কই?

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শনি, ১৪/০৬/২০০৮ - ১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

..শ্যাজা দিকে জিটকে দুষ্টুমী করে ঠোকা: কই? কই? কই?...অথাৎ কী না আপনি কোথায়, অথবা যা খুঁজে বেড়াই, তা-ই বা কোথায়? গুরুতর দার্শনিক বিষয়-আশয় বটে! দিদি আমার সরল মানুষ, তিনি ওই সব গুঢ় বিষয়ের ধার-ধারেন না। তার সহজ উত্তর: এই যে! এই যে! এই যে!...

...এরপর এই কই বা কোথায় (+প্রশ্নবোধক) জনে জনে জিজ্ঞাসা, এবং নানান রকম উত্তরসমূহ। তুমি কে? আমি কে? আমরা কোথা থেকে এসেছি? কোথায় যাবো? --ইত্যাদি দিকদর্শনের প্রশ্নমালার চেয়ে এই প্রশ্নবোধকসহ 'কই' কী একেবারে ফেলনা?

প্রিয় শ্যাজাদিকে আরেকদিন ফেসবুকে দেখা যায়, তার বর্তমান অবস্থান বা ওই আর কি জানিয়ে দিতে লেখা: নাই! নাই! নাই!...

মাহবুব লীলেন অবশ্য আরও পরে (নিছকই কাকতাল হলেও হতে পারে, সে যাই হোক; অতএব মাহবুব লীলেনে আসা যাক) তার নানান রকম লেখায় ক্যাটাগরি দেন: নাই! ভ্রম জাগে এই --কই বা নাই নিয়ে। এর অর্থ কী শুন্য, ফক্কিকার?

হুঁ হুঁ, অর্বাচীন বালকপ্রশ্ন বটে। মাছ ওয়ালা কী গোয়ালা, মাছ ও দুধ বিক্রিতেই খালাস, তারা কী ক্রেতাকে মাছের কাঁটা বেছে বা দুধ জ্বাল দিয়ে দেন?

আবারও মোবাইলে এসএমএস ঠুকে জনে জনে জিজ্ঞাসা: কই? কই? কই?...

একেক জনের একেক উত্তর:

অমি রহমান পিয়াল--জেল খানায়।
মাসকাওয়াথ আহসান--বিজি।
সিডর দুর্গত এলাকায় ত্রাণ দিতে দেশে আসা থার্ডআই--নিরুত্তর।
করপোরেট বন্ধু--মিসড কল।
(রাতে ঘুমতে যাওয়ার আগে) সহকর্মী--এট হোম, মন ভালো না।
(ভরদুপুরে) সহকর্মী--অ্যাসাইনমেন্টে।

...আর জীবনের প্রথম টিভি রিপোর্ট যেদিন অন এয়ার, সেই সকালে সাহায্য প্রার্থী আরেক সহকর্মী--কই তো বিলাইয়ের, আমি আসছি।

তার অবশ্য খুব বেশী আর অফিস আসা হয়নি। কাউন্টার ইন্সার্জেসীতে অতি কর্মদক্ষ বিধান রিবেরু চাকরীচ্যুত!

পুনশ্চ:

কই? কই? কই?...এ যেনো এক বায়েস্কোপের নেশা।
বিপ্লব চক্রবর্তী দুই যুগ আগে রুদ্র মুহাম্মাদ শহীদুল্লাকে নিয়ে যেমনটি গান বাধেন:

কই গেলা
কই গেলা রে বন্ধু
কই গেলা রে
আমার সকালেতে সন্ধ্যা নামে
রাত্রি হয় দুপুরে...

---
(ছবি: পটেটো ইটার্স, ভ্যান গখ।)


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

ঠিকই তো...

আপনে কই কই কই... ? চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

আমারও একই প্রশ্ন।
আপনে কই কই কই?

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ফারুক ওয়াসিফ এর ছবি

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

রণদীপম বসু এর ছবি

আর আমার প্রশ্ন- আমি কই ? কই ? কই ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রায়হান আবীর এর ছবি

আসলেই...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কৈ?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুমন চৌধুরী এর ছবি
বিপ্লব রহমান এর ছবি

আরে তাই তো! তবে কথা কী না:

কাজের চাপে পিষ্ট হয়ে সাংবাদিক নিহত! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

আমাদের বাসায় শুধু বিটিভি ওয়ার্ল্ড ছারা কিছুই আসেনা মন খারাপ নাইলে আপনার রিপোর্ট দেখতে পারতাম। মন খারাপ
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তারেক এর ছবি

আহারে বেচারা। একটা বাস, ট্রাক, লরি রিকশা, ঠ্যালা কিছুই পাইলো না। কাজের চাপে ইন্নালিল্লাহ হয়ে গেলো? মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।