সব তত্ত্বকথা লেখার পর মনে হল, শেয়ারের সত্যিকারের
trend তো দেখা হ‌ল না। অয়নের দেয়া লিংক দিয়ে LSE সাইটে যেয়ে দেখলাম ভিন্ন চিত্র।

যদি drop down menu দিয়ে time frame বদলে 1 year করেন, এবং FTSE 100 এর সাথে তুলনা করেন তাহলে দেখবেন

১। FTSE 100 এর তুলনায় ১ বছর আগে দাম যা ছিল, এখন সেখানেই আছে।
২। ২০০৮ এর মে মাস থেকে এর দাম বাড়তে বাড়তে relative price জুলাই মাসে প্রায় ৩০০ % হয়ে গিয়েছিলো।
৩। জুলাই এর পর দাম কমতে কমতে সেপ্টেম্বর মাসে আবার ১০০% অতিক্রম করে এবং ক্রমাগত কমতে কমতে ২৫% এর নিচে চলে আসে।
৪। এবছরের শুরুতে হঠাৎ বেড়ে ১০০% লেভেলে চলে আসে।
৫। এখন দাম সামান্য কম এর দিকে।
৬। আমাদের বরং প্রশ্ন করার কথা - মে - জ়ুলাই কি হয়েছিল?( কারণ, ওই সময়ে volume - ও অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল।) জুলাই এর পরে কি হয়েছিল, যার জন্য প্রায় ৩০০% থেকে relative price কমে ২৫% এ নেমে আসলো?

* chart টা কপি করার অনেক চেশ্টা করলাম, পারলাম না। ‌অয়ন বা কেউ এ ব্যাপারে সাহায্য করলে খুশী হব।

অয়ন এর ছবি

auto
মে থেকে জুলাই এর ঘটনাপ্রবাহ:
May 7: GCM Resources finds uranium mineralisation at new JV licences in Mauritania.
May 19:GCM Resources says gets preliminary offer from Polo resources at 175 pence/share.
May 23: Polo Resources says 'satisfied' with progress, 'confident' on growth prospects
June 17: GCM Resources says Morgan Stanley lifts stake in company to 12.08 percent
June 20 এ জিসিএম দাবি করে শেয়ার প্রাইস মুভমেন্টের কারণ সম্পর্কে তাদের কোন ধারণা নেই।


LONDON (Thomson Financial) - GCM Resources Plc. said it is not aware of any developments in its business or expectations to account for the recent changes in its share price, adding that it is still working to gain approval from the Government of Bangladesh for the Phulbari Coal project.

It noted recent press reports that the Coal Policy is being finalised but GCM has not been notified of this.

The Phulbari Coal project remains priority for the company and it is committed to receiving approval for the development scheme, it said


এরপর থেকে কমতে শুরু করে।
June 20: Caledon Resources says Polo Resources lifts stake in company to 24.44 percent (পোলো রিসোর্স জিসিএমে ইনভেস্ট না করে কেল্ডনে ইনভেস্ট করলো)
July 8: Polo Resources ups stake in Caledon Resources to 25.2 percent (জিসিএমের প্রাইস আরো কমলো)
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আর কোন ইতিবাচক খবর ছিলো না জিসিএমের জন্য।

প্রথম চার্টের লিংক

দুর্দান্ত এর ছবি

"May 19:GCM Resources says gets preliminary offer from Polo resources at 175 pence/share."

"July 8: Polo Resources ups stake in Caledon Resources to 25.2 percent (জিসিএমের প্রাইস আরো কমলো)
জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আর কোন ইতিবাচক খবর ছিলো না জিসিএমের জন্য।"

পর সমাচার ;
" 10 Oct 08
Announces purchase of 74.8 mm Polo shares " যার মাধ্যমে GCM এর ২৯.৮% অংশীদার হয় Polo ।

কিন্তু আমি এই পোস্টের মুল বক্তব্যটি আর বুঝতে পারছি না। GCM এর শেয়ারের দাম ওঠানামার সাথে ফুলবাড়ীর সরাসরি যোগাযোগটি বুঝিয়ে দিন।

