স্থির সময়ের চালচিত্র?

ভ্রম এর ছবি
লিখেছেন ভ্রম [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৩/১১/২০০৯ - ১:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাইরে গেলে বিচ্ছিরি মাইগ্রেইনের ভয়ে সারাক্ষণ চোখে সানগ্লাস। এই করে করে যেই পরিমানে সানগ্লাসের সংগ্রহ হয়েছে তাতে ছোটখাটো একটা মিউজিয়াম দেয়া যেতে পারে। জানালায় শক্ত করে ব্রিস্টাল বোর্ড লাগিয়ে কালো পর্দা দেয়া যেন ঘরে কোন আলো না আসে। কি যন্ত্রণা! ঘুমাতে যাওয়ার সময় ঘড়িই বলে দেয় সকাল হয়ে গেছে। তাও আজ কি মনে করে ভাবলাম পর্দা সরিয়ে জানালা খুলে দেখিতো কি অবস্থা। ঘড়িতে তখন বাজে সোয়া ছ'টা, জানালা খুলেই চমকে গেলাম। ইশ কি অন্ধকার! সকাল সোয়া ছ'টায় অন্ধকার? দূরে দেখি কিছুই দেখা যায়না, এত্ত কুয়াশা?... কোন ফাঁকে ফল শেষ হয়ে উইন্টার চলে এলো টেরই পেলামনা। কেমন রাগ লাগে।

কোন কিছুই ভাল্লাগেনা। কেমন একটা বিরতিহীন বিরক্তি কাজ করে। কথায় কথায় মেজাজ খারাপতো আগেও হত আবার নিমিষেই ভুলে যেতাম। এখন আর ভোলা হয়না। এই বছর ফলটা এইরকম কেনো? খালি টিপটিপ বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। একটা দিনও শান্তি মত হাঁটতে পারলাম না কোথাও ঘুরতে পারলামনা ভালো করে ছবি তুলতে পারলামনা।যা দুই একটা দিন মোটামোটি সুন্দর গেলো তখনতো জ্বর, কাশি আর ইম্যাজিনারি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েই শেষ। আর হলোনা ঘোরা, আর হলোনা ছবি তোলা। যদিও এমননা যে খুব ছবি তোলা হয় বা খুব বুঝে শুনে তুলি। স্ট্রেস রিলিফের নামে খামাখাই অনেক সময় নষ্ট করা হয়। সময় নষ্টই, কারন কিছুই পারিনা, কিছুই পারা হয়না।মানুষের এত শখ হয় কেনো!শখের বশেই পকেটে সাইবারশটটা নিয়ে ফিউচার শপ, বেস্ট বায় ঘুরে ঘুরে মাথা ঘুরিয়ে দেয়া মেশিনগানের মত সব ক্যামেরা আর সেগুলোর দাম দেখে টাশকি খেয়ে কোন মতে বের হয়ে সেই পুরনো সাইবারশটটা দিয়েই পাথরের মত বসে থাকা কোন পাখির ছবি তুলতে যাওয়া, যাওয়া মাত্রই পাখিটার উড়ে যাওয়া, উড়ে যাওয়া মাত্রই মনে মনে কাকে যেন গালি দেয়া! শখের বশেই ইচ্ছা মত এটা ওটা মিলিয়ে উলটা পালটা বেক করে, পুড়িয়ে, বাসাটা ধোঁয়ায় ঢেকে, ফায়ার অ্যালার্মের সাথে গলা মিলিয়ে চিৎকার করা। ফলাফল যেইকে সেই। ঐ একই মেজাজ খারাপ, বিরক্তি আর স্ট্রেস! এবছর তেমন বের হইনি বলে মেজাজ খারাপ। বের হইনি বলে ছবি তোলা হয়নি তা ভেবেও মেজাজ খারাপ। পুরনো ছবি দেখছিলাম খুঁটিয়ে খুঁটিয়ে। বিভিন্ন রকমের খুঁত চোখে পড়ছে। তাই যথারীতি এখনো মেজ়াজ় খারাপ… খালি অভিযোগ আর অভিযোগ। এটা একটা রোগ… অভিযোগ… দূর্ভোগ দূর্ভোগ… নাহ আসলেই বহুদিন হীরক রাজার দেশে দেখা হয়না।কালকের মিডটার্মে একজন দায়িত্বশীল ছাত্রের মত নাকানি চুবানি খেয়ে এসে দেখতে বসবো।

এই এম্বেড করে ছবি দেয়ার ঘাপলাটাতো সাংঘাতিক! ফ্লিকারও দেখি কম জ্বালায়না…ধুর! এর আগে কখনো ছবি দেইনি তাই একটু সন্দিহান। এলোমেলো হিজিবিজি অগোছালো হয়ে থাকলে মডুরা দয়া করে ঠিক করে দেবেন। ধন্যবাদ।…মানডে মানেই ঝামেলা!

সূর্যলোকের ঘোর

কোথাও কেউ নেই

ঝিলিক

ET or New Moon?

স্তব্ধ সময়

ছিন্ন মেঘের স্বর

মেঘ-রদ্দুর


মন্তব্য

অবাঞ্ছিত এর ছবি

অসম্ভব সুন্দর সব ছবি। আরো ছবি দেখতে চাই!

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ভ্রম এর ছবি

ধন্যবাদ! বাকি গুলা ভালোনা দেঁতো হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ছবি দেখে ক্যামেরার পিছনের মানুষটাকেও চিনে ফেললাম দেঁতো হাসি

সচলে স্বাগতম ... ছবি নিয়ে অনেক আগেই বলছি, আর বলবো না দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

ভ্রম এর ছবি

হাহা থ্যাঙ্কু! এখন ফলের ছবি পোস্ট করেন! দেঁতো হাসি

মামুন হক এর ছবি

অসাধারণ!! ভালো ছবি দেখলে আমার খালি উদাস উদাস লাগে হাসি

ভ্রম এর ছবি

অনেক ধন্যবাদ। হাসি আমারতো ছবি তুলতেও উদাস লাগে...

পেন্সিলে আঁকা পরী এর ছবি

উফ কি সুন্দর সুন্দর ছবি! আমিও চিনতে চাই ছবির পেছনের মানুষটাকে! হাসি
-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

ভ্রম এর ছবি

অনেক ধন্যবাদ। আমিও পেন্সিলে আঁকা পরীকে চিনতে চাই! হাসি

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ভ্রম এর ছবি

দেঁতো হাসি

মূলত পাঠক এর ছবি

ছবি এতো বেশি সুন্দর হলে আর ঈর্ষাও হয় না।

ভ্রম এর ছবি

এহহে কি যে বলেন। আপনার তোলা ছবি কত্ত সুন্দর, আমারতো আপনার ছবি দেখে সাংঘাতিক ঈর্ষা হয় হাসি

যুধিষ্ঠির এর ছবি

চমৎকার ছবি সব। সাইবারশটে এমন দুর্দান্ত ছবি তোলা গেলে মানুষ কষ্ট করে ডিএসএলআর কিনে কেনো!

ভ্রম এর ছবি

হাহা অনেক ধন্যবাদ! হাসি

হিমু এর ছবি

ভ্রম,
আপনার তোলা ছবিগুলি চ্রম!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ভ্রম এর ছবি

অনেক ধন্যবাদ! হাসি

আহির ভৈরব এর ছবি

অপূর্ব ছবিগুলি! দারুণ লাগলো।
----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

ভ্রম এর ছবি

আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

বানানঃ দুর্ভোগ

আপনার ছবি তোলার হাত দারুণ। সাইবারশটে এমন ছবি তোলা গেলে কী লাগে আর! আমি ইলেকট্রিক ড্রিল দিয়ে দেওয়াল ফুটা করতে পারি না, অথচ কারিগর সামান্য হাতুড়ি দিয়ে তাজমহল বানিয়ে ফেলে। আরও ছবি এবং লম্বা পোস্টের অপেক্ষায় রইলাম।

তৃতীয় এবং শেষ ছবিদুটো সবচেয়ে ভালো লাগলো। ফ্লিকারে ছবিগুলোর ক্যাপশন দারুণ ছিলো। এখানেও ব্যবহার করতে পারতেন।

হিমু ভাইয়ের মন্তব্যে গলা মেলালাম। ভ্রম, আপনার তোলা ছবিগুলি চ্রম!

