অনেকদিন ছবিটবি দেওয়া হয়নাই আমার ব্লগে তাই ভাবলাম আমার আলোকচিত্রিক পাগলামির দ্বিতীয় ব্লগটা লিখেই ফেলি। ব্লগ লেখার আগে ভাবছিলাম নতুন করে আবারো এটার সূচনা বক্তব্য দিতে হবে কিনা। পরক্ষণেই মনে পড়ল অন্য আরেকটা কাজ করলেই তো হয়। পুরানো ব্লগের ঠিকানাটা দিয়ে দিলেই হল। তাহলে আমার নতুন করে সূচনা লেখার ঝক্কি পোহাতে হলনা আবার যাদের ইচ্ছে আছে নতুন করে সূচনাটা পড়বার এবার ঢুঁ মেরে আসতেও ক্ষতি হবেনা।
পাগলামির প্রথমাংশ এখানে পাওয়া যাবে
ছবি তোলায় আমার উৎসাহের কখনোই কমতি ছিলনা। হাবিজাবি এটাসেটার ছবি তুলতে বরাবরই অনেক ভাল লাগে। সেসব ছবির বেশিরভাগই ওঠে চরম ফালতু টাইপের। তবুও তুলি ... ভাল লাগে তুলতে তাই। তবে সবচেয়ে কম তুলি মনেহয় মানুষের ছবি। আর কেউ আমার ছবি তুলতে চাইলেও আমার বেজায় আপত্তি ! হাবিজাবি অনেক প্যাঁচাল পারলাম এইবার আপনাদের আর ধৈর্য্যচ্যুতি না করে ছবিগুলো তাড়াতাড়ি দিয়ে বিদেয় হই।
গোলাপের প্রতি হয়তো অনেকেরই পুরানো আকর্ষণ কাজ করে। আর আমার প্রিয় ফুলগুলোর মধ্যে গোলাপ যে একটা সেটাও বলাই বাহুল্য। এই গোলাপি রঙের গোলাপটা ফুটেছিল আমাদের বাসার বাগানেই। তখন ক্যামেরাবন্দি করেছিলাম এভাবে। গরীব মানুষের ক্যামেরাটা ছিল Kodak EasyShare Z8612 IS ।
এই ছবিটা তুলেছিলাম গতবছর। সিডনির প্রতিবেশী শহর হচ্ছে ওলংগং সেখানের কিয়ামা নামক স্থানে এই লাইট হাউজটি অবস্থিত। ধবধবে সাদা লাইট হাউজটাই তাই ফ্রেমে বন্দি করতে দ্বিধা করিনাই।
ক্যামেরা ছিল Panasonic Lumix DMC TZ-1 ।
এই ছবিটা তুলেছিলাম ওয়াটসন বে থেকে। ঢেউগুলো পাথরে এসে আছড়ে পড়ছে আর সাদা সাদা ফেনার সৃষ্টি হচ্ছে। আমার অতি দুর্বল মোবাইল ক্যামেরাটা দিয়ে তোলে হয়েছিল। সেখানে গিয়ে নিজের চোখে দেখার অভিজ্ঞতাটা আসলেই দারুন। চুপচাপ এখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতেও বেশ ভাল লাগে।
এই ছবিটা তোলার সময় আমি ফেরিতে ছিলাম। ফেরির পাশ দিয়ে একটা স্পীডবোট চলে যাবার সময় দুর্বল মোবাইল ক্যাম দিয়ে বন্দি করে ফেললাম ফ্রেমে।
আজকে এই পর্যন্তই থাকুক।
মন্তব্য
গোলাপের ছবিটার লিঙ্কটা ঠিকঠাক মতন দিতে পারিনি। তাই মন্তব্যের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবার নিজের লেখা এডিট করতে পারিনা। এই অপারগতার জন্য ক্ষমাপ্রার্থী। এইটা সেই গোলাপের ছবি ...
--------------------------------------------------------------
--------------------------------------------------------
মোটে তিনটা ছবি। পেট ভরলো না!
তিনটে নাতো চারটে। আর বেশি দিলে আবার বদহজম হবার সম্ভাবনা আছে কিনা তাই !
--------------------------------------------------------
--------------------------------------------------------
মাত্র তিনটা?... পেট ভরা তো দূরের কথা... [থাক আর বললাম না... :|]
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ওমা ! তুমি এতো বেশি খাও ? আগে কিন্তু জানা ছিলনা।
---------------------------------------------------
--------------------------------------------------------
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লবদাও দেখি কপি-পেস্ট মন্তব্য দেন !
--------------------------------------------------
--------------------------------------------------------
গোলাপের ছবিটা সুন্দর হয়েছে। লাইটহাউজেরটাও হয়েছে। তবে লাইট হাউজের ছবি তুললে একটা জিনিস খেয়াল রাখা দরকার-- লাইট হাউজের আশেপাশের কিছু জিনিস ছবিতে নেয়া দরকার।
যদি ছবি ব্লগই দিতে চান, তাহলে সে মোতাবেক পরিকল্পনা করে নিন। ধরুন ঠিক করলেন আজ ওমুক জায়গার উপর একটা ব্লগ করবেন। ব্যাস, সেখানে চলে যান, দেখতে থাকুন ঘুরে ফিরে, তারপর ছবি তুলুন। ছবি তোলার জন্য মানসিক চোখ এবং চর্মচোখ-- দুটোরই ভাল ব্যবহার জানতে হবে। যেটা জানার চেষ্টা আমি নিজেও করে যাচ্ছি। বেশ কিছু ছবি হওয়ার পর সচলে পোস্ট করলে আমরাও বেশী ছবিওয়ালা একটা ব্লগ পেতে পারি
ফ্লিকারের ছবি এইচটিএমএল সহ কপি করে দিলে ঝামেলা কমে যায়। ছবির সাথে ছবিগুলো যখন তুলতে গিয়েছিলেন সেটার বর্ণনা দিলেও মনে হয় ভাল হতো।
নিয়মিত লিখুন, লেখার বিষয়ের অভাব নেই। চারপাশে লেখার এত বিষয় আছে যে লেখা শুরু করলে আর থামতে ইচ্ছে করবেনা।
পিপিদার অসাধারণ মন্তব্যের জন্য প্রথমেই ধন্যবাগ জ্ঞাপন করছি। পরেরবার কোনও লাইট হাউজের ছবি তুললে আপনার পরামর্শ অবশ্যই মনে রাখার চেষ্টা করব।
আর ভাইজান আমার যেইনা ফালতু লেখা তার চাইতেও ফাউল ছবি তার উপর আবার এতো যত্ন-আত্তি করে ব্লগ লেখা। হেঃ হেঃ, তাইলেই হইসে কাম ! আবারো ধন্যবাদ এমন সুচিন্তিত মন্তব্যের জন্য।
সচলে যে এইচটিএমএল এক্সেপ্ট করে সেটা আমার জানাই ছিলনা। আমি ছবি দিলে সাধারণত পিএইচপি কোড ব্যবহার করে দেই। আর বার বার বেরাছ্যাড়া লেগে যায়। যদিও এইবার অবস্থা খানিকটা ভাল।
------------------------------------------------------
--------------------------------------------------------
ধবধবে সাদা লাইট হাউজটার ছবি আমার অনেক পচ্ছন্দ হয়েছে। হে তবে আশে পাশে কিছু থাকলে দেখতে আরো ভালো লাগত।
গোলাপের ছবিটা অসাধারন হয়েছে। পরের ছবি দেখার অপেক্ষায় রইলাম।
মিনা
আশেপাশে ছিল খালি মানুষ আর মানুষ। মানুষ ছাড়া লাইটহাউজটা নিতে গিয়া পুরা জুম করা ছাড়া আমার গতান্তর ছিলনা। আমার আবার মাইনষের ছবি তুলতে চরম আপত্তি !!!
---------------------------------------------------------------
--------------------------------------------------------
মাত্র তিনটা?... পেট ভরা তো দূরের কথা... [থাক আর বললাম না... :|]
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
হে বালিকা, এক কথা বার বার কইলে কিন্তু ... ... !!!
