কাগজের মতন ব্যাটারি

ভূঁতের বাচ্চা এর ছবি
লিখেছেন ভূঁতের বাচ্চা (তারিখ: শনি, ০২/১০/২০১০ - ১১:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoইলেকট্রনিক সংবাদপত্রের ধারণাটি এখন আর নতুন নয়। এর মতন অত্যন্ত পাতলা, নমনীয় এবং সহজেই বহনযোগ্য নানানরকম নতুন নতুন ইলেকট্রনিক পণ্য আবিষ্কারের প্রধান সমস্যা হচ্ছে এর বৈদ্যুতিক উৎসটি। ব্যাটারিগুলো এখনো তেমন হালকাভাবে তৈরি করা সম্ভব হয়নি। তাই এসব ইলেকট্রনিক পণ্যে সাধারণ ব্যাটারিগুলো ব্যবহার করলে এর ওজন বেড়ে যাচ্ছে; তাই অনেক ক্ষেত্রেই সেটিকে যতোটা পাতলা, নমনীয়ভাবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল তা অর্জন করা সম্ভব হয়না।

এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। উনারা সম্প্রতি কাগজের মতন পাতলা এক ধরনের ব্যাটারি উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। কাগজের মতন পাতলা এই ব্যাটারিগুলো ইলেকট্রনিক সংবাদপত্র অথবা অন্যান্য পাতলা, নমনীয় ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করা সম্ভব হবে। এবং এগুলো ব্যবহার করলে ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাবারও কোনও সম্ভাবনাও নেই।

ব্যাটারিগুলো তৈরি করা হয়েছে মূলত কার্বন ন্যানোটিউব থেকে। ব্যাটারি তৈরির প্রথম পর্যায়ে কার্বন ন্যানোটিউবগুলোর প্রলেপ সৃষ্টি করা হয়, এরপর এই ন্যানোটিউবের স্তরটিকে লিথিয়াম কম্পাউন্ডের সাহায্যে আরো এক প্রলেপ দেওয়া হয়। এরপর যে দুই স্তরবিশিষ্ট ফিল্ম পাওয়া যায় সেটিকে একটি কাগজের দুইপাশে লাগানো হয়। এর ফলে তিরিশ মাইক্রন পুরু ব্যাটারি সৃষ্টি করা হয়। এই ব্যাটারি অত্যন্ত নমনীয় এবং হালকা তো বটেই। গবেষণায় দেখা গেছে তিনশত বার রিচার্জ করার পরেও এর ক্ষমতা অক্ষত থাকে। বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন যে এমন পাতলা, নমনীয় ব্যাটারি উদ্ভাবনের ফলে এগুলোকে প্রায় যে কোনও বস্তুতেই শক্তির উৎস হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।

-------
মূল লেখাটি পাবেন এখানে


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

কালে কালে কত কী দেখবো... চোখ টিপি

আশাবাদী হলাম ভবিষ্যতের কথা ভেবে।

পাগল মন

নাশতারান এর ছবি

ছবি দেখা যাচ্ছে না, লিঙ্কও কাজ করছে না মন খারাপ

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ভূঁতের বাচ্চা এর ছবি

ঠিক করে দিয়েছি বুনোপু, এবার দেখেন।
--------------------------------------------------------

--------------------------------------------------------

অতিথি লেখক এর ছবি

মনে হচ্ছে 'ন্যানো টেকনোলজী' আর বার বিশ্ব কাঁপাবে!
রোমেল চৌধুরী

হাসিব এর ছবি

ইলেকট্রনিক সংবাদপত্র এরকম একটা ধারনা যেটা বাস্তবে দেখার সম্ভাবনা নেই। এটা হতে পারে মানুষ নিউজপেপার সাবস্ক্রাইব করে অনলাইনে পড়বে আইপ্যাড ধরনের গ্যাজেটে। কিন্তু শুধুমাত্র সংবাদপত্রের জন্য আলাদা গ্যাজেট বিকোবে না।

পোস্ট লেখায় আরোও একটা খাটুনি দিলে আমরাও একটু উপকৃত হতাম। পোস্টটি পড়ার সময় কাগুজে পত্রিকার কোন নিউজ পড়ছি বলে মনে হচ্ছিলো।
________________________________________________
নীড়পাতা.কম ব্লগকুঠি

আঁকাইন এর ছবি

নতুন যে প্রযুক্তিতে আমি বেশ অবাক হলাম ওটা হয়ত আমিই জানতাম না। 'ডাইসন; ব্রান্ড এর পাখা ছাড়া ফ্যান।
নিচের এই লিঙ্ক এ গেলে পাবেন।

http://www.dyson.com/fans/

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

ভূঁতের বাচ্চা এর ছবি

পাখা ছাড়া ফ্যানগুলো এখানেও এসে গেছে।
মাস দুয়েক আগে শোরুমে দেখলাম।
তবে ফ্যানগুলোর দাম দেখে কেনার ইচ্ছে উবে গেছে।
পিচ্চি এই ফ্যানগুলো এখানে ২৫০ ডলার করে বিক্রি করছে।
--------------------------------------------------------

--------------------------------------------------------

স্পর্শ এর ছবি

আরেহ! দারুণ ব্যাপার তো।
কিন্তু একবার চার্চ দিলে কতক্ষণ এই চার্জ থাকবে সে তথ্য কি পাওয়া গেছে?


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ভূঁতের বাচ্চা এর ছবি

সে ব্যাপারে কিছু লেখেনি ওরা।
তবে এটাতো মনেহয় সেলটা কতোটা বড় করে বানানো হয়েছে তার উপরেও নির্ভর করছে।
--------------------------------------------------------

--------------------------------------------------------

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আপনার এই লেখাটা সচলায়তনে প্রকাশের ২১ ঘন্টার মধ্যে এখানে প্রকাশিত। এটা মনে হয় সচলায়তনের নীতিমালা লঙ্ঘন করে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।