ভ্রম এর ছবি

অনেক ধন্যবাদ ভাইয়া :)। আসলে ক্যাপশান গুলো দিতে মনে ছিলোনা। :\
যাহ এতো চিন্তা করে করে বানান করলাম তাও একটা গেলো! এরপর থেকে আরো সাবধান থাকবো।
আপনি কিন্তু মিলা'র অ্যাল্বাম রিভিউটা এখনো দেননি! খাইছে

ইশতিয়াক রউফ এর ছবি

কিছুই ভোলেন না দেখি... পুরো অ্যালবাম জুড়ে যা শুনলাম... রিভিউ লিখবো ভাবলেই গায়ে জ্বর উঠে। দেখি, তবু লিখবো নে একটা। সুপারভাইজার দৌড়ের উপর রেখেছে আপাতত।

ওডিন এর ছবি

মূলত পাঠক লিখেছেন:
ছবি এতো বেশি সুন্দর হলে আর ঈর্ষাও হয় না।

এরপরে আমার আর কিছু বলার নেই। সব ছবি উত্তম জাঝা!
চলুক!
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

ভ্রম এর ছবি

হাহা চালাতে তো চাই কিন্তু ছবি তোলা বিষয়ক কিছুইতো জানিনা তাই অনেক ভুল টুল হয়, সেগুলোও ধরতে পারিনা তাই অনেক হতাশ লাগে! :\

আপনাকে ধন্যবাদ হাসি

অতিথি লেখক এর ছবি

আহা ,মধু মধু.............
কি অসাধারন সব ছবি!!!!!!!!!!!!!!!!!!!!!!

*তিথীডোর

ভ্রম এর ছবি

আহা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনাকে দিয়েই ফটোগ্রাফি হবে।

ভ্রম এর ছবি

এহহে কি যে বলেন ভাইয়া। আপনার কাছ থেকে প্রশংসা পাওয়াটা বিরাট ব্যাপার, আপনার তোলা ছবি গুলো এত্ত সুন্দর! হাসি

মেহদী হাসান খান এর ছবি

দুর্দান্ত ফটোগ্রাফি রে ভাই! আপনি কই ছিলেন এতদিন?

ভ্রম এর ছবি

হাহা ধন্যবাদ ভাইয়া হাসি বুঝতে পারছিলামনা ছবি গুলো আসলে দেয়ার মত নাকি। রিস্ক নিয়ে নিলাম হাহা!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবির পাশাপাশি আপনার লেখাও কিন্তু সুন্দর। আমার এখানে মোটামুটি কাঁপুনি শুরু হয়ে গেছে। অটোয়াতে তো আরেকটু বেশীই হওয়ার কথা।

ভ্রম এর ছবি

হুম... মনে হচ্ছে এবার গতবছরের চেয়েও আরো বাজে শীত পরবে। আজকে বাসায় ফেরার সময় মনে হচ্ছিলো জানুয়ারী মাস বুঝি এতই ঠান্ডা! মন খারাপ

সাফি এর ছবি

বাপরে বাপ, এগুলো কি করেছেন! মানুষ মারবেন যে!
এত্ত সুন্দর সব ছবি, আগুন লাগা পৃথিবীর প্রথম ছবিটা বার বার দেখছি

ভ্রম এর ছবি

হাহা অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চ্রম ছবি রে ভাই... দূর্দান্ত...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ভ্রম এর ছবি

অনেক ধন্যবাদ ভাইয়া। দেঁতো হাসি

এনকিদু এর ছবি

সবগুলোই খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার সবচেয়ে ভাল লাগল দ্বীতিয় ছবিটা । সময়টা কি সূর্যোদয় নাকি সূর্যাস্ত ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভ্রম এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় ছবিটা ঠিক সূর্যাস্তের পরপর তোলা হাসি

স্নিগ্ধা এর ছবি

এই পোস্ট আগে চোখ এড়িয়ে গিয়েছিলো - কী সুন্দর সব ছবি!!!!!

ভ্রম এর ছবি

থ্যাঙ্কু স্নিগ্ধা আপু! হাসি

অনিকেত এর ছবি

অপার মুগ্ধতা জানিয়ে গেলাম---!!

ভ্রম এর ছবি

অনেক ধন্যবাদ অনিকেতদা হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।