-----------------------------------------------------
--------------------------------------------------------
চমৎকার!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ধন্যবাদ তুলিপু। আপনাকে অনেকদিন পর আমার ব্লগে দেখলাম।
----------------------------------------------------------
--------------------------------------------------------
একসাথে আরো বেশি ছবি দিলে সমস্যাটা কোথায়?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
জানোনা বুঝি !!! তোমাকে তো আরোই দেওয়া যাবেনা। এমনিতে পোলাও খেলেই তোমার তো আবার ইয়ে হয়ে যায়। আরো বেশি ছবি দিলেতো ...
-----------------------------------------------------
--------------------------------------------------------
আপনাদের ভাই কতোশতো ক্যামেরা। একেক ক্যামেরায় একেক ছবি তোলেন!
এরপর থেকে এত অল্প ছবি দিয়ে 'ছবিব্লগ' নাম দিলে কপালে মাইর আছে কিন্তু!
শুধু কোডাক খানা আমার ক্যামেরা। প্যানাসনিক ক্যামেরাটা আমার ছিলনা। ধার করা জিনিস ভাইজান। ওই ব্র্যান্ডের জিনিস-পত্তরের ম্যালা দাম। আমি তো ভাই গরীব মানুষ বুঝতেই পারতাসেন।
---------------------------------------------------------
--------------------------------------------------------
ফাঁকিবাজির আর জায়গা পাননা? তিনটা ছবি দিয়া পোস্টান?
নাহ...অস্ট্রেলিয়ার মানুষজন দিন দিন ফাঁকিবাজ হইয়া যাইতেসে...আপনি, আপনার পাড়া-প্রতিবেশী সবাইরে কইষ্যা মাইনাস।
তবে ছবি ভালু হইসে। বিশেষ করে লাইট হাউজেরটা।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমার প্রতিবেশী আবার কি করলো ? আমি নাহয় মহা ফাঁকিবাজ, অলস, জোচ্চর একটা মানুষ বুঝলাম।
আর মাইনাসের কথা যে কইতাসেন আপনার কপালে কয়টা মাইনাস লাগানো যায় বলেন দেখি ? এতোদিন যে লেখাটেখা পাইনা আপনার সেটার একটা ব্যবস্থা করে নেন আগে তারপর অস্ট্রেলিয়াবাসীদের কইষ্যা মাইনাস দিয়েন।
ব্যক্তিগতভাবে আমার পছন্দের ছবি হচ্ছে গোলাপি গোলাপটার। কেন যেন অনেকবার দেখলেও ভাল লাগে। মেজাজ খারাপ থাকলেও শান্ত হয়ে আসে।
---------------------------------------------------------
--------------------------------------------------------
'গোলাপি ভূঁতের বাচ্চা'
রঙটাকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য্যটাকে প্রাধান্য দেওয়াটাই কি বেশি যৌক্তিক না ?
----------------------------------------------------------------------
--------------------------------------------------------
সুন্দর ছবি
ধন্যবাদ ঋদ্ধ ।
------------------------------------------
--------------------------------------------------------
ভাল্লাগছে ছবি ব্লগ টা.......আগামী তে আরো বেশি ছবি দিলে হয়না?........এই 1s তোর ব্লগ এ মন্তব্য করলাম............
হ্, আমিতো পুরা তাজ্জব হয়া গেলাম। তোর মতন কুঁড়ের রাণী সচলে মন্তব্য করসে ! ঠিকাছে ঢাকায় গেলে তোরে বিরিয়ানী খাওয়ামুনে।
-----------------------------------------------------------------------
--------------------------------------------------------
ভূঁত কি বাচ্চি লাইট হাউজ এবং ওয়াটসন বে এই দুটো ছবি দেখে মুগ্ধ হয়েছি। এতোটা কিপটুস না হলে কি চলতোনা।
ওয়াটসন বে'র আরো ভাল কয়েকটা ছবি তুলেছি। তোমাকে দেখাবো।
নাম দিতে লজ্জা লাগে নাকি !
--------------------------------------------------------
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন