• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

ভূঁতের প্রলাপ - ১

ভূঁতের বাচ্চা এর ছবি
লিখেছেন ভূঁতের বাচ্চা (তারিখ: শুক্র, ১৭/১০/২০০৮ - ৮:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

--- ১ ---

চেনাজনদের কদাচিৎ অচেনা লাগে...
অসংখ্য মানুষের ভীরের মধ্যে হারিয়ে না গিয়ে উলটো একাকী লাগে...
পারিপার্শ্বিক স্বার্থপরতার কাছে নিঃস্বার্থ হওয়াটাকে অর্থহীন লাগে আজকাল...
নিজের দেহটাকেও হঠাৎ অদ্ভুত লাগে, ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয় ঘৃণায় আস্তাকুড়ে...
কোনও ব্যাথায় যন্ত্রণা হয়না, রক্তের রং-কে দেখে রংধনুর অংশবিশেষ মনেহয়, আঁচড়ে আর জ্বালা হয়না...
গানের কথাগুলো প্রলাপ মনেহয়, সুরকে মনেহয় শব্দদূষণ...
রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে আজ ক্লান্ত
আমার আমিকে অচেনা লাগে ভীষন।

--- ২ ---

সব দূরত্ব ঘুঁচিয়ে
সকল আপদ বাঁচিয়ে
বাঁধা সকল ডিঙ্গিয়ে
আলতায় পা রাঙ্গিয়ে
একান্ত আপন করে
নিজের ছোট্ট ঘরে
নাইবা পেলাম তোমারে
থাকবে তুমি আদরে
আমার হৃদয়ের কিনারে।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

গানের কথাগুলো প্রলাপ মনেহয়, সুরকে মনেহয় শব্দদূষণ...

মিলে গেল। প্রলাপ ভালৈছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ভূঁতের বাচ্চা এর ছবি

মিলটা শুধুই কাকতাল মাত্র নাহলে তোমার সাথে মিলে গেল কিভাবে। মন্তব্যের জন্য ধন্যযোগ।

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ভাল লিখেছেন, ভূঁতের বাচ্চা, অনেক ভাল লাগল। এমন দারুন প্রলাপ হলে, কথা বলার দরকার কি! প্রলাপই তবে চলুক! :-)
_______________
বোকা মানুষ :-(

ভূঁতের বাচ্চা এর ছবি

প্রহরী ভাই আপনার প্রশংসায় আমি বিশাল লজ্জা পেলাম। প্রিয় কোনও লেখকের কাছে থেকে এমন মন্তব্য পেলে তো লজ্জা পাবারই কথা তাইনা !

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

খাইছে! আপনি তো এইবার আমাকে বিশাল লজ্জায় ফেলে দিলেন!
"প্রিয় লেখক"! জীবনে কারো কাছ থেকে এই প্রথম শুনলাম! আপনাকে একদিন ভরপেট খাইয়ে দেব, দেখা যদি হয় কোনদিন :-)
_______________
বোকা মানুষ :-(

ভূঁতের বাচ্চা এর ছবি

বিরিয়ানী না খেয়ে ছাড়ছিনে আপনাকে !
পকেট ভর্তি করে টাকা নিয়ে আসবেন কিন্তু।

--------------------------------------------------------

মুশফিকা মুমু এর ছবি

খুবি খুবি ভাল লাগল টুত, প্রথমটাও ভাল, দ্বিতীয়টা সবচেয়ে বেশি ভাল লাগল, খুবি সুইট আর কিউট লাগল দ্বিতীয়টা :) যার জন্য লেখা সেই মেয়ে ভুতকে পড়াইস বা পড়ে শুনাইস এখনও? :p
আরো বেশি বেশি লিখনা কেন? *****
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

আরে এইসব ফালতু লেখা আরো বেশি লিখতে বলতেছ !!!
দৌড়ের উপর থাকি, তাই বেশি লেখা হচ্ছেনা। জানোই তো সেমেস্টার শেষ হয়ে আসছে। আর কাজের ঝামেলা তো আছেই।
আচ্ছা কিসের মতন সুইট লাগছে বইলা গেলা নাতো ! চমচম নাকি অন্যকিছু ? খেয়ে ফেলতে ইচ্ছে করে ??

--------------------------------------------------------

মূলত পাঠক এর ছবি

বানান প্রসঙ্গে কিছু বলি? চন্দ্রবিন্দু নিয়ে কিছু সমস্যা প্রায়শই দেখতে পাই, এখানেও দেখলাম। যেমন "ঘুঁচিয়ে" বা "ভূঁতের", তাছাড়া "বাধা"র পরিবর্তে অনেক লেখাতেই "বাঁধা" দেখি (উদাহরণ "সভ্যতা শুরুর আগে")। চন্দ্রবিন্দু থাকে tied up-এর ক্ষেত্রে, obstacle-এ নয়। এছাড়া আছে "ভীর" ও "ব্যাথা"।

একটু মাস্টারি গোছের হলো, আশা করি বুঝবেন যে তা সচলের লেখার উন্নতিকল্পেই করলাম।

ভূঁতের বাচ্চা এর ছবি

ভীড় এবং ব্যথা বানানদুটো আমি লেখার পর খেয়াল করি যে ভুল হয়েছে কিন্তু আমার একাউন্টের অতিথি স্ট্যাটাস থাকার কারনে ঠিক করতে পারলাম না। মেসেজ দেখায় যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ ওয়ার্কফ্লো এমন টাইপ কিছু আরকি।

ভূঁত বানানটা ইচ্ছাকৃত ভুল করা হয়েছে আমার আইডির সাথে মিল রাখার জন্য। আইডিতে ভুল করার কারন ছিল কিছুটা ভৌতিক ভাব দেওয়া, আর কিছুনা।

আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এতদিন ধরে দেশের বাইরে থাকতে থাকতে আমার অনেক বাংলা বানান যে দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন সেটাও স্বীকার করতেই হবে আমাকে।

--------------------------------------------------------

Muntush Muni এর ছবি

heheheh daroooon hoyeche!! aro chai erokom!!

মুিনয়া এর ছবি

অেনক সুন্দর িলখিছস, িবেশষ কের কিবতাটা চমৎকার হেয়েছের ভূঁত িক বািচ্চ। মন খারাপ করানো িলখা কম িলখার েচষ্টা করিব বুঝিল।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমার আমিকে অচেনা লাগে ভীষন।
মাঝে মাঝে...ভীষন।
লেখা ভালো হয়েছে, ভুত কি বাচ্চি। (হাসি)
দারুণ নাম দিয়েছেন তো মুনিয়া।
আমিও এখন থেকে এই নামেই ডাকবো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ভূঁতের বাচ্চা এর ছবি

হায় হায় !
শিমুল আপা এইটা কি বলতাছেন ?
মুনিয়া পাগলীর কথা শুইনা আপনিও আমাকে পঁচানি দিচ্ছেন দেখি !
আপনাকে এই অধমের ব্লগে দেখে খুব ভাল লাগল।

--------------------------------------------------------

লীন [অতিথি] এর ছবি

খুবই ভালোইছে।
আপনে দেখি অনেক বড় কবি।

ভূঁতের বাচ্চা এর ছবি

হাঃ হাঃ হাঃ
আমি তো কোনও কবিই না।
পড়ার জন্য ধন্যবাদ।

--------------------------------------------------------

বৃষ্টি বিলাসিনী এর ছবি

আমিও বলি প্রলাপই তবে চলুক!
মুনি'দি তোকে সুন্দর নাম দিয়েছে একমত।
কবিতাটা বেশ ভালো লেগেছে।

-------------"এতদিন ধরে দেশের বাইরে থাকতে থাকতে আমার অনেক বাংলা বানান যে দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন সেটাও স্বীকার করতেই হবে আমাকে।"-------------

তোর মুখে এই কথাটা মানাইনা। সবার বানান ভুল কে শুধরিয়ে দিশ। এখানে বলিস অন্য কথা? এইকি অধপতন হচ্ছে তোর?

~মিনা~

ভূঁতের বাচ্চা এর ছবি

হেঃ হেঃ হেঃ
তুই তো সবসময় বেশি বুঝস !
ঠিক বলসি না ?
তোর মন্তব্যের জন্য ধন্যযোগ ।
ভাল থাকিস।
-----------------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।