থ্রি-ডি চিত্রকলার সাথে কারো কারো হয়তো ইতোমধ্যেই পরিচয় ঘটেছে। খুব সাম্প্রতিক কালের ভিন্ন মাত্রার চিত্রকলা হিসেবে একে অভিহিত করা যেতেই পারে। এডগার মুলার নামের একজন অতি বিখ্যাত থ্রি-ডি চিত্রশিল্পির আঁকা কিছু ছবি নিয়েই আজকের এই ছবিব্লগ।
এডগার মুলারের আঁকা চিত্রকর্ম বিভিন্ন দেশে রয়েছে। যেমন কানাডা, জার্মানি, আয়ারল্যান্ড ইত্যাদি ইত্যাদি। ক্যানভাস হিসেবে তিনি ব্যবহার করেন শহরের রাস্তা আর আঁকার কাজে রঙ হিসেবে ব্যবহার করেন দেয়ালে রঙ করার উপযোগি এক্রেলিক এক ধরনের রঙ। চিত্রকর্ম তৈরি করা হয়ে গেলে উনি সাধারণ জনসাধারণকে উদ্বুদ্ধ করে থাকেন এসব চিত্রকর্ম কাছে থেকে পর্যবেক্ষণ করার জন্য অথবা ছবি তোলার জন্য।
প্রথম যে ছবিটি দেখা যাচ্ছে সেটা এডগার মুলারের আঁকা সর্বশেষ চিত্রকর্ম। ছবিটি সশরীরে দেখতে চাইলে আপনাকে যেতে হবে লন্ডনে। লন্ডনের ওয়েস্ট ইন্ডিয়া কিউতে এটি তৈরি করেছেন এডগার। উনার মতে এই পর্যন্ত উনি যতো গুলো সেরা ছবি এঁকেছেন সেগুলর মধ্যে এটি একটি। ছবিতে মুলার বোঝাতে চেয়েছেন ভূমিকম্প থেকে এক বিশাল গুহা সৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে।
একই ছবি উল্টোদিক থেকে দেখলে উধাও হয়ে যায়।
এই ছবিটি মুলার এঁকেছিলেন আয়ারল্যান্ডের এক জেটিতে।
উপরের ছবিটি আঁকার সময়ের ছবি। বৃষ্টি আসি আসি করছে।
এই ছবিটি মুলার এঁকেছিলেন। জার্মানির এক শহরের আবাসিক এলাকার রাস্তায়। শহরটির নাম জেল্ডার্ন।
জলপ্রপাতের এই ছবিটি এডগার এঁকেছিলেন মুস-জ, কানাডাতে।
ছবি এবং তথ্যসূত্রঃ
মেটানামরফ ডট কম
নাইনএমএসএন
মন্তব্য
প্রিয় অতিথি,
বেঢপ আকারের ছবি সচলায়তনের নীড়পাতা বিঘ্নিত করে। অনুগ্রহ করে ছবি পোস্ট করার সময়ে এই ব্যাপারটা খেয়াল রাখবেন।
ধন্যবাদ।
আসলে এখানে ছবি কিভাবে দিতে হয় সেই ব্যপারে আমার স্বচ্ছ ধারণা নেই।
পরেরবার আরো সতর্ক থাকবো অবশ্যই।
---------------------------------------------------
--------------------------------------------------------
রে ভুঁতের বাচ্চা, "কিছু থ্রি-ডি" ছবির কথা বলে কেবল দুটি ছবি?
কিছুই বুঝতে পারলামনা। কয়টি ছবির কথা বলছেন? ছবিতে ক্রমিক নাম্বার দিয়ে রেফার করলে ভালো হয়।
আসলে পিপিদে ৫/৬ টা ছবি দিয়েছিলাম মোটমাট কিন্তু সবগুলা যে বেড়াছেড়া লেগে গেছে তাই বাকিগুলো দেখা যাচ্ছেনা। মডু মামাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি প্রাণপনে যেন উনারা আমার লেখাটা একটু ঠিকঠাক করে দিতে পারেন আরকি। আমি আমার লেখা এডিট করতে পারিনা। অতিথি সচলদের সে সুবিধা নেই।
-------------------------------------------------------------------
--------------------------------------------------------
দুটি ছাড়া বাকীগুলো দেখতে পাচ্ছি না।
দুইটা ছাড়া সব ফকফকা।
সম্ভবত সেগুলো 4D
মডু মামাদের ইমেইল করেছি আমার ড্রাফট কপিটা।
আশা করছি উনারা ঠিক করে দেবেন যথাশীঘ্র।
সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
------------------------------------------------
--------------------------------------------------------
5D ও হতে পারে।
পঞ্চমাত্রিক চশমা লাগান তাহলে ... দেখতে পারবেন !
-----------------------------------------------
--------------------------------------------------------
এরকম আরেকজনের কিছু কাজ দেখেছিলাম, সেই বেটা চক দিয়ে আঁকে, আর দেখতে হয় ক্যামেরা দিয়ে, খালি চোখে বুঝা যায় না
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
তাই নাকি ? এমন ছবি কিন্তু এখনো দেখিনি আমি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
-----------------------------------------------
--------------------------------------------------------
ভাইয়া, লিংক দিলেই ভালো আছিলো। ছবি ঠিকমত আসে নাই তো।
______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই
______________________________________
লীন
গুহাটা দেইখা মাথা খারাপ হইয়া গ্যালো।
ক্যামনে সম্ভব?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমারো।
অসাধারণ ব্যাপার !
আশা করি বাকি ছবিগুলোও অচিরেই দেখতে পারবো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
চিত্রকর সাহেব অনেক হিসাব-নিকাশ করে এসব ছবি এঁকেছেন। তাই হয়তো এমনভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। মুলার মামা যে নিঃসন্দেহে জ্যামিতিতেও অনেক ভাল সেটা বোঝা যাচ্ছে।
-----------------------------------------------------------
--------------------------------------------------------
আমিও দুটো মাত্র দেখতে পেলাম!
*********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
জ্বি তীরুদা আমিও দুটোই দেখছি।
বাকিগুলোর অবস্থা একদম করুণ।
--------------------------------------------
--------------------------------------------------------
ব্লগের ফাঁকা জায়গা (সাদা অংশে)-র ওপরে মাউস ঘুড়ালে আপনার 4D ছবিগুলোর অবস্থান জানা যায়। সেগুলো সম্ভবতঃ Imageshark এ আপলোড করেছিলেন। সার্ভারের বদহজম বলেই মনে হচ্ছে। ক্লিক করলে Error দেয়।
জ্বি আরেফীন ভাই। আমি ইমেজশ্যাকেই আপলোড করেছিলাম। সার্ভার মামা এমন করবে আমি কি আর জানতেম !!! মডু মামাদেরকে আমার আসল কপিটা পাঠিয়ে দিয়েছি। উনাদের জন্য অপেক্ষা করছি কখন ঠিক করে দেন দয়া করে ...
----------------------------------------------------------
--------------------------------------------------------
জুলিয়ান বিভারের স্ট্রিট পেইন্টিংগুলো দারুন লাগে আমার কাছে।
এখানে নমুনা দেখতে পারেন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
দারুণ !
ছবি তো এখানে দুটোই, তাই না ?
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দুঃখিত রণদা। ছবি আরো কয়েকটা দিয়েছিলাম কিন্তু একটু সমস্যা হয়েছে। সচলের নিবেদিত মডু ভাইসব ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ খবর পাওয়া পর্যন্ত।
------------------------------------------------------
--------------------------------------------------------
ওরে বাপস। ছবি নিয়ে এতো কাণ্ড! এতো দেখি অদ্ভুতুরে ব্যাপার!! (বেড়াল)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লবদার বিলাই দেখে খুব মজা পেলাম !
---------------------------------------
--------------------------------------------------------
ভূঁতের বাচ্চা, কিছু মনে না করলে বলি -
ভাই, এগুলা তো অনেক আগে চেইন মেইলে চালাচালি হতো...
এরচেয়ে বরং চিনি খাওয়া খাইয়ি নিয়ে কিছু লেখেন ঃ)
গুহার ছবিটা নতুন এঁকেছেন এডগার। আগের ছবিগুলো হয়তো দেখেও থাকতে পারেন কারো চেইন মেইলে। চেইন মেইল থেকে কপি-পেস্ট টাইপের লেখা আমি লিখিনা। আমি আসলে আমাদের পারিপার্শ্বিক নানান বিষয় নিয়ে লেখার চেষ্টা করি। শুধুমাত্র গল্প-কবিতা-প্রবন্ধ না। ছবি এবং খবরের উৎস রচনার শেষে দেওয়া আছে। ত্রিমাত্রিক চিত্রকলা নিয়ে কাউকে কিন্তু এখনো লিখতে দেখিনি এখানে তাই ভাবলাম এটা নিয়ে লেখা যায় একটা ছবিব্লগ।
----------------------------------------------------------------------
--------------------------------------------------------
ছবি আসলে কয়টা? কারণ আমি ১০/১৫ টা দেখতে পাচ্ছি।
তবে ছবিগুলো অতি পুরাতন। অনেকদিন আগেই দেখেছি।
দুলাভাই দুষ্টামি করতাসেন তাই কিছু কইলাম না। মাফ কইরা দিলাম আফনারে। আর হ্যালুসিনেশন কিন্তু হইতেই পারে। পড়াশুনা নিয়া দৌড়ের উপর আছেন কিনা !!!
------------------------------------------------------------
--------------------------------------------------------
আমিও মাত্র দুইটা ছবি দেখলাম। এর বাইরেও কিছু ছবি দেখার সুযোগ হইছে। প্রতিবারই ভাবছি, ক্যাম্নে সম্ভব!
আমি আপনাকে আসল ডকুমেন্টটা মেইল করে দিমুনে। মডু ভাইদের অনুরোধ করা সত্ত্বেও হয়তোবা উনাদের ব্যাস্ততার কারণে আমার ব্লগটা ঠিকঠাক করে দিতে পারেনি। সেজন্য বেশ খারাপ লাগছে।
-----------------------------------------------------------------------
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন