পৃথিবীজোড়া অদ্ভুত কিছু আইন !

ভূঁতের বাচ্চা এর ছবি
লিখেছেন ভূঁতের বাচ্চা (তারিখ: মঙ্গল, ৩০/০৬/২০০৯ - ১০:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেশে দেশে বিভিন্ন ধরণের আইনের প্রচলন আছে। এগুলোর মধ্যে কিছু কিছু বেশ মজার। ঐসব দেশের অধিবাসীর হয়তো এসব আইনের সাথে মানিয়ে নিতে পেরেছেন নিজেদেরকে কিন্তু সেগুলোর মধ্যে কিছু কিছু নিয়ে ভাবলে আমাদের বেশ অবাক হতে হয় বৈকি ! এমন কিছু আইন নিয়েই আজকের লেখা …

১| রাশিয়াতে পিটার দ্য গ্রেটের শাসনকালে কেউ যদি দাঁড়ি রাখতে চাইতো তাকে আলাদাভাবে কর প্রদান করতে হতো দাঁড়ির উপর।
২| যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনও বিয়ারের বিজ্ঞাপনে বিয়ার পানরত অবস্থায় কোনও মানুষকে দেখানো যায়না।
৩| আলাস্কার আইন অনুসারে কোনও উড়োজাহাজ থেকে মুজের(এক ধরনের বড় হরিণ) দিকে তাকানো বেআইনী।
৪| ক্যালিফোর্নিয়ান আইন অনুসারে কোনও মহিলা বাথরোব পড়ে গাড়ি চালাতে পারবেনা।
৫| ইংল্যান্ডের আইন অনুসারে কৃষকেরা তাদের খামারের শূকরদেরকে খেলনা দিতে বাধ্য থাকবে।
৬| ১৯৬৯ সালে মাসাচুসেটসে ক্রিসমাস পালন করা বেআইনি ছিল।
৭| প্রাচীন ইংল্যান্ডে কোনও নারীর সাথে সঙ্গম করতে চাইলে রাজার অনুমতি নেবার দরকার পড়ত।
৮| এথেন্সের পুলিশ কোনও গাড়ির চালকের লাইসেন্স বাতিল করে দেবার ক্ষমতা রাখে যদি ঐ চালক গোসল না করে গাড়ি চালায় অথবা চালকের বেশভূষা না ঠিক থাকে।
৯| বাংলাদেশে ১৫ বছরের শিশুকেও জেলে ভরে দেবার আইন আছে যদি সে পরীক্ষার খাতায় নকল করে।
১০| ফ্লোরিডায় ঘোড়া চুরি করার শাস্তি হচ্ছে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড।
১১| ফ্রান্সে কোনও মৃত ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে সেক্ষেত্রে আইনগতভাবে কোনও বাঁধা নেই।
১২| মায়ামিতে কোনো পশুর অনুকরণ করা আইনগত ভাবে নিষেধ
১৩| সান সালভেদরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর শাস্তি হচ্ছে ফায়ারিং স্কোয়াডের সামনে গুলি করে মৃত্যুদণ্ড।
১৪| জ্যাক ড্যানিয়েল হুইস্কি যে শহরে উৎপাদন করা হয় সেখানে এই হুইস্কি সেবন এবং বেচাকেনা আইনগতভাবে নিষিদ্ধ।
১৫| সাংহাই, চায়নাতে লাল রঙের গাড়ি কেনা এবং মালিকানায় রাখা আইনবিরুদ্ধ।
১৬| মস্কোতে আবহাওয়াবিদরা ভুল তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান আছে।
১৭| ইন্দোনেশিয়াতে হস্তমৈথুনের শাস্তি হচ্ছে ধর থেকে মাথা কেটে ফেলে মৃত্যুদণ্ড।
১৮| আইসল্যান্ডে রেস্তোরায় গিয়ে বকশিস দেওয়াটাকে অসম্মানজনক মনে করা হয়।
১৯| ১৯৬০ সাল পর্যন্ত কোনও লম্বা চুলের অধিকারী পুরুষের ডিজনিল্যান্ডের ভেতরে ঢোকার অনুমতি ছিলনা।
২০| নিউজিল্যান্ডে সর্বপ্রথম মহিলাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয়।

তথ্যসূত্রঃ ইন্টারনেট


মন্তব্য

রেনেট এর ছবি

১৬ নম্বরটা মারাত্নক হো হো হো
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ভূঁতের বাচ্চা এর ছবি

মস্কোতে গেলে আমি জীবনেও আবহাওয়াবিদ হবার চেষ্টা করব না। হেঃ হেঃ।
------------------------------------------------

--------------------------------------------------------

জ্বিনের বাদশা এর ছবি

মজারু!!
জাপানেও রেস্টুরেন্টে টিপস দেয়া নিষিদ্ধ

আরো কয়েকটা সেদিন টিভিতে দেখলাম চোখ টিপি

সুইজারল্যান্ডের কিছু কিছু শহরে বাড়ির বাইরে রাখা ফুলের টবে সবসময় তাজা ফুল থাকতে হয়, শুকনো ফুল বা ম্যাড়ম্যাড়ে চারা পড়ে থাকলে জরিমানা করা হয়

গ্রীসে দোকান থেকে কিছু কিনলে আপনাকে অবশ্যই রিসিপ্ট গ্রহন করতে হবে

সম্ভবতঃ ভেনিসেই, বারান্দা থেকে কাপড় চিপে নিচে পানি ফেলা দন্ডনীয় অপরাধ

গ্রীসের মিকোনোসে আপনার বাড়ীর রং অবশ্যই সাদা হতে হবে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ভূঁতের বাচ্চা এর ছবি

আপনার দেওয়া গুলো পড়েও দারুন মজা পেলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
----------------------------------------

--------------------------------------------------------

অমিত আহমেদ এর ছবি

মজা পেলাম।
চলুক
জ্বিনের বাদশার মন্তব্যও চ্রম।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ভূঁতের বাচ্চা এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ অমিত ভাই।
------------------------------------------

--------------------------------------------------------

মাহবুব লীলেন এর ছবি

বাংলাদেশে নাকি একটা আইন আছে যে গরুর গাড়ি আর ঠেলা গাড়ির নিচে কেউ চাপা পড়লে তার জরিমানা হয়?

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

৫০ টাকা জরিমানা সম্ভবত।

ভূঁতের বাচ্চা এর ছবি

আমার কিন্তু এই আইনের কথা জানা ছিলনা।
আর টাকার অঙ্কটা মনেহয় বাড়ানো দরকার।
সড়ক দূর্ঘটনা কমানোর জন্য আরো বেশি উদ্যোগী হওয়ার দরকার আছে আমাদের সরকারের।
-----------------------------------------------------

--------------------------------------------------------

রণদীপম বসু এর ছবি

গরুর গাড়ির নিচে পড়লে শুধু জরিমানাই নয়, শহর থেকেও বের করে দেয়া হয়, ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হবে বলে।

১ নম্বরটা পড়ে লীলেন ভাই ডরাইছে কিনা কে জানে, তয় ভাগ্যিস পিটার দ্য গ্রেটের আমলে আমি রাশিয়াতে জন্মাই নাই ! এতো জরিমানা গুনতো কে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

কয়েকটা আইনের কথা জানতাম। ১৭ নাম্বারটা হাতে নাতে ধরার ব্যবস্থা কী ছিল?

বিপ্লব রহমান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ভূঁতের বাচ্চা এর ছবি

জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করসেন দুলাভাই। কিন্তু ক্যামনে ধরতো সেটাতো জানা নাই। আপনার দুষ্টু প্রশ্নগুলা ভালই লাগে কিন্তু !
------------------------------------------

--------------------------------------------------------

দ্রোহী এর ছবি

শুনেছিলাম বাংলাদেশে হস্তমৈথুনের শাস্তি ৫০ টাকা জরিমানা। জানি না কথাটা সত্যি কি না।

ভূঁতের বাচ্চা এর ছবি

বুজবার পারতাসি না গুলপট্টি মারলেন কিনা !
তবে শুইনা মজা পাইসি। এমন কোনও শাস্তি বাংলাদেশে আছে জানা আছিলনা।
--------------------------------------

--------------------------------------------------------

অমিত এর ছবি

ভুতোদার দেয়া তথ্য সঠিক হলে বাংলাদেশ সরকারের উচিত ১৮-৬৫ বছরের পুরুষদের জন্য বছরে একটি নির্দিষ্ট পরিমাণ কর বাধ্যতামূলক করা। গড় হিসাবে এটা কত হওয়া উচিত কে বলতে পারবেন ?

মামুন হক এর ছবি

২১। ভুঁতের বাচ্চার সাত খুন মাফ দেঁতো হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

মামুন ভাইজান দেখি ভালই আইন বানাইসেন। এমন পক্ষপাতদুষ্ট দুই-চারজন আইন নির্ধারক থাকলে কিন্তু ভালই হত আমার জন্য। কি বলেন ? চোখ টিপি
-----------------------------------------------------------------

--------------------------------------------------------

লীন এর ছবি

এতো কিছু জানিতে পারিয়া পুলকিত হইলাম। কিন্তু...

১| রাশিয়াতে পিটার দ্য গ্রেটের শাসনকালে কেউ যদি দাঁড়ি রাখতে চাইতো তাকে আলাদাভাবে কর প্রদান করতে হতো দাঁড়ির উপর।
-> করের হার কেমন ছিলো?

৩| আলাস্কার আইন অনুসারে কোনও উড়োজাহাজ থেকে মুজের(এক ধরনের বড় হরিণ) দিকে তাকানো বেআইনী।
-> মাথা ঠিক আছে?

৭| প্রাচীন ইংল্যান্ডে কোনও নারীর সাথে সঙ্গম করতে চাইলে রাজার অনুমতি নেবার দরকার পড়ত।
-> হায় আল্লাহ...

৮| এথেন্সের পুলিশ কোনও গাড়ির চালকের লাইসেন্স বাতিল করে দেবার ক্ষমতা রাখে যদি ঐ চালক গোসল না করে গাড়ি চালায় অথবা চালকের বেশভূষা না ঠিক থাকে।
-> অসাধারণ

৯| বাংলাদেশে ১৫ বছরের শিশুকেও জেলে ভরে দেবার আইন আছে যদি সে পরীক্ষার খাতায় নকল করে।
-> কয় কি?

১১| ফ্রান্সে কোনও মৃত ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে সেক্ষেত্রে আইনগতভাবে কোনও বাঁধা নেই।
-> নেকরোফাইল নাকি !!!

১৬| মস্কোতে আবহাওয়াবিদরা ভুল তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান আছে।
-> অসাধারণ

১৭| ইন্দোনেশিয়াতে হস্তমৈথুনের শাস্তি হচ্ছে ধর থেকে মাথা কেটে ফেলে মৃত্যুদণ্ড।
-> এহ আইছে...

১৮| আইসল্যান্ডে রেস্তোরায় গিয়ে বকশিস দেওয়াটাকে অসম্মানজনক মনে করা হয়।
-> অবাক হইলাম

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

ভূঁতের বাচ্চা এর ছবি

তোমার প্রতি-মন্তব্যগুলো পড়েও বেশ মজা পেলাম।
এতো কষ্ট করে লেখার জন্য ধন্যবাদ।
------------------------------------

--------------------------------------------------------

পান্থ রহমান রেজা এর ছবি

প্রাচীন ইংল্যান্ডে কোনও নারীর সাথে সঙ্গম করতে চাইলে রাজার অনুমতি নেবার দরকার পড়ত। চিন্তিত

ভূঁতের বাচ্চা এর ছবি

হ্‌ রেজাভাই, কিন্তু আপনার তো এতো দুশ্চিন্তা করার দরকার নাই। বাংলাদেশে এমন খাইষ্টা কোনও আইনের প্রচলন নাই তাই সুখেই আছেন কিন্তু।
----------------------------------------------------

--------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

বাহ্ ...আইন তো অনেক মজার বিষয়...হাসি
কেন যে ভয় পেয়ে দূরে দূরে থাকলাম....!!

(জয়িতা)

ভূঁতের বাচ্চা এর ছবি

আমার পাঠ্যপুস্তকেরগুলো পড়তে আমারো কিন্তু মোটেই ভাল লাগেনা। কিন্তু এগুলো আসলেই মজার তাই দিয়ে দিলাম এখানে আরকি।
-----------------------------------------------------------

--------------------------------------------------------

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কস্কি মমিন !
১, ৩, ৫, ৭, ১৬ আর ১৭ নম্বর... ক্যামনে কি? অ্যাঁ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ভূঁতের বাচ্চা এর ছবি

হ্‌, আবার জিগায় !
তবে শিমুলাপু তো থাকেন বাংলাদেশ তাই সমস্যা নাই তেমন।
-------------------------------

--------------------------------------------------------

হাসান মোরশেদ এর ছবি

কোন নারী স্বামী ব্যতীত অন্য পুরুষ কর্তৃক ধর্ষিতা হলে তার শাস্তি স্বামী কর্তৃক তালাক এবং ধর্ষকের সাথে বিয়ে( ধর্ষক যদি শ্বশুর হয় তবু ও এই আইন)

- ইহা ইস্লামী শরীয়া আইন, রেফারেন্সঃ- ভারতে ইমরানা বিবি ধর্ষনে অল ইন্ডিয়া মুসলিম শরীয়া বোর্ড এর দেয়া ফতোয়া হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ভূঁতের বাচ্চা এর ছবি

এমন ফতোয়াবাজদের উলঙ্গ করে লিঙ্গের সাথে ভারী ইট বেঁধে রাস্তায় ঘোরানো দরকার। দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এগুলোর উচিত শিক্ষা কখনোই হবেনা।
------------------------------------------------------

--------------------------------------------------------

পলাশ [অতিথি] এর ছবি

কোথাকার কোন কাঠমোল্লার ফতোয়ার রেফারেন্স দিলেই কি সেটা ইসলামী শরীয়া আইন হয়ে যায় নাকি।

কোরানের কোথায় লেখা আছে দেখানতো দেখি ধর্ষনের জন্য তলাক দিতে বলা হয়েছে। এক্ষেত্রে বরং ধর্ষকের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।

ভুল ও দূর্বল রেফারেন্স দেয়া থেকে বিরত থাকুন।

ভূঁতের বাচ্চা এর ছবি

মোরশেদ ভাই কোনও মতেই উপরোক্ত মন্তব্যে ইসলামী শরিয়াহ আইনকে ছোট করে দেখতে চাননি। বরং উনি বলতে চেয়েছেন কতিপয় হঠকারী ফতোয়াবাজদের কথাই। যারা নিজেদের মতামতকে ইসলামি শরিয়ার ছায়াতলে প্রবর্তন করার জঘন্য চেষ্টা করছে। নাহলে সাধারণ মানুষের কাছে তাদের ফতোয়াবাজির জোর দেখাবে কিভাবে ?
--------------------------------------------------------

--------------------------------------------------------

এনকিদু এর ছবি

পলাশ দত্ত চেতিছে !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি
এনকিদু এর ছবি

মস্কোতে আবহাওয়াবিদের চাকরি সম্ভবত পৃথিবীর সচেয়ে কঠিন চাকরি গুলোর একটি ।

আমেরিকার কোন স্টেটে একবার আইন করা হয়েছিল, পাই ( বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ) এর মান এখন থেকে ৪ । এই খবর শুনে বাকি পৃথিবীর লোক অট্টহাসি শুরু করার পর সেই স্টেটের সাংসদদের টনক নড়ে । কয়েকদিন পর আইনটা আবার রদ করা হয় ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

জ্বি কদু ভাই আমারো তাই মনেহয়; মস্কোর আবহাওয়াবিদ হওয়া আসলেই দুরুহ।

পাই এর মান তো ৩ দশমিক ১৪১৬ ... কতবড় বেকুব ছিল ওরা তাই চিন্তা করতেসি। কোথায় ৩ দশমিক ১৪১৬ আর কোথায় পুরা ৪ !!!!!!!!!! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ
-----------------------------------------------------

--------------------------------------------------------

এনকিদু এর ছবি

এই প্রসঙ্গে জাফর ইকবাল একটা বইতে লিখেছেন, রাজনীতিবিদ দের নির্বুদ্ধিদার অনেক নিদর্শন রয়েছে । তার একটি হল এই পাইয়ের মান আইন করে বদলে দেয়া ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

হ্‌, তাই তো দেখতাসি !
-----------------------------

--------------------------------------------------------

এমি এর ছবি

আমি আরো কয়েকটা অদ্ভুত নিয়ম পড়লাম

১। তুরস্কে সপ্তদশ শতাব্দীতে কেউ কফি খাওয়া অবস্হায় ধরা পড়লে মৃত্যুদণ্ড দেয়া হত।

২। ইতালির মিলান শহরে যদি কোন অপারেটর ভুল নাম্বার ডায়াল করে তবে টেলিফোন কোম্পানি সে্ই অপারেটরকে জরিমানা করতে পারতো ।

