ভূঁতের প্রলাপ - ৩

ভূঁতের বাচ্চা এর ছবি
লিখেছেন ভূঁতের বাচ্চা (তারিখ: মঙ্গল, ০৮/১২/২০০৯ - ১১:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(১)
আকাশপানে চেয়ে সে বসে থাকে
পাশে বয়ে যাওয়া নির্মল স্রোতধারা
জীবনস্রোতে ভেসে যেতে
কল্পনায় ভেসে ওঠে অতীত এবং ভালবাসা
কার ভুল ছিল তা জানা নেই
তার জন্য কেউ কি আজো ভাবে ?
মনোশঙ্কা থেকে থেকে কি মুক্তি হবে তার ?
চোখ দিয়েও অশ্রুর স্রোত নামে
পেছনে রয়ে যায় ভালবাসার মানুষেরা
জীবনস্রোতে আবারো যাত্রা শুরু
সুখের প্রত্যাশায়
পাশে বয়ে যায় নির্মল স্রোতধারা।

(২)
জেগে ওঠো বন্ধু সূর্য্ যে প্রায় উঠি উঠি
প্রভাত হয়তো এনেছে নতুন সম্ভাবনা
গতকাল কেঁদেছিলে তুমি কিন্তু আজ নতুন দিন
আর দেরি নয়, সময় হল যে নবযাত্রার।

খুলে দাও জানালা
শ্বাস নাও বুক ভরে
শুদ্ধ বাতাস থেকে
বুঝে নাও তোমার অংশ
আঁকড়ে ধরো ভালবাসা
দুঃখের কাঁটাকে দাও সরিয়ে।
প্রাণখুলে হাসো বন্ধু
হৃদয়কে আলোকিত করো
পা বাড়ালেই নতুন সম্ভাবনা
অতীতকে যাও ভুলে
বর্তমানের মাঝেই যে ভবিষ্যতের জন্ম
চিরস্মরণীয় হয়ে থাকুক তোমার কর্মগুলো।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

"গতকাল কেঁদেছিলে তুমি কিন্তু আজ নতুন দিন
আর দেরি নয়, সময় হল যে নবযাত্রার।"---------বাহ্!!!!!!!!!!!!!!!
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

ভূঁতের বাচ্চা এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ।
--------------------------------------------------------

--------------------------------------------------------

প্রবাসিনী এর ছবি

আপনার প্রথম লেখাটা পড়ে মান্না দের "আকাশপানে চেয়ে চেয়ে, সারা রাত জেগে জেগে" গানটার কথা পড়ে গেল।
________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

ভূঁতের বাচ্চা এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ তোমাকে।
তবে ব্লগটা লেখার সময় গানটার কথা একেবারেই মনে ছিলনা।

--------------------------------------------------------

--------------------------------------------------------

এনকিদু এর ছবি

অনেকদিন পর ভূঁতের বাচ্চাকে সচলে দেখলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ভূঁতের বাচ্চা এর ছবি

আসলে একটু ব্যস্ত হয়ে গেছিলাম পড়াশুনা আর কাজকর্ম নিয়ে।
--------------------------------------------------------

--------------------------------------------------------

গৌতম এর ছবি

গতকাল কেঁদেছিলে তুমি কিন্তু আজ নতুন দিন
আর দেরি নয়, সময় হল যে নবযাত্রার।

দারুণ!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ভূঁতের বাচ্চা এর ছবি

মন্তব্য করার জন্য ধন্যবাদ গৌতমদা। আমার ব্লগে আপনাকে অনেকদিন পর দেখলাম।
--------------------------------------------------------

--------------------------------------------------------

সাইফুল আকবর খান এর ছবি

আপনি নিয়মিত হন না!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তানবীরা এর ছবি

দ্বিতীয় কবিতাটা ঝাক্কাস। বাচচারা থাকবে উদ্দীপনাময়। কান্নাকাটি করার জন্যতো আমরা আছিই।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভূঁতের বাচ্চা এর ছবি

হেঃ হেঃ ঠিক বলেছেন তাতাপু। কিন্তু বাচ্চা বুঝি আর সারাজীবন থাকা গেলনা ... কত্তো চিন্তা আসে যে মাথায় মাঝেমাঝে ...
--------------------------------------------------------

--------------------------------------------------------

লীন এর ছবি

প্রথমটা বেশী বেদনাবিলাসী লাগলো।
তবে দ্বিতীয়টা অসাধারণ।

______________________________________
লীনলিপি

______________________________________
লীন

অতিথি লেখক এর ছবি

আশমএরশাদ

ধন্যবাদ

ভূঁতের বাচ্চা এর ছবি

আপনাকেও ধন্যবাদ।
--------------------------------------------------------

--------------------------------------------------------

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গৌতম'র মন্তব্যে ঐ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মিনা এর ছবি

প্রথমটার চেয়ে দ্বিতীয়টা অসাধারণ।
খুব ভাল লিখেছিস।
"চিরস্মরণীয় হয়ে থাকুক তোমার কবিতাগুলো"

~মিনা~

ভূঁতের বাচ্চা এর ছবি

পড়েছিস জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ তোকে।
--------------------------------------------------------

--------------------------------------------------------

স্বপ্নহারা এর ছবি

খুব ভাল লেগেছে...বিশেষত দ্বিতীয়টা!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

ভূঁতের বাচ্চা এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ, স্বপ্নহারা।
--------------------------------------------------------

--------------------------------------------------------

আশরাফ মাহমুদ এর ছবি

গান করা যায়।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

ভূঁতের বাচ্চা এর ছবি

সুর বসিয়ে গেয়ে ফেলুন তাহলে ... তারপর আমাদের শুনিয়ে দিন।
অপেক্ষায় রইলাম।
--------------------------------------------------------

--------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

জয় হো.....হাসি

(জয়িতা)

ভূঁতের বাচ্চা এর ছবি

কেমন আছেন জয়িতা ?
--------------------------------------------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।