সকলেই অতি মূল্যবান বক্তব্য দিলেন তবে স্নিগ্ধা বললেন একটা দামি কথা
আমিও তাকে সমর্থন করি এবং তার কাতারে আমাকেও অন্তর্ভুক্ত করার দাবি জানাই
পাশাপাশি সচলায়তন করতে গিয়ে স্নিগ্ধার শুধু ক্ষতি হয়েছে আর্থিক
কিন্তু সচলায়তন পড়তে গিয়ে গত এক বছরে আমার লেখা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি
স্নিগ্ধাকে ক্ষতিপূরণ হিসেবে টাকা দেয়া হলে আমাকে ক্ষতিপূরণ হিসেবে সাথে সাথে সবাই কমপক্ষে একটা করে গল্প লিখে দিতে হবে....
০২
হিমুর বাংলা বক্তব্য কেউ ইংরেজিতে অনুবাদ করে না দিলে আমার পক্ষে বোঝা সম্ভব না
(আমি ইংরেজিও বুঝি না। তবে সেটা আবার কাউকে দিয়ে সহজ বাংলায় অনুবাদ করিয়ে নেবো)
১০ | লিখেছেন থার্ড আই (তারিখ: রবি, ০৪/০১/২০০৯ - ১২:৫৬পূর্বাহ্ন)
সঞ্চালকের গলা ভালো , আর স্নিগ্ধা ম্যাডামের জয় হোক। সেই সাথে আমাদের হিসাব নিকাশগুলো ও টাকার পরিবর্তে পাউন্ডে করা হোক।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
- দোস্ত, ইজি থাকোন যাইবো না। এই দুস্ট হাসিবে আলা আল উলমীর নিকট আমরার মাইরপিটের চলচ্চিত্র বহাল তবিয়তে বিদ্যমান। এইটা দিয়া ভবিষ্যতে আপনার আর আমার 'নেক্সট' জেনারেশনের মইধ্যে খান্দানি কাইজ্যা লাগানোর একটা সমূহ সম্ভাবনা উড়াইয়া দেওন যায় না কৈলাম! খুব খিয়াল কৈরা জনাব...।
___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
স্নিগ্ধা আপুর মন্তব্য শুনে মনে হল উনি পেশায় কঞ্জুস একাউন্টেন্ট হিসেবে কোথাও কর্মরত আছেন।
তিথি আপুনির মন্তব্য শুনে কি যে খুসি হইসি !! আসেন আপু আপনাকে মিষ্টি খাওয়াবো, মনের কথা বলে দেবার জন্য। মন্তব্যের নোটিফিকেশন মেইল চালু করা উচিত। যত তাড়াতাড়ি হয় তত ভাল।
অন্যান্য অনেকেই বাদ পড়ে গেছেন। উনাদের মন্তব্য পেলে আরো ভাল লাগত।
আচ্ছা আমার একটা আব্দার ছিল। লেখাগুলো ক্রমানুযায়ী পাবলিশ করা কি যায় না? এখন এমন হচ্ছে ব্যপারটা ধরুন এসে পড়লাম থার্ড আইয়ের লেখা পর্যন্ত। পরে দেখা গেলো আরও লেখা পাবলিশ হয়েছে পরবর্তীতে যা প্রকাশ হয়েছে ঐ লেখার নীচের দিকে বা পূর্বের পাতায়। সেগুলো পড়া হচ্ছে না - অনেক পরে এসে জানলাম আরও লেখা ছিল। এটা কি ড্রাফটের ডেট ধরে পাবলিশ হচ্ছে? যদি সবচেয়ে নতুন লেখা সবচেয়ে প্রথমে ডিসপ্লে হয় তাহলে মনে হয় ভাল হয়।
এটা করলে অতিথি লেখকদেরও সুবিধা হবে কারণ আমাদের লেখা তো মডারেটরা পড়ে প্রকাশের যোগ্য মনে করলে তবেই প্রকাশ করেন। মডু ভাইয়াদের সুবিধা-অসুবিধার কথাটাও মাথায় রাখতে হবে। এমনও হয়ে যায় লেখা প্রকাশিত হতে বেশ কয়েকঘন্টা লেগে যায়। ততক্ষণ পর্যন্ত লেখাটা সচলে ড্রাফট হিসেবে জমা থাকে। এরপর প্রকাশিত হলে সেটি আমরা ড্রাফটের তারিখানুযায়ী দেখতে পাই সচলের প্রথম পাতায়। এরমধ্যে স্বাভাবিকভাবেই অন্যান্য পুরো সচলদের লেখা প্রকাশিত হয়। অনেক সময় তাই দেখি অতিথি লেখকদের লেখা চিপায়-চাপায় প্রকাশিত হয় পরবর্তীতে যা পাঠকদের দৃষ্টি এড়িয়ে যায়।
মন্তব্য
মচৎকার একটা কাজ হইছে হিমু, থ্যাংকস। কণ্ঠটা কিন্তু মাশাল্লাহ (সফটওয়ারের কোন জারিজুরি নাই তো আবার?)
মুর্শেদ কিছু জারিজুরি করেছে। সবই উপরঅলার ইচ্ছা। আমরা উসিলামাত্র।
হাঁটুপানির জলদস্যু
অছুৎ বলাই আর অবাঞ্ছিতের গলা এমপ্লিফাই করছি। নাহলে কিচ্ছু শোনা যাচ্ছিল না। আমি বেশী হাত চালাতে চাইনি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমারও চাই টাকা...
=============================
ধন্যবাদ।
কারো কারো ভয়েস স্পষ্ট আর জোরে শোনা গেলো। কারো কারোটা একদম শোনা যায়নি। যেমন স্নিগ্ধা, রেজোয়ান ভাই, নিঘাত তিথির ভয়েস বেশ স্পষ্ট। কিন্তু অবাঞ্ছিত'র টা একদম ভালো শুনতে পাইনি।
উল্লেখযোগ্য:
-কমেন্ট নোটিফিকেশন গুরুত্বপূর্ণ
-ভিন্নমতের লেখা প্রকাশে উৎসাহ ও সহযোগিতা করা
দারুন লাগল! আমারও টাকা চাই
এটাকে আরেকটু উপরে পাবলিশ করলে হত না? চমৎকার আয়োজনটা কারো চোখেই পড়বে না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দু:খিত... যান্ত্রিক গোলোযোগ
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
সকলেই অতি মূল্যবান বক্তব্য দিলেন তবে স্নিগ্ধা বললেন একটা দামি কথা
আমিও তাকে সমর্থন করি এবং তার কাতারে আমাকেও অন্তর্ভুক্ত করার দাবি জানাই
পাশাপাশি সচলায়তন করতে গিয়ে স্নিগ্ধার শুধু ক্ষতি হয়েছে আর্থিক
কিন্তু সচলায়তন পড়তে গিয়ে গত এক বছরে আমার লেখা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি
স্নিগ্ধাকে ক্ষতিপূরণ হিসেবে টাকা দেয়া হলে আমাকে ক্ষতিপূরণ হিসেবে সাথে সাথে সবাই কমপক্ষে একটা করে গল্প লিখে দিতে হবে....
০২
হিমুর বাংলা বক্তব্য কেউ ইংরেজিতে অনুবাদ করে না দিলে আমার পক্ষে বোঝা সম্ভব না
(আমি ইংরেজিও বুঝি না। তবে সেটা আবার কাউকে দিয়ে সহজ বাংলায় অনুবাদ করিয়ে নেবো)
সঞ্চালকের গলা ভালো , আর স্নিগ্ধা ম্যাডামের জয় হোক। সেই সাথে আমাদের হিসাব নিকাশগুলো ও টাকার পরিবর্তে পাউন্ডে করা হোক।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
একটু মোটা দাগে সবার বক্তব্যগুলো একটু সাজানোর চেষ্টা নিলাম । গুরুতর ভুল হলে ধরিয়ে দেবেন আশা করছি ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
নীরব পাঠিকা নাম প্রকাশে অনিচ্ছুক।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
জিগাই হিমুরে উত্তর দেয় চৌধুরী ... কেমনে কি !
নীড়পাতা.কম ব্লগকুঠি
উনি অস্ট্রেলিয়ায় থাকেন। খুব ধার্মিক মানুষ। ভয় নাই।
হাঁটুপানির জলদস্যু
- হ
মাগার হাসিব ভাই এতো কথা জিগায় ক্যান?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ব্যাপারটা বুঝতে হবে। বুঝে? ইইইইইইজি থাক্তে হবে!
হাঁটুপানির জলদস্যু
- দোস্ত, ইজি থাকোন যাইবো না। এই দুস্ট হাসিবে আলা আল উলমীর নিকট আমরার মাইরপিটের চলচ্চিত্র বহাল তবিয়তে বিদ্যমান। এইটা দিয়া ভবিষ্যতে আপনার আর আমার 'নেক্সট' জেনারেশনের মইধ্যে খান্দানি কাইজ্যা লাগানোর একটা সমূহ সম্ভাবনা উড়াইয়া দেওন যায় না কৈলাম! খুব খিয়াল কৈরা জনাব...।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
- ঐটা মোঢিমু মডারেট করবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মানে হলো লেখক নিজে থেকে ঠিক করতে পারবেন তার কোন একটা লেখায় ভোটিংএর সুযোগ থাকবে কি না।
সারাংশে শৃগালায়তনের কথাটা বাদ পড়ে গেছে।
শুনতে গিয়ে টিপি দিয়া দেখি আমার ডাউনলোড ম্যানেজার বাবা ধাম করে নামায় ফেলতে চায়। কইলাম, আচ্ছা নামা; শান্তি করে শুনি !
শুনতে শুরু করলাম।
আরি খাইসে !
হিমু দাদার গলা তো ভারি মিষ্টি, মেয়েরা শুনলেই তো প্রেমে পড়ে যাবে যাবে অবস্থা !
টুটুইল্ল্যার তো দাবি-দাওয়ার শেষ নাই দেখি !
স্নিগ্ধা আপুর মন্তব্য শুনে মনে হল উনি পেশায় কঞ্জুস একাউন্টেন্ট হিসেবে কোথাও কর্মরত আছেন।
তিথি আপুনির মন্তব্য শুনে কি যে খুসি হইসি !! আসেন আপু আপনাকে মিষ্টি খাওয়াবো, মনের কথা বলে দেবার জন্য। মন্তব্যের নোটিফিকেশন মেইল চালু করা উচিত। যত তাড়াতাড়ি হয় তত ভাল।
অন্যান্য অনেকেই বাদ পড়ে গেছেন। উনাদের মন্তব্য পেলে আরো ভাল লাগত।
-----------------------------------------
--------------------------------------------------------
আচ্ছা আমার একটা আব্দার ছিল। লেখাগুলো ক্রমানুযায়ী পাবলিশ করা কি যায় না? এখন এমন হচ্ছে ব্যপারটা ধরুন এসে পড়লাম থার্ড আইয়ের লেখা পর্যন্ত। পরে দেখা গেলো আরও লেখা পাবলিশ হয়েছে পরবর্তীতে যা প্রকাশ হয়েছে ঐ লেখার নীচের দিকে বা পূর্বের পাতায়। সেগুলো পড়া হচ্ছে না - অনেক পরে এসে জানলাম আরও লেখা ছিল। এটা কি ড্রাফটের ডেট ধরে পাবলিশ হচ্ছে? যদি সবচেয়ে নতুন লেখা সবচেয়ে প্রথমে ডিসপ্লে হয় তাহলে মনে হয় ভাল হয়।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
রেজওয়ান ভাইয়ার এই পরামর্শটা আমার খুব ভাল লাগল।
এটা করলে অতিথি লেখকদেরও সুবিধা হবে কারণ আমাদের লেখা তো মডারেটরা পড়ে প্রকাশের যোগ্য মনে করলে তবেই প্রকাশ করেন। মডু ভাইয়াদের সুবিধা-অসুবিধার কথাটাও মাথায় রাখতে হবে। এমনও হয়ে যায় লেখা প্রকাশিত হতে বেশ কয়েকঘন্টা লেগে যায়। ততক্ষণ পর্যন্ত লেখাটা সচলে ড্রাফট হিসেবে জমা থাকে। এরপর প্রকাশিত হলে সেটি আমরা ড্রাফটের তারিখানুযায়ী দেখতে পাই সচলের প্রথম পাতায়। এরমধ্যে স্বাভাবিকভাবেই অন্যান্য পুরো সচলদের লেখা প্রকাশিত হয়। অনেক সময় তাই দেখি অতিথি লেখকদের লেখা চিপায়-চাপায় প্রকাশিত হয় পরবর্তীতে যা পাঠকদের দৃষ্টি এড়িয়ে যায়।
----------------------------------------------
--------------------------------------------------------
বাহ! সবার গলাই দেখি মধু ভরা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নতুন মন্তব্য করুন