অয়ন এর ছবি

বকলমের ৬ নম্বর পয়েন্টের জবাব হিসেবে মন্তব্যটি দেয়া হয়েছে। মে-জুলাইয়ের স্পাইকের সাথে ফুলবাড়ীর যেকোন সম্পর্ক নেই সেটি বোঝানোর জন্য। আরেকটু পরিষ্কার করে বলা উচিত ছিলো আমার।
নিচে রয়টার্সের যে খবরটি পেস্ট করেছি তাতে দেখবেন লেটেস্ট প্রাইস মুভমেন্টের জন্য বাংলাদেশের নির্বাচনকেই দায়ী করা হয়েছে।

রণদীপম বসু এর ছবি

কী হইতে পারে..?
দেখা যাক্, সামনেই বুঝা যাইব...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দুর্দান্ত এর ছবি

বকলম -এর সাথে একমত।
লক্ষ করুন, GCM কিন্তু LSE এর AIM নামক এক বিশেষ খোপে আবদ্ধ। AIM এর কম্পানীগুলোর সাতে FTSE 100 এর সাথে তুলনাটাও ঠিক খাটে না, তার কারন এগুলো গতানুগতিক কম্পানী নয় ও এতে বিনীয়োগীদের প্রোফাইল ও বেশ ভিন্ন। এখানে বড় প্রাতিষ্ঠানিক ও পেশাদার বিনীয়োগী, যাদের ঢাউশ ঢাউশ পোর্টফোলিও, তারাই 'খেলতে' আসেন। এই দুই এক দিনের মারফতি খেলায় আসল কোম্পানির কিছু যায় আসে না, কেননা তার আট আনার শেয়ার আবার আট আনাতেই ফেরত আসে, কিন্তু ফাঁকতালে ভল্যুমের কারবারি i.e. ব্রোকারের বোনাসটা ভাল হয়।

এখানে দেখুন, AIM অথবা খনিজশিল্পের অনুপাতে GCM এর অবস্থা কিন্তু বেশ নাযেহাল। অন্তত LSE থেকে অনেকদিন তারা ভাল কোন খবর পায়নি। আর 'অবস্থার যা কন্ডিশান' সহসা পাবে বলে মনে হয়না।

গত গ্রীস্মের স্পাইকটিও বোধ করি পোর্টফোলিও ওয়ালাদের হেজিং এ কাজে এসে থাকবে; তখন রিও টিন্টো - বিলিটন নিয়ে বাজার মাত; ক্রেডিট ক্রাঞ্চের ঠান্ডা হাওয়া সিটিতে তখনো বইতে শুরু করেনি। 'খনিজ শিল্প' লেখা সাদা কাগজের দামও তখন লাফিয়ে ওঠার কথা। GCM এর পুট অপশনের দাম তখন কোথায় ছিল, এটা জানতে পারলে বিষয়টা আরো খোলাশা হয়। আছে কারো খোঁজে?

দুর্দান্ত এর ছবি

(ডুপ্লিকেট মুছে দিলাম।)

সৌরভ এর ছবি

অয়ন জেগে আছে।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অয়ন সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

অয়ন এর ছবি

হ আমি বাংলাদেশ সরকার।

পেন্সিলে আঁকা পরী এর ছবি

না, তুই "মই" এর প্রিয় ছাত্র। চোখ টিপি দেঁতো হাসি

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

অয়ন এর ছবি

রয়টার্স থেকে কপি পেস্ট:

Shares in GCM Resources (GCM.L: Quote, Profile, Research) soar 166 percent after parliamentary elections in Bangladesh held on Dec. 29 are called "credible", which traders say could prove favourable for the company's Phulbari Coal Project.

GCM Resources is unavailable for comment at this time.

However, before the elections took place, the company said it was looking forward to working with a newly elected Bangladesh government to move the Phulbari coal project forward.

Experts say northern Bangladesh has huge reserves of coal that could be an alternative to gas and other energy sources, but no government yet has finalised a policy to allow foreign companies, viewed as having the needed capital and expertise to tap it, to begin doing so.

Commenting, the chair of the Commonwealth Observer Group Cassam Uteem called the election held on Monday credible.

According to the Bangladesh Election Commission, former prime minister Sheikh Hasina-led Awami League won 231 seats, and all winners from the 299 constituencies out of 300 in the country are clear.

নজমুল আলবাব এর ছবি

তোর মাথাটাতো ঠিকই আছে, কিন্তু এত্তো অলস ক্যান? আরেকটু খোলাসা করে লিখলে কি হতো?
আর নিয়মিত লিখিস না ক্যান?

ভুল সময়ের মর্মাহত বাউল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।