অন্তর্জালে ঘুরতে ঘুরতে কিছু খুবই মজার তথ্য চোখে পড়ল কম্পিউটার বিষয়ক। প্রত্যেকটি তথ্যই সত্য। সেগুলো নিয়েই আজকের এই লেখা-
১| মাইক্রোসফ্ট উইন্ডোজ টিউটোরিয়ালের আরেকটি নাম হল "ক্র্যাশ কোর্স" ।
২| বিল গেটসের বাসার ডিজাইন করা হয়েছিল একটি মেকিনটোশ কম্পিউটার দিয়ে।
৩| ধারণা করা হচ্ছে ২০১২ সাল নাগাদ ১৭ বিলিয়ন ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত থাকবে।
৪| অন্তর্জালে প্রতিমাসে এক মিলিয়নেরও বেশি ডোমেইন রেজিস্টার করা হয়ে থাকে।
৫| ই-মেইলের প্রচলন হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবেরও(WWW) আগে।
৬| আশির দশকে কোনও আইবিএম নির্মিত কম্পিউটারকে একশতভাগ কম্পাটিবল ধরা হতোনা যদি না সে কম্পিউটারে মাইক্রোসফ্ট ফ্লাইট সিমুলেটর চালানো যেত।
৭| মাই স্পেস ওয়েবসাইটের হিসাবমতে তাদের ১১০ মিলিয়ন নিবন্ধনকৃত ব্যবহারকারী রয়েছে। এটাকে একটি দেশ হিসেবে ধরা গেলে জনসংখ্যার দিক দিয়ে দশম বৃহত্তম রাষ্ট্র হত, মেক্সিকোর পরেই।
৮| গত বছর যুক্তরাষ্ট্রে এক পরিসংখ্যানে দেখা যায়, প্রতি আট জোড়া বিবাহিত জুটির মধ্যে এক জোড়ার পরিচয় হয়েছে অন্তর্জালে।
৯| কম্পিউটারের সাথে ব্যবহার করার জন্য মাউস প্রথমে আবিষ্কার করেন ডাগ এনগেলবার্ট নামের একজন ভদ্রলোক ১৯৬৪ সালে এবং সেটি বানানো হয়েছিল কাঠ ব্যবহার করে।
১০| গড় কম্পিউটার ব্যবহারকারীরা মিনিটে সাতবার চোখের পাতা ফেলেন মাত্র যা গড় স্বাভাবিক মানুষের মিনিটে চোখের পাতা ফেলার সংখ্যার (বিশ বার) চেয়ে অনেক কম।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
মন্তব্য
মজা লাগল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ মুর্শেদ ভাই।
------------------------------------
--------------------------------------------------------
মজাদার। তবে সম্পুরক তথ্যগুলো দিলে আরো জমতো। যেমন ধরুন প্রতিদিন কয়টি ডোমেইন এক্সপায়ার করে, এসব আরকি
ভবিষ্যতে চোখে পড়লে আবার দিয়ে দেবো।
আরো কিছু পেয়েছিলাম কিন্তু সেগুলো ১৮+ হওয়াতে আর দেইনি।
----------------------------------------------------
--------------------------------------------------------
মজার খবর।
সর্বশেষ পয়েন্টটা ভাল্লাগছে। কথাটা সত্য বটে।
______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!
______________________________________
লীন
তুমি তো দেখি আগে থেকেই জানতে ! আমি জানতাম না কিন্তু।
-------------------------------
--------------------------------------------------------
দিন দিন আমরা মাছ হয়ে যাচ্ছি নাকি?
