সেন্টার ফর ইনকুয়েরি-তে প্রকাশিত বন্যার আনুষ্ঠানিক বিবৃতির মুক্তমনা কর্তৃক বাংলা অনুবাদ এখানে।
আমার স্বামী অভিজিৎ রায় বিজ্ঞান ও যুক্তিবাদ নিয়ে লেখালেখি করতেন, তিনি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তীব্র সমালোচনামূখর ছিলেন। শুধুমাত্র এই কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। গত ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাকীর্ণ ক্যাম্পাসে আমরা দুজনে হামলার শিকার হই। অভিজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আমি কোনোক্রমে বেঁচে যাই।তাঁর স্ত্রী, একই ধারার লেখক এবং একজন মুক্তচিন্তক হিসাবে, আমি এই পৈশাচিক সন্ত্রাসের তীব্র নিন্দা করি। ঐতিহাসিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে সকল প্রগতিশীল আন্দোলনের কেন্দ্রভূমি। অভিজিৎ নিজেও এই ক্যাম্পাসেই বেড়ে উঠেছে। মৃত্যুর হুমকি থাকা সত্ত্বেও আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি নি যে, এরকম একটা জঘন্য অপরাধ এখানে সংঘটিত হতে পারে। এই অপরাধ শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে ছিলো না, ছিলো বাক স্বাধীনতা এবং মানবতার বিরুদ্ধে।
আমি আর অভিজিৎ যখন নৃশংসভাবে আক্রান্ত হচ্ছি, স্থানীয় পুলিশ খুব কাছেই নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে ছিলো। এখন আমাদের দাবি, যে করেই হোক খুনিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করুক। আমি মনে করি না যে, শুধুমাত্র খুনিদের ধরাটাই যথেষ্ট। আমি সরকারের প্রতি সন্ত্রাস নির্মূলের জন্য আবেদন জানাই, সেই সাথে লেখক-হত্যাকারীদের বিচারের আওতায় না আনার যে আইনী সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে তা বন্ধ করার দাবি জানাই।
আমি যে নৃশংস ঘটনা ঘটেছে তার প্রতি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের সাথে এক হয়ে সুবিচার দাবি করার আহবান জানাচ্ছি।
- রাফিদা আহমেদ বন্যা
এছাড়া বন্যা সম্প্রতি বিবিসকে ইংরেজীতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেটি এখানে সংযুক্ত করা হলো। এছাড়া বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারটি এখানে পাওয়া যাবে।
মন্তব্য
একটা বাংলা সাক্ষাৎকারও দিয়েছেন বিবিসি বাংলা কে। সেটাও মূল পোস্টে যুক্ত করতে পারেন।
http://www.bbc.co.uk/bengali/multimedia/2015/03/150311_mb_bd_rafida_intv_post_attack
ইচ্ছার আগুনে জ্বলছি...
লিংকেতো লেখা। অডিও পেলাম না।
স্বয়ম
উপরের ছবিটাই অডিও। ক্লিক করুন।
ইচ্ছার আগুনে জ্বলছি...
'অভিজিতেরা হারলে বাংলাদেশ হারবে' শুধু ব্যানারের লেখা হয়েই যেন না থাকে। এই হত্যা বিচার দাবী করছি।
বন্যাপু দ্রুত সুস্হ হয়ে উঠেন সে কামনা।
বন্যা আহমেদের মনের জোর সত্যিই প্রশংসনীয়, দৃষ্টান্তমূলক। এই দুঃসময় উনি এবং উনার পরিবার দ্রুত কাটিয়ে উঠুক, সেই শুভকামনা জানাই। এবং এই হত্যার সুবিচার দাবী করি।
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
সাক্ষাৎকারদুটো শুনলাম। বেদনায় বুক ভেঙ্গে আসে। সেই সাথে শক্তি আসে দেখে যে কি মনের জোর এ মেয়ের! এ মেয়ের লড়াই পিশাচদের জিততে দেবে না। অভিজিতের বিনাশ নেই।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
মুক্ত মত ও পথের মানুষ এমনই হন। তারা হয়তো আক্রান্ত হন, কিন্তু পরাস্ত হন না। মাথা তাদের উঁচু থাকে সবসময়।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন