পুষ্পাকীর্ণ এই সমাধিক্ষেত্র
নিদারুণ মর্মপীড়া জাগায়
অন্তর্নিহিত শক্তি থেকে
অশ্রুগুলো বিস্মৃত হতে চায়।
গতানুগতিক কাজের মাঝে
হৃদয়ানুভূতি প্রকাশের অপৌনঃপুনিকতা,
অনাবশ্যক বিবেচিত অপ্রকাশিত কথামালা,
আলো-আঁধারির খেলা,
অশ্রুভেজা পাপড়িগুলো,
দৈব সম্ভাবনার অপব্যবহার,
অকুতোভয় পদচারণ এবং স্নেহার্দ্র দৃষ্টি,
উচ্চপ্রশংসা ও আক্ষেপের রহস্যময়তায়
হারিয়ে যাওয়া অব্যক্ত ভালবাসা,
কিংবা না পাঠানো শুভেচ্ছা বার্তায়
শুধু একটি নাম অনুরণিত হচ্ছে, বিক্ষিপ্তভাবে।
-----------------------------
৮ই অক্টোবর, ২০০৮।
মন্তব্য
kobita beshi kotin...easy kore likhar chesta korben prio kobi bhai
ওরে বাবা !
আমার মতন অকবিকে কবি বানানোর চেষ্টা কর হচ্ছে দেখি !
তোমার পরামর্শের জন্য ধন্যবাদ।
--------------------------------------------------------
kobita ta pore onek karap laglo...oonar ataar shanti kamona korchi...dowa korchi allah jeno ai somoi ta ooner family ke easy kore dei...just hang in there
তোমার শুভকামনার জন্য ধন্যবাদ,
তুমি কে গো মেয়ে ???
--------------------------------------------------------
খুব সুন্দর লিখসো টুত, এত শক্ত শক্ত শব্দ দিয়ে কিভাবে যে এত ভাল কবিতা লিখ......
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মনেহয় বেশি ভাল হয়নাই, হলে তো প্রথম পাতাতেই প্রকাশিত হইত।
তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ।
--------------------------------------------------------
Tor kobita ta onek pocha hoyeche… Nare vhaloi legeche…tobe ekta kotha tui etttooo kothin shobdo bebohar korish keno.. arektu sohoj shobdomala diye kobita likhle ki hoy?
.......
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
............
--------------------------------------------------------
অই, আমার মাথায় এখনো কিছু ঢুকেনাই.. উল্টা এই কবিতা বার বার পড়তে গিয়া আমার দাঁতের অবস্থা কাত...
ডেন্টিস্ট সাহেবের দাঁতের অবস্থা খারাপ হইলে সমস্যা দেখিনা, নিজেই নিজেরটা বিনে পয়সায় ঠিক করে নিতে পারবেন যে !
আর কথা কম, আপনার লেখা দেন, ছড়া-কবিতা-রম্য রচনা যাই হোকনা কেন দিতে হবে।
--------------------------------------------------------
এত শক্ত শক্ত শব্দ দিয়ে লিখেছিস দাঁত আমার ভেঙ্গে গেল। এখন শাকিল দাদার কাছে যেতে হবে সাইয করার জন্য। তুই এত কটিন শব্দ ব্যাবহার করিস কেনরে? আমরা যেহেতু পড়ব তাহলে একটু সহজ করে লিখলে খুশি হব।
~মিনা~
নতুন মন্তব্য করুন