শেষটা পড়ে মজা পেলাম খুব। ইদানীং বই পড়তে গেলে মনে হতো চোখের পাতা বেশি বার বন্ধ হচ্ছে। এখন বুঝলাম কারণ।
তাই নাকি ? বই পড়তে গেলে তো আমার মনেই থাকেনা যে আমার দুটো চোখের পাতা আছে। হেঃ হেঃ হেঃ। ধন্যবাদ ইশতি ভাই।
-------------------------------------------
--------------------------------------------------------
ভূবা বস, ৫নং এর ব্যাপারটা ঠিক বুঝলাম না, ইমেইলের সাথে www.xxx.com এর সম্পর্কটা যডি একটু বুঝায় বলতেন, তাহলে আমার মত গন্ডমূর্খের বুঝতে সুবিধা হত। ইমেইল মানেই তো আর ওয়েব মেইল নয়, ঠিক না? যেমন আমরা ইউডোরা ব্যভার করতাম দাদার আমলে
সাইফ ভাই, সোজা কথায় বলতে গেলে এখানে WWW ধারনাটাকে হাজার হাজার ওয়েবপেজের কথা চিন্তা করুন। আর WWW এর প্রচলন ঘটানো হয় ১৯৯০ সালের দিকে। আর অন্যদিকে ইমেইল মানে হচ্ছে ইলেক্ট্রনিক মেইল। সেটার প্রচলন কিন্তু ঘটানো হয় ১৯৬৯ সালের দিকে। তাহলে দেখা যাচ্ছে পরিষ্কারভাবেই যে ইমেইলের যখন প্রচলন ঘটানো হয় তখন WWW-এর অস্তিত্বই ছিলনা। আর আপনি যেটা বলছিলেন সেটা তো মেইল ক্লায়েন্টের কথা। যেমন আজকাল আমরা আউটলুক ব্যবহার করে থাকি। সচলে আরো অনেক কম্পু বিশেষজ্ঞরা আছেন তারা ব্যাপারটা হয়তো আরো সহজভাবে বোঝাতে পারবেন।
----------------------------------------------------------------
--------------------------------------------------------
ভূঁত কি বাচ্চি পড়ে মজা লাগল। অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ।
পড়ার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ।
------------------------------------------
--------------------------------------------------------
আঁমাঁরো মঁজাঁ নাঁগছে...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দুষ্টু আপুটার দেখা পাওয়া গেল দেখছি !
---------------------------------------------------
--------------------------------------------------------
আট নং পয়েন্টটা বাংলাদশে বসবাসকারী আমাদের সচল নজরুল ভাইয়ের ক্ষেত্রেও ১০০% সত্য।
খুবই সত্য কথা বলেছেন রেজা ভাই। তবে আমার মনেহয় নজু ভাই ছাড়াও আরো দু-একজনকে পাওয়া যাবে যারা এভাবে বিয়ে করেছেন।
--------------------------------------------------
--------------------------------------------------------
আমাদের টুটুল (প্রত্যুৎপন্নমতিত্ব) এ ক্ষেত্রে লেটেস্ট সংযোজন।
কিন্তু তোদের কী হবে রে কালিয়া ?নেটে কি মশা মারিস বসে বসে ?
এইতো আরো এক জুটির খোঁজ পাওয়া গেল। আসলেই জেবতিক ভাই, মাঝেসাঝে তাই ভাবি যে বসে বসে মশাই মেরে গেলাম।
--------------------------------------------------------
--------------------------------------------------------
আকর্ষনীয় তথ্য।
ফ্লাইট সিমুলেটরের কথা শুনে মজা পাইলাম। লেখা ভালো লাগসে মিয়া। এতো দিন অপেক্ষা কইরো না, ঘন ঘন-ই লেখার চেষ্টা কইরো।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
তোমাকে আমার ব্লগে দেইখা ভাল লাগল। তুমিও আরো নিয়মিত লেখার চেষ্টা করো। আমিও সময় পেলে লেখা দিবো।
---------------------------------------------------
--------------------------------------------------------
হুমম...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নিজের কীর্তিকলাপের কথা মনে পইড়া গেল নাকি নজু ভাই ?
-----------------------------------------------
--------------------------------------------------------
এঙ্গেলবার্ট এর নাম কিন্তু অনেকেই জানেনা যতটা জানে নিউম্যান, ব্যাবেজ, স্টিভ জবস বা বিল গেটস এর নাম । এই লোকটা কিন্তু যুগান্তকারী আবিষ্কার করেছিল । মাউস না থাকলে আজ সবাই কীবোর্ডেই সব কাজ করতে হত । এঙ্গেলবার্টের একটা ছবি পেয়েছি, পোস্টে ঢুকিয়ে দিতে পার ।
আর এইযে সেই প্রথম মাউস ।
ছবিগুলি উইকিপিডিয়াতে পেয়েছি ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মাউস অনেকের মতন আমার কাছে অপরিহার্য্য একটি বস্তু কম্পিউটার ব্যবহারকারী হিসেবে। মাউস না থাকলে তো মনেহয় GUI-ভিত্তিক ইন্টারফেস তৈরি করা একেবারেই সম্ভব হতোনা। এতো কষ্ট করে ছবিগুলো যোগাড় করার জন্য কদু ভাইকে বিশেষ ধন্যবাদ। মজার কথা হচ্ছে কাঠের তৈরি মাউসের কথা শুনে আমার কিন্তু প্রথমেই আপনাদের কাঠের তৈরি জয়স্টিকের কথা মনে পড়ছিল। আর আমি তো অতিথি সদস্য ভাইজান, তাই আমার লেখা আর এডিট করতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত।
-----------------------------------------------------------
--------------------------------------------------------
মজা লাগলো। অন্তর্জালে এখন মোট ডোমেইন কয়টা আছে জানা যাবে নাকি?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গৌতমদাকে প্রশ্নের জন্য ধন্যবাদ।
অন্তর্জালের মোট নিবন্ধনকৃত ডোমেইনের পরিসংখ্যান দেখতে হলে এখানে ক্লিক করুন
ছবি তুলেও দিয়ে দিলাম। তথ্যসূত্রঃ ডোমেইনটুলস ডট কম।
-----------------------------------------------------------
--------------------------------------------------------
জার্মান দেশের কোনো তথ্য নেই? হের ধূ. গো.র কী কোনো গতি হবে না?
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
জার্মান দেশের তথ্যের লাইগা হিমু বসকে ধরেন। আর ধুগোদা বিয়া না করতে চাইলে তো আমরা কিই বা করতে পারি ! আসলে অবিবাহিত থাকার মজা বেশি কিনা ! সেদিকটাও ভাবা দরকার।
--------------------------------------------------------
ফ্যামিলি প্ল্যানিং-এর যে বিস্তার ঘটছে, পৃথিবীতে আদৌ কোনো শালী নামের কেউ থাকবে কিনা কে জানে ! ধুগো কি বিষয়টা এখনো বুঝতে পারছে না !
আহা ! বড় ভালো ছেলে ছিলো !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আসলেই তো ! খুব ভাল কথা বলেছেন রণদা। আমার নিজের ভবিষ্যত নিয়েই তো আমি চিন্তায় পড়ে গেলাম।
-------------------------------------------------------
--------------------------------------------------------
চমকপ্রদ তথ্য। আরো আসুক।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
পড়বার লাইগা ধইন্যবাদ। আরো দিমুনে পরে।
---------------------------------------
--------------------------------------------------------
আচ্ছা
হুমমমম্
--------------------------------
--------------------------------------------------------
তাইতো। চোখের পাতা অনেক ফেলি।
টাইপো- কম ফেলি হবে
হেঃ হেঃ হেঃ
---------------------------------
--------------------------------------------------------
আমি আগেই কইছিলাম কম্পিউটার খুব খ্রাপ জিনিস। এটা দিয়ে দেশের ভাবমুর্তি ইয়েমারা খায়। আমার কথা কেউ শোনেনা। এখন বোঝেন!!!!!!
হ
___________________
সহজ কথা যায়না বলা সহজে
তাহলে দুলাভাই আমাদেরকে এখন কি করতে বলেন ???
--------------------------------------------------
--------------------------------------------------------
ভালৈ মিস্টার টুত, অনেক জানতে পারলাম!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আমি কিন্তু মনে করেছিলাম তুমি আগে থেকেই জানতে। হে হে হে।
----------------------------------
--------------------------------------------------------
গত বছর যুক্তরাষ্ট্রে এক পরিসংখ্যানে দেখা যায়, প্রতি আট জোড়া বিবাহিত জুটির মধ্যে এক জোড়ার পরিচয় হয়েছে অন্তর্জালে।
আফসুস।
চোখের পাতার ব্যাপারটা আমাকেও ডাক্তার বলেছে, এটার পরবর্তী সমস্যা হলো, চোখ শুকিয়ে যায়, পানির সঞ্চালন কমে যায়, ডাক্তার বলেছে, যখনই মনে পড়বে তখনই সাদা কালো সিনেমার নায়িকাদের মতো যেনো অনেকবার চোখের পাতা ফেলি।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
কি নিয়া আফসুস করলেন গো তাতাপু ?
আমার আম্মার চোখের পানি শুকিয়ে যাওয়ার সমস্যা আছে। মানে স্বাভাবিকের চেয়ে কম পানির সঞ্চালন আরকি। তবে মজার কথা হচ্ছে আম্মা কোনওদিন কম্পিউটার ব্যবহার করেন না।
আর সাদাকালো সিনেমার নায়িকাদের কথা শুনে আমি তো হাসতে হাসতে শেষ।
--------------------------------------------------------
দারুণ...
তাই তো বলি আমার চোখ ব্যাথা করে কেন.....!!
(জয়িতা)
ওমা ! আপনারও একই সমস্যা দেখছি !
ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিন।
ভাল থাকবেন। শুভকামনা রইল।
------------------------------------------
--------------------------------------------------------
ভূঁত মশাই তো দেখি তথ্যের ভাণ্ডার হয়ে যাচ্ছেন দিন দিন। ভালো ভালো। আরো শেয়ার করেন। মজা পাইলাম
পড়ার জন্য বিডিআর ভাইকে অনেক ধন্যবাদ।
----------------------------------------------------
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন