~একটি জরুরী এলান~

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: বিষ্যুদ, ১৩/১২/২০০৭ - ১:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

.এতদ্বারা আদিষ্ট হইয়া সচলায়তনের সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানানো যাইতেছে যে, সহব্লগার শ্রীমান অমিত আহমেদের উদ্যোগে এই প্রথমবারের মতো রাজধানী শহরে এক বিরাট সচল - সমাবেশের আয়োজন করা হইয়াছে।

আগামী শনিবার, ১৫ ই ডিসেম্বর, ২০০৭ ইং, শাহবাগস্থ চারুকলা ইন্সটিটিউটের ছাদে বিকাল ৫ ঘটিকায় এই সমাবেশ অনুষ্ঠিত হইবে।...
হেলায় সুযোগ হারাইবেন না (২)।।...

উক্ত অনুষ্ঠানে দলে দলে যোগ দিয়া সমাবেশকে সাফল্যমণ্ডিত করুন!

ধন্যবাদান্তে--

*বিঃ দ্রঃ বিস্তারিত জানিতে এইখানে ভ্রমন করুন।।


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

ইহা একটি অস্থায়ী ডাক। সুযোগ বুঝিয়া মুছিয়া ফেলা হইবে।...


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্টিকি করা হইল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বিপ্লব রহমান এর ছবি

সাধু (২) ! হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মাহবুব লীলেন এর ছবি

আমার সন্দেহ হচ্ছে। অমিত সেখানে ঢুকতে পারবে কি না
কারণ দীর্ঘ দিন সে বিদেশে ছিল। বাংলাদেশ যে ঘণ্টায় ঘণ্টায় বদলায় সে খবর কি আর রাখে?

নো প্রব্লেম। যদি চারুকলার ছাদে ঠাঁই না পাওয়া যায় তবে শাহবাগ আজিজ সুপার মার্কেটের তিন তলায় চলে আসবেন সবাই
(সন্ধ্যা ছয়টার মধ্যে আসতে পারলে সবাইকে পিঠা খাওয়ানোর ব্যবস্থা করতে পারবো ((অন্যের ঘাড়ের উপর দিয়ে))

তিন তলায় এসে ৯১ ঘরে শুদ্ধস্বরে খোঁজ করবেন

অমিত আহমেদ এর ছবি
ঝরাপাতা এর ছবি

ঠিকাছে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুবিনয় মুস্তফী এর ছবি

আয়োজন সফল হউক। ছবি তুলিয়া পুস্ট করিয়া দিবেন বলিয়া আশা করা যাইতেছে। না দিলে খবর হইবেক।

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আসার ইচ্ছা ছিল খুব, কিন্তু পারলাম না এইবার ...

কালকে বিকালে চিটাগাং যাচ্ছি, রবিবার ঢাকায় ফিরবো ...

দুঃখ লাগতেছে, আবার কবে সবার সাথে দেখা করার সুযোগ আসবে কে জানে ...

থার্ড আই এর ছবি

বিবিসি'র সাথে আলাপ কইরা দ্যখুম নাকি ?? চারুকলার ভিতর থেইক্কা সচল সমাবেশের লাইভ নিউজটা প্রচার করা যায়কিনা??
আগাম শুভেচ্ছা। ছবি তুলায় কার্পণ্য কইরেননা।
--------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আড্ডাবাজ এর ছবি

সব বুঝলাম। খালি বুঝলাম না, মিটিং ছাদের উপর কেন? ওয়াজে কারা কারা থাকবেন? হুযুরদের নাম দেন? জমে উঠুক সচল আড্ডা। ধন্যবাদ।

সুজন চৌধুরী এর ছবি

আহারে ‍!!! চারুকলার ছাদ !কতোদিন দেখি না।
ভাই সকল অনেক ছবি দিয়েন দুধের স্বাদ ঘোলেই মিটাবো।
আয়োজন সফল হৌক।

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

পুতুল এর ছবি

আপনারা দলে দলে যোগ দিয়া সভাকে সাফল্য মন্ডিত করিয়া তুলুন,
আমরা ব্লগে তাহা দেখিয়া দেখিয়া অশ্রুপাত করি।
শুভ কামনা।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

রাহা এর ছবি

আমি আসুম তবে কেউ কারো যদি নিক না জিগান তয় !!

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

রাহা এর ছবি

আমি আসুম তবে কেউ কারো যদি নিক না জিগান তয় !!
হেহে

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

হাসান মোরশেদ এর ছবি

সচলায়তনে তো সবাই সবাইরে চিনে হাসি
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

সঠিক। না জিজ্ঞেস করেও সবাই সবাইকে এমনিই চিনে নেবে নিশ্চিত।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

এস্কিমো এর ছবি

কানাডা থেকে যাবার টিকিট সংগ্রহ করবো কোথা থেকে..

ঠিকানা দেন।

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

অমিত আহমেদ এর ছবি

সমাবেশ নিয়ে লেখা চাই!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।