রেইন-প্যাকেজ-অমুক
বর্ষার কদম ফুল ফোটার দিন শুরু হলো অবশেষে। আর তাই প্রকৃতিতে যেনো লেগেছে সাজ সাজ রব। এমনি দিনে অনেকে ফিরে যান ছেলেবেলার বাদলা দিনে। ক্যামেরায় রমেশ চৌধুরিকে সাথে নিয়ে, স্মৃতি জাগানিয়া এ সব অনুভূতির কথা জানাচ্ছেন ....।
[ব্যাকগ্রাউন্ড সং: আষাঢ়-শ্রাবণ, মানে না তো মন, ঝরঝর ঝরঝর ঝরছে...ইত্যাদি। ফুটেজ-গাছের পাতায়, রঙ্গণ ফুলের থোকায় আছড়ে পড়ছে ঝুম বৃষ্টি। বর্ষনে সড়কে সৃষ্টি হয়েছে জলযট, যানজট। রিকশওয়ালা, ভ্যানওয়ালা ভিজে ভিজে যানটি ঠেলে নিয়ে যাচ্ছে।]
ভয়েস ওভার:আষাঢ় মানেই কদম ফুল, ছোটবেলায় বৃষ্টিতে ভেজার মধুর স্মৃতি। এই বর্ষায় নাগরিক কোলাহলের ভেতরেও অনেকে খুঁজে বেড়ান দূরন্ত শৈশব। কখনো কাদাজলের ভেতর ফুটবল খেলা, আবার কখনো ভিজে ভিজে স্কুলে যাওয়ার আনন্দ।
ভক্সপপ: [ছোট বেলায় বৃষ্টি হলেই স্কুলের মাঠে পানি জমে যেতো। কাগজের নৌকা বানিয়ে সেই পানিতে ভাসানোর মজাই ছিলো আলাদা। এখনকার ছেলেমেয়েরা এসব কল্পনাও করতে পারে না।]
ভক্সপপ: [বৃষ্টি মানেই স্কুল ছুটি; ছুটির পরেও কাদাপানিতে মাখামাখি করে ফুটবল খেলা!]
মেঘ মেদুর বৃষ্টির কথায় ফেলে আসা দিনগুলোকে হাতড়ে বেড়ান অনেকে এভাবে--
ভক্সপপ:[বৃষ্টির সন্ধ্যায় টর্চ আর ছাতা নিয়ে গ্রামের ছেলেমেয়েরা ঝাঁকি-জাল নিয়ে কৈ, শিংগি, মাগুর, খলসে মাছ ধরতে ছুটতাম। কি চমৎকার ছিলো সেই সব দিন!]
আবার কারো কাছে বৃষ্টি মানেই নোংরা জল, কাজে বেরুনোর নানান ঝক্কি।
ভক্সপপ:[বৃষ্টি-টৃষ্টি একেবারেই ভালো লাগে না; বর্ষাকালটাই খুব বিশ্রী। রাস্তাঘাট সবই ড্রেনের পানিতে সয়লাব। কাজে বেরুবো, বাচ্চাদের স্কুলে দিতে হবে, কিন্তু বাস-ট্যাক্সি-রিকশা, কিছুই পাওা যায় না। আর পেলেও তারা এমন ভাড়া চায় যে...]
তবে এই বর্ষা, আর ফেলে আসা সেই বর্ষা দিনের সাথে রয়েছে বিস্তর ফাঁরাক। পাষানপুরীতে বৃষ্টি দেখার ইচ্ছেগুলোও যেনো ফেরারী হয়ে যায়।
ভক্সপপ: [মাত্র ২০ বছর আগেও ঢাকায় অনেক খাল-বিল-পুকুর ছিলো। ছিলো অনেক দেশি ফল-মূলের গাছ। তখন এতো হাই রাইজও ছিলো না, বড়জোর চারতলা-ছয় তলা বাড়ি। জানালা দিয়ে, কী বারান্দায় বসে এক বাটি ঝালমুড়ি খেতে খেতে বৃষ্টি দেখার মজাই ছিলো আলাদা।]
পহেলা আষাঢ় তরুণ-তরুণীর জন্য প্রেমময় হলেও ঋতুর এই নবরূপ আবার খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়ায়।
পে-অফ
অমুক
তমুক-টিভি
ঢাকা।
মন্তব্য
অসাধারণ!!! একেবারে সত্যিকারের একটা অসাধারণ পোস্ট !!
'সাধারণ নয়' এবং 'দারুণ' দুই অর্থেই।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
বাহ্
অনেকদিন পর, প্রায় দেড় বছর পর শব্দগুলো পড়া হল। পরিচিত মানুষের সাথে অনেক দিন পর দেখা হওয়ার অনুভূতি পেলাম যেন।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কোনো এককালে প্রতি বর্ষার প্রথম দিনে একশো একটা কদম ফুল পাঠাতো কেউ
তারপর সে নিজেই রাক্ষস হয়ে খেয়ে গেছে আমার বাকিসবগুলো ঋতু
এখন শুধু একটাই ঋতু টের পাই - চৈত্র
এইটা একটা জটিল কবিতা হইসে!! আপনাকে জাঝা !
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
- খাইছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খুব সুন্দর, একটা কদমফুল হাত দিয়ে ধরতে খুব ইচ্ছে করছে
"ঘন ঘোর বরিষন, মেখ ডমোরু বাজে শ্রাবন রজনী আধার
বেদনা বিজরি শিখা রহি রহি চমকে মন চাহে প্রেম অভিসার"
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
খুব ভালো লাগলো। জাঝা
-------------------------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দুর্দান্ত স্ক্রীপ্ট................
বৃষ্টি ভীষণ গোয়ার যেন
রোগা মেয়ের নৌকো ভাংগার মতো
এই বৃষ্টি ভাসাবে পরিহাস...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক দেরীতে বলছি, সকলকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বছর ঘুরে আবার সেই বর্ষা...
আজ বিপ্লবদা কি নতুন কোন নিউজ স্ক্রিপ্ট দিবে না?
নতুন মন্তব্য করুন