ত্রিপুরার মেলাঘরে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে পপ সম্রাট, ১৯৭১ এর গেরিলা যোদ্ধা আজম খানের পরিচয় হয় জাহানারা ইমামের ছেলে রুমির সঙ্গে। খুব তাড়াতাড়িই দুজনে বন্ধু হয়ে যান। আজম খান জানালেন, “রুমিই আমাকে এলএমজি, রাইফেল চালানো, বিভিন্ন প্রশিক্ষণ দেয়া শুরু করলো। আমাদের মধ্যে রুমিই ছিল সবচেয়ে এক্সপার্ট। একদিন সে চলে গেল যুদ্ধে। পরে খবর পেলাম সে শহীদ হয়েছে। মনটা খুবই খারাপ হলো।”
...ভয় কী বস্তু তা ছেলেবেলা থেকেই অজানা ছিল আজম খানের কাছে। সম্মুখ যুদ্ধেও লড়েছেন গান গাইতে গাইতে। তিনি বললেন, “আমি বেশির ভাগ সময় গান গাইতাম আর যুদ্ধ করতাম। সেসময় কিশোর কুমার ছিল হিট। তার গানই বেশি গাওয়া হতো। হিন্দি বাংলা কত গান করছি আর গুলি চালাইছি! এমনও হয়েছে গুলি করছি, গান গাইছি, আবার মুড়ি মুড়কি চিবাচ্ছি। আমার গান শুনে পাশ থেকে সহযোদ্ধারা বলত - ওই গান থামা, পাক সেনারা শুনলে বুইঝা যাইবো তুই কই আছস। তোর মরণের ভয় নাই নাকি। আমি বলতাম - আরে মরবই তো, ভয় পাওয়ার কী আছে! গান গাইয়া লই।”
---
'আজম খানের মুক্তিযুদ্ধ' শিরোনামের সাক্ষাৎকারভিত্তিক এই চমৎকার লেখাটি বিস্তারিত পড়ুন গ্লিটজ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ।
মন্তব্য
আজম খানের মুক্তিযুদ্ধ বিষয়ক সচলের একটি লেখা পড়ুন এখানে । ধন্যবাদ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
কেউ ভয়ে বাকরুদ্ধ হয়ে মরে
আর কেউ মরে জীবনের গান গাইতে গাইতে
প্রিয় গায়ক মুক্তিযোদ্ধা আজম খান- গুরু তোমাকে সালাম।!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আজম খানের নতুন পরিচয় তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
গুরুর জন্য জাঝা।
পোষ্টের জন্য (বিপ্লব)
কি মাঝি? ডরাইলা?
গুরুকে সালাম
আর আপনাকে (বিপ্লব)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হুমম।...এই তাহলে ঘটনা!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
লিংকের জন্য ধন্যবাদ।
আপনার আগের লেখাটি পড়েছিলাম ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন