কৃত্রিমতার বাস্তবিকতা

ভূঁতের বাচ্চা এর ছবি
লিখেছেন ভূঁতের বাচ্চা (তারিখ: শনি, ২০/১২/২০০৮ - ৮:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সততাকে যখন তোমরা
পদদলিত কর, দুমড়ে-মুচড়ে ফেল নগ্নপায়ে
রক্তমাংসের এ শরীর
ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে
পরাজিত হৃদয় থেকে
ফিনকি দিয়ে বেড়িয়ে আসতে চায়।

সংকল্পহীন হৃদয় আজ শক্তিহীন
ভূম্যবলুন্ঠিত হয়ে তাই
সোপর্দ করে তাদের কাছে;
পরিত্যক্ত অতীতে পরিত্যক্ত আমি,
অবিশ্রান্ত উপস্থিতি ভবিষ্যতের
অস্তিত্বের জন্য হাহাকার করছে।

মিথ্যে অলঙ্করণগুলো দৃশ্যমান
দিবাগত রাতে তাই আর
ঘুম ভাঙ্গেনা আমার;
নড়বড়ে হয়ে যাওয়া নিজ স্বত্তাকে
আঁকড়ে ধরতে চাইনা,
বলতে চাইনা-
"সবকিছু ঠিক আছে"।


মন্তব্য

মেঘের অনেক রং   এর ছবি

ভূঁত কি বাচ্চি তোর কবিতা অনেক ভাল হয়েছে, চমৎকার।
তবে আরেকটু সহজ শব্দ দিয়ে লিখতে চেষ্টা কর।
আরো বেশী বেশী লিখতে থাক।

ভূঁতের বাচ্চা এর ছবি

পড়েছ তাহলে !
সোজা শব্দ দিয়েই তো লিখতে চেষ্টা করি।
আসলে ভেতর থেকে যেভাবে আসে সেভাবেই আঁকিবুকি করার চেষ্টা বলতে পার।
মন্তব্যের জন্য ধন্যবাদ। তোমার উপদেশ মাথায় রাখলাম।

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

আরিব্বাহ্, আমাদের ভূত ভায়া তো দেখি দুর্দান্ত কবিতা লিখে ফেললেন একটা... বেশ ভাল লাগল। নামটাও সুন্দর।

"ভূম্যবলুন্ঠিত" শব্দটার অর্থ কি? ভূমিতে অবলুন্ঠিত হওয়া জাতীয় কিছু?


যুদ্ধাপরাধীদের বিচার চাই

ভূঁতের বাচ্চা এর ছবি

এইযে বিডিআর ভাইয়া ঠিক বুঝে গেছে শব্দের মানেটা !
দুইজন আমাকে গালি দিসে এই শব্দ ব্যবহার করার জন্য ইতোমধ্যেই।
অনেক ধন্যবাদ পড়ে কষ্ট করে মন্তব্য করার জন্য।

--------------------------------------------------------

মুশফিকা মুমু এর ছবি

টুত, তুমি তো সাংঘাতিক লেখা শুরু করস, তোমার লেখার কিছুই বুঝিনাই তাই বুঝতে পারছি কি সাংঘাতিক কবিতা লিখসো চলুক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

তুমি আমাকে পঁচানি দিচ্ছ নাকি ভাবতেছি !!!
ইদানিং তো তুমি আবার ক্যামনে যেন চাল্লু হয়ে গেছ কিছুটা।
খিয়াল কইরা কথাবার্তা বলা লাগে তোমার সাথে।
হেঃ হেঃ হেঃ ।

ভাল কথা, তোমার নতুন লেখা দেখিনা ক্যান ?

--------------------------------------------------------

ভূঁতের বাচ্চা এর ছবি

ধুগো বস,
আপনি যা বুঝেছেন সেটাই।
আমি কি মনে করে লেখসি সেইটা আসলে মূখ্য না।
আপনাদের স্বাধীন চিন্তার অগ্রাধিকার বেশি আমার কাছে।

--------------------------------------------------------

কীর্তিনাশা এর ছবি

ভূঁত ভাই তো পুরা ফাটাইসেন।

সত্যিই দারুণ লিখছেন। চলুক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভূঁতের বাচ্চা এর ছবি

ওরে খাইসে রে !
নজরুল ভায়া দেখি ,
এম্নে কইলে তো শরম লাগে।
অনেকদিন পর দেখলাম আমার ব্লগবাড়িতে আপনাকে।

--------------------------------------------------------

নির্বাক এর ছবি

ভূত ভাই ভাল লাগলো!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

ভূঁতের বাচ্চা এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ নির্বাক ভাই।
পড়েছেন জেনে খুশি হলাম।

--------------------------------------------------------

পান্থ রহমান রেজা এর ছবি

এই আকালের দিনে ভুত ভাইয়ার সাথে কণ্ঠ মিলাই। আমিও বলতে চাই না, "সবকিছু ঠিক আছে"।

ভূঁতের বাচ্চা এর ছবি

ওরে খাইসে রে !
জলজ্যান্ত পান্থ ভাইয়া দেখি !!
আসলেই বড্ড আকাল পড়ছে রে ভাই।

--------------------------------------------------------

এনকিদু এর ছবি

কবিতাটা ভাল হয়েছে, অনেক দেরীতে আমার চোখে পড়ল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

কদু ভাই দেখি !
কেমন আছেন ?

-----------------------------------

--------------------------------------------------------

বৃষ্টি বিলাসিনী এর ছবি

ভুত তুই যে খুব ভালো লিখিস সেটার আরো একটা প্রমান দিলি। তুই এক কাজ করতে পারিস। যেহেতু সবাই তোর কবিতা পড়ে বুঝতে পারছেনা তুই একটু সেটার সানেনযুল লিখে দিস। তাতে আর কোন কম্পলেইন থাকবেনা। কি বলিস?

~মিনা~

ভূঁতের বাচ্চা এর ছবি

শানে-নজুল লাগবোনা, তুই পড়ে যতটুকু বুঝতে পেরেছিস তাতেই চলবে।

----------------------------

--------------------------------------------------------

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

এই কবিতা আমার সবসময়ের ফেবারিট... এই বেটা ভূঁতের পুত, কয়েকটা শব্দ চেঞ্জ করতে বলছিলাম, করো নাই ক্যান?

ভূঁতের বাচ্চা এর ছবি

এইখানে আমি কিছু এডিট করতে পারিনা ভাইয়া।
তবে আমার ব্লগে দেখলে হয়তো দেখবেন আপনার পরামর্শে দু-একটি শব্দ বদলে দিয়েছিলাম।
গালিডা শুইনা মজা পাইসি।
------------------------------

--------------------------------------------------------

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভুতের বাচ্চা দেখি কঠঠিন কবিতা লিখতে পারে।
শেষ প্যারাটা ভালো লাগলো খুব। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ভূঁতের বাচ্চা এর ছবি

আমার কবিতা প্রথম পড়লেন নাকি আপুনি ?
প্রিয় মানুষদের নিজের ব্লগে ঘোরাঘুরি করতে দেখলে ভালই লাগে।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। তবে অনেকদিন কবিতা লিখিনি।
জুইত পাইতেসিনা কবিতা লেখার আরকি !
---------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

সত্যি একটু ডরাইসি... ইয়ে, মানে... ...

--------------------------------------------------
একটি বাদরে, কি যে আদরে, খাচ্ছিল দোলা, ডাল ধরে ধরে!!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

পরিবর্তনশীল এর ছবি

সবকিছু ঠিক আছে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।