স্বপ্নায়তন: ত্রিনয়ন বশীকরণ পর্ব

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: বিষ্যুদ, ০৮/০৫/২০০৮ - ১০:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বালিকাবশীকরণ লইয়া ত্রিনয়নের বেলেল্লাপনা মাত্রা ছাড়াইয়া যাইতে বসিয়াছিলো। ‘প্রথম দেখাতেই চোখাচোখি করিয়া কী করিলে কী হয়’ জাতীয় সচলে একটি লেখা ফাঁদিবার পর হইতেই তাহার আর ঘুম নাই। তাহার শুধু একই চিন্তা, কী ভাবে এই তত্বখানি নিজে প্রয়োগ করিয়া সফলকাম হইবেন!

বিলাতের সময় অনুযায়ী গভীর রাতে ত্রিনয়ন আমাকে মোবাইল ফোনে একের পর এক এসএমএস ঠুকিতে লাগিলেন। তাহার আব্দারের আর অন্ত নাই, কী করিবো দাদা? জীবন তো মরুভূমি হইয়া যাইতেছে। এই জন্মদিনখানাও শুধু ব্লগায়তনেই পার করিলাম। সত্বর একটা উপায় বাহির করুন না! --ইত্যাদি।

সংঘবদ্ধ তথ্য চোরাচালান দলের সক্রিয় সদস্য বলিয়া তাহাকে নিরাশও করিতে পারি না। মুখ রক্ষা করিবার জন্য হের হিমু, না হয় ধুসর, অথবা আসা শিমুলের শরণাপন্ন হইবার পরামর্শ দিয়া সে যাত্রায় কোনো রকমে রক্ষা পাইলাম।

অল্প কয়েকদিন পার আবারও তাহার এসএমএস। এই বার বেশ উল্লসিত ত্রিনয়ন। অবশেষে তাহার ভাগ্যে না কী শিকে ছিঁড়িয়াছে! বালিকা বশ হইয়াছে! তবে দেশি নয়, একেবারে আড়াইমনি ওজনের স্বর্ণকেশী বিদেশিনী!!!

আমি চোখ ডলিয়া তাহার ভুল ইংরেজীতে লেখা মোবাইল বার্তাখানা বার বার পড়িলাম। নাহ, ঠিকই তো পড়িয়াছি। ইহার পরে ইমেইলে সে ঘটনার দীর্ঘ সচিত্র বর্ণণা দিয়াছে।

সেদিন দুজনে, দুলেছিনু বনে...সেদিন দুজনে, দুলেছিনু বনে... বাকীটুকু তাহারই বর্ণনামতে:

নিজের রচিত বশীকরণমন্ত্র একের পর এক ফেল মারিবার পর বিলাতের প্রবাসী বাঙালি নারী সমাজ যখন ‘ত্রিনয়ন ঠেকাও কমিটি’ গঠন করিলো, তখন আমি একটু দমিয়া গেলাম।

ভাবিলাম, ভালো মতো এই লাইনে বিদ্যা অর্জন করিয়া মাঠে নামাই ভলো। মহান সাংবাদিক মার্ক টালি সাহেব বলিয়াছেন....কী যেনো ছাই! কিছুতেই তাহা মনে পড়িতেছে না! কিন্তু কিছু একটা গুরুত্বপূর্ণ কথা তিনি নির্ঘাত বলিয়াছেন আর কী!...

সে যাহাই হোক। এক বৈকালে ঝোলার মধ্যে ডেল কার্নেগি লিখিত ‘ছ্যাকাপ্রাপ্তগণের মোক্ষ লাভের উপায়’ বইখানি লইয়া আমি হাইড পার্কে প্রবেশ করিলাম।

গত কয়েকদিন অফিস কামাই করিয়া দিনরাত্রি বইখানা মুখস্ত করিয়াছি। তবু ইহা সঙ্গে আনিয়াছি, যদি কোনো কৌশল ভুলিয়া যাই তো পুস্তকখানা একবার চট করিয়া দেখিয়া লাইবো। আর বুকপকেটে হিমু+ধুসর+শিমুলের টিপিস লেখা নোট তো রহিয়াছেই।

বলিয়া রাখি, এইবেলা আমার লক্ষ্যবস্তু শুধু বিদেশিনী। তা সে কালো-ধলা-বোঁচা-বেটে যাহাই হোক, মনে ধরিলেই চলিবে। তবে কোনো মতেই বঙ্গ দেশিয় নহে!