৩। ১৮৪৫ সালে বোস্টনে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গোসল করা বেআইনি ছিল ।

ভূঁতের বাচ্চা এর ছবি

১- আমার মনেহয় তুরস্কে তখন ইউরোপিয়ান সংস্কৃতির আগ্রাসন রোধের চেষ্টা করা হচ্ছিল।
৩- বোস্টনে সে আমলে গোসলের পানির অনেক অভাব ছিল নাকি ? অ্যাঁ
----------------------------------------------------------

--------------------------------------------------------

হিমু এর ছবি

কফি খাওয়া ইয়োরোপিয়ান সংস্কৃতি ছিলো নাকি সপ্তদশ শতকে? কফি তো জনপ্রিয় করলো আরবরা।

তুরস্কে কফির ওপর নিষেধাজ্ঞা প্রথমে সম্ভবত আসেনি, এসেছিলো কাফেটেরিয়াগুলির ওপর, যেখানে কথকরা নানা গল্পের ছলে রাজনৈতিক বক্তব্য রাখতো। ওরহান পামুকের "মাই নেইম ইজ রেড"-এ এর হালকা বর্ণনা আছে। তবে তা সপ্তদশ শতকের নয়, আরও আগের।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ভূঁতের বাচ্চা এর ছবি

কঠিন অবস্থা দেখতাসি ... আমাদের আলোকিত করার জন্য ধন্যবাদ হিমুদা।
আর মন্তব্যের জন্য আরো বারতি একটা ধন্যবাদ।
---------------------------------------------------

--------------------------------------------------------

ভূঁতের বাচ্চা এর ছবি

কঠিন অবস্থা দেখতাসি ... আমাদের আলোকিত করার জন্য ধন্যবাদ হিমুদা।
আর মন্তব্যের জন্য আরো বারতি একটা ধন্যবাদ।
---------------------------------------------------

--------------------------------------------------------

নিলগ এর ছবি

প্রাচীন ইংল্যান্ডে পপুলেশান কনট্রোলের জন্য রাজার কি যাতনা! কেবল চিন্তা করছি, রাজা এদিক ওদিক পায়চারি করতে করতে বিড়বিড় করছে, "আজ দুই হাজার তিনশো জন অনুমতি নিয়েছে, এরা তো করবেই, তাছাড়া বিনা অনুমতিতে কত শয়তান যে করছে কেবল গড জানেন। এদের মধ্যে ৫০% ও যদি ফ্রুটফুল হয়, জনসংখ্যার চাপ যে কতজন বাড়ল, উ:। মাথাটা গরম হয়ে যাচ্ছে! সামনে ফ্রান্সের সঙ্গে কি জার্মানীর সগে একটা লড়াই না লাগালেই নয়। ওরে মাথা গরম হয়ে গেল, তোরা রাণীকে খবর দে, চিলড বিয়ার নিয়ে আসুক। "
হো হো হো হাসি) হো হো হো

এনকিদু এর ছবি

রানীরে দিয়া হইব না । হাউসমেইডরে ডাকেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

হ্‌, আপনাগো মাথায় তো খালি দুষ্টুবুদ্ধি ঘুরঘুর করে।
---------------------------------------------------

--------------------------------------------------------

ভূঁতের বাচ্চা এর ছবি

হাঃ হাঃ হাঃ হাঃ
-----------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা...

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

তোমারে আমার ব্লগে আইজকা পরথম দেখলাম।
----------------------------------------------

--------------------------------------------------------

তানবীরা এর ছবি

ভূতের বাচ্চার যদি এতো জ্ঞান, ভূতের বাবার না জানি কতো জ্ঞান , চিন্তা ভাবনার ইমোশন
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভূঁতের বাচ্চা এর ছবি

তাতাপু কি পঁচানি দিলেন নাকি গো ?
এই লেখার মইদ্যে আবার জ্ঞানের কি দেখলেন ? অ্যাঁ
--------------------------------------------------------

--------------------------------------------------------

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি বড়ই মজাক পাইলাম গড়াগড়ি দিয়া হাসি

লেখায় উত্তম জাঝা!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ভূঁতের বাচ্চা এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ।
--------------------------

