মইনের ঘোড়াগুলি
----------------
জেনারেল মইন উ. আহমেদের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ছে। আগামী জুনে তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। আজ রাষ্ট্রপতি এক আদেশে তার চাকরির মেয়াদ বাড়ালেন।
লক্ষ্যনীয়, এই সেনা প্রধান কোনো যুদ্ধ ছাড়াই কিছুদিন আগে লেফটেনেন্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি পান।
দুই. এর পর তিনি আমাদের শুনিয়েছেন, এক আশ্চর্য গণতন্ত্রের কথা। সেটি হচ্ছে, নিজস্ব ধাঁচের গণতন্ত্র - ওন ব্র্যান্ড অব ডেমোক্রেসি।
তিন. সম্প্রতি তিনি ভারতীয় সেনা বাহিনীর কাছ থেকে পেয়েছেন লাল গালিচা সম্বর্ধনা। পরে ভারতীয় সেনা প্রধান তাকে উপহার দেন ছয় - ছয়টি ঘোড়া। (নিন্দুকেরা অবশ্য বলেন, ছয় অশ্বশক্তি!)
চার. গত সপ্তাহে বাজার ঘুরে তিনি চালের ওপর নির্ভরশীলতা কমিয়ে জনগণকে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। আর গতকাল বাজারে গিয়ে বলেছেন, দেশে পর্যাপ্ত চালের মজুদ আছে। কোনো সঙ্কট নেই। আতংকের কারণে চালের দাম বাড়ছে।
কার তাতে কী!
--------------
এখন কয়েকটি অনিবার্য প্রশ্ন ঘুরেফিরে আসছে:
এক. জে. মইনের চাকরির মেয়াদ বাড়ায় জাতির কী উপকার হবে?
দুই. এটি কী পুরোপুরি সামরিক শাসন জারি করার পাঁয়তারা?
তিন. দুই নম্বর প্রশ্নটির উত্তর 'হ্যাঁ' হলে আমরা কী নিশ্চিতভাবে প্রথমে একজন নতুন প্রধান সামরিক আইন প্রশাসক, পরে নতুন একজন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি?
চার. এই অনিশ্চিত যাত্রার অবসান কী এ বছর ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমেই শেষ হবে?
কে জানে এই সব 'অবান্তর প্রশ্নের পটু উত্তর'??
দেয়ালের লিখন, না যায় খণ্ডন
---------------------------
জরুরী অবস্থার ভেতরেও হঠাৎ হঠাৎ কিছু দেয়াল লিখন চোখে পড়ে। একজন সহব্লগার প্রেসক্লাবের পাশের দেয়ালের একটি লিখনের কথা জানিয়েছিলেন।
সেখানে নাকি লেখা ছিলো:
মর বাঙালি না খেয়ে ভাত,
ফখরুদ্দীনের আশির্বাদ!
খবরের লিঙ্ক ।
মন্তব্য
হক মওলা!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে, মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
এই প্রশ্নের উত্তর পেলেই বাকিগুলো তেমন দরকারি মনে হবে না।
একটা কথা: জেনারেলের অশুদ্ধ শিরোনামধারী বইটির অযথা বিজ্ঞাপন করা খুব জরুরি? সরিয়ে দিলে কি হয়?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
কোনোমতেই জেনারেলের বইটির বিজ্ঞাপনের জন্য ছবিটি ব্যবহার করা হয়নি; তার প্রমান এই লেখাটি @ মুহম্মদ জুবায়ের ।
তবু আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটি বদলে দিলাম।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটু মনে হয় ভুল বুঝলেন। 'বইয়ের বিজ্ঞাপন' কথাটা আমি ঠিক অভিযোগ হিসেবে বলিনি কিন্তু। দুঃখিত।
ছবি বদলে দেওয়ার জন্যে ধন্যবাদ।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
খালি গোলাগুলি কইরা যুদ্ধ করলেই আপনি কাউন্ট করবেন, রক্তপাতহীন যুদ্ধের মাধ্যমে দেশ ও জাতিকে তিনি রক্ষা করলেন ...হেইডার ল্যাইগ্গা কি জেনারেল পদ দেওন যায়না??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আইয়ুব খান তো ফিল্ড মার্শাল হয়েছিলেন কোনো যুদ্ধ না জিতে!
পাকিস্তানের এক বিচারক একবার বলেছিলেন: পাকিস্তানী সেনাবাহিনীর সবচেয় বড়ো কৃতিত্ব ও অর্জন হলো তারা নিজের দেশকেই একাধিকবার দখল করতে সক্ষম হয়েছে।
আমরা কম কীসে?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
হয়তবা
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
দেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন নিয়ে তাদেরই পয়সা দিয়ে অস্ত্র কিনে, সেই অস্ত্র দেশের মানুষের দিকে তাক করে তাদেরকে জিম্মি করে ফেলা কি চাট্টিখানি কথা? এইরকম কাজ যে বাহিনী গত বত্রিশ বছর ধরে নিয়মিতভাবে করে আসছে, তাদেরকে স্মার্ট বলবেন না? এমন স্মার্ট বাহিনীর প্রধানের চাকুরীর মেয়াদ শুধু এক বছর না, দশ বছর বাড়ানো উচিত। ব্লাডি সিভিলিয়ানরা এখনো হাটুর মর্যাদা বুঝল না।
ওন ব্রান্ড অব ডেমোক্রেসি!! জলপাই শেখায় গনতন্ত্র!!
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আপনারা যে যাই বলেন না কেন
বাংলাদেশে যখন প্রথম ডগ স্কোয়াডে কুত্তা আসে তখন তাদের সুযোগ সুবিধা দেখে আমি বহু চেষ্টা করেছি ডগ স্কোয়াডের কুত্তা পদে আবেদন করার
শেষমেশ সেই চেষ্টা বিফল হওযায় বলেছি পরজন্মে যেন আমি ডগ স্কোয়াডের কুত্তা হতে পারি (বলেন আমিন)
সাম্প্রতিকালে অতিথি ঘোড়াগুলোরে দেখে কতগুলো বিষয় আমার মনে হচেছ
এই ঘোড়ারা অতি সম্মানীত ঘোড়া। তাদেরকে কোনোদিনও চাষবাস কিংবা বাজার হাট করতে হবে না
চাকরি তো নয়ই
সুতরাং আপনারা কেউ আপত্তি না করলে আমি আমার পরজন্মের চয়েজ চেঞ্জ করে উপহারের ঘোড়া হতে চাই (অশ্বশক্তি সম্পন্ন)
আপনার বাদশাহ আকবরের হাতি-ঘোড়া উপহার দেওয়ার লেখাটা মনে পড়ল .... সাধু সাধু ...
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
সবাইকে ধন্যবাদ।
লীলেন ভাইয়ের মন্তব্যে (বিপ্লব) ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
odvut uter pithe coleche shawdesh...
--------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
ছবির ক্যাপশনেই বিপ্লব !!! মইনের ঘোড়াগুলি ...।
---------------------------------
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
বিপ্লবের লেখাটির উপর মত দিতে গিয়ে প্রথমেই মাথায় এসেছে আইয়ুব খান , সেটা আপনি বলে দিলেন ।
ধন্যবাদ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
তবুও কেবলি দৃশ্যের জন্ম হয়
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
এতো প্রশ্ন মাথায় আসে ক্যান?? পানি খাবেন, আর ঘুমাবেন। বোরো ধান উঠলে একবেলা ভাত খাবেন, ব্যাস।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ...ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বাঙালি না হৈআ মইনের ঘুড়া ঐতে পার্লেও কাম আছিল্।
------------
কুচ্ছিত হাঁসের ছানা
বিগড়ে যেওনা বেটা। সামনে শুভদিন আসবে। নতুন গণতন্ত্রে নজমুল আলবাব আবার পত্রিকা বের করবে। তোমারে তাতে সম্পাদক বানাবে... তারপরে তোমার...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
six horse pawer এ মেশিন তো চলে না।
মুগল আমলে এলাকা অনুযায়ী নাকি সিপাহসালারদের কাউকে ১০০ ঘোড়া, কাউকে ১০০০ ঘোড়া দেয়া হতো।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
সবাইকে আবারও ধন্যবাদ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লব রহমান বড্ড বাজে বকে।
নতুন মন্তব্য করুন