এদিক সেদিক ঘুরিতে ঘুরিতে হঠাৎ মনে হইলো, কে যেনো চুপি চুপি আমাকে অনুসরণ করিতেছে। একটু পরে দেখিলাম, সন্দেহ ঠিকই। আমার কাছে মাঝে মাঝে এক স্বর্ণকেশী সিলেটি বাংলা শিখিতে আসেন। সেই-ই এতোক্ষণ আমার পিছু লইয়াছে!

আড়াইমনি সেই বালিকার উদ্দেশ্যে কম্পিত গলায় বলিলাম, আরে লরা! তুমি এই খানে!

লরা কহিলেন, হাওয়া খাইতে আসিয়াছি। তা তুমি কী মনে করিয়া?

আমি তোতলাইয়া সিলেটি-ইংরেজী মিশাইয়া বলিলাম, এই মানে...ইয়ে আর কী!...

এদিকে আমার কিছুতেই ডেল কার্নেগির বিদ্যা মনে পড়িতেছে না। ব্লগারত্রয়ের টিপসও যতবারই মনে করিতে চাই, ততবারই মনে পড়ে সুরা ইয়াসিন। ততক্ষণে বুকের মধ্যে একশ ঢাকি উদ্দাম নৃত্যে ঢাক বাজাইয়া চলিয়াছে।

স্বয়ংক্রিয়ভাবে আমার হাতে আপনা-আপনি ঝোলা হইতে উঠিয়া আসিল ডেল কার্নেগির পুস্তকখানি।

ইহা দেখিয়া লরার হাসি আর ধরে না। সে-ও সলজ্জ মুখে তাহার ঝোলা হইতে বাহির করিলো একই পুস্তক! ঘটনা আপাতত এইটুকুই। ...

পাঠকগণ, এইক্ষণে আপনারাই বলুন, কেমনে কী? চোখ টিপি


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

গতকালই শিখছি মন্তব্যে বিপ্লব দেয়া
আপনাকে প্রথম দিয়ে দেখি
লেখার জন্য (বিপ্লব)
[শিমুল ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা.. এই দূর্লভ জ্ঞান প্রদানের জন্য]

হিমু এর ছবি

কিন্তু প্রশ্ন তো রয়ে গ্যালো। থার্ডুভাই কি "সফলকাম" হলেন শেষ পর্যন্ত?

তবে প্রিয় স্যুটকোটম্যানের ব্যক্তিগত অভিযানের আংশিক বর্ণনা ফেঁদে তাঁর চরিত্রটিকে অঙ্কুরেই বিনাশের এই হীন প্রয়াসকে নিন্দাবাদ জানিয়ে বলি, আপনাকে (বিপ্লব)!


হাঁটুপানির জলদস্যু

বিপ্লব রহমান এর ছবি

কিন্তু প্রশ্ন তো রয়ে গ্যালো। থার্ডুভাই কি "সফলকাম" হলেন শেষ পর্যন্ত?

উহু...সফলকাম হইয়াছেন আড়াইমনি স্বর্ণকেশী লরা। অনুগ্রহ করিয়া ছবিখানা দেখুন।

প্রশ্ন কিন্তু আরো একখানা রহিয়াছে, হের হিমু ত্রিনয়নকে বালিকাবশীকরণে কী টিপস দিয়াছিলেন, জানিতে পারি? চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুমন চৌধুরী এর ছবি

সে-ও সলজ্জ মুখে তাহার ঝোলা হইতে বাহির করিলো একই পুস্তক! ঘটনা আপাতত এইটুকুই। ...

বইটার নাম কন....



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

বিপ্লব রহমান এর ছবি

ডেল কার্নেগি রচিত ‘ছ্যাকাপ্রাপ্তগণের মোক্ষ লাভের উপায়’ । আপনারও এক কপি চাই বুঝি? সত্বর ডাক মাশুলসহ ত্রিনয়নের সহিত যোগাযোগ করুন! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

শেখ জলিল এর ছবি

অতঃপর ত্রিনয়নের শিকে ছিঁড়লো!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সবজান্তা এর ছবি

ফাডায়ালাইছেন

(বিপ্লব)
----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

ফারুক হাসান এর ছবি

বিপ্লব দা,
ফেসবুকেও নাকি বশীকরণ চলিতেছিলো। এইবারে বশীকরণ এতটাই সফল যে বিবাহের সম্ভাবনা পর্যন্ত নাকি দেখা গিয়াছিল। কিন্তু উনি এই আশংকা করিতেছেন যে, আমাদের মত কতিপয় অতি উত্ সাহী পাব্লিকের কারণে তাহা ভেস্তে যাইতে পারে।
এই দুঃখ কই রাখি!
----------------------------------------------
ব্লগরব্লগর | রম্যরচনা | চাপাবাজী

বিপ্লব রহমান এর ছবি

হুমম...এ-ও শুনিয়াছি, ওই অন্তর্জালীয় মুখমণ্ডলের-পুস্তকখানায় এখন না কী (বিপ্লব) চলিতেছে? খাইছে


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অমিত এর ছবি

খাইছে

মাহবুব লীলেন এর ছবি

কমিউনিস্টরা মৌলবাদী হবার আগে প্রথমে যেমন গণতন্ত্রী হয়
বিপ্লব রহমানও তেমনি ১০০% রোমান্টিক রচনা লেখার আগে অন্যের প্রেম কাহিনী নিয়ে রচনা লিখে বিপ্লব থেকে সোশাল হলেন (অন্যের সব কিছুই সোশাল)

এর পরে আসিতেছে বিপ্লব রহমান রচিত পিরিতের গত্তে কেন কাদা...

অবশেষে আরেকজন বিপ্লবী ধরাশায়ী হইলেন...

বিপ্লব রহমান এর ছবি

এর পরে আসিতেছে বিপ্লব রহমান রচিত পিরিতের গত্তে কেন কাদা...

উহু...এর পর আসিতেছে, ফিটার লীলেনের দাঁড়ির তিনটি উকুন কী বলিয়াছিলো? দেঁতো হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... চোখাচোখিতে সমস্যা দেখা যায়... নায়িকার দুই নয়ন নায়কের তিনখান... বাড়তি চোখ তবে কাহার দিকে তাকায়?______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

এই জন্যই তো উনি নিজের রচিত বশীকরণে একেকপর এক ফেল মারিয়া চলিয়াছিলেন! যাহাই হোক অবশেষে ডেল কার্নেগি তাহাকে উদ্ধার করিয়াছেন! হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রেনেট এর ছবি

জব্বর জোশিলা পেরেম কাহিনী দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রায়হান আবীর এর ছবি

ঝাক্কাস টু দি পাওয়ার ইনফিনিটি। দেঁতো হাসি

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

দুর্দান্ত এর ছবি

ছবিতে দেখি আড়াই মন ব্লন্ড ছাড়াও এক-দেড় মনের একটা ব্রুনেট-ও আছে। পাউন্ডের দাম না হয় কমতেছে, তাই বলে এক টিকেটে দুই ছবির মত, এক অভিসারে দুই নায়িকা... আমিন...সুম্মামিন।

ধুসর গোধূলি এর ছবি

- তিন নাম্বার চোখরে বারবার কৈরা কৈয়া দিছি এহেন পরিস্থিতিতে যেনো আমার দেয়া পড়া পানি উত্তর-দক্ষিণ দিকে মুখ কৈরা তিন ঢোকে কোৎ কৈরা গিললা ফেলে। হালায় কি খায় নাই?

যাউকগা, তারপরেও নিশ্চই মনীষি হিমু এবং মওলানা শিমুলের কেরামতিতে অবশেষে বেচারার শিঁকে ছিঁড়ছে। এইবার চুল ছেঁড়ার পালা। দেখা যাক, কতদূর কী হয়! চিন্তিত
___________
<সযতনে বেখেয়াল>

বিপ্লব রহমান এর ছবি

ঞঁ !


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

.... যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিলো গগনে...

সংবিধীবদ্ধ সর্তকীকরণ : বালিকার বয়স যদি ১৮'র কম হয় তাহাকে বশমানাইতে যাওয়া অতি বিপদ জনক,এবং আইনত দন্ডনীয়। যদি কেহ এই ঝুকি নিতে চান তাহলে নিজ দায়িত্বে লইবেন।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

ডেল কার্নেগি হইতে ঝাড়িয়া দিলেন বুঝি? চোখ টিপি

---

তা মহাশয়, আপনার প্রোফাইলে স্যুট-কোট পরিহিত ছবিখানার বদলে ইহা কী দিয়াছেন? স্বর্ণকেশী সফলকাম হইবার পরে আপনার এই বন্দীত্ব দশা না কী? মন খারাপ

---

সবাইকে এই শিক্ষনীয় লেখাখানি পাঠ করিবার জন্য অনেক ধন্যবাদ।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

ডেল কার্নেগি হইতে নয় জনাব, বরং স্বপ্নায়তন হইতে তুলিয়া দিলাম।

স্যুটকোট পরিহিত আদম সুরোত দেখিয়া বালিকাদের মূর্ছা যাওয়া হইতে বাঁচাইবার জন্য নিজেকে বন্দী করিয়া রাখা ছাড়া আর উপায়কি?
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

বস, গরম পইড়া গ্যালো তো। আন্ডিচাড্ডি পইরা বাইর হন। দ্যাখেন কাজ হয় নাকি।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

এইতো মিলেছে বশীকরণ টিপস। আপনার তাহলে আন্ডিচান্ডিতে কাজ হয়েছে...?
কিন্তু বিপ্লব রহমান যদি এই বার তার আর টিভির ক্যমেরা নিয়া হাজির হয়..?? তাইলেতো পুরা ভিডিও ফুটেজ সহ পোস্টাইবো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মুশফিকা মুমু এর ছবি

বিপ্লব ভাই কে (বিপ্লব) ..... গড়াগড়ি দিয়া হাসি হাসতে হাসতে গড়াগড়ি
--------------------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍--@

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

বিপ্লব রহমান এর ছবি

আস্তে, ম্যাডাম, একটু আস্তে। ত্রিনয়নের বশ হইবার সচিত্র সংবাদে এতো হাসাহাসির কী আছে? আপনিও দেখিতেছি, বড়ই বেরসিক! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

ফেসবুকে ছবি দেখেই আমি হাসলাম কিছুক্ষন আর এখন আপনার এটা পড়ে একদম গড়াগড়ি গড়াগড়ি দিয়া হাসি
--------------------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍--@

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

বিপ্লব রহমান এর ছবি

সর্বনাশ! ত্রিনয়ন দেখি লাজ-লজ্জা সবই ধুইয়া খাইয়াছে। তিনি এই ফটোখানা ওই অন্তর্জালিয় মুখমণ্ডল-পুস্তকেও দিয়াছেন বুঝি? আর শুনিতে পাই, ফটোখানা না কী আপনারই তোলা? খাইছে


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

ছবি খানা মুমু তুলিয়াছিলো বটে, তবে সে ওইদিন অনেক কষ্ট পাইয়া ছিলো,,,,
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

ব্যাপারখানা বেশ ফিশি, মানে আঁশটে আর কী!

আগের মতো চট জলদি আমাকে মুমু ম্যাডামের কষ্টাকীর্ণ ফটোসহ একখানা ইমেইল দিয়া ঘটনার বিস্তারিত বর্ণণা দিন তো!

আরেকখানা সচিত্র পোস্ট লিখিতে হইবে: ত্রিনয়ন বশীকরণ হইলে সচল মুমুর কষ্ট কেনো? দেঁতো হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

হায় কি থাকিয়া কি হইয়া গেলো, আমিতো আমার অনেক জরুরি কাজ ফেলিয়া ত্রিনয়নকে বশীকরণ এ সাহায্য করিলাম, এখনতো দেখি আরেক বিপদে ফেলিলেন।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সর্বনাশ, একেবারে ছবিসুদ্ধ ধরা!!!
হায়!

আমি মাঝে মাঝে ভাবি, বিপ্লব ভাই এইসব বুলেট নিয়ে চলে ক্যামনে? পুরা আজ্ঞুন।

চলুক

বিপ্লব রহমান এর ছবি

ত্রিনয়নের অন্যতম পরামর্শক আসা শি, শেষে কী না আপনিও! ওই যে কথায় বলে, কাহারো পৌষ মাস, আর কাহারো....ইত্যাদি।

ভ্রাতা, একটু খাতির করিয়া আপনাকে আগাম জানাইয়া রাখি, ইহার পর লিখিত হইবে: শ্যালিকার চটি, শিমুলের গাল!

অতএব, এইক্ষণ হইতেই প্রস্তুতি গ্রহণ করুন। চোখ টিপি

শিক্ষনীয় পোস্ট পড়িয়া জ্ঞান লাভের জন্য প্রত্যেককে (বিপ্লব) ।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইয়ে, মানে - ঘুষ্টুষে কাজ হবে না?

বিপ্লব রহমান এর ছবি

শেষে কী না উৎকোচ! বলিহারি মশাই, আমি কি আর ক্রাইম রিপোর্টার আমিনুর রহমান তাজ?

আপনি পরিত্রাণ পাইতে চাইলে বরং এইক্ষণে সচলে একটি পৃথক পোস্ট ফাঁদিয়া ত্রিনয়নকে দেওয়া আপনার বশীকরণ টিপসখানা পাঠককূলকে জানাইয়া দিন! দেঁতো হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিনুর রহমান তাজ
সে করে কী কাজ?
আপনি বলছেন ত্রিনয়ন,
আরে, এটা কী কন?
আমি তাকে দিয়েছিলাম টিপস-
খেতে শুধু আলুর চিপস।
জানি না তার হবে কীনা হুশ
তবে তাড়াতে হবে ঐ দুষ।
-
পোস্টের বদলে কমেন্টে সব বললাম, এবার আপনার হিট লিস্ট থেকে আমাকে খারিজ করেন।

বিপ্লব রহমান এর ছবি

তথাস্ত্ত! চলুক

---
কিন্তু সচল পাঠকগণ আরেকখানা সচিত্র সত্য-পাঠ হইতে বঞ্চিত হইলেন! কেমনে কী? মন খারাপ


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুক্রিয়া

ধুসর গোধূলি এর ছবি

- পাশে আবার কোন পাপারাৎসী ফটুক তুলতাছে?
বিপ্লব ভাই তাইলে ফটুকখানা ঐ কালোবসনের ঢ্যাঙা বালিকার কাছ থাইকাই বাগাইয়াছেন তাহাকে কোনো স্বপ্নের কথায় ভুলাইয়া?

ব্যাপারটা মৎস্য হইতে মৎস্যতর অবস্থায় ঘনাইয়া যাইতেছে। চিন্তিত
___________
<সযতনে বেখেয়াল>

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এবার সামারে জর্ম্মানবাসীরা হুশিয়ার।

বিপ্লব রহমান এর ছবি

উহা সচল মুমু ম্যাডাম হইবেন বলিয়া সন্দেহ হয়। তিনি না কী এই ফটো আগেই কোন অন্তর্জালিয় মুখমণ্ডল-পুস্তকে দেখিয়াছেন! হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

- হাহাহা আপনি ভারি মজার
আসল কথা দেখি বাহির হইয়া গেল। তাহইলে বলিয়েই ফেলি। জি ফটোখানা আমিই তুলিয়াছিলাম, ত্রিনয়ন আমাকে বহুবার হাতজোর করিয়া রিকোয়েস্ট করিল আমি যেন তাহার ছবি তুলিয়া দেই কোন এক হায়ার করা স্বর্ণকেশীর সাথে। ওই ছবি উনি প্রুফ হিসাবে ব্যাবহার করিবেন, যেন সবাই ওনার "বালিকাবশীকরণ" এর থিউরিতে বিশ্বাস স্থাপন করিতে পারে। সরি ত্রিনয়ন ভাই বলিয়া দিলাম সবাই কে ইয়ে, মানে...

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধ্রুব হাসান এর ছবি

আপনি কি সিডনী থেকে বসে মাইল এন্ড পার্কের অনলাইন ছবি তুলেছেন? দারুন তো! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ

মুশফিকা মুমু এর ছবি

জি আমার ক্যামেরা একটু ইসপিসিয়াল কিনা তাই উনি আমাকে হাত জোর করিয়া বলিয়াছিল। আমার ক্যামেরায় মানুষদিগকে বেশি সুন্দর আর কম বয়সি দেখায় কিনা তাই।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

থার্ড আই এর ছবি

ম্যাডাম আপনার শক্তিশালি ক্যামেরাটা একটু ধার দিয়েন, দেখি লন্ডন থেকে জার্মানী আর থাইল্যান্ডের কিছূ ছবি আমাদের দাদা বাবুর জন্য পাঠানো যায় কিনা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- শ্যামদেশের কথা ঠিকাছে, জর্ম্মন দেশের উল্লেখে তেব্র নেন্দা জানাইলাম।
___________
<সযতনে বেখেয়াল>

থার্ড আই এর ছবি

গোপনে শ্যামদেশের আমন্ত্রন পত্র পাওয়া গেছে, জার্ম্মান দেশের পুলিশ অতিশয় বদ জানিয়াও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কথা মাথায় রাখিয়া নিন্দাবাদকে আপাতত পশ্রয় না দেয়াই যৌক্তিক মনে করিতেছি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

এই তো, এইক্ষণে সন্দেহভাজন চোর ( না কী চুন্নি) ধরা পড়িয়াছে! তবে সত্য ভাষণে আপনাকে সাধুবাদ জানাই @ মুমু ম্যাডম চলুক

ওই যে মহান সাংবাদিক মার্ক টালি সাহেব বলিয়াছেন না...এই যাহ! কিছুতেই মনে পড়িতেছে না। তবে নির্ঘাত তিনি এই প্রসঙ্গে গুরুতর কোনো কথা বলিয়াছেন। দেখি, ত্রিনয়নকে একটি এসএমএস করিয়া, সে নিশ্চয় বলিতে পারিবে। হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

আপনার কষ্ট আমি বুঝি মুমু। বালিকার সাথে আমার ফটো তোলাটাযে আপনার মোটেই মনে ধরেনি বিষয়টা বিপ্লব ভাইও নোট করেছেন তাই উনি আপনার কষ্ট নিয়া নতুন উপাখ্যান লেখার তালে আছেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

উপাখ্যান? সংঘবদ্ধ তথ্য-চোরাচালান দলের সদস্য হইয়া শেষে কী না এই বুঝিলেন! মন খারাপ

আমি তো একখানা সচিত্র প্রতিবেদন লিখিতে চাহিয়াছি মাত্র। আর যাহাই হোক, সচলের অ্যাকাউন্টখানা চালু রাখিতে হইবে তো, না কী! ...


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

হুমম কষ্টকরতো বটেই, দেশের বাটপার কবিরাজদের স্টাইলে আপনিও শেষ পর্যন্ত স্বর্ণকেশী হায়ার করে নিজের ওষুধ বিক্রির কাজে লেগে গেলেন ... চু চু চু ..... তাও যদি এতে কাজ দেয় মন খারাপ পুরা সচলবাসিই কষ্ট পেয়েছে তাই আমাকে একা নিয়ে লেখার কোনও দরকার নাই

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধ্রুব হাসান এর ছবি

দাদার দেখি একেবারে ত্রিনয়নের গোড়ায় হাত! আমি নিশ্চিত ত্রিনয়ন ঐ স্বর্ণকেশীকে সিলেটি বাংলা শেখালেও বাংলা পড়তে হয় কেমনে তা শেখাচ্ছেনা; তা না হলে আপনার এই লেখা পড়ার পর ত্রিনয়নের পাতের গুড়ে বালি পড়ার কথা!

(বিঃ দ্রঃ গল্পটা আপনি ভালো ফাদঁলেও ঘটনা কিন্তু ত্রিনয়ন এই রকমি ঘটায়। আচ্ছা আপনারা এইসব ইমোশন আইকনগুলো কি করে যুক্ত করেন?)

বিপ্লব রহমান এর ছবি

ত্রিনয়নের গোড়ায় হাত? আরে না, বরং বলুন হাতে-হাত। ...আগেই বলিয়াছি, আমরা একটি সংঘবদ্ধ তথ্য চোরাচালান দলের সক্রিয় সদস্য। হাসি

(মহাশয়ের কী জানা আছে, ইমোকশন দেওয়া শিখিবার আগে (বিপ্লব) লিখিতে শিখিতে হইবে? নচেৎ সবই গোল! চোখ টিপি )


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ধ্রুব হাসান এর ছবি

হা হা হা, আপনি পারেনও। হো হো হো হো হো হো হো হো হো
(বিপ্লব)

আপনি মাষ্টার হিসেবেও কিন্তু দারুন চোখ টিপি চোখ টিপি চোখ টিপি

বিপ্লব রহমান এর ছবি

এই মারিয়াছে! কথায় রহিয়াছে, হিন্দু ধর্মালম্বী নও মুসলিম হইবার পর না কী গরুর শিং হইতে ল্যাজ পর্যন্ত ভক্ষণ করিয়া থাকে। মহাশয়ের ইমোকটিন দিবার ধরণে মনে পড়িলো সেই কথা।

এইক্ষণে শুধু ইমোকটিন দিয়া একটি পোস্ট ফাঁদিয়া দেখান তো, কতো গাছে কতো আলু! খাইছে


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

একটু রয়ে সয়ে ....সব কথা বলার কি দরকার ছিলো....বাংলাদেশ থেকে শুনলাম বিড়ি আসা বন্দ....এই কমেন্টকি তার ই কুফল..??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

ঞঁ!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নিঝুম এর ছবি

আহারে!!! কত ছ্যাকপ্রাপ্ত রে অষুধ দিলাম!!! আর থার্ড ভাই আমারে কিছু জানায় না।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

বিপ্লব রহমান এর ছবি

আপনি আবার অন্তর্জালিয় মুখমণ্ডল-পুস্তকে ভাজাভাজি ছাড়িয়া ছ্যাকাগণের হেকিমী শুরু করিয়াছেন বুঝি! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নিঝুম এর ছবি

ঠিকই ধরেছেন কত্তা । চারিদিকে এত হাহাকার আর সয় না যে...
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তাহার শুধু একই চিন্তা, কী ভাবে এই তত্বখানি নিজে প্রয়োগ করিয়া সফলকাম হইবেন!

সফলকাম = সাকসেসফুল ইন্টারকোর্স (উত্স: ব্যঙ্গ বঙ্গাভিধান)

নিজের রেপুটেশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ মন্তব্য দিলাম হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্লব রহমান এর ছবি

ঞঁ! খাইছে


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

পরিবর্তনশীল এর ছবি

চল চল চল...
তৃতীয় নয়নে বাজে মাদল...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দ্রোহী এর ছবি

মাইচ্চে রে। বিপ্লবদা যখন স্বপ্নায়তনে আমার বস্রহরণ করলেন (আমি অবশ্য টের পাই নাই) তখন ভাবছিলাম বিষয়টা নিরেট চাপাবাজী। কিন্তু এখন সচিত্র "কামাদার বশীকরণ" পড়ে মনে হচ্ছে স্বপ্নায়তন ব্যাপারটা পুরাপুরি চাপাবাজী না।

কিছুটা সত্য হোলেও হোতে পারে।


কি মাঝি? ডরাইলা?

বিপ্লব রহমান এর ছবি

ঠিক ঠিক স্বপ্নায়তন মোটেই চাপাবাজী নহে। ইহা একটি অনুসন্ধানী সচিত্র প্রতিবেদন। চোখ টিপি

---

এই পোস্ট হইতে জ্ঞান লাভের জন্য প্রত্যেককে সাধুবাদ জানাই। হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই পোস্ট হইতে প্রচুর জ্ঞান লাভ হইলো বলিয়া বিপ্লবদাকে ধন্যবাদ!
ব্যাপারখানা তাহলে এইরকম !!

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

থার্ড আই এর ছবি

জ্ঞানার্জনের জন্য চীন দেশে যাইবার কথা বলা হইয়াছে আর আপনিতো সচলেই সব জ্ঞানার্জন করিয়া ফেলিলেন !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

ওহে বালকদ্বয় !
জার্মান দেশখানা জ্ঞানার্জনের নিমিত্তে কিরূপ বলিয়া বোধহয়?
ঠেলাঠেলি এবং ধাক্কাধাক্কিতে তাহাদের যে তুলনা হয়না তাহা তো দেখিতে পাইতেছি।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি

- এই বালিকা কি অবশেষে জর্ম্মন দেশের পিছনে পড়িয়াছে?

ওরে, তোরা কেহ আমারে জানাইস, ইহধাম না হউক, ইহদেশ ছাড়িয়া দৌড় মারিবো এই সম্ভাবনা ঘটিবার সমূহ সম্ভাবনা দেখা দিলে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ইয়া হাবিবি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারেক এর ছবি

থার্ডাই তো দিলো সকল ছ্যাঁকাপ্রাপ্তের জাত মেরে... এক্কেবারে ভিনদেশি তারা!! অ্যাঁ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্লব রহমান এর ছবি

উদ্ধৃতি

চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপদজনক!

---
সবাইকে নিজ দায়িত্ব জ্ঞান লাভের জন্য জাঝা জানাই। চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।