--------------------------------------------------------

অবাঞ্ছিত এর ছবি

যতদূর জানি ওকলাহোমায় বসতবাড়ির ৫০ ফিট এর মধ্যে নেটিভ অ্যামেরিকান কাউকে দেখলে তাকে গুলি করা জায়েজ আছে।
অপ্রাপ্তবয়ষ্কদের সামনে যে কোনো ধরনের মুখ খারাপ করার জন্যেও সামান্য জরিমানার ব্যবস্হা আছে।

এগুলিও এখন অপ্রচলিত যদিও...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

ভূঁতের বাচ্চা এর ছবি

নেটিভ আমেরিকানদের সম্পর্কিত আইনটা শুনে কষ্ট পাইলাম।
আর গালিগালাজ করার জন্য জরিমানা বাড়ানো উচিত।
---------------------------------------------------------

--------------------------------------------------------

হিমু এর ছবি

৭| প্রাচীন ইংল্যান্ডে কোনও নারীর সাথে সঙ্গম করতে চাইলে রাজার অনুমতি নেবার দরকার পড়ত।

এটা কত প্রাচীন ইংল্যান্ডের কথা? একটা নিয়মের কথা জানি, প্রিমা নক্টা বা প্রথম রাত, বিয়ে করলে কনেকে স্থানীয় ভূস্বামীর সাথে শয্যায় যেতে হতো।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার ২পয়সা:

১। কানাডায় প্রকাশ্যে মদের বোতল নিয়ে বের হওয়া যায় তবে তার মুখ খোলা থাকলে পুলিশ ধরে নিয়ে যাবে।

২। কানাডায় কোন এলাকায় মদ বিক্রির দোকান খুলতে চাইলে ঐ এলাকার মানুষের কোন আপত্তি আছে কীনা তা জানতে সিটি কর্পোরেশন পত্রিকায় বিজ্ঞাপন দেয়।

৩। কানাডা সহ উন্নত বিশ্বে প্রাইভেসি নিয়ে অনেক তোলপাড় হয়, কিন্তু সবচেয়ে প্রাইভেট কাজ করার (বাথরুম সারা) ঘরের দরজার নীচে এবং উপরে বড় করে খোলা থাকে (সম্ভবতঃ এটা বোঝাতে যে ওখানে একজন প্রাইভেট কাজ সারছে)

৪। পুলিশের সিকিউরিটি ক্যামেরায় মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা কানাডিয়ান প্রাইভেসী আইনের লঙ্ঘন বলে প্রাইভেসি কমিশনার এবং রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর মধ্যে বিবাদ আদালত পর্যন্ত গড়িয়েছিল।

ভূঁতের বাচ্চা এর ছবি

কানাডার আইনগুলো ভীষণ মজার। ধন্যবাদ পিপিদা।
-------------------------------------------------------

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

সংবাদ পাঠক (এইক্ষেত্রে, লেখক) ভূঁত মশাই.... দেঁতো হাসি

১৬ নাম্বারটা আসলেই মারাত্মক। আমাদের দেশেও প্রচলন করলে কেমন হবে ভাবতেছি।

সাংহাইতে লাল গাড়ি নিষিদ্ধ? আমম.. ঠিকাছে, খেয়াল করতে হবে এরপর।

ভূঁতের বাচ্চা এর ছবি

আমিতো এদিকে আশা করে আছি আপনি ফেরত আসলে বিস্তারিত খবর নেওয়া যাবে আপনার কাছে থেকে। কিছুটা আশাহতই হলাম কিন্তু !
-------------------------------------------------------

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

এই যে জনাব ভূঁতের বাচ্চা, আপনার এই ১৫ নং নিয়ম এক্কেবারে ভুয়া। হা হা হা। আমি আজকেই কমপক্ষে তিনটা লাল গাড়ি দেখছি, আরো কিছু গাঢ় খয়েরি রঙের গাড়িও দেখছি - যেগুলাকে কেউ, চাইলে, লাল বইলা চালাইতে পারবে। তাই, ভালভাবে ইন্টারনেটে দেখেন আবার কোন বছরের নিয়ম ছিল ওইটা। হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

সময়ের কথা উল্লেখ ছিলনা সেখানে। তাই সঠিকভাবে বলতে পারছিনা। তবে আগে হয়তোবা এমন নিয়মটা ছিল। আগে যে ছিলনা সেটাও বোধকরি আপনি প্রমাণ করতে পারবেন না।
---------------------------------------------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।