• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

বাইসাইকেল

পাগল মন এর ছবি
লিখেছেন পাগল মন [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৫/০৪/২০১১ - ৭:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনুগল্পের সংজ্ঞা কী আমি জানি না, এজন্য এগুলোকে অনুগল্প বলতে সাহস পেলাম না। পরমানু গল্প, হলেও হতে পারে।

বাইসাইকেল

আক্কাস আলী প্রতিদিন বাইসাইকেলটা পরিষ্কার করেন। একখানা পরিষ্কার কাপড় দিয়ে উনি সযত্নে সাইকেলটাকে মুছে দেন, চাকার বিয়ারিংগুলোতে, চেইনে তেল দেন মাঝে মধ্যে। কোনভাবেই যেন সাইকেলটা অকেজো না হয়ে যায় এজন্য তার প্রাণপণ চেষ্টা। প্রতিদিন দুইতিন ঘন্টা এর পেছনেই ব্যয় করেন উনি। দিনের বাকি সময়েরও অনেকটা যায় সাইকেলটা নিয়ে চিন্তা করায়।
প্রতিদিন একই রুটিন : সকালে উঠে নাস্তা করে সাইকেলটাকে নিয়ে বসা, পরিষ্কার করে নিজে গোসল করা। দুপুরে খেয়ে ভাত ঘুম, বিকেলে সাইকেলটাকে নিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করা। সন্ধ্যায় ঝিমানো, অবশেষে রাতের খাওয়া আর ঘুম।

মাঝে মাঝে দুপুরের ঘুমটা মিস হয়ে যায় কিন্তু সকালের আর বিকেলের রুটিন মিস হবার নয়।

দশ বছর ধরেই এই কাজটা নিষ্ঠার সাথে করে আসছেন পঙ্গু আক্কাস আলী।

ঘুড়ি

বিকাল ৫.০০: করিম সাহেব উনার বাসার ছাঁদে ঘুড়ি ওড়াচ্ছেন। সাদার উপরে লাল চোখওয়ালা ঘুড়ি। উনি বিস্মিতনয়নে ঘুড়িটার দিকে তাকিয়ে থাকেন। কী সুন্দর, চক্ষুদার ঘুড়িটা আকাশে উড়ছে, মনে হচ্ছে যেন বাতাসে খেলে বেড়াচ্ছে ঘুড়িটা। একদম লহ্মী ছেলের মত, একবারও দুষ্টুমি করে গোত্তা খাচ্ছে না।

সন্ধ্যা ৬.০৬: সূতাটা কেটে দিলেন করিম সাহেব
“যা, আমার ছেলের কাছে যা। ওর সাথে খেলা কর।”


মন্তব্য

সারওয়ার রেজা এর ছবি

‌‌‌‌ `ঘুড়ি` ভালো লেগেছে :)

পাগল মন এর ছবি

(ধইন্যা) :)

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দুটো পরমানু গল্পই ভীষণ ভীষণ ভালো লাগলো।
ঘুড়ি - বেশি মন খারাপ করিয়ে দিলো। (মনখারাপ)

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পাগল মন এর ছবি

ঘুড়ি - বেশি মন খারাপ করিয়ে দিলো

:(

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

অতিথি লেখক এর ছবি

যে নামেই ডাকেন গল্পদুটি কে, দুটি গল্পই চমৎকার লাগলো আমার!
আরো লেখুন পাগলমন। :)

আয়নামতি

পাগল মন এর ছবি

ধন‌্যবাদ পড়ার জন্য।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সচল জাহিদ এর ছবি

দুটোই ভাল লেগেছে।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

পাগল মন এর ছবি

থ‌্যান্কিউ স্যার। :)

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

নুর-নবী-দুলাল এর ছবি

দু'টোই মনকে ভীষন নাড়া দিল।

পাগল মন এর ছবি

ধন্যবাদ আপনাকে।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সৈয়দ আফসার এর ছবি

দুটিই ভাল লাগল।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

পাগল মন এর ছবি

ধন্যবাদ আপনাকে।
আপনিও ভালো থাকবেন আশা করি।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১. আক্কাস আলী পঙ্গু হয়ে থাকলে তাঁর সাইকেলটা ট্রাইসাইকেল হবার কথা, বাইসাইকেল না। ট্রাই আর বাই-এর শিরোনাম আর প্রথম বাক্যটা থেকে "বাই" কে বাই বাই করে দিলে ঠিক হয় বোধ হয়।

২. ঠিক বুঝিনি। পরিসর আরেকটু বড় হলে মনে হয় বুঝতে পারতাম।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

পাগল মন এর ছবি

১. আক্কাস আলী পঙ্গু, কিন্তু সেটা যে ট্রাইসাইকেলজনিত সেটাতো আমি বলিনি। ;)
পঙ্গুত্বতো অন্যকোনভাবেও হতে পারে, তাই না? আর সাইকেলটা তার ছেলেরও হতে পারে, কে জানে। :-?

আসলেই বাইসাইকেল শিরোনামটা ভালো হয়নি এটা পরে বুঝতে পেরেছি। আর প্রথম লাইনেও যে বেখাপ্পা ঠেকছে সেটাও বেশ বুঝতে পেরেছিলাম কিন্তু ঠিক করিনি অলসতার জন্য, ঠিক হয়নি সেটা মনে হচ্ছে।
ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

২. ওপেন রাখতে চেয়েছিলাম, না বুঝলে আমার ব্যর্থতা। :(

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সংসপ্তক এর ছবি

কনসেপ্ট দুটাই ভালো।আরেকটু ফ্লেশ আউট করলে আরো ভালো লাগতো।

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

পাগল মন এর ছবি

আরেকটু ফ্লেশ আউট করলে হয়ত জগাখিচুরী পাকিয়ে ফেলতাম, এই ভয়ে বেশি লিখিনি। আদতেতো আমি গল্প লিখতে পারি না, এগুলোকে যাস্ট প্রয়াস বলা যেতে পারে।
একটুও যদি ভালো লেগে থাকে আমি তাতেই খুশি। :)

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

ফাহিম হাসান এর ছবি

আরে! ঘুড়ি গল্পটা কী সুন্দর! কী সুন্দর!

পাগল মন এর ছবি

$) :)

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

অতিথি লেখক এর ছবি

চমৎকার বস্‌

অতীত

পাগল মন এর ছবি

আমি ভাই বস্‌ না, অতি সামান্য। :)
তবে পড়ার জন্য ধন্যবাদ।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

পদ্মজা এর ছবি

ঘুড়ি পড়ে কান্না পাচ্ছে। আমি'ও পারতাম যদি ঘুড়ির সুতা কেটে দিতে!

পাগল মন এর ছবি

এত খারাপ হয়েছে যে পড়ে কান্না পাচ্ছে? ;)

আপনার গল্পটাও বলুন কেন আপনি সূতো কাটতে চান। :(

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমার দু'টোই ভালো লাগলো। (Y)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

পাগল মন এর ছবি

থ্যান্কু থ্যান্কু। :)

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

অতিথি লেখক এর ছবি

দুটো গল্পই চমৎকার হয়েছে। ঘুড়ি অসাধারণ।

----------------------
মৌন কথক

পাগল মন এর ছবি

(ধইন্যা)

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।